নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

ধর্মের দোহাই

১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:১৫




ধর্মের দোহাই দিয়ে হালালকে হারাম এবং হারামকে হালাল করা খুব সহজ, বিশেষ করে তাদের কাছে যারা হালাল এবং হারাম শব্দের অর্থ জানে না। বাংলাদেশে কী হালাল এবং কী হারাম নিশ্চয়তার সাথে কেউ বলতে পারবে না। মাবতা এবং বিবেক শব্দের অর্থ জেনে মানবতার পরম্পরা শুরু হলে অন্তত অনাথ এবং হাভাতের পাতে নুন পান্তা পড়বে।
হত্যা অত্যাচার ধর্ষণ এসব জঘন্য কাজ।

ধর্ম পালন করে ধর্মিষ্ঠ এবং বৈধর্ম্য কাজ করে পাপিষ্ঠ হওয়া আসলে খুব কঠিন তবে নিশ্বাস টানা খুব সহজ। বাতাসের স্রষ্টাকে ভুলে বাতাসের ইবাদতি করা মূর্খামি ছাড়া আর কিছু নয়।


ইঞ্জিনিয়ার [ iñjiniẏāra ] বি. পূর্তকার্য বৈদ্যুতিক ক্রিয়াকর্ম ও যান্ত্রিক কার্যাদির পরিচালক ও পরিকল্পক; যন্ত্রনির্মাতা ও যন্ত্রকুশল কারিগর; যন্ত্রবিদ ও যন্ত্রবিজ্ঞানী; প্রযুক্তিবিদ। [ইং. engineer]। ইঞ্জিনিয়ারিং বি. যন্ত্রবিদ্যা, যন্ত্রবিজ্ঞান; প্রযুক্তিবিদ্যা। বিণ. যন্ত্রবিদ্যাসম্পর্কিত।

এসব আউল ফাউল বিষয় বুঝতে হলে মগজ ব্যবহার করতে হয়। কিছু মানুষ মগজ ভুনা খুব পছন্দ করে, কিছু মানুষ নিজের মগজ ব্যবহার করতে পারে না। আমার মাথার ভিতর মগজ আছে না নেই আমি জানি না।

বাতাসে শন-শন শব্দ, ঝরনার কল-কল, সাগরজলের সাথে বাতাসের মিতালি এসব সুর এবং ছন্দের ষোলকলা।

সত্যাসত্য জানতে হলে পড়তে হয়, অর্থ না বুঝে পড়লে কী হয় নিশ্চয় বুঝিয়ে বলতে হবে না?

স্বত্ব মো.আ.হা

মন্তব্যের জবাব দিতে পারব না। হয়তো সোমবারে সময় পেলে গপসপ করব। সকলের মঙ্গল হোক।

মন্তব্য ৩৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের সব খাবারকে কেমিক্যাল ও ফরমালিন মিশায়ে হালাল করা হয়।

১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি কাজে গেলাম। ফতুরকে কেউ কদর করে না। ভালো থাকবেন।

২| ১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


কাজ করেন, কিছু সন্চয় করেন।

১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, এখন সঞ্চয়ের চিন্তায় আছি। সকলের ভাগ্য সুপ্রসন্ন হোক।

৩| ১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: কাজ করা ভালো। কাজে মন দিন।

১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ভাই, কাজ না করলে পাতে ভাত পড়ে না।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাঁদগাজী বলেছেন:কাজ করেন, কিছু সন্চয় করেন।

আপনার বিদ্যার দৌড় কতটা তাও বোঝা গেলনা

১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার বিদ্যায় আপনি বিদ্বান হতে পারবেন না, আপনার বিদ্যা অনেক বেশি এবং আমার অনেক কম।

দৌড় দেখতে হলে রেসের মাঠে যান। বিদ্যার দৌড় সংলাপ বাপের জন্মে এই প্রথম শুনলাম। দূের থাকবেন, আপনার মত বিদ্বান দৌড়বীর আমি ডরাই।

৫| ১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বর্তমানে মিডিয়ার হলুদ চশ্মা দিয়ে অনেক হারাম কে হালাল করা হচ্ছে।

১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, কী খাচ্ছি কী পান করছি আমি নিশ্চিত নই।
ভয় হয়।

৬| ১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:১২

অখ্যাত নবাব বলেছেন: আসলে পড়তে হবে! প্রচুর পড়তে হবে।

১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জী, পড়লে জ্ঞাতব্য বিষয় জানা হয়।

৭| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
গান বাজনার কথা বলছেন?
৮০ দশকে একটা জনপ্রীয় সিনেমা ছিল 'সুজন সখী'
সেখানে এই শরিয়ত বয়াতির প্রশ্নের মত একটা গান ছিল "কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান..?"


ভারতবর্ষের মাটিতে প্রথম ইসলাম প্রচার প্রসার হয়েছিল সুফি দরবেশদের মাধ্যমে তথা গজল জারিগান মুর্সিদি গান কবিগানের মাধ্যমেই।
কিন্তু ৬০এর দশকে মাওলানা মওদুদী ও তাদের অনুসারিরা কোন রেফারেন্স বাদেই গান বাজনা বেদাত বলা শুরু করে।
বাংলাদেশের জল্লাদ গোলামআজমের কথিত ধর্মপ্রাণরা আজও ওই ভ্রষ্ট মওদুদীর মতকে লালন করে যাচ্ছে। মওদুদীর ইসলামই হলো জঙ্গিবাদী জামায়াতের ইসলাম। এরাই ধর্মপ্রান বাংগালীদের কোরানের অপব্যাখ্যা দিয়ে ফায়দা হাসিল করে যাচ্ছে।

গান বাজনা হারাম হলে সৌদিআরব সহ সকল মুসলিম দেশে গানবাজনা চলছে কি ভাবে? শিবির কি নবিনবরনে সঙ্গিত গায় না? ওয়াজের হুজুররা পর্যন্ত মাইকে হাতপা নাচিয়ে গান গায়।

প্রত্যেকটি মুসলিম দেশের বাজনা সহ জাতীয় সঙ্গিত আছে। সৌদি আরবেও
পৃথিবীর কোন দেশ গানবাজনা নিষিদ্ধ করেনি। প্রতিটি আরব দেশে জনপ্রিয় 'আসমা আল হুসনা' গান চলে, বলিউডি সহ গানবাজনা সবই চলে। কেউ নিষেধ বলেছে? নিষিদ্ধ করেছে? বরঞ্চ সব আরব দেশে হিন্দুদের মত গানের সাথে উলুধ্বনি পর্যন্ত চলে। রসুল যুগ থেকেই চলছে।
কোরানে গানবাজনা হারাম বলে কোন আয়াত নাজেল হয় নি। হাদিসেও নেই।

অনেকে বলে গান হালাল, তবে বাজনা হারাম। সেরকম আলাদা করে কোথাও কিছু বলা হয় নি। বরং সেই আমলে বাদ্যই বেশী চলত।
বাজনা হারাম হলে ইসলাম আবির্ভাবের সময় বাদ্য বাজিয়ে গান গেয়ে মহিলারা উলুধ্বনি সহ নেচে নবী (সঃ) কে মদিনায় স্বাগতম জানানো হয়েছিলো কিভাবে?
অনেক পরে ইসলাম শক্ত ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর মক্কা বিজয়ের পদযাত্রায় আরো বিপুল বাদ্য বাজিয়ে গলা হাকিয়ে গান গেয়ে মক্কা বিজয় হয়েছিল। সেই যাত্রায় নবীজি(স) সারাক্ষন ছিলেন।
হারাম হলে তো তখনি মানা করতেন।

সুর ও সঙ্গিত হারাম হয়ে থাকলে, আজানে সুর করে আজান দেয়া হত না, কোরান শুধু গদ্যের মত আবৃতি করা হত,
সুর করে তেলাওয়াত হত না।

১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পাপ এবং পূণ্যের বিচার হবে। আমিও গান গেয়েছি, নিজে কম্পুজিং করেছি। নিজে গান লিখেছি। তবে এখন বাদ দিয়েছি। ধর্মকর্ম বাদ দিয়ে আজীবন গান নিয়ে থাকলে পাতে ভাত পড়বে না। কাজ না করে যারা শুধু গান বাজনা নিয়ে থাকে ওদের সাথে ভূতেরাও দূরত্ব বজয়া রাখে। সাবান শ্যাম্পু লাগাতে হলে টাকার প্রয়োজন, ভালো খাবার খেতে হলে টাকার প্রয়োজন, লেখা পড়া করতে হলে টাকার প্রয়োজন। লজ্জাঙ্গ ঢাকতে হলে টাকা দিয়ে কাপড় কিনতে হয়।

৮| ১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৯

নজসু বলেছেন:




মোহাম্মাদ আব্দুলহাক পলাশ ভাই কেমন আছেন?

১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভালো আছি, আপনি কেমন আছে?

৯| ১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫১

নজসু বলেছেন:




আপনার উপন্যাস কি প্রককশিত হয়েছে।

১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কি জানেন না আমি যে নিজে এখন প্রকাশক?

আমার প্রায় সকল উপন্যাস প্রকাশ করেছি। আমাজনে আছে, ইবই আছে আমার সাইটে।

১০| ১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫২

নজসু বলেছেন:


ও মিঞা ভাই

১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ক্ষমা করবেন এটু কাজে ব্যস্ত ছিলাম। গপসপ করতে চান নাকি?

১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:
আমার সাইট

আমাজন

১১| ১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৮

নজসু বলেছেন:



আপনে আমাকে চিনেছেন ভাইজান?

১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি না, আপনি আপা না ভাইজান তা আন্দাজ করতেই পারিছি না :(

১২| ১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৫

নজসু বলেছেন:



আপনি আমাকে চিনতে পারেননি সেটা আমার ভুল।
আমি কোনদিন আপনাকে ভুলবোনা। আমার জন্য আপনার অনেক অবদান রয়েছে।
জ্বী আমি ভাইজান।

গান বান্ধেন এখন?

১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে দুনিয়া আখেরাতে সফল করবেন। আপনা ভাগ্য সুপ্রসন্ন হোক। আমার জন্যও দোয়া করবেন।

এখন আর গান বান্ধি না, সময় নেই, বুড়া হয়েছি, কাজ করেই ক্লান্ত। মাঝে মাঝে বই সম্পাদনা করি।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৩

নজসু বলেছেন:





সামুতে নিয়মিত আসেন ভাইজান?

১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি না, কয়দনি আগে কিচ্ছু করার না পেয়ে ব্লগে লগিন করতে চেয়ে দেখি পাসওয়াড সমস্যা, রিকাভার করেছিলাম। এই হালাল হারাম দেখে আমিও হুজেহি হয়েছি। ব্লগে আর সময় দিতে পারব না। আউল ফাউল বিষয় নিয়ে ব্লগ গরম থাকে। এখন আসলে বয়স হচ্ছে। আব্বার মৃত্যুর পর থেকে বাস্তবিক হয়েছি।

১৪| ১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০০

নজসু বলেছেন:



আমি সামুতে আপনাকে খুঁজি।

১৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার মনেও আপনাদের জন্য টান আছে। যাক এখন আপনাদেরকে উপন্যাস পড়তে দেব, মতামত জানাবেন দয়া করে।

মন্তব্যে গপসপ করব। জীবনের সময় ফুরাচ্ছে।

১৫| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: কম খেতে চেষ্টা করুন, ইবাদত করতে আগ্রহ পাবেন।
.
কম কথা বলুন, গিবত থেকে বাঁচতে সচেষ্ট হবেন।
.
মানুষের উপর কম আশা রাখুন, তাহলে হতাশ হতে হবে না।
.
অনলাইনে সময় কম ব্যায় করুন, না হয় অন্তর শক্ত হয়ে যাবে।

১৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: রাজীব ভাই, উপদেশের জন্য আন্তরিক ধন্যবাদ।

ব্লগ এবং ব্লগারদেরকে আমি বেশি আপন করেছিলাম।

এখন থেকে উপন্যাস পোস্ট করব দয়া করে পড়ে মন্তব্য করবেন।

ধন্যবাদ, আল্লাহ আপনার মঙ্গল করবেন।

১৬| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আগে জানতে মন চাইছে, কেমন আছেন?
অনেক দিন দেখি না। সময় এমনি। ব্লগে হাউ কাউ থাকবেই। তার জন্য প্রিয় যায়গাটি ছেড়ে থাকবেন না। মিস করি সবসময়।

১৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাইজান, আপনার খবরাখবর কী?

জানি, মাঝে মাঝে ব্লগ দেখেল অন্তর চমকে উঠে। এখন থেকে অবসর সময় ব্লগে কাটাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.