নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত অথবা উদ্ভুট্টি ©

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৪



বাদপ্রতিবাদে নিপুণ সাংবাদিকের সাংশয়িক প্রশ্নে জলপথে বাণিজ্যকারী বিস্মিত হয়ে সাঁইত্রিশ পয়সা মানত করে বলেছিল, আমাকে নিস্তার দাও সবে মাত্র কালাপানি থেকে ফিরেছি, সাঁওতালি ভাষা এবং সাংস্কৃতিক সাংঘাতিক কঠিন, তাদের সাথে ভাবের লেনদেন করে সত্যি স্তম্ভিত হয়েছিলাম, নন্দিত এবং আশ্চর্যান্বিত। চায়ের দোকানে আমি যাই না, চাখোরদের আড্ডা এবং হাড্ডাহাড্ডি আমি ডরাই। পাটের গুদামে অগ্নিকাণ্ড এবং তাদের বাগ্বিতণ্ডায় নিজেকে গবেট মনে হয়। নির্বাক এবং নির্বোধের মত তাকিয়ে থাকি, কিচ্ছু বলার থাকে না, রোদ এবং নুনের আঁচে শামুকের মত গলে লেপটে যাই। আচকা আচকা আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলি, একটা গ্রহ আমার জন্য যথেষ্ট। সমস্যা হলো জীবনেও যথেষ্ট রুজি করতে পারব না। সম্পদ এবং ছেলে সন্তনারে জন্য আমরা লালায়িত, নিথর দেহ দ্রুত মাটিচাপা দিতে হয় জেনেও উপায় উদ্ভাবনে বাস্তবিক হতে চাই না।

Copyright © 2020 by Mohammed abdulhaque

ছবি নেট থেকে

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক,




সুন্দর হয়েছে, মুক্তগদ্য।
তবে প্রথম তিন লাইনের বাক্যটির গঠন অদ্ভুতই মনে হয়েছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অন্য কেউ লেখলে আমিও এমন বলতাম। বাংলা শব্দে অর্থ সত্যি অদ্ভুত।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: কিছু বুঝলাম না।
অবশ্য এটা আমারই দোষ। মেধাহীন মানুষ আমি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মেধা আছে বলেই নিজেকে মেধাহীন ডাকছেন।

বুঝতে চাইলে বুঝতে পারবেন, বেশি কিছু লেখিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.