নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

শৈল্পিক কার্যকলাপ ©

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৯



সিডির প্রচ্ছদ


আমার গল্প কবিতা উপন্যাস পড়ে অনেকে হাসাহাসি করে, তাতে আমি খুশি না হলেও বেজার হই না। আমি জানি কাক কখনো কোকিলকে পছন্দ করে না এবং কোকিলা চাইলেও কুলায় বানাতে পারে না। যেমন, কেউ সুর তাল লয়ে গান গাইলে আমার গা জ্বলে কারণ আমি গান গাইতে পারি না, কখনও সুরচর্চা করিনি।

অসাধ্য সাধন এবং অসম্ভব সম্ভব করার জন্য নিজের লেখা গজল গেয়েছিলাম

গান গজল গাওয়ার জন্য নিজে কম্পুজিং শিখেছিলাম। গজল শুনে মতামত জানাবেন।


শৈল্পিক কার্যকলাপ ১

শৈল্পিক কার্যকলাপ ২

শৈল্পিক কার্যকলাপ ৩

মন্তব্য ৩৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর গজল মাশাআল্লাহ

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ আপা। আমাদের রাজীবভাইকে খুশি করার জন্য আজ এই আয়োজন।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: রাজীব ভাই নিশ্চয়ই খুশি হবে ইনশাআল্লাহ

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: রাজীব ভাই আসলে খুব ভালো মানুষ। আল্লাহর সাথে রাগ করে উনি দোজখে যেতে চান।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: জয় গুরু।

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জয়োস্তু!

নুনে জরজর নুনতা পিঠার জয় হোক। ( কোন এক বইয়ের সংলাপ)

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২০

পদাতিক চৌধুরি বলেছেন: আমি ইতিমধ্যে গজলটি শুনেছি। আমার ভীষণ ভালো লেগেছে। আপনি একজন বহুমুখী প্রতিভার মানুষ একথা নিঃসংকোচে বলতে পারি।

শ্রদ্ধা ও শুভেচ্ছা প্রিয় ভাইকে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দাদা, গতকাল আপনার মন্তব্যে সত্যি নন্দিত এবং উদ্বেলিত হয়েছিলাম। মঙ্গলময় আমার মঙ্গল করবেন।
আপনার প্রশ্নের উত্তর ছিল, জি ছবি আমার। আমি তখন পির ফকির দরবেশদের সেবা করতাম।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০২

নিভৃতা বলেছেন: বাহ! আপনি তো অলরাউন্ডার। মন খারাপ করবেন না। সৃষ্টির পথ কণ্টকাকীর্ণই হয়।

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা,

আপনি কেমন আছেন?

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৫

অজ্ঞ বালক বলেছেন: বেশ ভালো গেয়েছেন। প্রশংসনীয়।

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সার্বিক মঙ্গল কামনা করি। আমি শখের বশে এসব নিজে করেছিলাম।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১১

নিভৃতা বলেছেন: ভালো আছি, আলহামদুলিল্লাহ।

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার গল্পে মন্তব্য না করার কারণ সত্য প্রেম নিয়ে ব্যস্ত আছি।

(ব্লগে পোস্ট করার আগে একবার পড়বেন এতে মান বারড়ে)

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৮

নিভৃতা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আপনি মন দিয়ে কাজ করুন। আপনার সফলতা কামনা করি।

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


আপনি ভোকালকে সিনথেসাইজ করেছেন, এতে আপনার আসল গলা বুঝা যাচ্ছে না। আপনি কিছু শ্রোতা পাবেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনারা শুনেছেন এতে আমি বহুত খুশি। high pitch autotune ব্যবহার করতে হয়েছে, আমি গান গাইতে পারি না তো। আমি খালি গলার গান শুনলে কাউয়ারা হা হা হা করে হাসে। সুরের তাল লয় বোল আমি বুঝি না।

আপনার মন্তব্যে সত্যি আনন্দিত হয়েছি।

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: আপনি ধার্মিক?
আমি ধার্মিক থেকে দূরে থাকতে চাই।

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ভাইজান আমি মুসলমান। আল্লাহকে খুশি করে বেহেস্তে যেতে চাই। মানুষকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হন। আমি মানুষকে খুশি করতে চাই যদিও মানুষরা আমাকে নিরানন্দ করে এবং দুঃখের সাগরে ভাসায়, তারপরেও আমি মানুষকে খুশি করতে চাই। আমি মারামারি করি না। আমি টেক্সি চালাই, আমার টেক্সিকে সমকামিরাও ওঠে, তাদেরকেও আমি দরজা খুলে দেই। ধর্ম সম্বন্ধে কথা বললে বলি আমি আলিম নই, পাঠশালা পাশ করেছি। আশা করি আসল বিষয় বুঝতে পেরেছেন? আপনিতো জুম্মার নামাজ পড়েন?

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৯

এস এ মেহেদী বলেছেন: আগেও শুনেছি আজকেও শুনলাম

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আবার শুনার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনি কেমন আছেন?

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৪

ইসিয়াক বলেছেন: বাহ আপনি তো অনেক গুনের অধিকারী।
শুভকামনা রইলো ।

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। আমার চেয়ারে বসলে আপনি আরো ভালো করতে পারবেন।

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৮

নেওয়াজ আলি বলেছেন: প্রিয় শুভ কামনা অহর্নিশি। ♥♥।

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৫৬

নীল আকাশ বলেছেন: নিভৃতা বলেছেন: মন খারাপ করবেন না। সৃষ্টির পথ কণ্টকাকীর্ণই হয়। গতকালকে আমি সারাদিন উনার লেখা পড়ে মন্তব্য করেছি। আমার মন্তব্য পড়েই উনার এই উপলব্ধি হয়েছে মনে হচ্ছে। আমি সমালোচক হিসেবে আপনার চেয়েও.....তবে আমি সত্য কথা বলি। উনি যদি চান তাহলে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন।
অফিসে গান/গজল নামাতে দেয় না। বাসায় নামিয়ে শুনবো।
ধন্যবাদ।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি সমালোচনা করি না, আমি জানি সকলের হজমশক্তি সমান নয়। আগে আমার পেটনামতো সমালোচনায় এখন হজমশক্তি বেড়েছে। আমার লেখার মান অনেক উন্নত হয়েছে। ব্লগ এবং ব্লগাররা আমার লেখার প্রাণকেন্দ্র।

মন রাখবেন আমি গায়ক নই। ;)

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বলেছেন, আপনি মানুষকে খুশি করতে চান। তাহলে আমাকে কেন খুশি করছেন না?
আমি বেহেশতে যেতে চাই না। আমি সবচেয়ে খারাপ দোজকে যেতে চাই।
নামাজ মানে পড়ি। আগে জুম্মার নামাজ নিয়মিত পড়তাম। এখন কম পড়া হয়।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার খুশির কারণ জানলে চেষ্টা করব। কেউ যখন খারাপ কিছু চায় তখন তাকে এড়িয়ে চলাই উত্তম। দোজখ হলো শাস্তির স্থান। দুনিয়ার সকল আকামকুকাম করে ওরা দোজখে যাবে। দুনিয়াতে আমি তাদেরকে ঘৃণা করি। ঠিকাছে আপনাকে আমি এড়িয়ে চলব। যে দোজখে যেতে চায় তাকে এড়িয়ে চলাই উত্তম।

ইয়া আল্লাহ সকলে হিদায়াত দাও, আমি।

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নিজের ভাললাগাকে প্রাধান্য দিতে হবে (সৃজনশীল কাজে)।
তবেই সাধনায় সিদ্ধি মিলবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ভাই, নিজের ভালো না লাগলে অন্যের ভালো লাগে না। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনার গজলের কথা ভাল আপনার সুর ভালো না, তাই আপনার উচিত গীতিকার ও সুরকার হিসেবে নিজেকে প্রকাশ করা; গায়ক হিসেবে না :(

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি হয়তো পোস্ট পড়েননি, আমি গায়ক নই। ব্লগে পোস্ট করা মানে নয় আমি গায়ক হতে চাই। আমি শখের বশে নিজে রেকড করেছি, আমার কোনো খরচ হয় নি। তবে আপনার মন্তব্য জন্য আন্তরিক ধন্যবাদ।

১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনার লেখা পড়েছি ও রেকর্ড শুনেছি- পড়ে ও শুনেই মন্তব্য করেছি।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৫

নিভৃতা বলেছেন: নীল আকাশ বলেছেন: নিভৃতা বলেছেন: মন খারাপ করবেন না। সৃষ্টির পথ কণ্টকাকীর্ণই হয়। গতকালকে আমি সারাদিন উনার লেখা পড়ে মন্তব্য করেছি। আমার মন্তব্য পড়েই উনার এই উপলব্ধি হয়েছে মনে হচ্ছে।

মাস্টারমশাই, এই কথা আমি আপনার মন্তব্য পড়ে বলিনি। এইটুকু জ্ঞান মনে হয় আমার আছে। :) আর আপনার সমালোচনা অবশ্যই কণ্টক নয়, বরং কণ্টকরিমোভার বলা যেতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.