|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোহাম্মাদ আব্দুলহাক
মোহাম্মাদ আব্দুলহাক
	অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।
 
  
জীবাণু নয় করনা নরান্তক ব্যাধি, যা চৈতন্যশক্তিকে নিস্তেজ করে নিজে শক্তিশালী হয়। গণহত্যার চক্রান্ত হলে এই চক্র সহজে অন্ত হবে না। গরিবগুরবোরা উপোস মরছে শুনে খাদ্যদ্রব্যের দাম হুট করে বেড়েছে, নিখর্বের জন্য নিখাকিরা নিখরচা মানত করেছে। তা দেখে চিৎকার করে বলতে চাই, তাদেরকে ধ্বংস করো যারা অন্যকে কষ্ট দিচ্ছে। পরক্ষণে দুহাত নেড়ে না করে ক্ষমা চাওয়ার কারণ আমিও অনেককে কষ্ট দিয়েছি। অর্থকষ্টে ক্লিষ্ট হয়ে জেনেছি, সময়ের চেয়ে ঘড়ির মূল্য অনেক বেশি।
Copyright © by Mohammed abdulhaque
ছবি নেট থেকে
 ৮ টি
    	৮ টি    	 +২/-০
    	+২/-০  ২৩ শে মার্চ, ২০২০  বিকাল ৩:০৮
২৩ শে মার্চ, ২০২০  বিকাল ৩:০৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কি মনে করেনে ওরা সত্য তথ্য প্রকাশ করবে?
২|  ২৩ শে মার্চ, ২০২০  বিকাল ৩:৫২
২৩ শে মার্চ, ২০২০  বিকাল ৩:৫২
চাঁদগাজী বলেছেন: 
লন্ডনের বাংগালীদের অবস্হা কেমন? নিউইয়র্কের বাংগালীরা এই মহুর্তে আমেরিকার সবচেয়ে বেশী সংক্রমণ এলাকায় পড়ে গেছে।
  ২৩ শে মার্চ, ২০২০  বিকাল ৪:০৭
২৩ শে মার্চ, ২০২০  বিকাল ৪:০৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আসলে বেশি তথ্য দিতে পারবনা, তবে এখনেও আপনাদের মত দশা। আমি থাকি ইস্ট লণ্ডন, আমার পোস্টকোড হলো ই ২, ই১ এসব এক্কেবারে সিটির পাশে। ইস্টলণ্ডন মসজিদ বন্ধ। আপনি হয়তো জানেন royal london hospital ইস্টলণ্ডন মসজিদের পাশে। মানে অদ্য এখানেও মৃত্যুর মিছিল শুরু হবে। লণ্ডন হলো সবচেয়ে দ্রুত সংক্রমণ, বেশি সংক্রামক এবং সংক্রামিত এলাকা। আমি বাসা থেকে বেরোচ্ছি না। নাতনিরা ফোন করে হুমকি ধামকি দিচ্ছি, আমি অন্যদিকে মুখ ফিরিয়ে থাকি। ওদেরকে কিছু স্নাক কিনে দিয়েছিলাম গতসপ্তা, এই জন্য মন বিচলিত হচ্ছে না।
৩|  ২৩ শে মার্চ, ২০২০  বিকাল ৪:৪৫
২৩ শে মার্চ, ২০২০  বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: ৪ এপ্রিল পর্যন্ত দেশের সকল সরকারি অফিস আদালত বন্ধ ঘোষণা আসছে...
  ২৩ শে মার্চ, ২০২০  বিকাল ৪:৫৯
২৩ শে মার্চ, ২০২০  বিকাল ৪:৫৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মনে রাখবেন, মহামারি শুরু হলে কে আগে মরব কেউ জানি না। আগেভাগে প্রস্তুত হলে মৃত্যুর সময় অন্তত কষ্ট কম হবে।
(সত্যি বলছি আপ্তগরজি এবং প্রতিপত্তিশালী রাজনীতিবিদরা গরিব অসহায়দেরকে হত্যা করার ষড়যন্ত্র করছে)
৪|  ২৩ শে মার্চ, ২০২০  বিকাল ৫:১১
২৩ শে মার্চ, ২০২০  বিকাল ৫:১১
নেওয়াজ আলি বলেছেন: গ্রাম কিংবা শহরের মানুষ মরবে। আর তাতেই দেশ ধনী হবে। সরকার হয়তো মনে করে।
  ২৩ শে মার্চ, ২০২০  বিকাল ৫:১৪
২৩ শে মার্চ, ২০২০  বিকাল ৫:১৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জনসংখ্যা বেশি, মৃত্যুর সংখ্যাও হবে বেশি।
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০২০  দুপুর ২:৪৫
২৩ শে মার্চ, ২০২০  দুপুর ২:৪৫
রাজীব নুর বলেছেন: সরকারকে বলছি, কোনো খবর গোপন কোরবেন না সকল খবর দ্রুত কৌশলে প্রকাশ কোরে জনগণকে সিদ্ধান্ত গ্রহনের সুযোগ কোরে দিবেন।