নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

"অকরুণ করনা"

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩১



#StayAtHome

ওরে তোরা ঘরবার করিস না, বাহিরে করনা আছে,
ওরে তোরা বাড়াবাড়ি করিস না, এই জিবাণু মহাসংক্রামক হয়েছে।

বাইরে বেরিয়ে ঘুরাঘুরি না করে ঘরে বসে জপজিগির করলে অন্তত অকপট স্বীকারোক্তি করে কম কষ্টে মৃত্যুকে বরণ করতে পারবে। বাইরে করনা আছে, সংক্রামণে সংক্রামিত হলে সংক্রামক হয়ে স্ত্রী সন্তানকেও সাথে মারবে। অকরুণ করনা কাউকে নিস্তার দেবে না, আওতায় যাকে পাবে তাকে সাবাড় করবে। বাড়াবাড়ি করে ইমানের অগ্নিপরীক্ষা দিতে চাইলে জীবননাশ হবে।

Copyright © by Mohammed abdulhaque


ছবি নেট থেকে

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: খালেদা জিয়া কি বের হয়েই বিএনপির কোন জনসমাবেশে অংশ নেবেন? আহা! কতদিন কোন দলেরই বড় নেতাদের জনসমাবেশ দেখছি না! খালেদাই যদি দুধের শ্বাদ ঘোলে মেটায়!

জেলখানাতেই তো করোনামুক্ত থাকতে পারতেন!

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ব্লগে লগিন করে আমাদের চাঁদগাজী সাহেবের পোস্ট থেকে খবর পেয়েছি। জেলে থাকলে উনার নিরাপত্তা নিশ্চিত থাকতো। এখন কিচ্ছু হলে কেউ দায়ভার নেবে না।

২| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


লন্ডনের বাংগালীরা কেমন আছেন?

২৪ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গতরাত থেকে আমরা আদেশপ্রাপ্ত হয়েছি অকারণে বাইরে না যাওয়ার জন্য। মাছ মাংস চাল ডাল তেল নিয়ে মারামারি হয়েছিল, একটা মুরগির বাচ্ছার দাম ২০ পাউণ্ড হয়েছিল। নিষেধ অমান্য করে অনেক আক্রান্ত হয়েছেন। গত বোধবারে আমি যখন গাড়ি ফেরত দিয়ে ফিরছিলাম তখন Whitechapel হয়ে আসতে হয়েছিল, মানুষের ভিড় দেখে আমি সত্যি ভয়ত্রস্ত হয়েছিলাম, আপনি সাথে হলে আমাকে দৌড়িয়ে মারতেন। এত মানুষ ছিল। লণ্ডন মানুষ মরতে শুরু করেছে খবর প্রকাশ হচ্ছে না। এক মুরব্বি মৃত্যবরণ করেছেন। মৃতকে গোসল করাতে চাইলে ডাক্তাররা বলেছিল, প্যাকিং খুললে সবাইকে quarantine।

আপনাদের খবর কী?

৩| ২৪ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৫

নজসু বলেছেন:



আল্লাহ ভরসা ভাইজান।

২৪ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান, আমরা শুধু মুখে বলি, আল্লাহ ভরসা, ইন শা আল্লাহ, বাস্তবে আমরা অন্যদের মতই হাঁই হুই শুরু করি। এখন সবাইকে সর্তক হতে হবে। সব ঠিকঠাক মত করে আল্লাহ ভরসা বললে আল্লাহ আমাদেকে সাহায্য করবেন।

যেমন আমার সহজে ঠাণ্ডা লাগে এবং এখন ঠাণ্ডার সময়, আমি ঘরে আছি এবং হিটিং চলছে এর পরে ছোট কম্বল একখান টেনে বেসেছি।

বিবেক বুদ্ধি খাটাতে হবে। আমি মুনশিয়ানা করছিনা।

৪| ২৪ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


লন্ডনে বাংগালীরা দীর্ঘদিন আছেন, তাদেরকে সেই দেশের সমাজকে বুঝার দরকার ছিলো, তাদের সংস্কৃতিকে সন্মান করার দরকার।

২৪ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মজার বিষয় হলো, আগে মনে করতাম হয়তো গ্রাম থেকে সোজা লণ্ডনের মত শহরে এসে আমাদের আক্কেলগুড়ুম হয়েছে। আসলে না, এদের আক্কেল আমাদের চেয়ে অনেক বেশি গুড়ুম। ওরা রবিবাের ফুলের বাজার খুলা রেখেছিল।

London's famous Columbia Road flower market is to shut as the capital continues to deal with the coronavirus outbreak.

সকালে আমি খেয়াল করিনি, আমিতো ব্লগে ব্যস্ত ছিলাম, বিকালে খবরে শুনি ওটা খুলা ছিল।

এখন চিন্তা করেন ওদের কী অবস্থা? একদিন ২ শিশু এবং ৪ জন নর নারী আমার গাড়িতে উঠতে চেয়েছিল। বাঁধা দিলে বলেছিল ওরাতো শিশু। আমি বলেছিলাম ওরাও যাত্রি। আগে মনে করতাম শুধু হয়তো আমাদের লোকরাই এমন করে। আসলে না, আমরা সকল মানুষ।

মার্কেটে সকলজাতি আছে, মানে সকলে মিলে এক্কেবারে গুবলেট!

৫| ২৪ শে মার্চ, ২০২০ রাত ৯:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ ভাইয়া প্রচন্ড আতঙ্কের মধ্যে আছি। জানিনা এর শেষ কোথায়।
আপনিও সাবধানে থাকবেন।
ভালো থাকুন সবসময়।

২৪ শে মার্চ, ২০২০ রাত ১১:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি দাদা, এখন সচেতনা এবং ঘরে বসা হলো এই রোগের প্রতিষেধক।

৬| ২৪ শে মার্চ, ২০২০ রাত ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: এখন সময় করোনা থেকে নিরাপদ দূরত্বে থাকার।

২৪ শে মার্চ, ২০২০ রাত ১১:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি কবিসাহেব, সাবধানে থাকবেন। আমার প্রায় এক সপ্তা হয়েছে বাইরে যাইনি।

৭| ২৪ শে মার্চ, ২০২০ রাত ১১:৩৩

নেওয়াজ আলি বলেছেন: নিজে সচেতন হই। অন্যকে সচেতন করি।

২৪ শে মার্চ, ২০২০ রাত ১১:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি তাই করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.