নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নাদেশ অথবা ভবিষ্যদ্বাণী

২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৯



ইত্যবসরে আমরা জেনেছি বাবার তাবিজ, পীরের পানিপড়া, গুরুর অগ্নিমন্ত্র এবং বিশপের আশীর্বাদে করনার কিচ্ছু হচ্ছে না। সংক্রমণে সংক্রমিত হয়ে বহুজন পরপারে চলে গিয়েছেন। গতরাত একটা ভিডিও দেখেছিলাম, গ্রামের লোক এককাট্টা হয়ে অসময়ে একসাথে আজানা দিচ্ছেন। এসব কিসের আলামত? যারা অন্যকে জ্ঞান দেওয়ার কথা ওরাই অজ্ঞান। এখন নিশ্চয় নিশ্চিত হয়েছেন পৃথিবীতে কেন এত সমস্যা হচ্ছে? আমিতো আজন্মের মূর্খ।
ধর্মের বিস্তার হয়েছিল পাপ-শাপ নিয়ন্ত্রণ করার জন্য, অনাথ অসহায়কে অত্যচার করার জন্য নয়। ন্যায়ের নামে নির্যাতন করে নির্যাতকরা দিনদিন ধনীই হচ্ছে। আস্তে আস্তে সবুজ মাঠ শ্মশান এবং কবরস্থান হচ্ছে। মাথার ঘাম পায়ে ফেলে দিনমজুররা ধনীর মোজেইক ঝকঝকে করে। হালচাষ করে চাষিরা হাভাতে হচ্ছে। এভাবে চললে আরো সস্তায় ফসল ফলাবার জন্য পুঁজিবাদীরা অন্যগ্রহে চলে যাবে।

লোকজন হয়তো স্বপ্নাদেশ অথবা শকুনজ্ঞের ভবিষ্যদ্বাণীর জন্য অপেক্ষমাণ।

Copyright © by Mohammed abdulhaque

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৯

জাহিদ হাসান বলেছেন: করোনার চাইতে আমাদের বড় শত্রু কুসংস্কার ও গুজব।

২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এক কুস্তিগিরকে জিজ্ঞেস করেছিলাম, ভায়া কেমন আছেন, কিচ্ছু বলুন? তখন উনি সভয়ে বলেছিলেন ভয় হয় ভায়া ভূতে হয়তো জেঁতেছে।

২| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:


শিক্ষা বন্চিত করে জাতিকে ভেঁড়ায় পরিণত করেছে ব্যুরোক্রটরা ও সরকার মিলে

২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমাদের লেইটেস্ট খবর হলো "Coronavirus: Boris Johnson tests positive for COVID-19 "

ভয় এখন সীমার মাত্রা ছেড়েছে।

৩| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: পবিত্র কোরাণ শরীফেই করোনার প্রতিষেধক আছে। এতে কারও কোনই সন্দেহ নাই। কিন্তু কেউই ভাল করে সেটা খুঁজে দেখতেছে না। এরা এতদিন হাটহাজারীতে গলা ফাটাইয়া কি পড়াশোনা করল যে এখন আসমানের দিকে হা মাইরা তাকায়া আছে ? নাকি টিকা বাইরানোর পরে "ইউরেকা "বলার প্র্যাকটিস করতেছে। ডাক্তার জাকির নায়েক সাহেবের তো সমস্ত ধর্মগ্রন্থ গুলে খাওয়া শেষ। তারও তো টিকি দেখা যাচ্ছে না এই মহা গজবের সময়। যতসব ভাদাইম্যা লোক।

২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: রাজীবভাই, করনার প্রতিষেধস হলো মধু কিন্তু মাত্র আমি জানি না। আপনার গেস্টিক, আপনি মধু বেশি খেতে পারবেন না, আপনার সমস্যা হবে। খাঁটি মধু থাকলে সামান্য করে সকলে খাবেন। চাইলে আয়াত নং দিতে পারি।

৪| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:



বৃটিশ প্রাইম মিনিষ্টারের শরীরে করোনা পাওয়া গেছে।

২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, ভয়ের মাত্রা বাড়তেই আছে। আপনাদের দেশপ্রধানের খবর কী?

৫| ২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৫

নেওয়াজ আলি বলেছেন: সব যেন অন্ধকার হয়ে আসছে

২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমাকে নিয়ে অনেকে হাসাহাসি করে। আমি তাতে মর্মাহত হই না। আমি লণ্ডন শহরে থাকি কাজ করি। দুই সপ্তা ধরে আমি ঘরে বসা। লণ্ডনে মহামারি শুরু হয়েছে। এই দেশে একশো জন মরলে মহামারি ধরা হয়, গতকাল একদিনে একশ মরেছে। prince charles and Prime Minister Boris Johnson tests positive.

এখন আপনি বলুন দেশের অবস্থা কী হবে?

৬| ২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

সিগনেচার নসিব বলেছেন: করোনা ভাইরাস আধুনিক সভ্যতার জন্য এক সতর্কবার্তা। উন্নত বিশ্বের দেশগুলো দিনের পর দিন সামরিক খাতে ব্যয় বৃদ্ধি করে গেছে, স্বাস্থ্যসেবা খাত ছিল অবহেলিত।

২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এবার বেহুশদের হুশ হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.