নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

“শব্দে কষ্টের প্রতিশব্দ” ©

০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৪



“শব্দে কষ্টের প্রতিশব্দ” ©
#Transgression
পরিপার্শ্বে পাপের মহোৎসব এবং প্রকাশ্যে সীমালঙ্ঘন হচ্ছে, বিধায় প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এখন বলা হবে, সে মনেমনে ক্ষমা চেয়েছিল এবং আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন। ভয়ের বিষয় হলো, সীমালঙ্ঘন শব্দের অর্থান্তর হয়েছে, প্রকৃতভাবে অর্থান্তরিত হয়নি। প্রকাশ্যে অনাথের অধিকার, অসহায়ের জন্মাধিকার নষ্ট হচ্ছে, সম্মানহানি, শ্লীলতাহানি এবং সতিত্বনাশ হচ্ছে। শীতার্ত এবং আর্তজনের সেবার নামে আনুষ্ঠানিক এবং শাস্ত্রীয় রীতিসম্মতভাবে স্বেচ্ছাসেবকরা আর্থিকভাবে সচ্ছল হয়েছে, এসবের ক্ষতিপূরণ কে করবে?

গুরুরা গুণ্ডাদের নিয়ন্ত্রণে, গুণমাধুর্যে সৌন্দর্যসৃষ্টির উদ্দেশ্যে গুনিনরা কৃত্রিম সরনঞ্জাম ব্যবহার করার দরুন রোগের বাড়াবাড়ি শুরু হয়েছে।

পাপ এবং শাপ এত সহজে মোচন হয় না। সত্তাকে পবিত্র করতে হলে আত্মাকে পবিত্র করতে হয়। মনে রাখতে হবে অগ্নিমন্ত্রে কালাগ্নি নিবে না।

Copyright © by Mohammed abdulhaque


ছবি নেট থেকে

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৮:৫২

নেওয়াজ আলি বলেছেন: পাপ মোচন হবেও না গুন্ডারা ডিজিডির চাল চুরি করছে এখন

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১১:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ভাইজান, যখন লিখছিলাম তখন মনে বলেছিলাম আল্লাহ আপনি দয়া না করলে আমরা অসহায়।

২| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: আত্মাকে কিভাবে পবিত্র করা যায়?

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১১:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অন্তর সব সময় কুমন্ত্রণা দেয়। দুশ্চিন্তা কুচিন্তা এড়িয়ে সত্যাসত্য জেনে সচ্চিন্তা করতে পারলে আত্মা পবিত্র হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.