নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

\'খাদ্যসামগ্রী আল্লাহর নিয়ন্ত্রণে\'

০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৮




লেখালেখি করে পেটে ভাত পড়ে না,
সোনা রুপা হীরা জহরতে পেট ভরে না,
শক্তি এবং ক্ষমতার দাপটে পেট ভরে না,
গুণ্ডামি ভণ্ডামি করে পেটে ভাত পড়ে না,
চুরিচামারি করে পেটে ভাত পড়ে না,
প্রেম-প্রেম আঁতু-পুঁতু করে পেট ভরে না,
ভোলা বাসায় ভালোবাসাবাসি করে পেট ভরে না,
সারাদিন কাজ করে পেটে ভাত পড়ে না,
সারা বছর হাল চাষ করে পেটে ভাত পড়ে না,
হাত-পা গুটিয়ে বসে থাকলে পেটে ভাত পড়ে না,
পেট ভরতে হলে খাদ্যসামগ্রী দরকার,
দৈনিক উপার্জন এবং খাদ্যসামগ্রী আল্লাহর নিয়ন্ত্রণে,
এখন কে কী করব তা আমাদের নিজস্ব সিধ্যান্ত।

ইয়া আল্লাহ আমি আপনার ইবাদতি করি,
আমার দৈনিক উপার্জন এবং খাদ্যসামগ্রীর পরিমার বর্ধিত করে দিন, আমিন।

Copyright © by Mohammed abdulhaque

ছবি নেট থেকে

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:


এই অবস্হায়, লন্ডনের বাংগালীদের অর্থিক অবস্হা কি রকম?
এখন বৃটেনে কি পরিমাণ বাংগালী আছেন?

০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার মত, মানে যারা লিগেল তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়, খাবার পাওয়া যাচ্ছে। সরকারে ভাতাও দেবে, তবে তা পেতে অনেক সময় লাগবে। আমি এখনও পাইনি। তিন সপ্তা পর গতকাল ফোন করে বলেছে অন্য ভাতার জন্য এপলাই করতে হবে। তবে যারা অবৈধ তাদের খবর আমি জানিনা এবং কেউ জানেনা বা রাখে না, ওরা লুকিয়ে কাজ করতো এখনতো পানি পর্যন্ত পাবে না।
এখন দয়াময়ের দয়ায় এই নিদান কাটবে।

২| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৬

সেলিম আনোয়ার বলেছেন: আমিন।+

০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দোয়া করবেন ভাইজান, আমি সকলের জন্য দোয়া করি, সকলের জন্য দোয়া আমার দোয়ার অংশ।

৩| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:



এখন বৃটেনে কি পরিমাণ বাংগালী আছেন?

০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: 451,529[1]
0.7% of the UK's population (2011). আরো অনেক বেশি হবে।

৪| ০৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৭

রাজীব নুর বলেছেন: কিসের ক্ষমতা,
কিসের অহংকার,
কিসের রাগ,
আল্লাহ্ লিলা খেলা, দেখ একবার।

০৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাতাস চোখে দেখা যায় না। নিশ্বাস থামলে মৃতের সাথে আর কথা হয় না।

৫| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৪

সাইন বোর্ড বলেছেন: সবাই যেন আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি, এই কামনা করি ।

০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, এখন সকলে সকলের জন্য দোয়া করতে হবে, তবে তার আগে তাওবা করতে হবে। আমরা নিজের সাথে নিজেরাই অন্যায় অত্যাচার করেছি।

৬| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৯

নেওয়াজ আলি বলেছেন: এই সব আল্লাহর নেয়ামত

০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ভাইজান, কান চোখও আল্লাহর নেয়ামত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.