নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

দশচক্র ©

২৪ শে জুলাই, ২০২০ বিকাল ৫:০১



দশচক্রে দেশবাসী দোষী সাব্যস্ত হয়েছে।
পরমান্ন পাতে দিয়ে বলা হয়েছে,
অনশন ধর্মঘট প্রত্যাহার না করলে এই অনশন তোমাদের জন্য প্রায়োপবেশন হবে।
অতঃপর এক খাবলা নুন পান্তা মুখে পুরে ঠ্যাং টেনে হাঁটতে শুরু করে মৃত্যুকামীরা বলল,
মর্মঘাতী আর্তনাদে পরিস্থিতি মর্মান্তিক হবে।
তার কপালে গুলি করে শান্তিরক্ষী বলল,
শান্তিভঙ্গ করে পাপিষ্ঠ হয়েছিস, পাপমোচনের জন্য নরকে যা।
স্বত্ব.মো.আ.হা
ছবি নেট থেকে

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:



আপনি সুস্হ আছেন, এটা হলো বিরাট ভালো খবর।

২৪ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আপনি সত্য বলেছেন ইদানীং প্রিয়জনরা সুস্থ আছেন শুনলে মন সুস্থ হয়। আমি আসলে লেখা নিয়ে ব্যস্ত আছি। আপনি নিশ্চয় ভালো আছেন।

২| ২৪ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ আপা

৩| ২৪ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৮

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ও সাবলীল ।

২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ আলি ভাই।

৪| ২৪ শে জুলাই, ২০২০ রাত ৯:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সময়ের সাহসী চিত্রাংকন।

অনেক দিন পর এলেন। ভাল আছেন জেনে ভাল লাগলো।
নিয়মিত থাকবেন আশা করি।

২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কেমন আছেন?

আমি আসলে বই রিরাইটে ব্যস্ত, সময়ের সদ্ব্যবহার করছি।

৫| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: দশরথ থেকেই কি দশচক্র?

বহুদি পর আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে।

২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দশরথ যার রথ দশ দিকেই চলতে পারে;

দশচক্র দশ জনের চক্রান্ত।


আপনাদের সাথে সময় দিতে পারলে ভালো লাগে।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৩

খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় পরিস্থিতির ভয়াবহতা ফুটে উঠেছে। ছবিটা দারুণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.