নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

উনিশ- বিশ

০৭ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২০



উনিশ
উৎসাহে মন উৎসুক হয়, আমি সবাইকে উৎসাহ দেই,
মন্ত্রে মন মন্তা হয় কিন্তু উৎসাহে মন অদ্ভুত কাজ করতে পারে,
অপয়ারা পরের অপকার করে, কুৎসিতরা দিনরাত কুৎসা রটায়,
সৃজনশীলরা মনকে স্বাধীনতা দেয়, আমি স্বাধিন হতে চাই পয়মন্ত।
)————————(
বিশ
স্ত্রীর কাছে উত্তম পুরুষ হতে হলে আত্মশুদ্ধি করতে হয়,
শুধুমাত্র শুদ্ধাত্মারা তা করতে পারে,
তদ্রূপ যে নারী তার স্বামীর কাছে উত্তমা সে প্রকৃত সুন্দরী,
বিশ্বস্তরা স্বর্গভোগ করে এবং প্রতারকের ভাগে নারকীয় কষ্ট পড়ে।
)————————(

বইর নাম বৃত্তে বৃত্তান্ত

© Mohammed Abdulhaque

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫৮

সোনাগাজী বলেছেন:



আপনার লেখাটা আদিযুগের লেখকদের মতো শুনাচ্ছে, আজকে কি এই ধরণের ট্রেন্ড আপনি দেখছেন?

০৭ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গতরাত গাড়িতে এক মহিলা রাইডার উঠেছিল। ২৫ এর কম বেশ হবে। অত্যাধুনি নারী। এক পর্যায়ে ওর বান্ধবীকে ফোন করে কথা বলতে শুরু করে বললো, টনি হলো ওরা খুব ভালো বন্ধু কিন্তু টমকে ভালো লেগেছে টমও তাকে পছন্দ করেছে।

তারপর শুরু হলো আদিযুগের লীলা, আমিতো টমকে ভালোবাসতে শুরু করেছি তার সাথে আজ খুব আমুদ করেছি,

মানে এক্কেবারে বিরক্তিকর পরিস্থিতি, আমার লেখার চেয়েও ওরা আরো আদিম। এই জন্য আমি ভালোবাসাকে বাঁচার জন্য উপন্যাস লেখি।

আমার Love tune বইর কয়েক পৃষ্টা করে কয়েক রাইটরা খুব উত্তেজিত হয়েছিল।

২| ০৮ ই মার্চ, ২০২২ রাত ১:১২

রাজীব নুর বলেছেন: নিজের অভিজ্ঞতা থেকে লিখে চলেছেন। লিখতে থাকুন।

০৮ ই মার্চ, ২০২২ ভোর ৪:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভুল করছি নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.