নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

ন্যায়সংগত ও শালীনতাসম্মত ব্লগিং

১০ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১০



হিংসুকরা জ্বলে হিংসানলে, কামুকরা জ্বলে কামানলে,
মজা চাটার জন্য এক্কেবারে বেকুবরা জ্বলে বিরহানলে।

তো যাক, ব্লগে কিছু জনপ্রিয় ব্লগার আছেন, তারা যা-ই হোক, তবুও ব্লগকে বাঁচিয়ে রাখছেন। সুসময় দুঃসময় সবসময় উনারা ব্লগের সাথে আছেন। নাওয়া খাওয়া ছেড়ে ব্লগে পড়ে থাকেন। অন্যের জন্য বিরক্তিকর হলেও উনারা নিজের মতামত ব্যক্ত করেন, এবং আমি তা খুব পছন্দ করি। উনাদেরকে সবাই সহ্য করতে পারে না। উনাদের সাথে সবাই পাল্লা দিতে পারে না। উনাদের জনপ্রিয়তা সবার সহ্য হয় না।

কিছু বিকারগ্রস্ত ব্লগার স্বার্থসিদ্ধির জন্য খামোখা ঝামলা পাকিয়ে ব্লগের বারোটা বাজায়। নিজের জ্ঞান জাহির করার জন্য মূর্খরা অল্প জলে পুঁটিমাছের মত ফরফর করে বেড়ায়। হিংসায় হিংসুক হয়ে ওরা হিংসাত্মক কার্যকলাপ করে। এতে ব্লগের মারাত্মক ক্ষতি হয়।

আসুন নির্লজ্জ আচরণ বর্জন করে ন্যায়সংগত ও শালীনতাসম্মত ব্লগিং করি, এত সকল উপকৃত হব।

মনে রাখতে হবে... "তিক্ত সত্য এবং নেংটা বেটার নাচ কেউ পছন্দ হয় না।”

এই দুনিয়ায় কারো থেকে কেউ কম নয়। যে নিজেকে যত বড় ভাবে বাস্তবে সে তত ছোট এবং ঝগড়াটেরা ঝগড়াঝাঁটি করে।

আমার লগে লাইগ্যা লাভ নাই, আমি ব্লগার নই, আমি হলাম বসন্তের কোকিল। :P

© Mohammed Abdulhaque

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১৭

বাকপ্রবাস বলেছেন: B-) :D

১০ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: টাসকি খাইছেন নাকি? B:-)

২| ১০ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৫২

ঋণাত্মক শূণ্য বলেছেন: মুখ থাকলেই কথা বলতে হবে, আর কিবোর্ড থাকলেই ব্লগে যা তা কমেন্ট করতে হবে; এমনটা কাম্য নয়। প্রয়োজনে যেমন মুখ বন্ধ রাখা বাঞ্চনিয়, ব্লগে এসেও মানুষকে হুদা কামে আজেবাজে মন্তব্য করতে হবে এটাও তেমন বাঞ্চনিয়।

কিছু ব্লগার আছেন, মত প্রকাশের নামে বিভিন্ন শব্দ লিখে চলে যান, লেখাকে অযৌক্তিক বলে চলে যান। কিন্তু তাদের সেই মুরোদটুকু নেই যে যুক্তি দিয়ে ঠিকটা বলার। এরা আন্দাজে, নিজের মন চাইছে তাই একটা কমেন্ট করে চলে যায়।

যাই হোক, এমন সব লোকজন আছে বলেই ব্লগে এসে বিনোদন পাই। বিরক্তি লাগে যে সুষ্ঠ ব্লগিং ধারাটায় এদের জন্য প্রচন্ড পরিমানে বাধা পড়ছে। কিন্তু কি আর করা?

১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসুন আপনি আমি শুরু করি...

বাঞ্চনিয় -
বাঞ্ছা [ bāñchā ] বি. অভিলাষ, কামনা, সাধ, ইচ্ছা (মনোবাঞ্ছা পূরণ হল না)।[সং.বাঞ্ছ্ + অ + আ]। বাঞ্ছন বি. বাঞ্ছা, কামনা। বাঞ্ছনীয় বিণ. কাম্য, প্রার্থনীয়; ঈপ্সিত (কাজে শৈথিল্য মোটেই বাঞ্ছনীয় নয়)। বাঞ্ছিত বিণ. অভিলাষিত, ঈপ্ষিত। স্ত্রী. বাঞ্ছিতা।

বাংলা খুব কঠিন ভাষা। অভিধান শব্দকোষ খুললে মাথা চক্কর মারে।

আমারা লেখায় আপনি কি কখনো মন খুলে মন্তব্য করেছেন? আমি তো বড় লেখা দেই না।

যাক, আমরা যারা লেখালেখি করি, নিজনামে একটা নিক রাখা দরকার এবং তা থেকে শুধু সৃজণশীল লেখা প্রকাশ করা হবে।

"আসুন সফলতার জন্য সম্মিলিতভাবে ব্লগিং করি"

৩| ১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:০২

রানার ব্লগ বলেছেন: নোংড়া শব্দ ও নোংড়া আচরন করাটা যদি নিজের বুদ্ধিমত্তার সর্বচ্চ উধাহারন মনে করে তবে তো গেলো সব !!!

১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই ব্লগে কী চর্চা হয় বা হয়ছে ভালো করে দেখলে মাথায় চক্কর মারে।

বদরা বদমাশি করবেই, এদেরকে কোণঠাসা করতে হলে আমাদেরকে এক হতে হবে।

৪| ১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২১

সোনাগাজী বলেছেন:


ধর্মীয় ব্লগিং করলে হিংসা বিদ্বেষের অবসান হওয়ার সম্ভাবনা আছে?

১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই প্রশ্নের উত্তর আপনি ভালো জানেন।

মানুষ অকারণে হিংসাশ্রয়ী হয়। ধর্ম নিয়ে আমি বাড়াবাড়ি করি না। আমি ধর্ম পালন করি। ধর্ম শব্দের সাথে অনেক কিছু সম্পৃক, যারা জানে না ওরাই বিদ্বেষী।

"আনাড়িরা কারবার সামলাতে পারে না।" © Mohammed Abdulhaque

৫| ১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫৪

স্প্যানকড বলেছেন: আপনি ভালো ব্লগার কিন্তু ইচ্ছে করে দূরে আছেন। ভালো থাকবেন।

১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভালো ব্লগার কি না জানি না তবে, ব্লগ ছিল আমার খেলার মাঠ এবং ব্লগাররা ছিলেন আমার আত্মার আত্মীয়।

ধর্মবিদ্বেষ এবং আক্রামক মন্তব্য জঘণ্য এবং ঘৃণ্য। এই দুই বিষয় নিয়ন্ত্রণ করে এবং বানান ব্যাকরণ দিকে কড়া নজর রেখে লেখকদেরকে প্রমোট করার উদ্যোগ নিলে লেখক এবং পাঠক উপকৃত হবে ব্লগ আবার জমজমাট হবে।

আপনার জন্য শুভ কামনা।

৬| ১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৬

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক,



সুন্দর বলেছেন।
এ কথা সত্য যে, নির্লজ্জ আচরণ বাদ দিয়ে শালীনতাসম্মত ব্লগিং এবং পাশাপাশি ন্যায়সংগত ব্লগিংও ব্লগটাকে ছিমছাম সুন্দর করে রাখতে পারে।

"আসুন সফলতার জন্য সম্মিলিতভাবে ব্লগিং করি"

আপনার এমন আহ্বানে নিশ্চয়ই সাড়া দেবেন অনেকেই।

১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান, আমি বার বার আহ্বান দিচ্ছি কেউ সাড়া দিচ্ছেন না। আপনিও দূরে থাকেন। :(

৭| ১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৩১

গেঁয়ো ভূত বলেছেন: অনেক সুন্দর বলেছেন, "তিক্ত সত্য এবং নেংটা বেটার নাচ কেউ পছন্দ করে না।” যাই হোক নেংটা বেটার তো লজ্জা শরমের বালাই নাই তাই ল্যাংটা পাগলকে বদ্ধ ঘরেই রাখা উচিত। কারন, আম-জনতার তো মান সম্মান আছে। তবে আমি মনে করি "তিক্ত সত্য" চিরতা, নিমপাতা অথবা করলার মতোই উপকারী।

১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান, মিথ্যার কদর বেশি এবং নেংটা বেটির নাচ দেখার জন্য হুড়দ্দুম শুরু হয়।

আমরা যারা লেখালেখি করি অন্তত নিজস্বার্থে আমাদেরেক দলভুক্ত হতে হবে। আসুন একে অন্যকে সাহায্য করি।

৮| ১০ ই মার্চ, ২০২২ রাত ৮:০২

এপোলো বলেছেন: শালীনতা আজকাল দুষ্প্রাপ্য হয়ে গেছে। সবারই যেকোনো বিষয়ে মতামত দেয়ার অধিকার আছে সেটা ঠিক। কিন্তু তাই বলে মুখে যা আসে তাই বলে দিলাম টাইপের মানসিকতা সভ্য সমাজের সাথে যায় না। ব্লগে আজকাল লোকজন মুখে যা আসে তাই লিখে দিচ্ছে।

১০ ই মার্চ, ২০২২ রাত ৮:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: Freedom of speech নিয়ে একটা লেখা linkedin এ পোস্ট করেছিলাম, ওরা আমাকে প্রায় ব্যান করেছিল, পরে আইডি ভেরিফাই করেছিলাম। বাকস্বাধিনতা একট ফালুত শব্দ। বিকরাগ্রস্তদের সাথে পাল্লা দেওয়ার দরকার নেই।

৯| ১০ ই মার্চ, ২০২২ রাত ৯:৪০

সোবুজ বলেছেন: সত্য তিক্ত হোক বা মধুর হোক সেটা গ্রহন করার মানসিকতা থাকতে হয়। ভুল ভাল কথা বলেও যদি কেই প্রসংশা দাবি করে তবে সেটা ঠিক না।যুক্তি দিয়ে বুঝাতে হবে তার ভুলটা সত্য।ব্লগে চলবে যুক্তিপূর্ণ আলোচনা।

১০ ই মার্চ, ২০২২ রাত ১১:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার পরিসংখ্যান
পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ৭০৪টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ২ মাস ২ সপ্তাহ
অনুসরণ করছি: ২ জন
অনুসরণ করছে: ২ জন.

আমার মতে আপনি এক যন্ত্রণাদায় এবং বিরক্তিকর মন্তব্যবাজ, আলোচনা সমালোচনা করার অধিকার এবং যোগ্যত্যা আপনার নেই। আমি ভুল হলে তা প্রমাণ করুন।

১০| ১০ ই মার্চ, ২০২২ রাত ১০:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: সহমত আপনার সঙ্গে। খুবই দুঃখজনক ঘটনা সব ঘটছে।

১০ ই মার্চ, ২০২২ রাত ১১:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অভদ্রতার সকল সীমা ওরা পার করেছে। তবে এই ব্লগে আরো খারাপ ব্লগিং আমি দেছি যদ্দরুন শামুকের মত হয়েছি।

১১| ১১ ই মার্চ, ২০২২ রাত ১২:০৬

নেওয়াজ আলি বলেছেন: ন্যায় মানবতা শালীনতা আস্তে আস্তে বিলীন হচ্ছে হক ভাই

১১ ই মার্চ, ২০২২ রাত ১২:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসল সমস্যা হচ্ছে, সস্তা জনপ্রিয়তা, যা ক্ষণস্থায়ী।

আপনি কেমন আছেন?

১২| ১১ ই মার্চ, ২০২২ রাত ১২:১৬

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আসুন সহমত ভাইদের মতো ব্লগিং করি।

১১ ই মার্চ, ২০২২ রাত ১২:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কী বুঝে কী বুঝালেন?

১৩| ১১ ই মার্চ, ২০২২ রাত ১২:২৯

জটিল ভাই বলেছেন:
এনজয় করছি বড় ভাই :)

১১ ই মার্চ, ২০২২ রাত ১২:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার নিকের ছবিতে কালিমা তায়্যিবা লেখা।

কার সাথে আপনি মজা করছেন?

১৪| ১১ ই মার্চ, ২০২২ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: ভালো একটি পোষ্ট দিয়েছেন। ধন্যবাদ।

১১ ই মার্চ, ২০২২ রাত ১২:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি সাব আমার প্রিয় ব্লগার, প্রিয় ব্লগারের কাছ থেকে ভালো কিছু আশা করি। (মজা করছি না। ব্লগ এখন পাগলপারা হয়ে যাচ্ছে।)

হাজিবাবা রিরাইট করেছি কয় পৃষ্টা পোস্ট করব, পড়ে মতামত দিতে হবে।
অমানিশাত -এ এখন কাজ করছি, পরে কয়েক পৃষ্টা পোস্ট করব।

ব্লগে পড়ে থাকা মুখের কথা নয়। আধ ঘণ্টা আর দেড় ঘণ্টা ব্লগিং করে সেরা ব্লগার হওয়া যায় না। ব্লগে সময় দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।

১৫| ১১ ই মার্চ, ২০২২ রাত ১২:৩৫

জটিল ভাই বলেছেন:
লেখক বলেছেন: আপনার নিকের ছবিতে কালিমা তায়্যিবা লেখা।
কার সাথে আপনি মজা করছেন?


কার সাথে মজা করছি বিষয়টা বুঝতে পারিনি।

১১ ই মার্চ, ২০২২ রাত ১২:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আল্লাহর সাথে না ফালতু মানুষদের সাথে- বুঝিয়েছি।

আশা করি বিষয় বুঝতে পেরেছেন?

১৬| ১১ ই মার্চ, ২০২২ রাত ১২:৫৪

জটিল ভাই বলেছেন:
সেটা নয়, যারা ধর্ম বিশেষ করে ইসলামকে সন্ত্রাসী কার্য ও নিজেদের প্রগতিশীল প্রমাণে ব্যস্ত তাদের মুখোশ অনবরত খুলতে দেখে এনজয় করছি। আশা করি বুঝাতে পেরেছি। জটিলবাদ।

১১ ই মার্চ, ২০২২ রাত ৩:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আল্লাহ হলেন অন্তর্যামী

১৭| ১১ ই মার্চ, ২০২২ রাত ১:০৩

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আপনার পোস্টে যে ভাইয়ারা সহমত প্রকাশ করেছেন তাদের মতো করে ব্লগীং করাকে বুঝিয়েছি ।
জয় বাংলা যেমন শুধু আ. লীগের একার স্লোগান নয় ঠিক তেমনি ব্লগে সহমত ভাই কারো একার ভাই নয় ।
তবে প্রিয় অভিভাবকদের দস্যু ভাবকেরা ভাবলীলায় লীলা করে যায় তাদের সারথি ভাবেন ভেবে ধরনীতে উন্মুক্ত চিহ্ন রেখে যাচ্ছেন দেখে মন মন্দ হয়ে গেল ।
ভালো থাকবেন ভাইয়া ।

১১ ই মার্চ, ২০২২ রাত ৩:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বুঝেছি বুঝতে সমস্যা হচ্ছে।

সহমত একমত মার্কা মন্তব্যের অর্থ হলো না পড়ে মন্তব্য করা।

আমি লেখালেখি করি, দয়া করে মতামত জানাবেন।

১৮| ১১ ই মার্চ, ২০২২ সকাল ৯:৪৫

ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: ব্লগ বলুন- ফেইজবুক বলুন- টুইটার বলুন- হোয়াটআপ বলুন- লেখার খাতা- পত্রিকা বই যাই হোক - লেখার মাধ্যমে দেশপ্রেম- সংসার প্রেম- সমাজ প্রেম- জাগিয়ে তুলতে হবে - সেখানে নোংরামোর কোনো স্থান নেই -

১১ ই মার্চ, ২০২২ বিকাল ৪:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, সবাইকে সোচ্চার হতে হবে।

১৯| ১১ ই মার্চ, ২০২২ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: আপনার লেখার একটা আলাদা স্ট্যাইল আছে। যা আপনার নিজের।
আমার এরকম লেখার কোনো স্টাইল নাই। আমি হুমায়ূন আহমেদের মতো করে লিখতে চেষ্টা করি।

১১ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার লেখায় আপনার নিজস্ব শৈলী আছে, সৃজণশীল হলে আরো উন্নত হবে।

আমার তো হ য ব র ল অবস্থা :(

২০| ১১ ই মার্চ, ২০২২ রাত ১১:২২

সোবুজ বলেছেন: হঠাৎ এতো ক্ষেপলেন কেন।আমি আপনাকে বা আপনার পোষ্ট সম্পর্কে কিছুই বলিনাই।কিছু সাধারণ কথা যেটা সবার বেলায় প্রযোজ্য এমন কিছু কথা বলেছি তাতেই এতো রাগ।এটা কি শালীনতাসম্মত ব্লগিং হলো।

১১ ই মার্চ, ২০২২ রাত ১১:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মায় আমি কখন ক্ষেপলাম :-* আমি শুধু বললাম আমি যে ভুল তা প্রমাণ করার জন্য :P

অন্যের কিছু নিয়ে আলোচনা করার আগে নিজের কিছু আলোচনার যোগ্য আছে না নেই তা দেখতে হয়। মাত্র কয়মাস ধরে ব্লগিং করছেন, এখনো একটা পোস্ট করেননি কিন্তু মানুষকে অসুস্থ করার মত মন্তব্য করছেন তা কি শালীনতা?

আমি জানি আমার ভুল হয় এবং কোথায় হয় তাও জানি তাই তিতা দাওয়াই হজম করতে পারি, সবাই পারে না।
আপনাকে ধন্যবাদ।
বায় দা ওয়ে, উত্তরে বাধিত করবেন :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.