নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

\'দয়াময় দয়া কর\'

২৪ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩১



[ অমিত্রাক্ষর ]
আকাশ থেকে পানি নামলে খানি পাই,
পাতালে চলে গেলে ভুখ পিয়াসে মরে যাই,
করের চক্রে পড়ে নিকড়ে গরিবরা হচ্ছে ভবঘুরে,
দয়াময় দয়া করো, নির্দয়রা নিরীহ নিধনে আত্মনিবেদন করেছে।
বিষ উপবিষে বিশ্বাস হচ্ছে বিষাক্ত,
নির্বিষ মেটেসাপের কষ্ট হয়েছে নিরুপাখ্য,
বন্যার জলে দোমেটে ঘর ভাটিতে ভেসে গিয়েছে,
দয়াময় দয়া করো, নির্দয়রা নিরীহ নিধনে আত্মনিবেদন করেছে।
কায়ক্লেশে কাজ করে অদীনরা হয় নির্ধন,
সুখে-স্বচ্ছন্দে বাঁচতে চেয়ে সুখিরা এখন চক্ষুশূল,
মেঠো পথে হাঁটাহাঁটি করে গৃহীরা গরঠিকানিয়া হয়েছে,
দয়াময় দয়া করো, নির্দয়রা নিরীহ নিধনে আত্মনিবেদন করেছে।
ন্যায় শব্দে অ যোগ হওয়ায় কারো কষ্ট হচ্ছেনা,
মরতে মরতে শেষ হলে সাম্যের সমস্যা সমাধান হবে,
মৃত্যুর আগে অপ যোগ হলে হাড়েহাড়ে মজা টের পাবে,
দয়াময় দয়া করো, নির্দয়রা নিরীহ নিধনে আত্মনিবেদন করেছে।

© Mohammed Abdulhaque

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২২ রাত ৮:২৭

শূন্য সারমর্ম বলেছেন:


পানিচক্রের সাথে বিষাক্ত মিশে একাকার হয়েছে সাম্যের ক্রন্দন।

২৪ শে মার্চ, ২০২২ রাত ৮:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি

২| ২৪ শে মার্চ, ২০২২ রাত ৮:৩৯

গেঁয়ো ভূত বলেছেন: শিকারী আর শিকারের সম্পর্কের চিরন্তন, দয়াময়ের আশ্রয় ছাড়া আর তো কোথাও যাওয়ার জায়গা নাই পথ ও নাই ।

২৪ শে মার্চ, ২০২২ রাত ৯:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মনবতাকে নাশ করার কিছু মানুষ রাক্ষস হয়েছে, আমাদেরকে সচেতন হতে হবে।

৩| ২৪ শে মার্চ, ২০২২ রাত ৯:১০

সোবুজ বলেছেন: দয়াময় যদি ইউক্রেন জন্য একটু দয়া করতেন তবে অনেক প্রান বেঁচে যেতো।

২৪ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, তাই হবে এবার।

৪| ২৪ শে মার্চ, ২০২২ রাত ৯:৫৬

ইসিয়াক বলেছেন: দোমেটে ঘর মানে কি?

২৪ শে মার্চ, ২০২২ রাত ১০:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মেটে2 [ mēṭē2 ] বিণ. 1 মাটির তৈরী (মেটেঘর); 2 মাটির প্রলেপযুক্ত (দোমেটে ঘর); 3 ইঁট-পাথরে বাঁধানো নয় এমন (মেটে রাস্তা); 4 মাটির তুল্য (মেটে রং)। [বাং. মাটি + ইয়া < এ]।

৫| ২৫ শে মার্চ, ২০২২ রাত ১২:৪৯

রাজীব নুর বলেছেন: দয়াময় দয়া করলে আমাকে জানাবেন। তাহলে আমিও দয়া চাইবো।

২৫ শে মার্চ, ২০২২ ভোর ৪:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দয়াময়ের দয়ায় আমি ধন্য হয়েছি।

(এই কবিতা কয়েক বছর আগে লেখা)

৬| ২৫ শে মার্চ, ২০২২ সকাল ৮:৪৫

নেওয়াজ আলি বলেছেন: দয়াময় দয়াবান তাই অবশ্যই দয়া করবে

২৫ শে মার্চ, ২০২২ দুপুর ২:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিন।

৭| ২৫ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দয়াময়ের দয়ায় আমি ধন্য হয়েছি।

(এই কবিতা কয়েক বছর আগে লেখা)

দয়াময় কে বলেন, দেশের মানুষের খুব কষ্ট। একটু দয়া করতে বলেন।

২৫ শে মার্চ, ২০২২ বিকাল ৩:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি কাজে গেলে রোজগার হয়। বসে থাকলে অর্থকষ্টে হয়। দোষ কার?

৮| ২৭ শে মার্চ, ২০২২ রাত ৮:২৬

সাদা মনের মানুষ বলেছেন: জটিল লেখছেন মে ভাই........কেমন আছেন?

২৭ শে মার্চ, ২০২২ রাত ১১:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি এতদিন কই আছিলেন, বেবাকে আমারে খালি খোঁটা দেয় :( , আপনের মন্তব্য পড়লে আমি খুশি হই।

আমি ভালাছি, আপনার খবর কী?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.