নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

ভেরেন্ডা ভাজা

২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:২১



ইদানিং ব্লগে ভেরেন্ডা ভাজা হচ্ছে এবং তাতে কারো লাভ হচ্ছে না। যা হচ্ছে তা হলো সময় সম্পদ এবং শ্রম নষ্ট। এই ব্লগের নিয়ন্ত্রা আছেন অন্যরা চাইলেও এই ব্লগ নিয়ন্ত্রণ করতে পারবে না।

কে কত সৃজণশীল অথবা দক্ষ তা প্রমাণ করা হলো মুখ্য উদ্দেশ্য। কাক কেন কাকফল পছন্দ করে, অমুক কেন বেশি মন্তব্য পায়, তমুক কেন এত জনপ্রিয় এসব হলো ফালতু বিষয়। বেশি মন্তব্য চাইলে বেশি ভালো কিছু লিখতে হবে। জনপ্রিয় হতে চাইলে জনগণকে প্রিয় ভাবতে হবে। এই ব্লগ খেলার মাঠের মত, এখানে ঠেলাঠিল হবে, কানাকানি হবে, দলাদলি এমন কি দালালিও হবে, তবে সবাইকে হেয় প্রতিপন্ন করতে চাইলে লঘীয়ান হবে গরীয়ান হতে পারবে না।

এই বিষয়ে লিখতেও বিরক্ত লাগছে। কাউকে বিরক্ত করে থাকলে দয়া করে ক্ষমা করবেন।

সবশেষে লিখতে চাই...

ব্লগে বেশি লেখা প্রকাশ হয়, বানান ব্যাকরণ এবং ভাবপ্রকাশে কে কত পাকাপোক্ত তা প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগলে আমার মতে সকল উপকৃত হব।


© Mohammed Abdulhaque

মন্তব্য ৪৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: ভেরেন্ডা মানে কি?

২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি জানেন না? অবাক হলাম।

ভেরেন্ডা [ bhērēnḍā ] বি. এরণ্ড বা রেড়িগাছ। [< সং. এরণ্ড]। ভেরেন্ডা ভাজা ক্রি. বি. (আল.) বাজে কাজে বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা; কিছু আয় না করে ঘুরে বেড়ানো।


২| ২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫০

সোনাগাজী বলেছেন:


ব্লগিং'এর নতুন বিষয় পাওয়া গেছে: কপি-পেষ্ট

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ৯:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: যারা হাইহুই করছে ওরা আসলে নিরেট বোকা! অমুক আর তমুককে জনপ্রিয় না করে নিজের জন্য কাজ করলে সকল উপকৃত হতাম।

যেমন আপনি আমার লেখায় মন্তব্য করেন এবং আমি তা সাদরে গ্রহণ করি।

৩| ২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ। কি করবেন ভাই। সহ্য করা ছাড়া আর কোন উপায় নাই।

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ৯:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমরা কেউ নিরুপায় নই।

বেশি লেখা না দিয়ে কম লেখা দিয়ে পোস্ট করলে পড়ে মন্তব্য করা খুব সহজ।

৪| ২৫ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

নজসু বলেছেন:


ভেরেন্ডা ভাজা হচ্ছে বলে তবুও চলছে।
এই ভাজা বন্ধ হলে ব্লগ একেবারেই নিস্ক্রিয় হয়ে যাবে। B-)

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ৯:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মাত্র কয়েক জনে ঝামেলা পাকাচ্ছে।

৫| ২৫ শে এপ্রিল, ২০২২ রাত ৮:১০

সাদা মনের মানুষ বলেছেন: মে ভাই, ভেরেন্ডা ভাজা খাইতে কেমন? =p~

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ৯:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পাগল হতে চান নাকি? :P

৬| ২৫ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: সহমত আপনার সঙ্গে।
মনে পড়ে কার্সিয়াং থেকে ১২ কিমি দুরে বাগোড়াতে এক ভুটানিজ হোমস্টে খাওয়া ভেন্ডি ভাজা যেন জিহ্বে আজো লেগে আছে।হাল্কা করে তিল দেওয়া সেই ভাজা খেতে ইচ্ছে আছে আবার ঐ হোমস্টেতে যাবো।

আশাকরি ভাল আছেন।
শুভেচ্ছা ভাইয়া আপনাকে।

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ৯:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভালো আছি দাদা, আপনার খবর কী?

৭| ২৫ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৪৩

নিমো বলেছেন: সোনাগাজী বলেছেন:ব্লগিং'এর নতুন বিষয় পাওয়া গেছে: কপি-পেষ্ট
আমার নানী বলত, বিড়ালকে ব্যস্ত রাখার সহজ উপায় হল, তার পায়ে মাখন লাগিয়ে দেয়া। আপনার মত অভিজ্ঞ'র নিশ্চয়ই বাকিটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আসলে অনভিজ্ঞ, আর আপনি যা বলেছেন তা ঠিক তবে বিড়াল কে আমি জানি না :(

৮| ২৫ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৫৫

গরল বলেছেন: আপনি যদি বানান, ব্যাকরণ ও ভাবপ্রকাশ নিয়ে একটা আলোচনাটা শুরু করতেন তাহলে হয়ত ভালো কিছু একটা শুরু হত। আমি এ বিষয়গুলোতে একেবারেই কাঁচা, না হলে আমি শুরু করে দিতাম।

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অন্তত আজ কিছু একটা শুরু হয়েছে...

আপনি কি লেখালেখি করেন?

কিছু বানান আছে যা সাধু চলিত এবং কথ্যে রদবদল হয়। যেমন বোঝ - বুঝ ওঠ উঠ।

ব্যাকরণ [ byākaraṇa ] বি. 1 ভাষার নিয়মকানুন-সংবলিত শাস্ত্র বা গ্রন্থ; 2 শব্দের ব্যুত্পত্তি-সংক্রান্ত শাস্ত্র; 3 ভাষা বিশুদ্ধভাবে শিক্ষা করার সহায়ক শাস্ত্র। [সং. বি + আ +কৃ + অন]।

ব্যাকরণের অনেক স্তর আছে। আমরা কিছু প্রথম স্তরেই আটকে আছি।

আমি আসলে অকূলপাথারে সাঁতারাচ্ছি। (আমার কাছে যথেষ্ট তথ্য আছে। শুরু করলে যখন যা প্রয়োজন তখন তা পাওয়া যাবে।)

আপনার মন্তব্যের অপেক্ষা করব.

৯| ২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১১:০৯

গরল বলেছেন: লজ্জা পেলাম, আমি আসলে লেখালেখি করি না বা জানিও না, তাই আপনাকে শুরু করতে অনুরোধ করছি। আমরা দৈনন্দিন জীবনে যে ভূল কথা বা ভূল ব্যাকরণ ব্যাবহার করি সেগুলো নিয়ে যদি শুরু করেন তাহলে ভালো হয়। যেমন জামাতা বা জামাই মানে হল মেয়ের স্বামী। কিন্তু এখন মহিলারা নিজের স্বামি কে বলে আমার জামাই। আগে ভাষা ঠিক করে তারপর ব্যাকরণ ধরলে মনে হয় বুঝাটা সহজ হবে। আমরা স্কুলে বাংলা ব্যাকরণ পড়েছি কিন্তু কিছুই বুঝি নাই কারণ আমরা বাংলা ভাষাটাই আসলে শিখি নাই ভালো করে।

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি ঠিক বলেছেন। আমিতো অধম। ১৩ বছর বয়েস বিদেশ এসেছিলাম, যা শিখেছি তা নিজ থেকে।

জামাই [ jāmāi ] বি. কন্যার স্বামী, জামাতা। [সং. জামাতৃ]। আদর বি. শ্বশুরালয়ে জামাই যেমন আদরযত্ন পায় সেইরকম যত্ন; পরম সমাদর। বরণ বি. বিবাহ উপলক্ষ্যে কন্যাগৃহে সমাগত পাত্রকে কন্যাপক্ষীয় স্ত্রীলোকদের দ্বারা বরণের অনুষ্ঠানবিশেষ। ষষ্ঠী বি. জ্যৈষ্ঠ মাসের শুল্কষষ্ঠীতে হিন্দুদের জামাইবরণের অনুষ্ঠান।
জামাতা [ jāmātā ] (-তৃ) বি. জামাই। [সং. জায়া +মা + তৃ]।

আমাদের অঞ্চলেও স্বামী জামাই ডাকে। এখানে একটা বিষয় বিশ্লেষণ করতে হচ্ছে আর তা হলো, ভাষার কোনো দোষ নেই ভাষীরা নির্দোষ নই। অজ্ঞতা, আলসেমি, হেয়ালি হলো বিভ্রান্তির আসল কারণ।

জামাই - দামান্দ। বর - নৌশা। এখনে ধর্মের কারণ এটা হয়েছে। হিন্দুরা জামাই ব্যবহার করেন, আর মুসলমানরা দামান্দ। আমার অঞ্চলে। আপনার অঞ্চলে কী?

১০| ২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিতো ভেরেন্ডা ভাজা ছাড়া আর কিছু পারি না!! আমার কি হবে!!

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বান্ধব হয়ে আপনি আমাকে লজ্জা দিলেন?

আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছি করছে, যার প্রয়োজন হয় সে জানে আপনার পোস্টে কী থাকে।

১১| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১:০৩

জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহাহা....... একেই বলে উস্তাদের মাইর শেষ রাইতে =p~

২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভুই পাইছি, কিতা হইছে?

(আপনার পোস্টে মন্তব্য করেছি, দেখুন যেয়ে।)

১২| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১:২২

জটিল ভাই বলেছেন:
লেখক বলেছেন: ভুই পাইছি, কিতা হইছে?

হাহাহাহাহাহা......... সিনিয়র ব্লগারের সিনিয়র পোস্ট। স্বল্প কথায় যেভাবে...... =p~

২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জটিল ভাইয়ের জটিলবাদ,

১৩| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আব্দুল হাক ভাই। ভেরেন্ডা ভাজা কি সত্যিই অপ্রয়োজনীয় কাজ।
ভেরণ্ডার তেলের দাম জানেন? প্রতি লিটার ১,৫০০/-টাকা।
ভেন্না তেলের উপকারিতাও অনেক। এই তৈল তরকারি রান্না ও পিঠা তৈরিতে ব্যবহার করা যায়। গরম ভাতের সাথে খেলে খাবারে রুচি বাড়ে। এ তেল নিয়মিত ব্যবহারে মাথা ঠাণ্ডা থাকে। শরীরের যেকোনো কালো দাগ বা আগুনে পোড়া দাগ মিলাতে এ তেল বিশেষ কার্যকরী।

২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিভাই, তেল ঠিকাছে। কিন্তু ভেরেন্ডা ভাজা ঠিক নয়। ভেরেন্ডা ভাজা খেলে এক্কেবারে শেষ! (হয়তো অন্য কোনো ফল হবে।) আমাকে অঞ্চলে কথিত আছে ভেরেন্ডা গুটা খাইলে যে কেউ পাগল হয়ে যায়।

১৪| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাক ভাই ভেরেন্ডা না ভাজলে কি তেল বের হনে?
ভেরেণ্ডা, ভেন্না ইংরেজী কাষ্টার অয়েল, বিচি থেকেই
তেল হয়, ১৫০০ টাকা লিটার পরিবহন বাবদ আরো
১০০ টাকা লাগবে।

২৬ শে এপ্রিল, ২০২২ রাত ৩:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি পাগল হতে চাই না :(

১৫| ২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

কিতা অবস্তা, ভাইজান? কিলান আছোইন? ইস্ট লন্ডন মসজিদোর পোলাঊ আর বারবিকিউ চিকেন খাইতে গেসলানি?

২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন।

১৬| ২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:২৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাইসাব,
আফনারে জিকাই, আফ্নেউ আমারে সাহায্য করতে ফারবা :

i) ভেরেন্ডা ভাজা
ii) নেই কাজ তো খৈ ভাজ
আর
iii) ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো

ই তিনটার মাঝে পার্থক্য কিতা ?

২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: i) ভেরেন্ডা ভাজা - ভেরেন্ডার বিচি শক্ত হওয়ার আগ পর্যন্ত কাকরোলের মত কেটে ভাজি করা যাবে এবং তা খুবই ঝুঁকিপূর্ণ। শুনা কথা, ভেরেন্ডা খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়। তাই ভেরেন্ডা ভাজা বাজে কাজ এবং স্বাস্থের জন্য ঝুঁকিপূর্ণ।

ii) নেই কাজ তো খৈ ভাজ - খৈ বাজতে হলে অনেক ধাপে করতে হয়, আড্ডা মারার জন্য এককাট্টা হয়ে চা কফির সাথে খৈ খাওয়া খুব মজার বিষয় এবং শুধুমাত্র শৌখিনরা তা করে। খৈ ভাজা মোটেই বাজে কাজ নয়।
আর
iii) ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো - বনে বাঘ ভালুক এবং আরো অনেক বন্য জীব আছে যা মানুষের জীবন নাশ করতে সক্ষম। বনের মোষ তাড়ানো মারাত্মক ঝুঁকিপূর্ণ এতে মানুষের মৃত্যু হতে পারে।


হাসিচ্ছলে মন্তব্য করলেও অত্যন্ত গুরুত্বপুর্ণ মন্তব্য করেছেন। এই তিনটা প্রবাদ কখনো একসাথে কারো মাথায় আসে না। আপনি নিশ্চয় চিন্তক?

১৭| ২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত।

২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১৮| ২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:০১

মোহামমদ কামরুজজামান বলেছেন: " নেই কাজ ত খই বাছ " - বলে দেশে একটা কথা প্রচলিত আছে ।

সামু ব্লগে এখন তাই চলছে আর সেই জোয়ারে আমরা ভেসে চলছি সবাই। আহা কি আনন্দ,আকাশে-বাতাসে।

সবাই এখন অন্যের পিছনের ফুটো খুজতে হ্যাজাক লাইট নিয়ে নাইমে পড়ছি অথচ আমারও যে সমসংখ্যক ফুটো আছে তা বেমালুক ভূইলে গেছি!!!!!!!!!!!!!!!!!!

হায়রে মানুষ ।

২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এক্কেবারে নির্ভেজাল খাঁটি ঠিকঠাক কথা লিখেছেন।

১৯| ২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আমি পাগল হতে চাই না :(

ভেরেন্ডার তেল মাথা ঠাণ্ডা রাখে।

২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিভাই, তেল তো বিচি থেকে হয়। ফল থেকে হয় ভাজি, যা খেলে মানুষ পাগল হয়ে যায়, শুনেছি।

২০| ২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৬

নিমো বলেছেন: লেখক বলেছেন: আমি আসলে অনভিজ্ঞ
এই ভালো। তথাকথিত অভিজ্ঞরা যে শিশুতোষ আচার-আচরণ করছে, তাতে এটা ব্লগ নাকি কঁচি-কাঁচার আসর ধন্দে পড়ে গেছি।

লেখক বলেছেন: বিড়াল কে আমি জানি না :(
বিড়াল নিজেও তা জানে না। হা হা হা!

২৬ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি অত্যন্ত চালাক এবং দক্ষ।

আমি লেখালেখির খাতিরে ব্লগিং করি। ঝামেলা মোটাই পছন্দ করি না। :(

২১| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৪৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: লেখক বলেছেন:
আপনি নিশ্চয় চিন্তক?


ভাইসাব:

'চিন্তক' হওয়ার মতো বড়ো কপাল বা কল্লা নিয়ে আমি জন্মাই নাই ! :(
তবে আমি 'চিন্তিত' !
সামুতে ভেরেন্ডা ভাজার জন্য অবসেসড হইয়া কোনো কোনো ব্লগার যদি Obsessive-compulsive disorder (OCD) রোগে আক্রান্ত হইয়া পড়েন (অথবা ইতোমধ্যে আক্রান্ত হইয়া পড়িয়াছেন কিনা কে জানে) তাহা লইয়া আমি কিছুটা চিন্তিত আছি ! =p~

২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১০:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: যারা চিন্তা করে ওরাই চিন্তক। :)

যাক, কিছু ব্লগার বেশি বাড়াবাড়ি করছে এবং তা তাদের জন্য হিতকর নয়। গোপনে অনিষ্টকারীরা অজান্তে নিজের অনিষ্ট করে।

আমিও মারাত্মক ভাবে চিন্তিত এবং ভয়ত্রস্ত। ওরা যখনতখন আক্রামক হয় :(

২২| ২৮ শে এপ্রিল, ২০২২ রাত ১:০০

গরল বলেছেন: আজকে SEO নিয়ে একটি ভালো পোষ্ট আসছে, ঐটার পূর্বের পোষ্টটাও আপনার কাজে লাগতে পারে আপনার সাইট এ ভিজিটর বাড়ানোর জন্য।

অফ-পেইজ এস.ই.ও (Off-Page SEO – Checklist) সম্পর্কে জানুন বিস্তারিত

২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২৩| ০৩ রা মে, ২০২২ দুপুর ২:৪৫

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

ঈদ মোবারক।

শুভকামনা।

০৩ রা মে, ২০২২ সন্ধ্যা ৭:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: খোঁজ নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
আমি ভালো আছি। আপনার খবর কী?

আপনার সার্বিক সফলতা কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.