নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের পবিত্রতা রক্ষা করা ও তার সংশোধন খুবই কঠিন। এজন্য প্রয়োজন যথেষ্ট সাধনা ও চেষ্টার।
সংশোধন একাধারে কঠিন ও সূক্ষ্ম বুদ্ধিসাপেক্ষ। তেমনি এর সংশোধন না করার পরিণাম ও মারত্মক।
প্রভাব বিস্তারের দিক থেকে মানুষের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে মন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
উদার পরিসীমার এই অন্ত জায়গাটাতে বিপদাপদ অন্য সব অঙ্গের বিপদাপদের চেয়ে ভয়াবহ।
মন সেত মানব শরীরের মন্ত্রিত্ব নিয়ে চলে!
মহান আল্লাহর অসীম কৃপায় বাদশাহী সব কার্য ত বিবেক সম্পাদন করে।
মন্ত্রির কাছে রাজ্য হস্তান্তর করে বাদশাহ কখনো বাদশায়ী কায়েম করতে পারে না। আবার মন্ত্রী ছাড়া রাজসভাও অপুর্ণাঙ্গ।
তাই সর্বক্ষেত্রে ন্যয্যতা এবং সঠিক ব্যবস্থাপনাই কাম্য।
দাম এবং দিবস দিয়ে ভালোবাসা হয়না! অভিনয়ের মঞ্চ দাড় করানো যায় মাত্র।
৩৬৫ দিনের যে কোন দিন যে কোন সময় পবিত্র প্রেমের সূচনা করা যায়।
মায়ের হাতে কিছু রাধুনী সরঞ্চাম দিয়ে
পিতার হাতে একটি ঘরী দিয়ে
কাছের কিংবা প্রিয় মানুষটিকে
অথবা নিজ ঘরের বধূকে নারিকেল পাতার বালা দিয়ে।
* বর্তমান সময়ে ১৪ ফেব্রুয়ারী নির্দিষ্ট একটি ওছিলা মাত্র, যার মাধ্যমে বালক-বালিকা উন্মুক্ত করে যৌন আচারের নিকৃষ্ট অবৈধ পাপশালা।
facebook.com/writerabdullahmahmud
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাই ।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪১
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম লেখাটাতে এসে সুস্বাগতম জানিয়ে গেলাম। এ ব্লগে আপনার বিচরণ আনন্দময় হোক, দীর্ঘ হোক, ফলপ্রসূ হোক!
লেখাটার বিষয়বস্তু ভালো নির্বাচন করেছেন, কিন্তু আরো অনেক কিছু দরকারি কথা বলা যেতো, যা বলা হয়নি। যা বলেছেন, তা খুব হাল্কাভাবে বলেছেন। বিষয়টি নিয়ে প্রাসঙ্গিক ও সাম্প্রতিক বালখিল্যতা আরো গভীর এবং সারগর্ভ আলোচনার দাবী রাখে।
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৬
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
++
ব্লগে স্বাগতম।