নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অশ্রুর কোন দাম নেই কারণ তা নিতান্তই লোনা জলের স্বিক্ততা।
ব্যদন এবং সুখের ভারেই এটি পায় নিজস্ব ওজনের সাবলীল ভারী পরিচয়ের মুগ্ধ উদারতা।
ভালো ছাত্র-ছাত্রী বলে আপনি সম্মানিত হননি বরং আপনার অধ্যাবসায় ই এনে দিয়েছে আপনার কর্মের সদ্য সফলতা।
"মন"
নিয়ন্ত্রিত হয় আপনার ইচ্ছাবলে!
এই কারণেই তার জন্য বরাদ্দ নেই আরেকটি স্ব-শরীরি দেহ, যেখানে দুটি চোখ, দুটি হাত থাকবে!
তবুও লোকে বলে অন্তচক্ষু !
আসলে এই চোখ বলতে আপনার মস্তক হতে নির্গীত চিন্তা-চেতনকেই বোঝানো হয়। যা চলমান জিবন হতে আপনি নিজেতে ধারণ করেছেন।
সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ পড়লেই ইবাদত হয়ে যায় না! লোকের অন্তচোখে এবং সুষ্ঠ বিবেকের দুয়ারে যা গ্রহণীয় তাই ইবাদত।
(এই যেমন: সুদ/ঘুষ/হারাম বর্জন করা, বিপদে-আপদে এক আল্লাহর সান্যিধ্য কামনা করা। )
যা একমাত্র নামাজ দিয়েই শুরু করতে হয়।
২| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৫
বিজন রয় বলেছেন: ভাল লেখা।
++++
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৩
নুর আমিন লেবু বলেছেন: হুম