নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেয়ালি - এটি অন্তর প্রদত্ত।
খেয়ালি - এটি বিবেক প্রদত্ত।
এ দুটি শব্দের আচরণে আবৃত মানুষ।
পুরুষ-নারী
দেহ ভিন্ন, হৃদয় ভিন্ন পরিপুরক অনবদ্য দুই শ্রেণী। একে অন্যের সহায়ক।
মতের ভিন্নতায়
উজার সখ্যতায়
এ দুই শ্রেণীর পাশা-পাশি বাস।
নারীর ছোয়ায় পুরুষের মৃত ভয় হারিয়ে যায়,
পুরুষের ছোয়ায় নারীর কর্ম বাসনা দুরে যায় !
চূড়ান্ত বিনোদনের আশায়।
এবং এ মহিয়সী বিনোদনেই ধর্ম পেয়েছে তার প্রচার। প্রজননের ধারায় পৃথিবী পেয়ে চলেছে তার উত্তসুরি নব্য সব উত্তরাধিকার।
সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক তার ব্যদনায় পিতা-মাতা হেয়ালি জানে না।
সম-পর্যায়ভুক্ত আবেগ-অনুযোগ এখানে বিদ্যমান।
বিক্রিয়ামূল যা প্রকাশিত হয়, তার সম্পুর্ণটায় সমাজের কতৃত্ব।
©somewhere in net ltd.