নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষ দেখা
তবে কেন সাজিছ ?
সিঁথির পথ, নাকের নথ
বদনে রাখিছ সহষা আলপনা ।
এ যে ভঙ্গুর জল্পনা
অদৃষ্ট কল্পনা
সখি, এ যে বিদায় বেলা ।
সিক্ত অশ্রু, ভাদ্র ছোবল
পিছু টান, বিষাক্ত কবল ।
লোনা সমুদ্র ফেনা
চেনা গো, জর্জ চেনা !
মর্ম যাতন ক্রন্দন অবেলা
বিধূরী আকাশ যে মেঘেলা
থামিয়ে দাও ছলা-কলা
সখি, এ যে বিদায় বেলা ।
---------------------------------বিদায় বেলা( সংক্ষিপ্ত)
-------------------------------- #চৈতালী_দারোয়ান ।
©somewhere in net ltd.