নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যের পথে, সংস্কৃতির রথে

কবি আব্দুল্লাহ আল মাহমুদ

কবিতা এবং সাহিত্যের ছাত্র

কবি আব্দুল্লাহ আল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নচারিতা

২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২২

স্বপ্নচারিতা দোষের নয়,
তবে
তার প্রতিবন্দকতা গুলো বাচিয়ে রাখায় নীতি বিরোধ।
সুতরাং বন্ধু হোক অথবা আত্বীয় স্বজন ,
যারা
আপনার স্বপ্নালোকের মাঝে নিরাশার ধোয়া উড়ায়, তারা বর্জনীয়।

নীলাকাশে অম্বরের দখল দারিত্ব এত সহজ নয়,
এর জন্য তিয়াসা থাকতে হয়,
নিজের প্রেরণায় ভর করে হাটতে হয় হিংসাত্বক পৃথিবীর ঈর্ষা ধূসর চরণ ভূমিতে।

আঘাত, বেদনা সত্যি মর্মান্তিক
কিন্তু
দৃঢ় প্রত্যয়ে এটিই হতে পারে আশীর্বাদ ও কল্যাণ।

বালিকার উৎশৃঙ্খল বদান্যতায়
কিংবা
বালকের উদাস প্রতীক্ষায় জিবন থেমে থাকে না।

জিবন সে ত একটি প্রক্রিয়া সন্নিবেশিতের ফলাফল ।
প্রেম, ব্যদনা, ছলনা, হুতাশা, নিরাশার গন্ডিতেই আবৃত মানুষ। সুতরাং সাফল্য আসবে কি আসবে না ?
তা নির্ভর করে ব্যক্তির ইচ্ছা, কর্ম, কৌশল ও ধৈর্যের উপর ।

প্রতিটি সফল ব্যক্তির জিবনী যেন বলে যায়-
অন্যের সফলতায় ঈর্ষা নয়, বরং অনু-প্রেরণায় নতুনের আবির্ভাব।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

বিজন রয় বলেছেন: বালকের উদাস প্রতীক্ষায় জিবন থেমে থাকে না। .... জীবন হবে।

তাছাড়া কবিতাটি ভাল হয়েছে।
+++

৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৯

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: এটি কোন কবিতা নয় ভাই !

২| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:০০

বিজন রয় বলেছেন: কবিতা নয়?

তবে কি এটা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.