নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য-মিথ্যা উভয়ই উলঙ্গ, যে যেভাবে প্রকাশ করে! তার কাছে কথা সেভাবেই ধরা দেয়।
মূর্খের কথায় কথায় রাগ
শিক্ষিত যোগ অতিরিক্ত সৎ ব্যক্তিরা তাদের চেয়ে অধিক আগ।
-
চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস, আলো-আধারে স্রষ্টা থাকে না! নির্দষ্ট সম্মানিত স্থান ছাড়া তাকে পাওয়া যায় না।
প্রতিটি কথার পেছনে কারণ থাকে
প্রতিটি উপাদানের সংবদ্ধতা থাকে
প্রতিটি সৃষ্টির পেছনে স্রষ্টা থাকে
শুধু নাস্তিকতায় থাকেনা বিজ্ঞান. যা থাকে তা বিজ্ঞান নয়! শব্দগুচ্ছের অকৃতগ্ন যুক্তিশীল তর্ক।
-
সেক্স
ধন-সম্পদ
প্রয়োজনীয় মালামাল রহমত!
এর সুষ্ঠু বন্ঠন অবশ্যম্ভাবী কাম্য।
যারা সেক্স স্বিকৃত ভালোবাসা বলছে, তারা সার্থপরতার সর্ব চূড়া।
-
পুরুষের লিঙ্গ কিংবা নারীর যোনি কোন সমাধান নয়। জানোয়ার আর মানুষের পার্থক্য রয়েছে বিবেকে, আমাদের মাঝের কিছু লোক মিল খুজে শুধু যৈন কর্মে।
-
মল-মূত্র ত্যগ করলে গুনাহ হয় না কারণ তা অন্য কারো শরীরে প্রবেশ করানো হয়না কিন্তু বীর্য অন্য কোথাও পতিত হয়!
ইচ্ছামত এর খরচ করা যায়না, দেহ দুর্বল হয় কিন্তু মলত্যগে দেহ হালকা হয়।
পাছার মজা লিঙ্গে খুজে গাধায়, মলমূত্র প্রজনন দেয়না, এ কাজ বীর্যতেই নির্দিষ্ট।
-
শরীর থেকে যা বের হয় তাই প্রেটিন নয়, সব প্রোটিনে মানুষের জন্ম হয় না! ভ্রূণ দেহের অংশ।
সুতরাং যৈন মিলনে ২য় দেহ উৎপাদনের প্রক্রিয়া সংঘটিত হয়।
-
পশুর অতীত ক্ষীণ
মানব অতীত দীর্ঘ
সৃতির বেড়াজাল মনস্তাত্বিক, যারা এই সৃতিতে স্নান করে তারা গোড়ায় ফিরে আসে! তাদের অস্তিত্ব বিলীন হতে সময় লাগে। সুতরাং অপ্রিতিকর অতীত সঙ্গম বর্তমান বিষিয়ে দিতে পারে কন্ডম প্রক্রিয়া না রইলেই। বর্তমান, সুন্দর শৃঙ্খলীত না হলে পরবর্তীতে বেঁচে থাকার মন-মানসিকতার মৃত্যু ঘটে।
-
”দুয়ারে নারী ১০/১২ টা বাচ্চা নিয়ে ঘুরে বেড়াবে আর পুরুষ হাওয়া লাগিয়ে যেখানে-সেখানে যৈনাঙ্গ খুজে বেড়াবে” -এসব অতি কু-বুদ্ধি নাস্তিকবাদ ছাড়া আর কোথাও পাওয়া যাবে না।
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৭
জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: অসাধারণ কবিতা। অপূর্ব ছন্দ। অসামান্য প্রতিভা।