নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যের পথে, সংস্কৃতির রথে

কবি আব্দুল্লাহ আল মাহমুদ

কবিতা এবং সাহিত্যের ছাত্র

কবি আব্দুল্লাহ আল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

আমার দর্শন। পর্ব ৩

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৪

জীবন কোন বাগান নয়, কঠিন পরিবেশ! প্রতিটি মানুষ এই চরণভূমির অতিথী, হোক সে ধনী কিংবা গরীব। এখানে সময়ের কাজ অসময়ে ফলালে কচু জন্মানোর সম্ভাবনা থাকে।
-
ভালো-খারাপ মানুষ, দুই পায়া বিবেক জাগ্রত প্রাণির সৃষ্টি। বোধহীন জন্তু ভালো-মন্দের ধার ধারেনা।
আমাদের মধ্যে যারা ফুটবল মাঠ সমান রাস্তা পেয়েও বিপদ জোন ডিঙ্গিয়ে গাড়ি চলাচলের সরল পথের মাঝ দিয়ে হাটে তারাই নির্বোধ অহংকারী।
-
বড় মন বলে কিছু নেই, দুর্বল হৃদয়ের সহণশীলতায় এখানে প্রাধান্য। সুস্থ জীবনের জন্য ভালো পাওয়া শর্ত নয়, ভালো থাকা আবশ্যক ! তবু গাভীর দুধ (পবিত্র এবং সস্তা) থেকে শুরু করে শুয়োরের গোশত (নোংরা বস্তু কিন্তু দামী) পর্যন্ত মানুষ চায় এবং চায়।
-
সংখ্যার আধিক্য চায় বলদে !
১০ পয়সার চেয়ে ১ টাকার মান বেশি যখন তার বোধে আসে তখন সংখ্যার বিচার ভূলে যায় বিজ্ঞজনে।
সুতরাং সারা দেশের সাধারণ অল্প জানা মুসলমানের চেয়ে একজন জানলেওয়ালা মোয়াজ্জিন কী শ্রেষ্ঠ নয় ?
-
পেটের ক্ষুধা ছাড়া অন্য কোন কষ্ট নেই, যা রয়েছে তা বিলাসিতা। হেরেমখানার বায়জি কিংবা দামী শরাবের চিন্তা পেটে ক্ষুধা থাকলে আসেনা।
-
গাজা টেনে রাজা হওয়া যায়না !
যারা হয়, তারা নির্বোধ বিড়াল। চর্ম চোখের আড়ালে এদের নয়নে মূর্খতার আবেশ জড়িয়ে রয় রস ছাড়া চুইঙ্গামের মত।



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:



এগুলো দর্শনের বিষয় নয়, এগুলো সাধারণ পর্যযবেক্ষণ; এগুলো আপনার কাছে হ্য়তো বিরাট কিছু, আরেকজনের কাছে কিছু না

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: হুম, চরম সত্য কথা!
এই জন্যই বলেছি আমার দর্শণ! আপনার ভালো না লাগলেও আমার মত দুই একজন নির্বোধ পছন্দ করতেও পারে।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৬

তারেক_মাহমুদ বলেছেন: চরম সত্যি কথা

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: ধন্যযোগ !

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: পড়ে ভালো লাগল।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: ধন্যবাদ, মতামত উপস্থাপনের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.