নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মরণঘাতী ব্যাধি ক্যান্সার রোগের চিকিৎসায় অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে চিকিৎসা বিজ্ঞানে। আরবের একদল বিজ্ঞানী দাবি করছেনতার ক্যান্সারের ওষুধ আবিষ্কার করেছেন উটের দুধ ও মূত্র থেকে। তারা শতভাগ সফল হয়েছেন বলেও দাবি করেন।
আরব বায়োটেকনোলজি কোম্পানির (এবিসি) গবেষকরা জানান, তারা এ ওষুধটি ইঁদুরের শরীরে প্রয়োগ করেছেন। দীর্ঘদিন গবেষণা করে ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার করেন। সারজাহ বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় বাগদাদের ক্যান্সার ইনস্টিটিউটে। খবরঃ The Times of India
বিজ্ঞানীরা বলছেন, গবেষণাগারে তারা ইঁদুরের শরীরে ছয় মাস ধরে এ ওষুধ প্রয়োগ করে আসছেন। এগুলো এখনো বেশ সুস্থ সবল আছে। এগুলোর আচরণও স্বাভাবিক। এ ওষুধে বিশেষ ধরনের কোষ আছে। এ কোষ ক্যান্সার আক্রান্ত কোষের বিষাক্ত অংশ ধ্বংস করে ফেলে। তবে এতে পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে তারা দাবি করেন।
আরব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আবদাল্লা আলনজর বলেন, তারা অচিরেই এ ওষুধ মানুষের শরীরে প্রয়োগ করবেন।
এ ওষুধ প্রধানত ব্লাড ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হবে।
এ ছাড়া ফুসফুস, লিভার ও স্তন ক্যান্সারের প্রতিষেধক হিসেবে ব্যবহারের জন্য এটি উন্নত করা হচ্ছে। তারা বলেন, উটের দুধ ও মূত্রে এক ধরনের বিশেষ উপাদান আছে যা প্রতি মুহূর্তে নবযৌবন লাভ করে। এটাকে তারা ওষুধের স্যাম্পল হিসেবে নেন।
আরব ক্যান্সার কন্ট্রোল অ্যাসোসিয়েশনের মতে, ক্যান্সারে বছরে ৬০ লাখ মানুষ মারা যায়। আরব বিশ্বে হার্টঅ্যাটাক ও কম্যুনাল রোগের পরে মানুষের মৃত্যুর দ্বিতীয় কারণ এটি।
সুত্রঃ The Times of India
Camel milk, urine to treat cancer
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
কোবিদ বলেছেন: অনেক সরিসৃপ যথা কেঁচো , জোক থেকেও অনেক জীবন রক্ষাকারী ওষুধ তৈরী হয়। সুতরাং ওষুধের মূল উপাদান বিবেচনায় না এনে তা ওষুধ হিসেবে সেবন করা উচিত। তা হলে আর
অস্বস্তিতে ভূগতে হবে না। নিরোগ থাকুন আর সুস্থ্য থাকুন।
২| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২১
নাম বলবো না বলেছেন: বেশ দারুন খবর।
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২
কোবিদ বলেছেন: যদি তা সত্যিই ক্যাণ্সার উপশমে কাজ করে।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪
Ashish বলেছেন: গো মুত্র উট মুত্র শুনেই বমি আসছে
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
কোবিদ বলেছেন: কি দিয়ে ওষূদ তৈরী তা শুনে কাজ কী?
রোগ নিরাময়ে বিষ্ঠা হলেও আপত্তি করা
উচিৎ নয়।
৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১
আদরসারািদন বলেছেন: গরুর বদলে মগো দেশে উঠ পালা শুরু হোউক
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
কোবিদ বলেছেন: নবীজী (সঃ) এর জন্মভূমির প্রাণি , মরুভূমির জাহাজ।
নিশ্চয়ই আল্লাহ এর মাঝে বিশেষ রহমন দান করেছেন
যা মানব কল্যাণে কার্যকরী ভূমিকা রাখছে। আল্লাহ
মহান ও পরাক্রমশীল।
৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩
মাহমুদডবি বলেছেন: ইসলামি ফাউন্ডেশন থেকে প্রকাশিত বুখারী শরিফে ১ম খন্ডের ২৩৩ নং হাদিসটা দেখে নিবেন। সাহাবা (রাঃ ) নিয়ে বিধর্মীরা কার্টুন বানাতে পারে তাই বলে সেটা আপনিও দিবেন ?
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০
কোবিদ বলেছেন: বুঝতে অক্ষম।
পরিস্কার করে বললে
অধমের জন্য বুঝতে
সুবিধা হবে।
৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬
দস্তার বলেছেন: ওই হাদীছ শরীফ উনার হুকুম মনসূখ বা রহিত হয়ে গিয়েছে।
লেখককে নতুন দাড়িপাল্লা মনে হচ্ছে।
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪
কোবিদ বলেছেন: দাড়ি পাল্লার মানে কী?
৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০
নক্শী কাঁথার মাঠ বলেছেন: দাবি করা মানে এই না যে ওষুধ আবিস্কার হয়ে গেছে।
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১
কোবিদ বলেছেন: তা ঠিক। যথার্থ্ই বলেছেন।
তবে আমরা পোড় খাওয়া মানুষ
আশার কথা শুনলেই বিশ্বাস করতে
ইচ্ছা করে।
৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯
কান্টি টুটুল বলেছেন:
......তারা বলেন, উটের দুধ ও মূত্রে এক ধরনের বিশেষ উপাদান আছে যা প্রতি মুহূর্তে নবযৌবন লাভ করে
সন্দেহজনক কথাবার্তা
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
কোবিদ বলেছেন: দুধ মে কুছ কালা হ্যায়!!
৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১
মাহমুদডবি বলেছেন: ২নং পিকচারটা নিয়া সমস্যা ছিলো সরিয়ে ফেলছেন এজন্য ধন্যবাদ।
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
কোবিদ বলেছেন: ছবিটি আমার ক্রিয়েশন ছিলোনা।
যা হোক ধন্যবাদ পুনরায় আসবার জন্য
১০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: এটি একটি আশার আলো। ভাল সংবাদ।
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬
কেতকী বলেছেন: খুব ভালো খবর.তবে মুত্র শুনে একটু অস্বস্তি লাগছে