নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ কোন পোস্ট নয়, শুধুই প্রতিবাদ।
ব্লগে লেখতে দেওয়া সুযোগ নয় এটা আমাদের
অধিকার। তাই কোন অনুরোধ নয়,
চাই লেখার অধিকার।প্রথম আলো ব্লগ বন্ধ করা চলবেনা।
সিদ্ধান্ত পরিবর্তন করুন, নইলো আন্দোলন।
সকল ব্লগার এক হোন, প্রতিবাদ জানান।
আমাদের ঐক্যবদ্ধ প্রতিবাদ আমাদের
অধিকার প্রতিষ্ঠা করবে।
২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৯
কোবিদ বলেছেন:
হাসির কী হলো!!
২| ২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৪
হেডস্যার বলেছেন:
প্রথম আলো ব্লগে বেশির ভাগই দালাল শ্রেনীর পোষ্ট।
কমেন্ট করতে গেলে ও দালালি করে কমেন্ট করা লাগে।
বিরুদ্ধাচরন করলে কমেন্ট পেন্ডিং।
এইরকম টাইপের একটা ব্লগের জন্য কান্নাকাটি করব কেন?
তালি বাজাচ্ছি।
২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৮
কোবিদ বলেছেন:
কারো সর্বনাশ আবার কারো পৌষ মাস
ব্যথিতের বেদন বুঝিবে সে কীসে,
কভু আসি বিষে দংশেনি যারে।
৩| ২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৬
আজাদ হুমায়ুন বলেছেন: আমার এক ছোট ভাই আমাকে এই মেসেজটা পাঠিয়েছে হুবহু তুলে দিলাম-ভাইয়া, প্রথম আলো আমার সাথে কত বড় প্রতারণা করল দেখেন। নিচের নিউজটাতে আমি কমেন্ট করেছি, আপনি প্রথম আলোর পেজে গিয়ে নিউজটাতে যান দেখবেন আমার কমেন্টটা নাই। আবার যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে তারা কমেন্টটা দেখতে পারছে। আমি ত একটাও অশালীন শব্দ ব্যবহার করি নি, তাহলে আমার কমেন্ট প্রথম আলো কেন হাইড করলো? অথচ অনেকেই অশালীন ভাষা ব্যবহার করছে, কত অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমাদের দেশ বরেণ্য ব্যক্তি, শিল্পী, সাংবাদিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবীদের কত অশ্লীল, কুরুচিপূর্ণ ভাষায় গালাগালি করা হচ্ছে। কিন্তু এসব কমেন্ট হাইড করা হচ্ছে না। এছাড়াও তাদের অনলাইন পেজে তারা নিজেদের ইচ্ছা মত কমেন্ট সিলেক্ট করে, পাঠকদের দেখায়। সংবাদের গঠনমূলক সমালোচনা করলেও তা দেখানো হয় না। ভাইয়া আপনি আমার এই অভিযোগটা সবার সাথে শেয়ার করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। আমি প্রথম আলোর মত না, আমি সত্য বলতে ভয় পাই না।
৪| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩৬
রাবার বলেছেন: ++++্
৫| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৪
ডি মুন বলেছেন: প্রতিবাদ জানাই
©somewhere in net ltd.
১| ২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১০
হেডস্যার বলেছেন: