|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

দেশ বিভাগ পূর্ব ব্রিটিশ ভারত ও পূর্ব পাকিস্তানের সাংবাদিকতা জগতে উল্লেখযোগ্য নাম মোহাম্মদ মোদাব্বের। শিশু-কিশোর সংগঠনের অগ্রপথিক, শিশুসাহিত্যিক, সাংবাদিক ও বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোদাব্বের ছিলেন ঢাকা থেকে প্রকাশিত মাসিক মুকুলের সম্পাদক মন্ডলীর সদস্য। মরহুম মোদাব্বের মৌলবী মুজিবর রহমানের 'দি মুসলমান' পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীকালে নেতাজী সুভাষ চন্দ্র বসুর 'দি ফরর্য়োড' পত্রিকায় যোগদান করেন। এই পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন জনাব আবুল মনসুর আহম্মেদ ও জেনারেল ম্যানেজার ছিলেন জনাব তফাজ্জল হোসেন মানিক মিয়া। ১৯৮৪ সালের ২১ এপ্রিল মুত্যুবরণ করনে এই শিশু সাহিত্যিক।আজ তাঁর ৩১তম মৃত্যুবার্ষিকী আজ। সাংবাদিক এবং সমাজসেবক মরহুম মোহাম্মদ মোদাব্বের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।
শিশুসাহিত্যিক ও বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোদাব্বের সম্পর্কে আরো জানতে ক্লিক করুন  
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.