নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।
বউ ছাড়া আর কত বছর পাড়ি দিবরে
আমরা ক'জন ব্যাচেলর মাঝি
পন করেছি বিয়ে করবো রেএএএএএ
বউ ছাড়া আর কত্ত বছর পাড়ি দিব রে।
জীবন কাটে একলা ঘরে
প্রেমের মায়া সাঙ্গ করে
মনেতে সাধ নাহি পাই ও ও ও । ।
ঘরবাড়ি ঠিকানা আছে
পকেটাতে টাকাও আছে তবু
বিয়ের খবর কেন নাই।
জানি বিয়ে করতে হবে
সংসারটা ঘরতে হবে
আমরা যে ব্যাচেলর মাঝিরে!!!!!!!!!!!!!!!!!!!!
বউ ছাড়া আর কত বছর পাড়ি দিবরে
আমরা ক'জন ব্যাচেলর মাঝি
পন করেছি বিয়ে করবো রেএএএএএ
বউ ছাড়া আর কত্ত বছর পাড়ি দিব রে।
বিঃদ্রঃ ইহা একটি রম্য প্যারোডি, কারো জীবনের সাথে মিল খাইলে আমি পাগল দায়ী নই, আর জানেনতো পাগলে কিনা বলে।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২
রাইসুল সাগর বলেছেন: আগেতো খামু তারপর না হয় বুঝমু ভাইজান!!
সবার উপর খাওয়া আগে
না খাইলে যদি দিল্লী ভাগে।
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর। ভালো থাকুন বেলা অবেলার রম্যে।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
তামিম ইবনে আমান বলেছেন:
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
রাইসুল সাগর বলেছেন:
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০
ছায়েদ শাহ বলেছেন: বিয়া করিতে মুনে চাই :!> :!> :!>
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
রাইসুল সাগর বলেছেন: আহেন কইরা ফালাই দুই ভাই মিল্লা,হয় আফনের শালিরে আমি আর নয় আমার শালিরে আফনে। :#> :#> :#> :#> :#>
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর। ভালো থাকুন বেলা অবেলার রম্যে।
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪
বিডি আমিনুর বলেছেন: বউ ছাড়া আর কত বছর পাড়ি দিব রে..............................................................................
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
রাইসুল সাগর বলেছেন: আহেন ভাই গলা জড়াই ধইরা দুই বাই কাইণ্দা আরেকটা পদ্মা অথবা ব্যাচেলর মেঘনা তৈয়ার করি। কি কন?
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর। ভালো থাকুন বেলা অবেলার রম্যে।
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫
অদ্বিতীয়া আমি বলেছেন:
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
রাইসুল সাগর বলেছেন:
আফাগো এইডা কইলাম ঠিক না, আমাগো এই দুঃখু দেইখা আফনে জিহ্বা কামর দিলেন, কই যাইতাম, বাইরের মানুষেরা না হয় বুঝে না আফনেরা ঘরের মানুষ ও যদি না বুঝেন তাইলে কেমনে ওবেগো আফা।কানতেই আছি কানতেই আছি।হাউ মাউ কইরা বিকট চিৎকার কইরা কান্দনের ইমু হইবেক।
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর। ভালো থাকুন বেলা অবেলার রম্যে।
৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬
নীল কষ্ট বলেছেন: সমবেদনা জানিয়ে গেলুম :'(
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
রাইসুল সাগর বলেছেন: ওরে সমবেদনারে তো আর বিয়া কইরা ব্যাচেলর জীবনের কষ্ট কমবে না, পারলে একজন ডাক্তার মাইয়া খুইজা দেন, তারে বিয়া কইরা কষ্ট দূর করি।
৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১
তিতাস একটি নদীর নাম বলেছেন: জীবন কাটে একলা ঘরে
প্রেমের মায়া সাঙ্গ কর-----
তখনো একলাই কাটবে-
পার্থক্য হলো এখন যেমন মন ভাল না থাকলে সামুতে এসে জানাতে পারছেন তখন এটাও জানাতে নাও পারতে পারেন।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
রাইসুল সাগর বলেছেন: ভাইরে যে ভালোবাসায় কষ্ট নাই সেতো ভালুবাসা না।
তবু যত কষ্টই থাক, তখনঃ
তাকাই যদি ডানে বাঁয়
তারে যদি দেখা যায়
সব কষ্টের হবে বায়।
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর। ভালো থাকুন বেলা অবেলার রম্যে।
৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০
কষ্ট - ১ বলেছেন: @স্টার বলেছেন: দিল্লীকা লাড্ডু খান পরে বুঝবেন
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩
রাইসুল সাগর বলেছেন: যেহেতু আফনে কিছু বলেন নাই স্টার ভাই বলছে, তাই তার উত্তরই আফনেরে দিলাম!!!
আগেতো খামু তারপর না হয় বুঝমু ভাইজান!!
সবার উপর খাওয়া আগে
না খাইলে যদি দিল্লী ভাগে।
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর। ভালো থাকুন বেলা অবেলার রম্যে।
৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
একজন আরমান বলেছেন:
সাগর ভাই আসেন আমার বুকে আসেন। দুই ভাই গলা জরাইয়া কান্দি।
বউ নাই, বউ চাই।।
এক দফা এক দাবি ।। :!> :#> :#>
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭
রাইসুল সাগর বলেছেন: কসকি তুই বেডাঃ ভাই আমার বুকে আয়, তয় তোর বয়স এখনো শেষ হয়ে যায়নাই মাত্র শুরু, আমার বসন্তে কুকিল ডাকা ডাকি কমাই দিছে, তাই তাড়াতাড়ি তোর লাইগ্গা একজন ভাবি দেখ।
১০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দিল্লীর লাড্ডু খেয়েই পস্তানো ভালো!
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
রাইসুল সাগর বলেছেন: ভাই আফনে আমার ভাই আফনে আমার মনের কথা কইছেন, খাইয়া পস্তানো অনেক ভালো, কোন আফসোস থাকেনা। ভাই গলাডা আগাই দেন, লম্ফ দিয়া গলা জাড়াই ধরি।
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন আ আ সরকার ভাই।
১১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইরে ভালই আছেন কেন নিজে নিজে বিপদ ডেকে আনছেন !!
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
রাইসুল সাগর বলেছেন: আমি এমন বিপদে পড়তে চাই বার বার
যে বিপদ দেখাবে আমার ডায়মন্ড হারবার।
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর। ভালো থাকুন বেলা অবেলার রম্যে।
১২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫
দি সুফি বলেছেন:
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
রাইসুল সাগর বলেছেন: হ বাই খালি হাসেন মিয়া, আর এইদিকে আমার ..................শুন্যস্থান অবস্থা।
১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮
ঘুড্ডির পাইলট বলেছেন: বিয়া করার পরে সবাই অইন্য প্যারোডি লেখে ।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
রাইসুল সাগর বলেছেন: হ বাই এখনোতো বিয়া করি নাই তাই এই প্যারোডি ই লিখতাম চাই। আর চিৎকার কইরা কইতাম চাই
বিয়া করতাম চাই আমি বিয়া করতাম চাই
এইডা কইতে আমার কুনো লজ্জা নাই.।
১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: একজন আরমান বলেছেন:
সাগর ভাই আসেন আমার বুকে আসেন। দুই ভাই গলা জরাইয়া কান্দি।
বউ নাই, বউ চাই।।
এক দফা এক দাবি
ঘুড্ডির পাইলট বলেছেন: বিয়া করার পরে সবাই অইন্য প্যারোডি লেখে
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪
রাইসুল সাগর বলেছেন: সবইতো আরমান আর গুড্ডির পাইলট কইলো আমনে কিতা কইলেন!!!
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
এ্যাপোলো৯০ বলেছেন: বিয়া করবাম চাই
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫
রাইসুল সাগর বলেছেন: করো মানা করছে কেডায়!!!!
কাইকাই আন্টিরে ফুন দিয়া কইতে আছি তোমারে বিয়া দিতে।
ধন্যবাদ এবং শুভকামনা জানিবে নিরন্তর।
১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
প্রিয়তমেষূ বলেছেন: বিয়া করার পরে সবাই অইন্য প্যারোডি লেখে ।
পাইলট ভাই পরের প্যারোডি টা আপনি লেখেন।
সাগর ভালা হইছে রে ভাই
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯
রাইসুল সাগর বলেছেন: হ জানিতো বিয়া করার পরে সবাই
এই প্যারোডি লেখে
একালের মেয়েদের যে হালচাল
আজ বিয়ে করলেই পর হবে কাল!!!!
এইডাই কইবা তো, হোক পর কিন্তু সেটাতো বিয়ার পর হইবো খিক খিক
ধন্যবাদ এবং শুভকামনা জানিবে নিরন্তর আপু। ভালো থেকো বেলা অবেলার রম্যে।
১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬
তানিয়া হাসান খান বলেছেন: আলাউদ্দিন আহমেদ সরকার বলেছেন:
দিল্লীর লাড্ডু খেয়েই পস্তানো ভালো!
আইচ্ছা যাও। দিমুনে বই থুক্কু বউ খুইজা....।
শুভ রাত্রি ভাইয়া
ভাল থেকো।
প্যরডি ভালা হইসে খুউব......++++++++++++++
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২১
রাইসুল সাগর বলেছেন: থাংক্কু থাংক্কু আপু,
তোমার জন্য বেফুক শুভকামনা রইলো, পাইলেই কিন্তুক জানাইবা, তয় ডাক্তার লাগবো কিন্তু মনে আছেতো?
ধন্যবাদ এবং শুভকামনা জানিবে নিরন্তর। ভালো থেকো বেলা অবেলার রম্যে।
১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭
বনলতা মুনিয়া বলেছেন: চুন্দর লিখচেন। তয় মুই বিয়া করুম না
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪
রাইসুল সাগর বলেছেন: কিল্লাই গো আফা???? আচাইয্য কিল্লাই কইরতেন ন? ঝাতির মগজের কাছেত আইজ এই হরশ্ন।
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৬
লোনলিফাইটার বলেছেন: বিয়া করে কি হবে?একাই ভালো
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫০
রাইসুল সাগর বলেছেন: বাই
একা থাকা বড় দায়
মন চায় চিপায় যায়।
ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।
২০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
নিয়েল ( হিমু ) বলেছেন: ঘুড্ডির পাইলট যেহেতু বলেছেন বিয়া করার পরে সবাই অন্য প্যারডি লেখে তাই আমি পাইলটের সাথেই এক মত । কারন উনি এক্সপেরিয়েন্স পাব্লিক কিনা
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫
রাইসুল সাগর বলেছেন: পাইলট বাই কিন্তুক লাড্ডু খাইয়া ফালাইছে, এহন তো কইবোই ,
ধন্যবাদ এবং শুভকামনা জানিবে নিরন্তর। ভালো থাইক্কো বেলা অবেলার রম্যে।
২১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
হাসান মুহিব বলেছেন: দাদা সেই নার্সারি থেকে শুরু
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮
রাইসুল সাগর বলেছেন: আর পারছিনা গুরু
সেই নার্সারি থেকে শুরু।
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর। ভালো থাকুন বেলা অবেলার রম্যে।
২২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
রিপন১৪২৭ বলেছেন: লুল...
গানের Lyrics তো কইরা ফালাইলেন, এইবার টুং টাং গিটারের সাথে একটু voice দিয়ে গানটার ষোলোকলা পূর্ণ কইরা ফালান... আশা করি মন্দ হবেনা
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০০
রাইসুল সাগর বলেছেন: আফনে যহন কইলেন তাইলে একবার ট্রাই মারমু।
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর। ভালো থাকুন বেলা অবেলার রম্যে।
২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০০
দায়িত্ববান নাগরিক বলেছেন: পন করেছি বিয়ে করবো রেএএএএএ
কইরা ফালান। আর কত রাত কাটবে এমন আফসোস করে!
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৮
রাইসুল সাগর বলেছেন: আর কইয়েন না
আর পারছিনা গুরু
সেই নার্সারি থেকে শুরু।
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
২৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৬
শামীম আরা সনি বলেছেন: :!> :!>
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
রাইসুল সাগর বলেছেন: সব ধরনের ইমোশন একলগে ঘটনা কি সনি আপু তোমার।
আছো কেমুন?
শুভকামনা জানিবে নিরন্তর। ভালো থেকো বেলা অবেলার রম্যে।
২৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
দেখছুইন পুলা কিমুন বিয়া পাগলা হইয়া গেছে আহারে !!!!!!! অল্প বয়সেই প্রান দিবার সাধ জাগছে।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭
রাইসুল সাগর বলেছেন: ঐ মিয়া বাই আমনে এইডা কিতা কইলেন ? আরো আষ্ট মানে আট বছর আগে বিয়ার বয়স পার হইচ আর কেমুন ভাই হইলেন এহন পইরযন্ত একখান বউ খুঁইজ্জা দিতে পারলেন না।
আবার ডর দেহান।
২৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০
আমি ইহতিব বলেছেন: আহারে সাগর ভাইয়ের কষ্ট দেখে মায়া হচ্ছে, ভাই বায়োডাটাটা আমার ইমাইলে পাঠিয়ে দেনতো দেখি কোন ব্যাবস্থা করা যায় কিনা আপনার জন্য।
আরমান এইটা কি বললো? ও এখন বিয়ে করলেতো সেটা বাল্যবিবাহ হয়ে যাবে
পাইলট ভাই পরের প্যারোডিটা আপনি লেখেন, এদের হাহুতাশ তাতে যদি একটু কমে
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
রাইসুল সাগর বলেছেন: বইনগো আমার কষ্ট খালি তুমিই বইঝলা, তোমারে কি বইল্লা যে ধইন্যবাদ দিব, এই না হলে আমার ভইন, সবাই খালি আশা দেয় একমাত্র তুমি আমার বায়োডাটা চাইলা।
তোমার মেইলে দিমুই
আমার একখান বায়োডাটা,
খুব সাবধানে দেইখো মেয়ে
যে হবে এই হৃদয়ের আঠা!!!
ধন্যবাদ এবং শুভকামনা
জানিবে নিরন্তর আপুমনি,
ডাক্তার দেখবা আমার জন্য
হয় জেনো সে লক্ষী সোনামনি।
ভালো থেকো আপু তুমি বেলা অবেলার রম্যে। তবে বিয়ার ব্যাপারটা কিন্তুক সিরিয়াস আবার রম্য ভাইবোনা ইট ইজ রিকোয়েস্ট পম মাই অন্তর।
২৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০
আমি ইহতিব বলেছেন: * ইমেইলে
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০২
রাইসুল সাগর বলেছেন: কি আনন্দ আকাশে বাতাসে। অবশ্যই দিমু। :!>
লইজ্জার ইমু এমনিতেই দিছি, নাইলে আবার মুরুব্বিরা নিলইজ্জ কইবেক।
তবে চুপি চুপি তোমারে কই আপু
আমি বিয়া করতাম চাই আমি বিয়া করতাম চাই
আমার কিন্তু কোন লইজ্জা শরম নাই
২৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
মামুন রশিদ বলেছেন: আহারে, আহাজারিতে খোদার আরশ কাঁইপা উঠবো ।
প্যারোডি ভালো হইছে ।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৪
রাইসুল সাগর বলেছেন:
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
২৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
s r jony বলেছেন:
যদি সুন্দর একটা বৌ পাইতাম,
দিবানিশি তারে আমি "আই লাবু ক"ইতাম,
আইলো না কেউ আইলো না
আমারে বিয়া করল না,
জ্বালাইয়া গেল পেট্রলের আগুন
নিভাইয়া গেল না।
২০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৫
রাইসুল সাগর বলেছেন: পেট্রলের আগুনে জ্বালাইয়া
এস আর জনি ভাইরে,
স্বামী করলা তুমি
কাইল্লা পাড়ার চান্দুরে ।
জনির হৃদয় ঘি বানিয়ে
খাইলা তুমি চাইট্টা,
মাঝে মাঝে দেখা হলে
চোখটিপে পড় কাইট্টা
জনি ভাইয়ের হৃদয় থাকে
না হয় সব সময়ই খোলা,
তাই বলে কি যখন তখন
দিতে চাও পরকিয়ার দোলা।
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর। ভালো থাকুন বেলা অবেলার রম্যে।
৩০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪
সিয়ন খান বলেছেন: বিয়া করবার মন চায়, তয় পকেটে টেকা নাই।
ভাল হইচে ++
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০
রাইসুল সাগর বলেছেন: কিতা করার কন।
পকেটটা যেহেতু
গড়ের মাঠ,
বিয়া করলে
খাইবেন বাট।
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর। ভালো থাকুন বেলা অবেলার রম্যে।
৩১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
লাবনী আক্তার বলেছেন: কাল সব শেষ বান্ধবির বিয়ের দাওয়াত খেলুম। সবাই বিবাহিত হইয়া গেছে। আমিই বাকি।
ভাবছি আমিও একটা পোস্ট দিব ' জামাই চাই' ।
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮
রাইসুল সাগর বলেছেন: হায় হায় কন কি, আপনার সব বান্ধুবি হইয়া গেছেগো আফা, এর মইধ্যে ডাক্তার আছিলো নি, যদি থাকে তাইলেতো আমার আবারো কপাল পুড়ছে।
যাউগ্গা বেফার নাঃ যাতনে ডরে না প্রেমিক।
তয় আফনের টাইমে কিন্তুক আমাগো দাওয়াত দিয়েন ইট এজ রিকুয়েস্ট পম আওয়ার হৃদপিন্ড।
শুভকামনা জানিবেন নিরন্তর। ভালো থাকুন বেলা অবেলার রম্যে।
৩২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯
একজন আরমান বলেছেন:
@ আমি ইহতিবঃ
আপু এইডা কি কইলেন? ২৩ টা শীত একাই পার করতেছি !
@ সাগর ভাইঃ
দেখতে পারি তয় আপনার শালি থাকলে কোন সমস্যা নাই তো? কি বলেন?
@ লাবনী আক্তারঃ
আপু পোস্টে ফুল বায়ো ডাটা দিয়া দিয়েন কিন্তু ।
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
রাইসুল সাগর বলেছেন: আর কস কি শালি থাকলেতো আমি আরো খুশি, ফ্রি পামু :!> :#> :#>
সমস্যা নাই ১০০ শালি থাকলেও সমস্যা নাই। তোরা আছিস না। সবাইর ঘাড়ে একটা কইরা ঝুলাই দিমু।
৩৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৭
jisan khan বলেছেন: ভাই আপনে দেহি পুরা গেছেন গা, বিয়া করার জন্য মেয়ের অভাব ? কত পরিবার মেয়ের বিয়ে দিতে পারছেনা আর আপনি মেয়ে খুজে পাচ্ছেন না, প্রবলেমটা মনে হয় আপনারি।
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪
রাইসুল সাগর বলেছেন: কিতা করতাম বাই ডাক্তার তো খুইজা পাইনা। আফনের জানা শুনা থাকলে আওয়াজ দিয়েন।
৩৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
একজন আরমান বলেছেন:
আমারডা দিমু না কয়া দিলাম কিন্তু !
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫
রাইসুল সাগর বলেছেন: ওখে। দিস না।
৩৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
সর্বহারা:৭১ বলেছেন: মোর লাইগা একখান বউ দেহেন তো??? একলা রাইতে ঘুম আসে না!!!মোর বউ ভাগি গেছে!!!!!!!!!
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
রাইসুল সাগর বলেছেন: আছিলোতো আগে। তবুওতো স্বাদ পেয়েছিলেন.....
আজ আবার কেন চাহিছেন ভ্রাতা।
ফারলে আমার লাইগ্গা আগে দেহেন একখান বউ!!!!
৩৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১
রুরালমারকেিটং বলেছেন: যখন মনে হ্য় পাএ বাড়ী থেকে দেখতে আসবে.............তখন ডরে বিয়ার করবার মন চায় নাাাাাাাাাাাাাাাাাাাাাাাা
২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
রাইসুল সাগর বলেছেন: হা হা..। মানে কি, পাত্র তো বাড়ী থেকেই দেখতে আসবে, রাস্তাঘাট থেকেতো আসার কথা না। এখন যদি আপনে বাড়ী তে না থেকে রাস্তাঘাটের পাত্র চান তবে সেই ব্যাবস্থাও করতে পারি, হাইকোর্ট এর সামনের রাস্তায় একজন থাকে, সেখানেই তার ব্যাবসা, আপনি চাইলে তারে আপনার কথা কইতে পারি আফা। তবে তার কিন্তুক ৩ডা বউ অলরেডি আছে।
৩৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
তুন্না বলেছেন: ভালো হয়েছে ভাই।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর আপু।
ভালো থাকুন বেলা অবেলার রম্যে।
৩৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩
রুরালমারকেিটং বলেছেন: এই টা কি কন????? এত খবর পান কই থকে
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
রাইসুল সাগর বলেছেন: আরে কও কি তুমি, টেকনাফ থেকে তেতুলিয়া
সব খবরই থাকে কারন আমরা ব্লগার। আর ঐ বেডার খবর থাকবো না।
৩৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
বনলতা মুনিয়া বলেছেন: বিয়া, প্রেম পিরিতি ইতান সবই পেইন আর পেইন
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২১
রাইসুল সাগর বলেছেন: হা হা।
কি কন?
৪০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
জাতির শ্বশুর বলেছেন: দিল্লীকা লাড্ডু খেয়ে পস্তানোর কিছু নাই..........ব্যাচেলার লাইফ থেকে মেরিড অনেক বেটার ......যদি ও বিয়ের আগে অনেকে ভয় দেখাইছিলো.......
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২
রাইসুল সাগর বলেছেন: এইতো আফনে আসল কথা কইছেন। সাহস পাইলাম। থাংক্কু
৪১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৯
তারছেড়া লিমন বলেছেন: বউ ছাড়া আর কত্ত বছর পাড়ি দিব রেবউ নাই, বউ চাই।।
এক দফা এক দাবি ।।যদি সুন্দর একটা বৌ পাইতাম,
দিবানিশি তারে আমি "আই লাবু ক"ইতাম,
আইলো না কেউ আইলো না
আমারে বিয়া করল না,
জ্বালাইয়া গেল পেট্রলের আগুন
নিভাইয়া গেল না।
ইহা সংকলিত মন্তব্য ...........নিজের কতা চিলল্যাইয়া কইতে নাই তাই কইল্যাম না............
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৫
রাইসুল সাগর বলেছেন: জানি ইহা সংকলিত মন্তব্যা । তয় বাই যা দিন কাল পড়ছে নিজের ঢোল নিজেই পডাইতে হয়, আর এতে লজ্জার কিছু নাই ।
আসেন দুই বাই একসাথে কইঃ
বিয়া করতাম চাই মোরা বিয়া করতাম চাই
এই কথাডা কইতে আমাগো কোন লজ্জা নাই।
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০
১১স্টার বলেছেন: দিল্লীকা লাড্ডু খান পরে বুঝবেন