নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।
আমি একটু ভিন্ন ট্রেকের মিউজিক পছন্দ করি কিন্তু আমার ভাবতে ভালো লাগে আমার মাঝে রবীন্দ্রনাথ আছেন। যদিও আমার সত্তায় সব সময় অনুভূত হয় বিদ্রোহী কবি কাজী নজরুল। তবু আজ আমার একটা প্রিয় গান সবার সাথে শেয়ার করলাম সাথে একটা ইউটিউব লিংক, যাতে আছে আমারি বড় আপুর গাওয়া একটা ট্রেক। আশা করি সবার ভালো লাগবে।
আজ কেনো জানি চঞ্চল অশান্ত আমার এই মনটা শান্তির বারিধারায় ভিজতে চাইছে বরিষো ধারায়।
http://www.youtube.com/watch?v=Fjp3gzmgkzY ।
বরিষো ধরা মাঝে শান্তিরো বারি
শুষ্ক হৃদয়ো লয়ে আছে দাঁড়ায়ে
উর্ধ মুখে নর নারী । ।
না থাকে অন্ধকার না থাকে মোহপাপ
না থেকে শোক ও পরিতাপ
হৃদয়ও বিমল হোক
প্রানও সবলো হোক
বিঘ্ন দাও অপসারি।
(আমার সবচেয়ে প্রিয় লাইন যেগুলো)
কেন এই হিংসা দ্বেশ
কেন এই ছদ্ম বেশ
কেন এই মান অভিমানো
ভিতর ভিতর প্রেম
পাষানো এই হৃদয়ে
জয়োজয়ো হোক তোমারি।
বরিষো ধরা মাঝে শান্তিরো বারি
শুষ্ক হৃদয়ো লয়ে আছে দাঁড়ায়ে
উর্ধ মুখে নর নারী । ।
গানের কথা গুলো লিখায় যদি সামান্য ভুলও করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
উৎসর্গঃ আমার আপু মেরিনা জাহান সিমু এবং খুব প্রিয় ব্লগার শায়মা আপু কে যিনি অনেক চমৎকার রবিন্দ্র সংগীত করেন।
শায়মা আপু বলতোঃ জোনাকী কি সুখে ঐ ডানা দুটি মেলেছে???
উত্তরের অপেক্ষায় রইলাম।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ।
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
রাইসুল সাগর বলেছেন: ভাই আফনে যে এই রকম পছন্দ করেন আমি জানতাম না। ভাই আছেন কেমুন আফনে?
যান পরের পোষ্ট আফনেরে উৎসর্গ করমু। বহুত বছর একটা বেফার লইয়া মজাক করি না । আগামি কাল দিমু রাইতে।বেফারডা আগামি কালই সবার আগে আফনেরে কমু।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
শায়মা বলেছেন:
জোনাকী কি সুখে ঐ ডানা দুটি মেলেছো?
আঁধার সাঝে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছো ........
উত্তর- তুমি নওতো সূর্য্য নওতো চন্দ্র
তোমার তাই বলে কি কম আনন্দ!!!
তুমি আপন জীবন পূর্ণ করে আপন আলো জ্বেলেছো.......
তোমার যা আছে তা তোমার আছে
তুমি নওগো ঋণী কারো কাছে
তোমার অন্তরে যে শক্তি আছে তারই আদেশ পেলেছো......
অনেক অনেক থ্যাংকস ভাইয়া!
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০১
রাইসুল সাগর বলেছেন: অনেক অনেক শুভকামনা জানবে আপু।
আমি এইটা জানি এবং মানি যা কিছু আমার তা আমারি থাকবে।
ভালো থেকো আপু তুমি বেলা অবেলার গানে।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
লোনলিফাইটার বলেছেন: আমি ভালো ব্রো।তোমার কি খবর?
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩
রাইসুল সাগর বলেছেন: ব্রো আমার অবস্থা খুব খারাপ । বেফুক জ্বর আর গলা ব্যাথা। ওষুধ খাইতাছি । তিন দিন থাকবো মনে হয়।
আর দিন কাল চলছেঃ
কষ্টে আছি তবু ভালো আছি হাজারো মানুষের চাইতে।
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১
লাবনী আক্তার বলেছেন: গান টা আমারো বেশ ভালো লাগে। রবি ঠাকুরের প্রায় গানই ভালো লাগে। একটু আগে আমিও একটা রবির গান শুনছিলাম - "যখন এসেছিলে অন্ধকারে চাঁদ উঠেনি " সুন্দর একটা গান।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর আপু।
ভালো থাকুন বেলা অবেলার গানে।
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪
প্রিয়তমেষূ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ আপু।
শান্তির বারিধারায় স্বাগতম।
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪
ঘুড্ডির পাইলট বলেছেন: আগেই কয়েছিলাম , রুডের পাশের হালিম খায়েন না , হুনলেন না , অখন থাকেন সারাদিন ওয়াশরুমে ।
BTW ওয়াশরুমে ল্যাপ্পি চার্জ দেয়ার ব্যাবস্থা আছে ?
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪
রাইসুল সাগর বলেছেন: চার্জা বাই সব খানেই আছে, তয় আপনের কতায় একটু ভুল আছে আমার ওয়াশরুমে থাকোনের সিচুয়েশন না। আর আপনে যেই খাওয়ানডা খাইলেন কাইলকা ঐ হালিম দেইক্খা আমি পুরা টাসকি, আপনের উদর ঠিক আছেতো নাকি আপনার কাহিনি আমার উপরে দিয়া চালাই দিতাছেন।
৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮
প্রিয়তমেষূ বলেছেন: পাইলট ভাই জটিল!!!
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯
রাইসুল সাগর বলেছেন: হুম আপু গুপা ভাইয়ের পেটের অবস্থা আসলেই জটিল।
৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
ইখতামিন বলেছেন:
বরিষো ধরা মাঝে শান্তিরো বারি
শুষ্ক হৃদয়ো লয়ে আছে দাঁড়ায়ে
উর্ধ মুখে নর নারী
আছে শুধু চেয়ে । ।
বারি ঝরে চক্ষু ফেটে তৃতীয় ভালো লাগা
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১
রাইসুল সাগর বলেছেন: হ বাই খালি চাইয়া থাকেন এইডা বুঝলাম। চঊক্ষে কিন্তু কয়ডিন পর চশমা লাগান লাগবো।
ধন্যবাদ এবং শুভকামনা।
৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
ইখতামিন বলেছেন:
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩
রাইসুল সাগর বলেছেন:
১০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি জলদি সুস্থ হয়ে উঠেন, মনে হয় অসুখ আপনাকে পুরোপুরি কাবু করে ফেলেছে।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪
রাইসুল সাগর বলেছেন: না রে ভাই মনে আসলেই শান্তি নাই।
১১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
আশিক মাসুম বলেছেন: আজ কেনো জানি চঞ্চল অশান্ত আমার এই মনটা শান্তির বারিধারায় ভিজতে চাইছে বরিষো ধারায়।
হৃদয় ছুঁয়ে গেলো।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ ভাই। শুভকামনা।
১২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
বনলতা মুনিয়া বলেছেন: আমার চুক্ষে দিয়া বারি ঝড়তাছে...........................
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
রাইসুল সাগর বলেছেন:
১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১
ফালতু বালক বলেছেন: আজ কেনো জানি চঞ্চল অশান্ত আমার এই মনটা শান্তির বারিধারায় ভিজতে চাইছে বরিষো ধারায়।
মনোআশা পূর্ণ হোক।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৭
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ বালক। কেমন আছো তুমি?
শুভকামনা জানিবে নিরন্তর।
ও ভালো কথা কাউরে খুঁইজা পাইলা। হা হা
১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
ফারাহ দিবা জামান বলেছেন:
এই গানটা অনেক সুন্দর।
প্রার্থনার মতো।
শিমু এবং শায়মা আপুকে অনেক শুভেচ্ছা,
আর তুমিও ভালো থেকো।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ বন্ধু।
আমি সিমু আপুকে তোমার শুভেচ্ছা জানিয়ে দিব।
ভালো থেকো তুমিও।
১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০
শ্রাবণ জল বলেছেন: গান টা আমারও প্রিয়। এবং আমার পছন্দের লাইনের সাথেও আপনার পছন্দ মিলে গেল।
আপনার এক আপুর খাওয়া ট্র্যাক নাকি গাওয়া ট্র্যাক ? ঠিক করে দিন।
ভাল থাকুন, সাগর।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ শ্রাবন । হুম তোমার পছন্দের সাথে আমার পছন্দ মিলে গেলো।
গাওয়া ট্রেক আর এক আপু না আমার নিজের আপু।
ধন্যবাদ, ভালো থেকো।
১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০
রাতুল_শাহ বলেছেন: আপাতত +++++++
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
রাইসুল সাগর বলেছেন: আপাতত ধন্যবাদ। হা হা কেমন আছেন ভাই??
১৭| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭
ফারজানা শিরিন বলেছেন: রবির গান মানেই সুন্দর কিছু : )
১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
রাইসুল সাগর বলেছেন: হুম।
১৮| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
শুকনোপাতা০০৭ বলেছেন: গানটা আমারো খুব প্রিয়... অনেক ধন্যবাদ
১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
রাইসুল সাগর বলেছেন: শুভকামনা সব সময়।
১৯| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৫
আরুশা বলেছেন: আমারও প্রিয় গান এইটা
২০| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
লোনলিফাইটার বলেছেন: খালি শায়মা কে?আমাকে দিলা না