নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারন একজন; ভালোবাসি নিদারুন অখণ্ডতা।

রাইসুল সাগর

বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।

রাইসুল সাগর › বিস্তারিত পোস্টঃ

ব্লগার অভিজ্ঞতা যাচাই পরীক্ষা-২০১৩।B-)B-);)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

ব্লগার অভিজ্ঞতা যাচাই পরীক্ষা-২০১৩

পূর্ণমান-৫০

সময়-২ ঘন্টা

(সাধু ও চলিত ভাষার মিশ্রন বর্জনীয়)







১। সংক্ষেপে আলোচনা কর (যে কোন ৩ টি) ৪*৩=১২

(আলোচনা মানে আবার কথা কইস না খাতায় আলোচনা করবি)



ক। সামু কি? ইহা খায় না মাথায় দেয়?

খ। “মডু কোন মোটা ব্যক্তি নয়” ব্যাখ্যা কর।

গ। ছাগু কাহাকে বলে? ছাগু কত প্রকার ও কি কি?

ঘ। স্যার জাকারিয়ার মশারী চক্র চিত্র সহ ব্যাখ্যা কর।



২। বিস্তারিত আলোচনা কর। (যেকোন ২ টি) ৮*২=১৬



ক। ব্লগিও মশা কারা? ব্লগে ইহাদের দৌড়াত্ত্ব পর্যালোচনা কর।

খ। ইসলাম বিরোধী এবং নাস্তিকের মধ্যে পার্থক্য লিখ।

গ। আগে কি সুন্দর ব্লগ লিখিতাম আমরা- ব্যাখ্যা কর।



৩। ব্যাখা লিখ (যেকোন ১ টি) ৬*১=৬



কঃ ওরে ও ছাইয়্যা, কেন থাকিস চাইয়্যা?

খঃ আমি ঘর হইতে বাহির হইনা,

লাগে যে ভীষন ভয়।

তাই নিরাপদে বসি কিবোর্ড চাপি,

ব্লগ করিয়াছি জয়।



৪। এক কথায় প্রকাশ। ৬*১=৬



কঃ ব্লগ লিখেন যিনি।

খঃ তেনাকে উপর্যপুরি যিনি প্যাচান।

গঃ নারীদের ব্লগে হাদুম পাদুম করেন যিনি।

ঘঃ প্রথম পাতায় লটকানো যে পোস্ট।

ঙঃ আজাইরা ক্যাচাল এড়ালেন যিনি।

চঃ নীতি ভঙ্গের দরুণ ঠুয়া দিয়া পাঠানো হয় যে জেল।





৫। উপযুক্ত শব্দ বসিয়ে শূণ্যস্থান পূরন কর। ৫*১=৫

কঃ _____ এর সহিত মাইনাস।

খঃ চমতকার পোস্ট, ধন্যবাদের সাথে প্লাস এবং সরাসরি_________।

গঃ ১৩ নং মন্তব্যে উত্তম_____।

ঘঃ ছাগুরা ইদানিং যেখানে সেখানে _______ ও _______ করে।

ঙঃ আয় আয় চাঁদ মামা____ দিয়ে যা।



৬। পূর্ণরুপে প্রকাশ কর ৫*১=৫

ভাদা, পাদা, হা হা লু খু প গে, ছাদে গদি, লুল,মডু।:P







শুভকামনা





উৎসর্গঃ সকল পরিক্ষকগনকেঃ



১। লোনলিফাইটার।

২। ঘুড্ডির পাইলট

৩। কান্ডারি অথর্ব

৪। কাল্পনিক ভালোবাসা।

৫। তামিম ইবনে আমান।

৬। হিমু।

৭। জনৈক গন্ডমূর্খ্য

৮। একজন আরমান।

৯। এর সাথে আরো সকল ছাগু ফাইটারদের।





বিঃদ্রঃ ইহা একটি রম্য পরিক্ষা, লেখক কিংবা সামু কতৃপক্ষের কেউই এর সাথে জড়িত নয়। আর প্রশ্ন পত্র একজন রেজিস্টাড উন্মাদের তৈরি করা। আর জানেনতো পাগলে কিনা বলে। সবাই নিজ দায়িত্বে পরিক্ষা দিবেন। এবং অতপর, জীবিত, মৃত কিং অর্ধমৃত কারো জীবনের সাথেই মিল খাওয়ার কথা না, যদি কেউ নিজের জীবনের সাথে মিলাতে চান তবে নিজ দায়িত্বে মিলাবেন।এর দায়ভার কেউ নিবেনা।



সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে দেখা হবে পরিক্ষার খাতায়।

মন্তব্য ২৩৬ টি রেটিং +২২/-০

মন্তব্য (২৩৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

অণুজীব বলেছেন: সবই তো কমন :-B

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

রাইসুল সাগর বলেছেন: তাইলে উত্তর দিয়া ফালান। :P :P :P

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

মেহেদী হাসান মানিক বলেছেন: আমি পরীক্ষায় অনুপস্থিতি ঘোষণা করলাম
+++

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

রাইসুল সাগর বলেছেন: নেট স্লো নাকি বাই।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

ঘর কুনো বলেছেন: ক্লাস ওয়ানের কুসচেন

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

রাইসুল সাগর বলেছেন: হুম, দেখি দেনতো উত্তর, ক্লাস ওয়ানে যারা পড়ে তারা জানতে পারবে।আপনের থেইক্কা। :P ;) ;) ;)

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

বনলতা মুনিয়া বলেছেন: পরিক্ষা দিমু না। Question is out of syllabus X(( X(( X(( X(( X(( X((




স্যারের পদত্যাগ চাই। =p~ =p~ =p~ ;) ;) ;) ;) :P :P :P :P

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

রাইসুল সাগর বলেছেন: কথায় কথায় পদ ত্যাগ, আরে পা ত্যাগ করলে হাঁটবা কেমনে? ;) ;) :P :P

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

একজন আরমান বলেছেন:
হে হে।
ব্যাফুক বিনুদুন। =p~ =p~ =p~
আগে বলেন যে পাস করলে কি দিবেন?
তাইলে এক্সাম দিমু। ফ্রি ফ্রি দিয়া লাভ কিতা? /:) /:)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

রাইসুল সাগর বলেছেন: প্রাপ্তি তোমার বিষ পেয়াল
প্রাপ্তি মানেই তোমার জন্য প্রবঞ্চনা। কি দরকার তাইলে। তয় পাইবা এক প্লেট ছাগু মাংস। ;) ;) ;)

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:
আয় হায় আমি দেখি পরিক্ষকগনের তালিকায় আছি B-))

বাচ্চারা তোমারা সুন্দর করে পরীক্ষা দিবে আশা করি । আর নকল করবেনা কারন যদি নকল করতে যেয়ে ধরা পরে যাও তবে এর চেয়ে লজ্জ্যা আর কি হতে পারে। নকল করা ভাল তবে নকল নিয়ে ধরা খাওয়া ভাল না।

আর ছাত্ররা দেখতেই পাচ্ছ এখানে পরীক্ষক ৯ জন আছেন অতএব পরীক্ষার খাতাও দেখা হবে সেইরকম ভাবে মার্ক নিয়ে দুর্নীতির কোন প্রশ্নই আসেনা।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

রাইসুল সাগর বলেছেন: খিক খিক। খাইছে আমারে কারে পরিক্ষক বানাইলো কতৃপক্ষ, পোলাপাইগরে নকল করায় উৎসাহিত করে।

যাউগ্গা। আসল পরিক্ষায়ই বেকতে নকল কইরা পাশ দিছি এইডা তে কইরলে কি হইবেক। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

তিমিরবিদারী বলেছেন: এতো সহজ !!!!!!তাই উত্তর দিব না। B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

রাইসুল সাগর বলেছেন: তিমির দাদা পারে না পারে না। :-B :-B =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

কালো জোনাকী পোকা বলেছেন: =p~ =p~

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

রাইসুল সাগর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:
আরে @ একজন আরমান তুমিত ভাই পরীক্ষক তুমি কেন পরীক্ষা দিবা। B:-)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০২

রাইসুল সাগর বলেছেন: ছ্যা.......................................................................................................................................................................................................................................।কককককককক খাইয়া পুলাডা গেছে পুরাপুরি। B-)) B-)) B-)) B-))

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমারে পাশে কেউ নাই কেন! আমি একা একা উত্তর দিব না।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০২

রাইসুল সাগর বলেছেন: পরিক্ষক হইয়া একি কথা। :P :P :P :P

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

লিন্‌কিন পার্ক বলেছেন:
হাসতেই আছি B-)) B-)) =p~

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩

রাইসুল সাগর বলেছেন: কন কি বাই। =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: ভাই,এই জীবনে ম্যালা পরীক্ষা দিয়া ফেলসি, আর সয়না |-)

আমি অক্ষনি আমার খাতা জমা দিবার চাই, আমি ফেল। :(

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭

রাইসুল সাগর বলেছেন: ৎঁৎঁ ।

শত পরাজয়ের পরও ডরে না বীর। না হয় আগে ফেল মারছেন তাতে কি, কথায় আছেনা এক বার না পরিলে দেখ কয়েক লক্ষ বার।

যতই পাক তেষ্টা
করে যান চেষ্টা। :( :( :( :( :(

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

কালো জোনাকী পোকা বলেছেন: এ প্লাসের গ্যারান্টি দিলে উত্তর দিবো।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

রাইসুল সাগর বলেছেন: উত্তর সঠিক হলে এ এর উপরে কোন + থাকলে সেটাই পাবেন।

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

একজন আরমান বলেছেন:
উৎসর্গের নাম গুলো আমার ব্রাউজারে বক্স এর মতো দেখাচ্ছে।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪

রাইসুল সাগর বলেছেন: ব্রাউজার সহ কম্পু পানিতে চুবা দেখবি ঠিক হইয়া যাইবো। আবার লাল পানিতে চুবাইস না তাইলে কিন্তু............. :(( :(( :(( :(( :((

১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

মেহেদী হাসান মানিক বলেছেন: একদম হাই স্লো নেট

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬

রাইসুল সাগর বলেছেন: কালকে নাকি সব ঠিক হয়ে যাবে।বললো। সাবমেরিন কেবল এ কি কাম চলতে আছে। হালারা মাল খাইয়া কাম করে নি কোন দুইদিন পর পর ঝামিলা।

১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

মায়াবী ছায়া বলেছেন: পড়াশুনা হয় নাইক্কা...স্যার... আজ এক্সাম দিমু না..... ;)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮

রাইসুল সাগর বলেছেন: এই যে পোলাপইন পড়াশোনা করে, সারাদিন খালি ফেইস বুক গুতায়। পড়াশোনা হইবো কেমনে। গত বার ৭ বিষয়ে ফেল করলা এইবার কও পরিক্ষায়ই দিবা না। এইডা কেমুন কতা।

ঐ গাডিয়ান দের খবর দেন। X( X( X( X( X( X(

১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

একজন আরমান বলেছেন:
দেখবার পারছি অন্য ব্রাউজার দিয়া। B-)) B-))
খাতা দেখার এক্সটা ফিস কই? B-)) B-)) ;) ;)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

রাইসুল সাগর বলেছেন: তোর মায়া আইসা অগ্রিম লইয়া গেছেগা। ;) ;) ;) ;) ;)

১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০১

বনলতা মুনিয়া বলেছেন: স্যার আপনের খবর আছে। ডিপার্টমেন্টের সবাই মিল্লা ভিসির কাছে নালিশ দিমু.....।


=p~ =p~ =p~ =p~ =p~ =p~ :P :P :P :P :P :P :P B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫

রাইসুল সাগর বলেছেন: দেও তোমাগো ভিসিরে আমি সাপোর্ট দিয়া বসাইছি। হায় হায় গুমুর ফাস কইরা দিলাম, কি দিনকাল পড়ছে শিক্ষক নিয়োগ পর্যন্ত রাজনৈতিক ভাবে হয় এই দেশে। হেরলাইগ্গাইতো কই, পোলাপইনগো এই অবস্থা কেন। X( X( X( :(( :(( :(( :(( :( :( :( :( :( :P :P :P :P :P :P :P

১৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০১

কান্ডারি অথর্ব বলেছেন:
একজন আরমান বলেছেন: খাতা দেখার এক্সটা ফিস কই?

আরে মিয়া ছাগুর স্যুপ রান্না হইবেক তখন দেইখ কত মজাক লাগে স্যুপ খাইতে ;) ;) ;) এইটাই পরীক্ষার খাতা দেখার ফিস

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭

রাইসুল সাগর বলেছেন: হা হা। হাছা কতা কইছে অথর্ব স্যার।

২০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭

একজন আরমান বলেছেন:
@কান্ডারী অথর্ব ঃ
না ভাই আমি ট্যাকা চাই। B-)) B-)) B-))
বেকার মানু ভাতই খাইতে পারি না আবার স্যুপ ! /:) /:) /:)

money is the second god

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১

রাইসুল সাগর বলেছেন: কইলাম না তোর মায়া আইসা নিয়া গেছে, তার স্নোনো লিপ ইস্টিক কিনার লাইগ্গা। তোর সই করা ডিমান্ড পেপার নিয়া আইছে, এই প্রেম পোলাডারে খাইলো রে ভাই। X( X( X( X( =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১০

স্বপনবাজ বলেছেন: ১ নং প্র: উঃ
ক। সামু ব্যাপক একটা ভার্চুয়াল জায়গা , এখানে বুদ্ধিমান , উন্নত পাগল , উন্মাদ সব একসাথে বিচরণ করে !
সামু মাথায় দেয় , কারণ সামুর লেখা মাথার ভিতরে কিংবা মাথার উপ্রে দিয়া যায় , কিন্তু পেটে যায়না !
খ । মডু মোটা হলে খাওয়ায় ব্যাস্ত থাকতো , আজাইরা পোষ্ট নির্বাচনী পাতায় আসতোনা , চিকনা বলেই হ্যাংলামী করে !
গ । ছাগু বলতে মানুষরূপী ছাগলদের বুঝানো হয় , যারা আজাইরা ভ্যা ভ্যা করে , ছাগুর আসলে কোন প্রকার ভেদ নাই , ছাগুদের কোন শাখা নেই !!!
২ নং প্রঃ উঃ
ক। ক্যাচাল প্রিয় ব্লগার = ব্লগীয় মশা ! হুদাই কামড়ায় থাপ্পড় খাইবার শখে ! ব্লগে এদের দৌড়াত্ব শূন্যের কোঠায় , কেননা পাত্তা না দিলে উড়ে যায় , পাত্তা দিলেই মাইক দিয়া চিল্লায় !
খ । সিরিয়াস ব্যাপার মনে হয় , ইসলাম বিরোধী হলো যারা ইসলাম নিয়া গবেষণা বা লাফালাফি করে , অন্য ধর্ম নিয়ে এদের মাথা ব্যাথা নাই । আর নাস্তিক তো নাস্তিক ই , বিশ্বাসেই অবিশ্বাস !!
এতেই প্লাস পাবো আশা রাখি !
পোষ্টে ব্যাপক বিনোদিত হইছি সাগর ভাই , ভালো থাকবেন !

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

রাইসুল সাগর বলেছেন: খাতা মডুর কাছে থুক্কু পরিক্ষনের জন্য নেওয়া হল। গুড বয়। তয় সব প্রশ্নের উত্তর দেও নাই,মনে লয়। রেজাল্ট জানানো হইবেক।

২২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩

আশিক মাসুম বলেছেন: পরিক্ষা দিমুনা =p~

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

রাইসুল সাগর বলেছেন: পড়ালিখা করো না ঠিক মত পরিক্ষা দিবা কেমনে? =p~ =p~ =p~ =p~

২৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪

আশিক মাসুম বলেছেন: স্বপনবাজ বলেছেন: ১ নং প্র: উঃ
ক। সামু ব্যাপক একটা ভার্চুয়াল জায়গা , এখানে বুদ্ধিমান , উন্নত পাগল , উন্মাদ সব একসাথে বিচরণ করে !
সামু মাথায় দেয় , কারণ সামুর লেখা মাথার ভিতরে কিংবা মাথার উপ্রে দিয়া যায় , কিন্তু পেটে যায়না !
খ । মডু মোটা হলে খাওয়ায় ব্যাস্ত থাকতো , আজাইরা পোষ্ট নির্বাচনী পাতায় আসতোনা , চিকনা বলেই হ্যাংলামী করে !
গ । ছাগু বলতে মানুষরূপী ছাগলদের বুঝানো হয় , যারা আজাইরা ভ্যা ভ্যা করে , ছাগুর আসলে কোন প্রকার ভেদ নাই , ছাগুদের কোন শাখা নেই !!!
২ নং প্রঃ উঃ
ক। ক্যাচাল প্রিয় ব্লগার = ব্লগীয় মশা ! হুদাই কামড়ায় থাপ্পড় খাইবার শখে ! ব্লগে এদের দৌড়াত্ব শূন্যের কোঠায় , কেননা পাত্তা না দিলে উড়ে যায় , পাত্তা দিলেই মাইক দিয়া চিল্লায় !
খ । সিরিয়াস ব্যাপার মনে হয় , ইসলাম বিরোধী হলো যারা ইসলাম নিয়া গবেষণা বা লাফালাফি করে , অন্য ধর্ম নিয়ে এদের মাথা ব্যাথা নাই । আর নাস্তিক তো নাস্তিক ই , বিশ্বাসেই অবিশ্বাস !!
এতেই প্লাস পাবো আশা রাখি !
পোষ্টে ব্যাপক বিনোদিত হইছি সাগর ভাই , ভালো থাকবেন !



নকল করিলাম ;) ;)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

রাইসুল সাগর বলেছেন: হায়রে নকলবাজ হইছেরে, নকল ও করতে জানেনা, যার খাতা নকল করছে তার নামডা পর্যন্ত লিখা বাদ দেয় নাই। X( X( X( X( =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: ষাড় গো আইজকা পেট বিষ :|| পরীক্ষা দিতার্তাম না :(

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

রাইসুল সাগর বলেছেন: চাচা আমনে এইডা কিতা কইলেন, আফনে আমার চাচা হইয়া পরিক্ষা দিবেন, আফনের দেওয়ন লাগতো না, খালি খাতা সাইন কইরা চইল্লা যান, আফনে হইলেন চিয়ার গা.....দা থুক্কু আমার চাচাজান, আফনে সাইন কইরা চইল্লা যান আমি লিখা দিমুনে,..।

আর কাউরে কমু না আফনে তিন বার মেট্রিক ফেল মারার পর রি এডমিশন থেইকা শুরু কইরা বাকি পরিক্ষা আমি দিয়া দিছিলাম। এইডা কিন্তু কেউ হুইনেন না কলাম।

বেশি কারো জানতে ইচ্চা হইলে ঘুপা ভাইরে জিগাইতে পারেন। :P :P :P ;) ;) ;) ;) :P :P :P :P :P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৮

একজন আরমান বলেছেন:
চেয়ারম্যান তুমি পুলাডা এমতেই ফাঁকিবাজ।
আগে আহো তুমারই পরিক্কা লই।
ওই সব এমবিএ'র পরিক্কা পরে দিবা আগে এই সামুর পরিক্কা দিয়া লও।
পেট ব্যাতা করলে সমস্যা নাইক্কা। ড্যায়পার পইররা লও। B-)) B-)) ;) ;)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

রাইসুল সাগর বলেছেন: স্যার হে কলাম আমার চাচা। একটু আস্তে, সবাই হুইন্না লাইবো। :P :P :P :P :P

২৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:
@ সপ্নবাজ ছাত্রটা দেখছি পুরো পরীক্ষা না দিয়েই খাতা জমা দিয়ে দিছে B:-) বাকি গুলো মনে হয় কমন পরে নাই।

@ আশিক মাসুম ছেলেটা দেখি সেইরকম নকল বাজ । X(

আর বাকিরা যারা পরীক্ষা দিচ্ছেনা তারা সবাই ফাকিবাজ ছাত্র । আহারে দেশটা ফাকিবাজ ছাত্র দিয়া ভইরা গেল । :(

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

রাইসুল সাগর বলেছেন: হুম। ভাই এই দেশের কি হইবেক। লোনলিফাইটার বাই কই গেলো আইজকা। হে কোন হলে দিউটি দিতাছে। ভাই হেরে ডাকদেনতো পাইলে, পোলাপাইলগুলা প্রচুর ফাকি দিতাছে পড়াশোনায়।

২৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

বনলতা মুনিয়া বলেছেন: ওহ্ দারুন.....!!! স্যার চিপায় পড়ছে :P :P :P :P :P :P :P :P B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১

রাইসুল সাগর বলেছেন: চিপা কি? উদাহরন সহ ব্যাখা কর? :P :P :P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

স্বপনবাজ বলেছেন: প্লাস না দিলে ছাগুদের জন্য নেয়া এই জিনিস দিয়া পরীক্ষকদের ও কুপাইয়া ফানা কইরা ফালামু কইয়া দিলাম

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৪

রাইসুল সাগর বলেছেন: কি রহম ডেইঞ্জার হইচে পোলাপাইন। সব বিরোধী দলের ষড়যন্ত্র।

২৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪০

চেয়ারম্যান০০৭ বলেছেন: আরমান @ ভাইগো হাতেও বেদনা লেখতারি না :( বিশ্বাস যান আফনের প্রেমিকার কছম :-*

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৩

রাইসুল সাগর বলেছেন: এমনেই তাইলে চিয়ারমেন চাচা একাকার লোকজনরে ফাঁকি দেয়?

৩০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২

বোকা ডাকু বলেছেন: ষাঁড় এই লন আমার খাতা। খাতা কইলাম সাদা না! :-* :-* অ্যামোনিয়াতে চুবাই লন। দেখবেন সবই লেইখা ফালাইছি। B-)) B-))


























২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫

রাইসুল সাগর বলেছেন: বোকা ডাকুঃ এস্কফেল্ট।লাল কার্ড। :-B :-B :-B :-B :-B

৩১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

্নিজাম জয় বলেছেন: ১ নং প্র: উঃ
ক। সামু ব্যাপক একটা ভার্চুয়াল জায়গা , এখানে বুদ্ধিমান , উন্নত পাগল , উন্মাদ সব একসাথে বিচরণ করে !
সামু মাথায় দেয় , কারণ সামুর লেখা মাথার ভিতরে কিংবা মাথার উপ্রে দিয়া যায় , কিন্তু পেটে যায়না !
খ । মডু মোটা হলে খাওয়ায় ব্যাস্ত থাকতো , আজাইরা পোষ্ট নির্বাচনী পাতায় আসতোনা , চিকনা বলেই হ্যাংলামী করে !
গ । ছাগু বলতে মানুষরূপী ছাগলদের বুঝানো হয় , যারা আজাইরা ভ্যা ভ্যা করে , ছাগুর আসলে কোন প্রকার ভেদ নাই , ছাগুদের কোন শাখা নেই !!!
২ নং প্রঃ উঃ
ক। ক্যাচাল প্রিয় ব্লগার = ব্লগীয় মশা ! হুদাই কামড়ায় থাপ্পড় খাইবার শখে ! ব্লগে এদের দৌড়াত্ব শূন্যের কোঠায় , কেননা



নাহহহহহ পুরাটা দেখতে পারলাম না।গার্ড কড়া পড়ছিল :(( :(( :(( :(( :(( :((

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৮

রাইসুল সাগর বলেছেন: খাতা মডুরেশন এ নেয়া হইলো।কাইন্দা লাভ নাই।ফড়াশোনা করবেন না সময় মত। নকল ভরসায় ইক্ষা হলে আইলে এমুনই হয়।

লাল কার্ড। X(( X(( X((

৩২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

মাক্স বলেছেন: পরীক্ষার জ্বালায় ভার্সিটিত যাইতেও ভাল্লাগেনা এখন দেখি সামুতেও পরীক্ষা লওন শুরু হইছে।

ব্যাকলগ:P:P:P:P

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১১

রাইসুল সাগর বলেছেন: খালি ফাঁকি বাজি। খারাও গাডিয়ান খবর দিতাছি।

৩৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ও আব্বা গো পাশ কইরা হালছি! আমি পাশ কইরা হালছি!!! কুশ্চেন ব্যাপুক সহজ। :P :P :P কে কুতাই আছিস মিষ্টি খাইয়া যা। B-)) B-)) B-))







উৎসর্গ পত্রে আমি!!!!!! :-B :-B :-B :-B :-B :-B
(লজ্জায় লাল হইবার ইমু হইবে)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৩

রাইসুল সাগর বলেছেন: পরিক্ষক হইয়া ফরিক্ষা দিলেন। খিক খিক। :P :P :P :P :P

৩৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:
@ স্বপনবাজ বাবা না ভালা , আমাগের কুপাইয়া কি লাভ , আইচ্ছা যাও তুমারে আর পরীক্ষা দেয়ন লাগবনা। আমিই খাতায় কিছু লিক্ষা দিমুনে। তুমার নেতারে একটু আমার কথা কইও যেন আমারে এইবার ভিসি কইরা দেয় । যাও তুমি পাস হইছ এক্কেরে এ পেলাস দিলাম তুমারে।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৫

রাইসুল সাগর বলেছেন: ঠিক ঠিক। শিক্ষক এখন আর জাতীর মেরুদন্ড নাই, নেতারা এখন ঝাতির দন্ড হইয়া গেছেগা :( :( :( :( :(( :(( :(( :(( :(( :((

৩৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫০

লোনলিফাইটার বলেছেন: এই কেউ নকল করবা না।করলে বহিস্কার করে দেবো।পরে এসে খাতা দেখে যাবো ;) B-)) :P

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৮

রাইসুল সাগর বলেছেন: আরে বাই ফোলাপাইন যা শুরু করছে। বকা শকা দিলে আবার নেতার ভয় দেহায়।

৩৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: এহ হেরে মার্ছে!!!! আমিতো ইস্টুডেন্ট না!!!! আমারেতো দেখি পরীক্ষক বানানো হইছে। ব্যাপুক সহজ কুশ্চেন দেখে আগেই ঝাঁপাই পড়ছিলাম। :#) :#) ধুর্মিয়া আমার লগে এত বড় প্রবঞ্চনা ঝাতি আইজ সইবে না। ইরকম প্রশ্নকর্তারে প্রশ্নসহ ব্যাণ করা হউক।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৪

রাইসুল সাগর বলেছেন: তুমি মিয়া চক্ষু কান্দে লইয়া থাকপা আর তার দায়ভার ঝাতি নিবে কেমনে হইবেক। তুমি পরিক্ষক হইয়া পরিক্ষা দিতে শুরু করলা কইযাইতাম। ;) ;) ;) :#) :#) :#) :#)

৩৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

স্বপনবাজ বলেছেন: লাভ নাই ! আমি একমাত্র মহাপুরুষ যে উত্তর দিসে আমারে সম্মানিত করার বদলে বাজে কথা বলা হইছে , সব গুলানরে কুপামু ! কোন কথা নাই ,
একবার যো মেনে কমিটমেন্ট কার দিয়া উছকে বাদ মে আপ্নে আপকো বি নেহি শুনতা " "

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৭

রাইসুল সাগর বলেছেন: শোন বাবা, তুমি যাগো কাছে কোপা কুপি শিকছো আমি তাগো বড় বাপের কোপাকুপির মাস্টার আছিলাম। অনেক বান্দর মানুষ করছি জীবনে।

ভুতা রামদা নিয়া ফালপাইরো না। সামুরাই সোর্ড বাইর করমু কইলাম। =p~ =p~ =p~ =p~ =p~

৩৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬

প্রিন্স হেক্টর বলেছেন: ১ নং পুশ্নের উত্তর

ক) সামু একটা মুগুর, যা ব্লগাররা একে অপরের কিংবা মডু ব্লগারদের মাথায় দেয়

খ) মডু মোটা না, (নিজ চউক্ষে দেখা)

গ) ছাগু মিনস পশ্চাদে কইষ্যা লাত্থি। দুই প্রকার। ১) ছাগু ২) ছুপা ছাগু

ঘ) পারিনা

২নং প্রশ্ণের উত্তর

খ) নাস্তিক কোন ধর্ম মানে না, সর্বদাই ইসলাম ধর্মের ছিদ্রান্বেশনে ব্যস্ত যে তাকে ইসলাম বিরুধী বলে

গ) পারিনা


৩ নং পশ্নের উত্তর


পরে দিমুনে


৪ নং পশ্নের উত্তর

ক) ব্লগার
খ) পারিনা
গ) লুল
গ) ইশটিকি
ঙ) চুশীল
চ) ব্যান


৫ নঙ পশ্নের উত্তর

ক) গদাম
খ) প্রিয়তে
গ) জাঝা
ঘ) হাগু, মুতু
ঙ) পিলাচ


৬ নং পশ্নের উত্তর

ভাদা= ভারতের দালাল
পাদা= পাকিস্তানের দালাল
হা হা লু খু প গে= হাসতে হাসতে লুঙ্গি খুলে পড়ে গেল
ছাদে গদি= ছাগু দেইখা গদাম দিলাম
লুল= প্রিন্স হেক্টর
মডু= মডারেটর




এ + না দিলে তলোয়ার নিয়া রেডি আছি :-0

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩০

রাইসুল সাগর বলেছেন: রেজাল্ট জানানো হইবেক।

৩৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খবরদার কেউ নকল করবা না!! ধরা খাইলে কইলাম কুমড়া চেঙী দেওয়ামু!!! =p~ =p~ :P :P :P

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩১

রাইসুল সাগর বলেছেন: :P :P :P :P :P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

তারছেড়া লিমন বলেছেন: আশিক মাসুম বলেছেন: স্বপনবাজ বলেছেন: ১ নং প্র: উঃ
ক। সামু ব্যাপক একটা ভার্চুয়াল জায়গা , এখানে বুদ্ধিমান , উন্নত পাগল , উন্মাদ সব একসাথে বিচরণ করে !
সামু মাথায় দেয় , কারণ সামুর লেখা মাথার ভিতরে কিংবা মাথার উপ্রে দিয়া যায় , কিন্তু পেটে যায়না !
খ । মডু মোটা হলে খাওয়ায় ব্যাস্ত থাকতো , আজাইরা পোষ্ট নির্বাচনী পাতায় আসতোনা , চিকনা বলেই হ্যাংলামী করে !
গ । ছাগু বলতে মানুষরূপী ছাগলদের বুঝানো হয় , যারা আজাইরা ভ্যা ভ্যা করে , ছাগুর আসলে কোন প্রকার ভেদ নাই , ছাগুদের কোন শাখা নেই !!!
২ নং প্রঃ উঃ
ক। ক্যাচাল প্রিয় ব্লগার = ব্লগীয় মশা ! হুদাই কামড়ায় থাপ্পড় খাইবার শখে ! ব্লগে এদের দৌড়াত্ব শূন্যের কোঠায় , কেননা পাত্তা না দিলে উড়ে যায় , পাত্তা দিলেই মাইক দিয়া চিল্লায় !
খ । সিরিয়াস ব্যাপার মনে হয় , ইসলাম বিরোধী হলো যারা ইসলাম নিয়া গবেষণা বা লাফালাফি করে , অন্য ধর্ম নিয়ে এদের মাথা ব্যাথা নাই । আর নাস্তিক তো নাস্তিক ই , বিশ্বাসেই অবিশ্বাস !!
এতেই প্লাস পাবো আশা রাখি !
পোষ্টে ব্যাপক বিনোদিত হইছি সাগর ভাই , ভালো থাকবেন !



নকল করিলাম ;) ;)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

রাইসুল সাগর বলেছেন: রতনে রতন চিনে, নকলও করতে হারেন না মিয়া। যার খাতা কপি মারছেন তার নামডা ও দিয়া দিছেন, ঝাতি কোন দিকে যাইবো।এই ঝাতির ভবিতো হুরাই ফকা ফকা দেখা যায়। ;) ;) ;)

৪১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০১

কান্ডারি অথর্ব বলেছেন:
কতৃপক্ষের কাউরে দেখিনা কেন @ স্বপনবাজ পুলাটারে একটা নুবেল ছারতিফিকেত দেয়া হোক । হেতে এ বি সি ডি ++++ পাইছে । :-B

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

রাইসুল সাগর বলেছেন: বাই হেরে দিয়া দিছি আসল খান। খেক খেক। :-B :-B :-B :-B :-B

৪২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০২

নিয়েল ( হিমু ) বলেছেন: স্যার প্রশ্ন পায়া আমার অবস্থা কি হৈছে জানেন ? নিচে দেখেন ।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

রাইসুল সাগর বলেছেন: হিমু বাবা দুষ্টামি করে না পরিক্ষা দাও। নাইলে কলাম পু উত্তাই ফড়ি যাইবা। ;) ;) ;) :P :P :P

৪৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০২

আমি তুমি আমরা বলেছেন: কুন পকেটে কুন প্রশ্নের উত্তর রাখছি মনে পরতেছে না /:) /:) /:)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

রাইসুল সাগর বলেছেন: তুমি ওয়াচে। ;) ;) ;) ;)

৪৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬

বনলতা মুনিয়া বলেছেন: উমা দেকচো নি কান্ডু ডা.......!!! :-/ :-/ :-* :-*


স্যারে আবার কুশ্চেন থুরু করে...........!!! ;) ;) ;) :P :P :P =p~ =p~ =p~ B-)) B-)) B-)) B-))

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪১

রাইসুল সাগর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P B-)) B-)) B-)) B-))

৪৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:
@ তারছেড়া লিমন নকল কইরা ধরা খাইছে তাই তাহার খাতা বাতিল বলিয়া ঘোষণা করা হইল ।

@ প্রিন্স হেক্টর পুলাটা ছাত্র হিসাবে মেধাবী আছে তয় হেরে এ + দেয়ন যাইবনা । হেতে একটা সন্ত্রাস। সব বিরোধী দলের ষড়যন্ত্র ।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪২

রাইসুল সাগর বলেছেন: ওরে সিসিইউ তে রাখেন।

৪৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৯

প্রিন্স হেক্টর বলেছেন: @কান্ডারি ভাই, আমারে সন্ত্রাস কইলে খবর আছে, আমার ভাইস্তা শিশুলীগের ক্যাডার :-0

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৪

রাইসুল সাগর বলেছেন: হেক্টু ফরিক্ষা দাও। তোমার গডফাদার দাদারে আমি শিখাইছি। আমি কিন্তু তোমার গ্রান্ডগডফাদার।

৪৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১০

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: হায় হায় সবাই দেখি নকল করা শুরু করে দিছে!!!!!

ইস্টুডেন্টরা তোমরা যে যে তার পরীক্ষার উত্তর লিখেই কমেন্ট করে কম্পু বন্ধ করে দাও। অন্যরা তোমাদের লেখা কপি করে ফেলতেছে। =p~ =p~ =p~ =p~

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

রাইসুল সাগর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১০

স্বপনবাজ বলেছেন: খালি এ প্লাস লাগবো ! এতগুলা দিয়া বিব্রত করা যাইবনা ! আর নোবেল দিলে খুশু হমু ! মাফ পাইলেও পাইতে পারো !
আর নাইলে কিন্তু আমার লগে আমার পোলাপান পজিশনে আছে , খালি শিশ দিলেই কুপাকুপি শুরু , শামসু মনে কইরা কুপাইবো !

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫০

রাইসুল সাগর বলেছেন: বাবা তুমি কি জানো কোপা সামছুর ভইন কোপা শম্পা পরিক্ষক হিসেবে আইছে। আর আমি কিন্তুক কইছি আগে। হরে কিনত্উক ঠেলা সামলাইতে ফারবা না। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ষাঁড়, আর একখান নকলবাজরে ধরছি। এ দেখেন মেইন কপি আর এই দেখেন ফটোকপি =p~ =p~ =p~ B-)) B-)) B-)) B-)) :P

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫১

রাইসুল সাগর বলেছেন: লাল কার্ড দেখান। X( X( X(

৫০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২২

কান্ডারি অথর্ব বলেছেন:
@ প্রিন্স হেক্টর দেখ তুমি খুব ভালু পুলা কিন্তু এইসব শিশুলীগের ক্যাডার হওন ভালুনা। যাও তুমার গার্জিয়ান নিয়া আস। আর তুমিত আমার কাছে টিউশন নেও নাই আর খাতায় আমার নোট লেখনাই। এইগুলান কুন উত্তর হইছে। যাও তুমি কাইল থিক্কা আমার কাছে পরবা তাইলে তুমারে এ + দিমু।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৩

রাইসুল সাগর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৭

একজন আরমান বলেছেন:
@চেয়ারম্যান০০৭ঃ
পরিক্কার সুময় নু ভাই ব্রাদার অনলি স্যার। B-)) B-))
মি স্যার একজন আরমান।
আমার লগে ইতরামি চলতো না।
আমার পেরমিকার কসম দিয়া আম্রে ইমুসুনাল বিলাকমিল করনের চেষ্টা কইরা কুনো লাভ নাই।
পরিক্কা না দিলে তুমার বিয়া দিতাম না কইয়া দিলাম। ;) ;) ;)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

রাইসুল সাগর বলেছেন: :P :P :P :P :P :-B :-B :-B :-B :-B :-B :-B

৫২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৪

স্বপনবাজ বলেছেন: বুঝবার পারছি কুপানো ছাড়া ঊপায় নাইক্কা ! তয় কুপানোর আগে ষাড় গো পানি খাওয়াইয়া লই , তাইলে যাওনের আগে কষ্ট হইবোনা , আমার পোলাপান পানির ব্যাবস্থা করতাছে

পানি শেষ হলে কুপাকুপি শুরু হবে , ভোতা হলে কি হবি কুপাইয়া ফানা কইরা ফালামু !

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৬

রাইসুল সাগর বলেছেন: ছুডু মানুষের হাগলামি। =p~ =p~ =p~ =p~

৫৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৪

প্রিন্স হেক্টর বলেছেন: @ লোনলিফাইটার ষাড়, ঘুড্ডির পাইলট ষাড়, কান্ডারি অথর্ব ষাড়, কাল্পনিক ভালোবাসা ষাড়, তামিম ইবনে আমান ষাড়, হিমু ষাড়, জনৈক গন্ডমূর্খ্য ষাড়, একজন আরমান ষাড় এবং রাইসুল সাগর ষাড়:





এ + এবার ঠেকায় কেঠায় B-)) B-)) B-)) B-))

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৭

রাইসুল সাগর বলেছেন: যা তুই পাশ করছোস।ডাবল এ +++++

৫৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪০

বাগসবানি বলেছেন: ক্লাসে বেশিরভাগ সময় অনুপস্থিত থাকা :#> + ক্লাসে উপস্থিত থাকাকালীন সবসময় ঘুমায় পড়া |-) + কোনো ব্লগ ঠিকমত না পড়ার দরুণ কোনো প্রশ্নই কমন পড়ে নাই :(
:((

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৭

রাইসুল সাগর বলেছেন: ফেলু পাট্টি। আফনেরে হলুদ কার্ড।

৫৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৩

সায়েদা সোহেলী বলেছেন: আমি সব উত্ত্র জানি ;)
8-| কিন্তু বল্বনা
ঊন্মাদ এর খব্র কি?
কেমন আছ?

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৮

রাইসুল সাগর বলেছেন: হুম বুঝছি আপু । যাও তোমারে ফেল করাই দিলাম।খেক খেক।


আমি ভালা আছি আপু।
তুমি কেমন আছো দূর পরবাসে।

৫৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৪

তারছেড়া লিমন বলেছেন: ডিআর চাড়.........আমাড় ষামণে জাড়া আছিল তাদের মুনে করা কি পাপ........একটু কিতগগতা শিকার করে নাম নিছি তাই আফনেড়া য়ামাখে বাতিল মাল কইরি দ্যেল্যেন.............. :( :( :( :( :( :(( :(( :(( :(( :(( :(( :((

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০০

রাইসুল সাগর বলেছেন: ডাবল লাল কার্ড। এখন অন্য স্যারগরে কইয়া দেখেন।মাফ পান কিনা।

৫৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

মহাজাগতিক পাগল বলেছেন: কইশ্চেন কঠিন হইছে , পরিক্ষা দিমু না :P

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০১

রাইসুল সাগর বলেছেন: তুমি প্রথমবার ফেল করলা। পরের টাইম এ ঠিক মত পইরা আইসো।

৫৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৮

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আমার মত সৎ একজন পরীক্ষককে ঘুষ সাধার অভিযোগে প্রিন্স হেক্টররে আজীবনের জন্য বহিঃষ্কার করলাম। X( X( X( X( X( X(( X(( X((



















(অঃটঃ চুপিচুপি বইলতেছি @প্রিন্স হেক্টর, এত গয়নাঘাটি স্বর্নমুদ্রা লাগবে না, শুধু আমার মোপাইলে ৫০ ট্যাকা ফ্লেক্সি করে দিলে বহিঃষ্কারাদেশ উঠাই নিমু। =p~ =p~ )

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৩

রাইসুল সাগর বলেছেন: X(( X(( X( X( ;) ;) ;) :P :P :P :P :P =p~ =p~ =p~ =p~ =p~

৫৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫০

প্রিন্স হেক্টর বলেছেন: আমাকে বহিষ্কার মানে? X( X( X( X(

অ মনা তুই চেন মুই কেডায়? X(( X(( X((

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৪

রাইসুল সাগর বলেছেন: এই উনি একজন সন্মানিত পরিক্ষক নো মাতামাতি। হেক্টু । ফরিক্ষা ফিনিস করছো।

৬০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:

@ জনৈক গণ্ডমূর্খ দেখুন প্রিন্স হেক্টর আমার হলে পরীক্ষা দিচ্ছে আপনি আপনার হলের ছাত্র সামলান। কাজেই মোবাইলে ৫০ টাকা আমার পাওনা আপনার না ।

@ প্রিন্স হেক্টর দেখ তুমি আমার মোবাইলে ৫০ টাকা ফ্লেক্সি করে দাও। তুমি খুব ভালু ছাত্র।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৬

রাইসুল সাগর বলেছেন: কয় কি প্রশ্ন পত্র বানাইলাম আঁই। আর টেহা হে নিবো।হেক্টু টেকা পয়সা না ফডুক এ যা দেখাইছো তা দিলে চামে তোমারে পাশ করাই দিমু নে/

৬১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৬

একজন আরমান বলেছেন:
ওই হেক্টর আম্রে ৪৫ টাকা দিলেই হইবে। ;)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৭

রাইসুল সাগর বলেছেন: শিক্ষক ঝাতির এই কি দুরদশা।

৬২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:
@ প্রিন্স হেক্টর আইচ্ছা যাও আমারে ৪৪.৯৯ টাকা দিলেই হইবে তুমি এক্কেরে সোনার এ ++++++ পাইবা

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৭

রাইসুল সাগর বলেছেন: শিক্ষক ঝাতির এই কি দুরদশা। :(( :(( :(( :(( :((

৬৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৬

প্রিন্স হেক্টর বলেছেন: লেখক বলেছেন: যা তুই পাশ করছোস।ডাবল এ +++++

আর কি লাগে :#) :#) :#) :#) :#)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৯

রাইসুল সাগর বলেছেন: এখনো নাম্বার তুলি নাই রেজোস্টার এ। ফডুক এর জিনিস গুলান বাইতে পাডাও নাইলে কিন্তুক ফেইললললললললললললললললললললল। :> :> :> :> :> :> :> :>

৬৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১১

কান্ডারি অথর্ব বলেছেন:

এইবার মনে লয় রেজাল্ট দেওন যায় :-B

@ প্রিন্স হেক্টর সোনার এ পেলাস পাইছে B-))

আর একটুর জইন্য

@ সপ্নবাজ পাইছে এ মাইনাচ B-)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২০

রাইসুল সাগর বলেছেন: ভাই সপ্নবাজ ডাবল মাইনাচ।

৬৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৪

প্রিন্স হেক্টর বলেছেন: ইসকিরিণ শট শিক্ষা মুন্ত্রীরে পাডামু নি? :P :P

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২১

রাইসুল সাগর বলেছেন: খাইছে। দিস না হে হাটফেইল করবো কলাম। :P :P :P

৬৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৫

প্রিন্স হেক্টর বলেছেন: কান্ডারী ষাড়, ঠেংখু :)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৩

রাইসুল সাগর বলেছেন: তোমার মার্কস কমাইতে হইবেক, স্যারকে ষাড় বলছো। ;) ;) ;)

৬৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৮

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: প্রিন্স হেক্টর বলেছেন: ইসকিরিণ শট শিক্ষা মুন্ত্রীরে পাডামু নি? :P :P

রাইসুল ভাই কি এবার ধরা খেয়ে গেলেন নি? !:#P !:#P !:#P

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৪

রাইসুল সাগর বলেছেন: আমারে ধরাইবো কেডা। জানোনা উন্মাদের কোন বিচার হয় নাই কোন আইনেই.।খেক খেক। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৬৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২২

বোকা ডাকু বলেছেন: এইডা কিমুন কতা? আমি এক্সপেল্ট ক্যা? আফনেরা খালি সাদা খাতাই দেখলেন আমার ক্রিটিভিটি দেক্লেন না ! :-& :-& আফনে যে কিমিস্ট্রি তে কাঁচা হেইডা আগে কইবেন না ! চি! :-P :-P

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৬

রাইসুল সাগর বলেছেন: আফনারে লাইফ টাইম এর জন্য ভহিসকার। :-P :-P :-P :-P :-P :-P =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৬৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৬

প্রিন্স হেক্টর বলেছেন: লেখক বলেছেন: তোমার মার্কস কমাইতে হইবেক, স্যারকে ষাড় বলছো।

আমার ব্লগে গিয়া "আমার লিংকস" নামক ট্যাব দ্যাখেন, বুঝতে পারবেন আমি বাংলা শিখি কাগো কাছে :-0

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৮

রাইসুল সাগর বলেছেন: হা হা হা ...।বুঝলাম তুমি বাংলায় পুরাই ক্ষতম হইয়া গেছো।

৭০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:
এইযে @ বোকা ডাকু পরীক্ষা শেষে কানলে কুন লাভ নাই, উকে আবার নেস্ত টাইম পরীক্ষা দিয়েন।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩০

রাইসুল সাগর বলেছেন: হুম.।না হেরে লাইফ টাইম ভহিসকার করছি।

৭১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯

বোকা ডাকু বলেছেন: প্লিচ লাগে ছ্যাঃর ! :-& :-& এইবারের মত আমারে ফাস করাইয়া দেন গো.. আমার তাইনে কইছে এইবার ফাস না কইরলে হ্যাতে আমারে বিয়াই করতো না ! :( :( প্লীজ লাগে আমার এত্ত বড় ক্ষতি ডা করিএন না। প্লিইইইইইইইইইইইইইইইইইইয !

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩

রাইসুল সাগর বলেছেন: বাকি স্যাররা আসুক তারপর জানামুনে।

৭২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: অছাম কোশ্চেন হইছে। +++++++++্

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫২

রাইসুল সাগর বলেছেন: ধইন্যা ব্রো।


খবর কি? কই আছিলেন এতোক্ষন মিয়া আফনেরে খুজতাছি।

৭৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৮

কালোপরী বলেছেন: মানুষ জন ঘুমায় না, না ঘুমাইলে কত ভাবে তাদের প্রতিভার প্রকাশ ঘটে :)

২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৯

রাইসুল সাগর বলেছেন: হুম। আফনেরে দেইখা এই ভোর রাইতে তার প্রমান পাইলাম। :) :P ;) :-B :-B

৭৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৬

নোমান নমি বলেছেন: এইরকম একটা আইডিয়াআমার ছিল বহু আগে বাট ভুলে গেছিলাম। ভালা হৈছে।

২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৭

রাইসুল সাগর বলেছেন: ধইন্যা আফনারে।

আফনে আছেন কেমুন হেইডা কন...?

৭৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি ঘোষণা দিলাম, আমি ফেইল! তাও কষ্ট করে টাইপ করতে পারমু না!!

আইডিয়াটা জট্টিল।

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

রাইসুল সাগর বলেছেন: আফনে এতো আলসিয়া ঝানতাম না, এই ঝাতি কই যাবে, টেনশনে আছি।



হা হা :) ;) ;) ;)


ধন্যবাদ আ আ সরকার ভাই

৭৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৫

আমি মুখতার বলেছেন: ভ্রাতা, মুই কিন্তু লীগ করি ( কয়েক বছরের মইদ্ধে পরিবর্তন করবার পারি) । এখন বুঝবারি পারতেসেন এ পিলাচ দিলে আফনের ভালা। না দিলে আমার ফ্রব্লেম, আফনেরো ফ্রব্লেম। বেশি কুফাইতে বালা লাগে না।


টু পরীক্ষকঃ এ পিলাচ না দিলে কিন্তু আফনেগরে ছাইরা দে বাপ!!!! কাইন্দা বাঁচি কইয়া বলগে চিক্কুর পারা লাগবো। সো দেইক্কা............ ;)

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

রাইসুল সাগর বলেছেন: ভ্রাতা, আফনেরে আরো বুদ্ধিমান মনে করছিলাম মিয়া। রাজনীতির ব্যালেন্স এখোনো শিক্ষেন নাই। খেক খেক।

আরে মিয়া আমার বড় চাচা লীগের বড় নেতা, আমার বড় মামা বিনপির বড় নেতা, এক সময় আমি সেন্ট্রাল ছাত্র নেতা(কোন দল কমু না) দেখছেন ব্যালেন্স কি জিনিস। আর আফনে যার কাছ থেইক্কা কোফাকুফি শিক্ষছেন মানে আপনের দাদার কাছ থেইক্কা আমি আছিলাম হের মাস্টার, পারলে আফনের দাদারে এহন যাইয়া জিগান। :P :-B :-B =p~ =p~ =p~ =p~


এহন বুঝেন ভালা মত হরিক্ষা দিবেন না, কোফাকুফি করবেন,চাইলে করতে হারেন। ;) ;) ;) ;) ;)

৭৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৫

ইউসুফ আলী রিংকূ বলেছেন: আমি কইলাম @ কান্ডারী অথর্ব ষাড়, একজন আরমান ষাড়,ঘুড্ডির পাইলট ষাড়, কাল্পনিক ভালোবাসা ষাড় কে ৫১ টেকা করে ফ্লেক্সি দিছি :P :P :P ।আর সবাই রে কইছি অন্য কেউ যেন না জানে ।

আপনি আবার কইলাম কাউরে জানায়েন না যে আমি পরীক্ষা না দিয়ে অগ্রিম এ+ পাওয়ার ব্যবস্থা কৈরালায়ছি । ;) ;)

(অঃটঃ প্রথমে @ জনৈক গন্ডমূর্খ্য ষাড়-এর সাথে চুক্তি করতে চাইছিলাম মাগার হের রেট অনেক বেশি ) । :-P

এবার আপনারে চুপি চুপি কই আমি কইলাম ছাত্র খারাপ না বাজান কইছে পরীক্ষাই এ+ পাইলে ফাল্চার গাড়ি কিনা দিবে তাই রিক্স নিই নাই কা , =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

রাইসুল সাগর বলেছেন: আফনে ভুল পরিক্ষক গরে টেকা হেঞ্চি লোড দিছেন। রেজাল্ট পাবলিশ করমুতো আমি, আমারে না দিলেতো আপনার নামই আউট কইরা দিমু বেলট বাস্কের মত। ;) ;) =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

তাততারি করেন কলাম।

৭৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২১

১১স্টার বলেছেন: প্রশ্নপত্র আউট হয়ে যা্ওয়া কাল পরীক্ষায় অংশগ্রহন করুম না ।

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

রাইসুল সাগর বলেছেন: কয়কি, আফনে দেহি লেট ভাই।পরিক্ষাতো শেষ হইয়া গেছে আগেই। :P :P :P


অনেক আশা ছিল ১১স্টার রে নিয়া, আজ ঝাতি হতাস। :( :( :( :(( :(( :((

৭৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫১

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: কুশ্চেনটা পৈড়া যা বুঝিলাম তাহা হৈতেছে, আমার অভিজ্ঞতা অনেক কম...

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

রাইসুল সাগর বলেছেন: হুম, ঠিক আছে বাবা, ঠিকঠাক মতো ক্লাস করো, পড়াশোনা করো, অভিজ্ঞতা নেও। পরের বার দিও। B-) B-)

৮০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯

আমি বন্য বলেছেন: আমি খেলুম না্‌ .। এত কঠিন প্রশ্নে কেউ পরীক্ষা দেই নাকি?? আর পরিক্ষক হিসাবে চেয়ারম্যান০০৭ নাই :((

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

রাইসুল সাগর বলেছেন: পরিক্ষক চিয়ারমেন চাচার কলেজের পোলাপাইন এমুন নকল বাজ, চাইর এক্সফেল্ট হইছে, বাকি কয়ডা লিষ্টে আছে, হে ইজ্জত বানচানোর লাইগ্গা মেজিস্টেড সাবের লগে দফারফা করতে গেছে। আননে হরিক্ষ দেন হেতে আইবো। প্রথম দিকে হেতে আছিলো।হরে সিচুয়েশন ঘুষ দিয়া কন্ট্রল করারা লাইগ্গা গেছে। ভালো কথা কাউরে কইয়েন কিন্তুক। :P :P :P :P :P ;) ;)

৮১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫

সুখ নাইরে পাগল বলেছেন:
সময় ৩০ মিনিট বাড়ায়া দেয়া হোক
বিশেষ বস্তু সাপ্লাইয়ে কিঞ্চিৎ বিলম্ব হইছে কিনা

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

রাইসুল সাগর বলেছেন: দুষ্ট নকল বাজ। তুমি এক্সফেইল্ট। =p~ =p~ =p~ =p~


কি দরকার আছিলো হাচা কতা বলার। এখন ধরা খাইলা, যেটুকু পারছো, অন্তত পাশ কইরতেন টাইন্না টুইন্ণা ৩৩।

৮২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯

অন্তি বলেছেন: সব গুলো উত্তর জানি তবে কষ্ট করে টাইপ কর্তে ইচ্ছে করছেনা।

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০

রাইসুল সাগর বলেছেন: কি আলসিয়ারে বাপ, এই দেশের ভবিষ্যত দেহি অন্ধকারের মত ফকফকা।

৮৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭

স্বপনবাজ বলেছেন: মাইনাচ দিছে মানে এখন কুপামূ এইগুলান নিয়া

হুহাহাহাহাহ

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

রাইসুল সাগর বলেছেন: বাবু তুমি ভয় পাইবা বলিয়া আমরা এখন কিছু বাইর করি নাই, যাও খোকা বাসায় যাও। :P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৮৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

গ্রাম্যবালিকা বলেছেন: আমি পরীক্ষা দিমু না। আমি ফেল। :((

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

রাইসুল সাগর বলেছেন: সারাদিন টইটই কইরা গেরামের ভিতর ঘুইরা বেরাইলে ফেলতো করবাই।তোমারে দিয়া কিচ্ছু হইবেক না। তোমার বাপে আমারে কইছিলো, তোমারে নাকি হে ইণজানোয়ার বানাইবো, তুমি কি কইরলা, তোমার বাপে কত কষ্ট কইরা তোমারে বড় করতাছে।চি চি। যাও পড়তে বস।নাইলে পরের বারও ডাব্বা মারবা। ;) :P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৮৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

চলতি নিয়ম বলেছেন: কুইশ্চেন খুবই টাফ হইছে। তয় মশা বিষয়ক প্রশ্ন দুবার দেয়াতে মাছিরা মাইন্ড খাইতে পারে। =p~

প্রশ্নের জইন্য এ + দিয়া গেলাম।

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

রাইসুল সাগর বলেছেন: হা হা। চরি ভুইল্লা গেছিলাম, আসলে মাছি কয়দিন হইলো আইছেতো, তাই পাত্তা দেই নাই। তয়..... =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~


ধইন্যা। B-)) B-)) B-))

৮৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: @নোমান নমি ভাই, ইরাম একখান পিলান আমারও আছিল। মাগার সবার আগে ছক্কাটা পিডাই দিছে রাইসুল ভাই। :( ;)

@ইউসুফ আলী রিংকূ, আমার রেট কমাইছি। ইয়ে মানে "টাবিপা" রেটের কথা বলতাছি। আমার বর্তমান "টাকার বিনিময়ে পাশ" রেট মাত্র ২০ ট্যাকা। :-P :-P

@স্বপনবাজ, পেলাচটিকে তলোয়ার দিয়ে ক্যামতে কুপাইবা। B-)) B-))

@গেরাইম্মা বালিকা, তুমি আগেই ফেল। গণমাধ্যমের খবর গত পরশু রাতের নোয়াখালি-বরিশাল হানাহানি মূল হোতা গেরাইম্মা বালিকা। এরাম ডাকু নারীর পরীক্ষা আমি নিতে পার্তাম না। :P :P ;)

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

রাইসুল সাগর বলেছেন: হা হা...খেক খেক। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৮৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

poops বলেছেন: পরিক্ষার হলে দুর্নীতির গন্ধ পাচ্ছি। সব কটারে ব্যান মারা হোক! X( X( X( X( X( X( X(

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

রাইসুল সাগর বলেছেন: আফনেরে না এক্সফেইল্ট কইরা দিছোলো, আইলেন কেমনে।


খেক খেক। পোলাফাইন কয় কি। X(( X(( :-B :-B =p~ =p~ =p~ =p~

৮৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭

আহমেদ নিশো বলেছেন: পোস্ট এবং মন্তব্য পড়ে বিরাট বিনোদিত হইছি। ধন্যবাদ সবাইকে

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

রাইসুল সাগর বলেছেন: আফনেরেও ধইন্যা।

৮৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

প্রিয়তমেষূ বলেছেন: আমি নতুন ব্লগার। ব্লগের এত কিছু জানি না।

প্রশ্ন কঠিন হইছে। আমি পরীক্ষা দিমু না। তয় পরীক্ষক গন যদি আমারে পাশ করায় দেন তাইলে ঘুষ হিসেবে সবাইরে আমি বসুন্ধরার ৩০০ ফুট রাস্তার ধারের স্পেশাল আলুপুরী আর অসাধারণ মালাই চা খাওয়ামু।

পরীক্ষকরা রাজী থাকলে হাত তুলেন।
আর সাগর আমার হয়ে তুমি পরিক্ষাটা দিয়া দিও পরীক্ষকগো লগে তোমারেও একই ঘুষ দিমুনে।

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

রাইসুল সাগর বলেছেন: আফাগো আমি রাজি, সমস্যা নাই, ঐ আলুপুরি আর মালাই চা খাওয়েনের লাই তোমারে পাশ কেন ডাবল এ+++ লও, আর পরিক্ষকগো চিন্তা কইরো না।হেগোরে মুই সামলামুনে।

৯০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

শায়মা বলেছেন: ৪। এক কথায় প্রকাশ। ৬*১=৬

কঃ ব্লগ লিখেন যিনি।
উঃ ব্লগিক।:)

খঃ তেনাকে উপর্যপুরি যিনি প্যাচান।
উঃ সলিতাপেচকের বংশধর।:):)

গঃ নারীদের ব্লগে হাদুম পাদুম করেন যিনি।
উঃ দাদু ।:):)

ঘঃ প্রথম পাতায় লটকানো যে পোস্ট।
উঃ লটকন ফ্রুট।:):):)

ঙঃ আজাইরা ক্যাচাল এড়ালেন যিনি।
উঃ আমি।:) :) :) :) :) :)

চঃ নীতি ভঙ্গের দরুণ ঠুয়া দিয়া পাঠানো হয় যে জেল।
উঃ ফ্রগ,ট্যাডপোল খাঁটি বাংলায় ব্যাঙরাজকুমার।:)


পরে এসে আরও অন্যগুলার উত্তর দেওয়া হইবেক।:)

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

রাইসুল সাগর বলেছেন: ওখে, আপাতত এই উত্তর গুলো মডু রে দিতে থুক্কু পরিক্ষকগরে দিতে আছি, তয় বেশি দেরি কইরলে কিন্তুক আফা হরিক্ষা ক্ষতম ঐ যাইবো, তাততারি আসেন, আশা করি জরুরি কাজে বেশি টাইম লাগবো না গোন আফা। :) :) :) :) ;) :-B :-B :-B :-B

৯১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

শায়মা বলেছেন: মোটে পাঁচটা প্রশ্নের উত্তর তাও দেখি একজনও এখনও একটার উত্তরও দিতে পারেনি। ধ্যাৎ কম্পিটিশন ছাড়া পরীক্ষা দিয়ে কি লাভ?:(

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

রাইসুল সাগর বলেছেন: হা হা। আরে বেফুক কম্পিটিশন চলছে আফা, ঘুষের। ;) :P :P হাচা কতা কইয়া দিলাম কাউরে কইয়েন না।

৯২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

শায়মা বলেছেন: ৫। উপযুক্ত শব্দ বসিয়ে শূণ্যস্থান পূরন কর। ৫*১=৫
কঃ হিংসিততার____ এর সহিত মাইনাস।
খঃ চমতকার পোস্ট, ধন্যবাদের সাথে প্লাস এবং সরাসরি_মনের মুকুরে ও ভালোবাসায় ঝংকারে ঝংকারে টংকারে টংকারে:)________।
গঃ ১৩ নং মন্তব্যে উত্তম_হা হা ____।
ঘঃ ছাগুরা ইদানিং যেখানে সেখানে __ম্যা _____ ও ____ভ্যা___ করে।
ঙঃ আয় আয় চাঁদ মামা__চাঁদের বুড়িদাদীআম্মা__ দিয়ে যা। :) :) :)

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

রাইসুল সাগর বলেছেন: হা হা। গুড ট্রাই আপু। =p~ =p~ =p~ =p~ =p~

৯৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩

শায়মা বলেছেন: ৩। ব্যাখা লিখ (যেকোন ১ টি) ৬*১=৬

কঃ

ওরে ও ছাইয়্যা, কেন থাকিস চাইয়্যা?
তুই কেনো শুধু শুধুই ভাইয়া হইলি না???

তাইলে ডাকিতাম, কতই ভালো বলিতাম
অ-কা-র-ণে এত গন্জনা সইতে হইতো না.......:(




খঃ আমি ঘর হইতে বাহির হইনা,
লাগে যে ভীষন ভয়।
তাই নিরাপদে বসি কিবোর্ড চাপি,
ব্লগ করিয়াছি জয়।

বের যদি হই মুখোস খুলে আ্যনোনিমাসখানি
ওমনি যদি ছুটিয়া আসে বুলডোজারখানি
পিষ্ঠে মারে আষ্ঠে ধরে কলিজা আনে টানি
তার চেয়ে ভাই হাতী ঘোড়া অথবা মশা মাছি
এইখানেতেই মারা ভালো আমি পন্ডিৎ আছি।:)

কিবোর্ড এবং জুজুবুড়ির হম্বিতম্বি যত
কে পারিবে আর তাহারা কে বা আমার মত?
কেউ জানেনা লাপ্পিখানা টেবিলের তলায় মোর
সেখান হইতেও বাহির হইতে লাগে আমার ডর।

কিন্তু আমি মহা কেউকেটা মারিও লম্ফ ঝম্ফ
আমার এক এক হুংকার রবে হয় ব্লগাকম্প।
কিন্তুরে ভাই নিয়তির খেলা বুঝা বড়ই দায়
কখন কোথায় ফাক ও ফোকোরে সবকিছু গলে যায়?

তার থেকে ভাই মানে মানে কেটে পড়াই ভালো
বেশী বাড়াবাড়ি ভালো নয় সব অল্পতে থামা ভালো।


আমি তাই এইখানেই থামলাম।:(


২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩

রাইসুল সাগর বলেছেন: তিরস্কার থুক্কু থুক্কু পুরস্কার সব দেখি তুমি নিয়া যাবা। বাহ বাহ,তোমার কাব্যে+

৯৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

ঘর কুনো বলেছেন: B-) B-) B-) B-)

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

রাইসুল সাগর বলেছেন: :) :) :) :) B-) B-) B-) B-)

৯৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

একজন আরমান বলেছেন:
@জনৈক গণ্ডমূর্খঃ
মন্ত্রীরে পাডাইলেও কুনো সমস্যা নাইক্কা। হ্যারেও কিছু ভাগ দিমুনি। ;)

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

রাইসুল সাগর বলেছেন: রেজাল্ট দেখলে উনি হাটফেল করবেন অতএব পরে আর পাডানো লাগবো না।

৯৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

ইখতামিন বলেছেন: প্রিন্স হেক্টর বলেছেন: @ লোনলিফাইটার ষাড়, ঘুড্ডির পাইলট ষাড়, কান্ডারি অথর্ব ষাড়, কাল্পনিক ভালোবাসা ষাড়, তামিম ইবনে আমান ষাড়, হিমু ষাড়, জনৈক গন্ডমূর্খ্য ষাড়, একজন আরমান ষাড় এবং রাইসুল সাগর ষাড়:



=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
;) B-)) :P

২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

রাইসুল সাগর বলেছেন: ধুর মিয়া, এক্সাম টাইম খতম হওয়ার পর দিয়া লাভ কি? আমাগো এইবাভে বঞ্চিত করার লাইগ্গা আফনেরে লাইফ টাইমের জইন্য ভহিষকার। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৯৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

ঘুড্ডির পাইলট বলেছেন: কেউ নকুল করবা না । পাশের কারও খাতা টুকলিফাই করবা না। B-))

২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

রাইসুল সাগর বলেছেন: বাই সব গুলান নকলবাজ। এইদেশের বভিষ্যত দেখতাছি অন্ধারের মত ফকফকা।

৯৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

নাইট রিডার বলেছেন: সকল ষাঁড় সকল ও যারা পরীক্ষায় আমারে এ+ দিবেন বলে ঠিক করে রেখেছিলেন (অতিমাত্রায় ভাল ছাত্র হিসেবে সবাই চিনেন কিনা :P :P :P :P :P ) তাদেরকে বলছি, অন্তর্জাল সমস্যার কারণে আমি পরীক্ষায় লেট :(( :(( :(( :(( :(( তারপরেও কি আমাকে এ পিলাস দেয়া যায় ? আমি কিন্তু ফ্লেক্সি করুম না B-)) B-)) B-))

২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

রাইসুল সাগর বলেছেন: কিছ্ছু করার নাই। আফনে এবসেন্ট। তয় হেঁচকি লোড দিলে ভাবতে পারি। ;) ;) :-B :-B =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৯৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

আলতামাশ বলেছেন: আপনি কে রস+আলোর সেই......................?

২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

রাইসুল সাগর বলেছেন: বেফুক ঝামিলার কোইসেন করছুইন বাই, তয় আমার মাঝে রস আছে আর রস থাকলে আলো থাকবেই, নাকি কন? ;) ;) :P :P :P

১০০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

কিংশুক নীল বলেছেন: ভালোই একটা এক্সাম দিলাম। বাট আমার খাতাটা খুইজা পাইতেছিনা X(

২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

রাইসুল সাগর বলেছেন: হুম, ভূতে হানি দি খাইলাইছে, আর নয় ফরি লই গেছিগি।এককাম করেন আন্নে সার্চ দা খোঁজ লাগান। ;) ;) :P :P :-B =p~ =p~ =p~

১০১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

প্রিন্স হেক্টর বলেছেন: পুলিশ খবর দিছি, ১৪৬ লম্বর কমেন্টে ইখতামিন আমার সুনাদানা-মোহর সব চুরি করছে। খবর আছে কৈলাম X(( X(( X(( X(( X((

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

রাইসুল সাগর বলেছেন: দেও। =p~ =p~ =p~ =p~ =p~

১০২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

ভোলার ডাইরী বলেছেন: কঠিন লেকা এমন লেকা আরও চাই :)

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

রাইসুল সাগর বলেছেন: অখে বস টেরাই করমু। ;) ;) ;) ;)

১০৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

আমি মুখতার বলেছেন: ুঝবার পারছি। আফনি আমারে চিনবার ফারইন নাই। আমারে লইয়া মুবি বাইর কইর লাইল আর আফনি আমার ব
ব্যাল্যান্স ছিখাইবার আইছইন। খারান, কুফাকুফির পর পর ফদু আপলোডাইতেসি।




পিছে দেকছুইন নি, কত জনরে কুফাই রাখসি। আফনে লিস্টে আছেন ভ্রাতা। B-)) B-))

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

রাইসুল সাগর বলেছেন: হা হা, ফোলাপাইন্না কাজ কারবার। ;) =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১০৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

এস এম আিমনুল বলেছেন: পরীক্ষা দেব না ।কেননা পরীক্ষা কোন সোময়ে থেকে শুরু আগে বলা হয় নাই ।আর হুনিয়াচি কোনো এক পরীক্ষক ঘুস খাইচে ।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

রাইসুল সাগর বলেছেন: হে হে, ৩দিন ফর আইয়া খব লইলে এমুনই হইবেক।

১০৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

রাইসুল সাগর বলেছেন: আরে ভাইজান যে কি খবর? আছেন কেমুন?



=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১০৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

কালা মনের ধলা মানুষ বলেছেন: আসি ভালাই সাগর ভাই। :)

২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

রাইসুল সাগর বলেছেন: হুম। জেনে ভালোলাগলো, আপনি ভালো আছেন। শুভকামনা নিরন্তর।

১০৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬

এ্যাপোলো৯০ বলেছেন: এক্টারো এন্স জানিনা। পুরাই দব্ল জিরো পাইয়া ফেইল মারছি

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

রাইসুল সাগর বলেছেন: হে হে। পাশ করছিলা কবে??? :P :P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১০৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

দৃঢ় মানুষ বলেছেন: =p~

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

রাইসুল সাগর বলেছেন: =p~ =p~ =p~

১০৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

সালমাহ্যাপী বলেছেন: হায় হায় টাইম দেখি শেষ হইয়া গেল।

আমি পরীক্ষায় এবসেন্ট ছিলাম মনে হয় :(

পোস্টে ভালো লাগা :)

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

রাইসুল সাগর বলেছেন: হায় হায় আফা এতোদিন পর টের পাইলেন। ঠিক আছে বেফার না। পরের ফরিক্ষায়, আইয়েন সময় মত।


ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।

১১০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

গ্রাম্যবালিকা বলেছেন: আপনি বলেছিলেন এরকম কিছু লিখতে, লিখলাম।

Click This Link

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

রাইসুল সাগর বলেছেন: কেউ কথা রেখেনি
কেই কথা রাখেনা,
আপনি রাখছেন তাই
আফনেরে ধইন্যা। ;) ;)

১১১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫

শূন্য পথিক বলেছেন: হাহা! দারুন!

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

রাইসুল সাগর বলেছেন: ধইন্যা এবং শুভকামনা।

১১২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

শামীম আরা সনি বলেছেন: ক। সামু কি? ইহা খায় না মাথায় দেয়?

সামু একটি ম্যানিয়া।

সামুকে খাওয়া যায় না । সামুই আমাদের মাথা খায়।

খ। “মডু কোন মোটা ব্যক্তি নয়” ব্যাখ্যা কর।

ঘুমাইতে ঘুমাইতে অবশ্যই মডু মটু :-B :-P =p~

গ। ছাগু কাহাকে বলে? ছাগু কত প্রকার ও কি কি?

প্রথমত ছাগয় দুই প্রকার।
১।বাস্তবজীবনের ছাগু
২।ব্লগীয় ছাগু

২......ব্লগীয় ছাগু এমন এক প্রাণী যা ফ্রান্সের এবং আরবের সকল পারফিউম মাখালেও দূর্গন্ধ যাবেনা। আর এই ছাগু ছুপা ই হোক আর সার্টিফায়েড ই হোক না কেনো জাফরান মাখিয়ে রান্না করে আমার সামনে পরিবেশন করলেও আমি খাবো না /:) /:) /:) /:) /:) শুধু তাইনা কুত্তারাও এই ছাগুর গোশত পরিহার করে চলে। কুত্তাসমাজেও এই ছাগুর গোশত নিষিদ্ধ /:) /:) /:) এমনকি কাকও প্রয়োজনে মরা কাকের গোশত খাবে কিন্তু এই ছাগুর জাফরান মাখানো গোশতও খাবেনা।

আপনার আনছিরিয়াছ পোস্টে ছিরিয়াছ জবাব দিয়ে গেলাম। ছরি ছার! B-)) B-)) B-)) :-P :-P :-P

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২

রাইসুল সাগর বলেছেন: আপনের কাছ থেইক্কা এই ফাঁকি বাজি আশা করি নাই!!! পুরা ফরিক্ষা না দিয়া আপনে ছইল্লা গেছেন খাতা ঝমাক দিয়া। অতএব আফনে ফেইল। ;) :P :P :P :-B :-B :-B :-B =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~


ধইণ্যা আফনেরে।

১১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

আমি ইহতিব বলেছেন: এমন ঐতিহাসিক পরীক্ষা মিস করতে করতে করলামনা, বাঁইচা গেলাম, পাশ মার্কস পাবো কিনা জানিনা, পরীক্ষকগনদের সদয় বিবেচনা আশা করছি।

:) :) :)

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

রাইসুল সাগর বলেছেন: আফা আগেতো ফরিক্ষা শেষ করেন, খাতায় কিছুতো লিখলেনই না, কেমনে কি?

আফনে না হয় আমার জন্য ডাক্তার মেয়ে দেখবেন বিয়া করার লাইগ্গা হেই সুবাধে না হয় দুইনম্বরি কইরা পাশ করাই দিমু নে কিন্তুক আফা এট লিস্ট খাতায় নাম আর রুল নাম্বার এবং মিনিমান ২টা প্রশ্ন এর উত্তর দিলে নিখুত ভাবে দুই নম্বরি করা যাইতো আর কি?


অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিবে আপু। কেমন আছো, ইশি্ত্ব কেমন আছে? আর তুমি কেমন আছো?

১১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

দি সুফি বলেছেন: ১) খ। “মডু কোন মোটা ব্যক্তি নয়” ব্যাখ্যা কর।

উত্তরঃ মডু মনে হয় মোটা মহিলা :#> :#> B-)) B-)) =p~ =p~ :-P :-P

৪।

কঃ ব্লগ লিখেন যিনি। - বেকার B-)
খঃ তেনাকে উপর্যপুরি যিনি প্যাচান। - পেইড ব্লগার
গঃ নারীদের ব্লগে হাদুম পাদুম করেন যিনি। - হাদারাম B-))
ঘঃ প্রথম পাতায় লটকানো যে পোস্ট। - সুইসাইডাল নোট B-))
ঙঃ আজাইরা ক্যাচাল এড়ালেন যিনি। - ১জিবি নেট ইউজার :-P
চঃ নীতি ভঙ্গের দরুণ ঠুয়া দিয়া পাঠানো হয় যে জেল। - মাল্টিনিক :-B

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬

রাইসুল সাগর বলেছেন: দুঃখি্ত আপানে কয়েকটা উত্তর নিতে পারলাম না।

১ম উত্তরঃ ভুল, মডু মোটা মহিলা। মহিলা মডু মোডা না, তয় পরুষ মুডু মুডা।


বাকি উত্তর গুলো পাঠানো হল মডারেশন এ থুক্কু পরিক্ষকদের কাছে।

১১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পোষ্ট খুবই ভাল লেগেছিল।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯

রাইসুল সাগর বলেছেন: কি খবর স্বর্না? আছো কেমন?

লেগেছিল মানে কি? B:-) B:-) B:-)

১১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

আমি ব্লগার হইছি! বলেছেন: আমি ফেল।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১০

রাইসুল সাগর বলেছেন: ফেল মুবারক। মিষ্টি কই?

১১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

রাতুল_শাহ বলেছেন: নকল কিংবার কপি পেষ্টের সুযোগ আছে নি?

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

রাইসুল সাগর বলেছেন: প্রথমেই এক্সফেল্ট আফনে....? তয় সত্য কতা বলার জন্য আপনে ফরিক্ষা দেন কোন কপি পেস্ট কিংবা নকল করাযাবেনা। ;) ;) ;) :P :P

১১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮

গৃহ বন্দিনী বলেছেন: ৫০% ও তো কমন পড়ে নাই । B:-) B:-) B:-) B:-) পাশ মার্ক কততে ? রেজাল্ট কী গ্রেডিং নাকি নাম্বর আকারে প্রকাশ করা হবে? (মান ইজ্জতের একটা ব্যাপার আছে)

আমার কিঞ্চিত পরীক্ষা ভীতি আছে তাই খুব টেনশন লাগছে। :-* :-*

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

রাইসুল সাগর বলেছেন: রেজাল্ট দেওয়াতো শেষ । আফনে এতোদিন ফর কইথেইক্কা আইলেন????

যাক বেফার না, দেন ফরিক্ষা দেন। আর রেজাল্ট দেওয়া হবে নাম্বারে । কারন এইখানে টোটাল মার্ক ৫০, কোন ভাইবা নাই। আর পাশ মার্ক (নাই ৩৩)।খিক খিক

চেষ্টা করে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.