নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারন একজন; ভালোবাসি নিদারুন অখণ্ডতা।

রাইসুল সাগর

বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।

রাইসুল সাগর › বিস্তারিত পোস্টঃ

মৌমাছি মন, যখন তখন, উড়ো উড়ি, নিজ বাতাসে, যাচ্ছে যখন, আপন ঘুড়ি নিয়মে!! উৎসর্গঃ বাংলা ব্লগারদের যারা যখন খুশি ইচ্ছে মতন ভাবনা ছড়ান ব্লগ আকাশে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮





গেরস্থালী,

ভাবনা মানুষ!!

বদ্ধ মাতাল

নেই ভালো নেই

যাচ্ছে যখন আপন

পুরুষ নিয়মে!!



নিজের আপন

বৃষ্টির মতন

যখন খুশি

নিজ বাতাসে

যাচ্ছে যখন আপন

পুরুষ নিয়মে!!



ইচ্ছে করেই

আপন মানুষ

ভাবনা ছড়ায়

নিজ বাতাসে!!



মৌমাছি মন

যখন তখন

উড়ো উড়ি

নিজ বাতাসে

যাচ্ছে যখন আপন

ঘুড়ি নিয়মে!!



সপ্ন পুরুষ

চোখের ধাঁধায়

হাল ভাঙ্গে

সরাই খানায়

যাচ্ছে যখন আপন

সময় নিয়মে!!



জোনাক আলো

উড়ো উড়ো মন

আপন পুরুষ

ইচ্ছে মতন

যাচ্ছে যখন আপন

সময় নিয়মে!!



ইচ্ছে করেই

আপন মানুষ

ভাবনা ছড়ায়

নিজ বাতাসে!!



আমার এবং আমার ভিন্ন অস্থিত্বের চিতান এর অবচেতন মনে লিখা কি কথা ।যে কথাগুলোকে নিয়ে তৈরি হয়েছিল গান রাতের অতিথীদের জন্য।





শুভকামনা সবার জন্য।

মন্তব্য ৪৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২

লোনলিফাইটার বলেছেন: +++ ব্রো :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ ব্রো।

অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য। :) :)

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬

স্বপনবাজ বলেছেন:
ইচ্ছে করেই
আপন মানুষ
ভাবনা ছড়ায়
নিজ বাতাসে!!

শুভকামনা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবে নিরন্তর।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

মাক্স বলেছেন: ১ম প্লাস!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০১

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবে নিরন্তর।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

মেহেরুন বলেছেন: ++++++ valo laglo sagor vai..
kemon acho??
shuvo kamona roilo..

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা মেহেরুন।

আমি উড়ো উড়ি মন নিয়া ভালা আছি। শুধু

স্মৃতি এসে রোজ দরজাতে
কড়া নাড়ে আর হাতপাতে
আর ভেঙ্গে পড়ে কান্নাতে
তাই
উৎপাতে হয়ে দিশেহারা
তার ভয়ে হই ঘরছাড়া
যা
দেয় পলায়নে আশকারা।

তুমি কেমন আছো??

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

ঘুড্ডির পাইলট বলেছেন: পেলাচ লন ।

+++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৬

রাইসুল সাগর বলেছেন: ধইন্যা আফনেরে বাই। আর শুভকামনা সব সময়।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

বোকা ডাকু বলেছেন: আহ! আরেকটা মাস্টারপিস। বরাবরের মতই সাগর ভাই। ++++++++++++++++++

আপনার জন্যেও শুভ কামনা রইলো। :) :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৬

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।

ভালো থাকুন সব সময়।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৭

তারছেড়া লিমন বলেছেন: অনেক ভাললাগা.................++++++++++++++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১০

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন সব সময় লিমন ভাই। আপনাদের অনুপ্রেরনায়ইতো কিছু মিছু লিখার সাহস পাই।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৯

আমিনুর রহমান বলেছেন: ইচ্ছে করেই
আপন মানুষ
ভাবনা ছড়ায়
নিজ বাতাসে!!


চমৎকার +++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা রইল।

ভালো থাকুন সব সময়।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩

রাতুল_শাহ বলেছেন: সুন্দর

আর আপনার জন্য শুভকামনা রইল।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

রেজোওয়ানা বলেছেন: লিরিকের মতো লাগলো!

সুন্দর.....

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

রাইসুল সাগর বলেছেন: আপু এইটা লিরিকই আমার একটা ভিন্ন ধারার ব্যান্ড ছিল যেখানে আমরা রক এবং ব্লুজ নিয়ে কাজ করতাম। ব্যান্ডটার নাম ছিল চিতান। তার জন্য এই গানটা লিখছিলাম। কিন্তু ব্যান্ডটাও নাই তাই গানটাও নাই।হা হা। এই লিরিকটা লিখেছিলাম ২০০২ সালে।

অনেক অনেক শুভকামনা জানিবেন নিরন্তর।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: মৌমাছি মন
যখন তখন
উড়ো উড়ি
নিজ বাতাসে
যাচ্ছে যখন আপন
ঘুড়ি নিয়মে!!


সুন্দর!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জনিবেন নিরন্তর। ভালো থাকুন উড়োউড়িতে।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

লক্ষ্মীপেঁচা বলেছেন:
উড়ো উড়ি বুঝে শুনে কইরো ;) ;) .....

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৬

রাইসুল সাগর বলেছেন: আইচ্চা ঠিকাচে!!!!! :P :P :P :P :P

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:
জোনাক আলো
উড়ো উড়ো মন
আপন পুরুষ
ইচ্ছে মতন
যাচ্ছে যখন আপন
সময় নিয়মে!!

+++++++++++++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০০

রাইসুল সাগর বলেছেন: আরে ভাই কি আর করমু কন, দুঃখে খালি উড়োউড়ি করি।

ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর। ভালোথাকুন এবং আমার মতন ঊড়োউড়ি করেন।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

ছোট্ট নিথী বলেছেন: ভালো লাগলো। মিষ্টি!!! +++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০২

রাইসুল সাগর বলেছেন: মিষ্টি ব্যাপার গুলো কিন্তু করে অনাসৃষ্টি।

ধন্যবাদ এবং শুভকামনা জানিবে নিরন্তর ছোট্রো বন্ধুওওওও।

ভালো থেকো সব সময়।

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

মামুন রশিদ বলেছেন: বাংলা ব্লগারদের যারা যখন খুশি ইচ্ছে মতন ভাবনা ছড়ান ব্লগ আকাশে।



উৎসর্গ আর কবিতা দুটোই ভালো লেগেছে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।
ভালো থাকুন সব সময়।

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ++++
আপনার কবিতা গুলো ভাল হয়।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৫

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর। আপনাদের অনূপ্রেরনায় কিছু লিখার ব্যার্থ চেষ্টা।

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

গ্রাম্যবালিকা বলেছেন:


মৌমাছি মন
যখন তখন
উড়ো উড়ি
নিজ বাতাসে
যাচ্ছে যখন আপন
ঘুড়ি নিয়মে!!

আকাশ মন
যখন তখন
সাদা মেঘের
আনন্দ খেলা
খেলছে সারা বেলা
আপন নিয়মে! :)

আপনার লেখা ছড়া ভালো লাগে, একটা ঝঙ্কার খুঁজে পাই। :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২১

রাইসুল সাগর বলেছেন: বাহ আপনার লিখা অংশটা ভালো লাগলো।

ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর। ভালো থাকুন সব সময়।

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০

বনলতা মুনিয়া বলেছেন: সবাই চুন্দর চুন্দর কথা লিখে। মুই কি লিখবো?????? :-* :-* :-* :-* :-* :-*


মোর মাথায় তো খালি বিতলামি :P :P :P :P B-)) B-)) B-)) B-))

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

রাইসুল সাগর বলেছেন: আইচা ঠিকাচে, তাইলে খুকি দেখিতো একটু বিতলামি কতা লিখোতো!!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

চয়নিকা আহমেদ বলেছেন:
মৌমাছি মন, যখন তখন, উড়ো উড়ি, নিজ বাতাসে, যাচ্ছে যখন, আপন ঘুড়ি নিয়মে!! উৎসর্গঃ বাংলা ব্লগারদের যারা যখন খুশি ইচ্ছে মতন ভাবনা ছড়ান ব্লগ আকাশে।

শিরনামটাই তো অনেক অর্থবহ!
দারুণ!!!

পোস্টে প্লাস সাগর।
ভালো থেকো।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ বন্ধু। আসলে তোমাদের অনূপ্রেরনায়ই আমার সিরিয়াস কাব্য লিখা।


অনেক অনেক ভালো থেকো। শুভকামনা সব সময়।

২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

জাকারিয়া মুবিন বলেছেন: লিরিকটাকে গান বানিয়ে রেকর্ডিং করে নেটে ছাইরা দেন, সাথে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েন।
ভাল হয়েছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

রাইসুল সাগর বলেছেন: এডা রেকর্ড করাই আছিলো,এবং অনেক আগে একটা মিক্সড এ্যলবামে ছিল, কিন্তুক, এখন আর আমার কাছে এ্যালবামটাও নাই এবং অনলাইনে গানটাও পাওয়া যায় নাই। তয় পাইলে দিমুনে।

ধন্যবাদ।

২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

s r jony বলেছেন: ভাল

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

রাইসুল সাগর বলেছেন: ধন্য।

২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল++++প্রতিটি চরণে অন্ত্যমিল থাকলে আরো ভালো লাগত।

শুভ কামনা নিরন্তর।

ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

রাইসুল সাগর বলেছেন: হয়তো?

আপনার জন্যও শুভকামনা নিরন্তর। আর ভালো থাকুন সব সময়। এবং অতপর অবশ্যই মনে রাখবো।

২৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

আমি ইহতিব বলেছেন: গান টা শুনতে ইচ্ছে করছে। কবে শুনাবেন বলেন?

কথাগুলো সুন্দর।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

রাইসুল সাগর বলেছেন: আপু ঠিক আছে শোনাবো কোন একদিন। এইটা বহু বছর আগে একটা এলবাম এ ছিল। কিন্তু এখন আর পাওয়া যায়না। এবং অনলাইনেও পাইতেছিনা। আজ থেকে প্রায় ১০ বছর আগে রেকর্ড করা হইছিল।

ধন্যবাদ এবং শুভকামনা জানিবে নিরন্তর আপু।

২৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভালো লাগা রইল+++

ইদানিং যে ভাবে পোস্ট আসছে কোন পোস্ট যে কোথায় হারিয়ে যাচ্ছে খুঁজে পাওয়াটাই কঠিন হয়ে যাচ্ছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

রাইসুল সাগর বলেছেন: হুম। ধন্যবাদ রইল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.