নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।
ডান হাতে খাই মোরা
বাম হাতে পরিস্কার,
পাম মারা বামদের
চল করি তিরস্কার।।
আশা দেশ গড়বেন ডিজিটাল
আমাদের আপা,
ব্যার্থতার কারন পাশে থাকা
লোক গুলো ফাঁপা।।
জামাতের জাঁতাকলে
ক্ষত আজ বিন্পি,
ভাবি মোদের দিশে হারা
সাথে সব হিপ্পি।।
দিশেহারা চোখে তিনি নিতে চান
সকলের হৃদ-স্বাদ,
আরতো কেউ নয় মোদের
জাতীয় চাচা এরশাদ।।
ধর্ম নিয়ে রাজনীতির
আছে কিছু হায়না,
সাধারন জনগন মোরা
তাদের চাইনা।।
বিঃ দ্রঃ ইহা একটি রম্য কাব্য। কারো জীবনের উপরে, নিচে, ডানে, বামে, চামে এবং চিকনে মিল খাইলে আমি উন্মাদ দায়ী নই। আর জানেনতো পাগলে কি না বলে।
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২
রাইসুল সাগর বলেছেন: ধইন্না। শুভকামনা সব সময়।
২| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭
*কুনোব্যাঙ* বলেছেন: আমি বামপন্থী
ইয়ে মানে, বাঁহাতি আর কি!
যাউক, অন্তত আপ্নেরে দাবড়ানি দেওয়ার কারণে সব দল এক হৈবার একটা সম্ভাবনা জাগছে মনেহয়। উন্মাদ বইলা পার পাইবেন্না, পলিটিশিয়ানরা ইদানিং উন্মাদদেরই সুস্থ মানুষ ভাবা শুরু কর্সে :প
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩
রাইসুল সাগর বলেছেন: কন কি বাই। ডরের চোটে নাচতাছি।
শুভকামনা সব সময়। ভালো থাকুন বেলা অবেলার রম্যে।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭
আমিনুর রহমান বলেছেন:
সেইরাম হইছে ++++
ধর্ম নিয়ে রাজনীতির
আছে কিছু হায়না,
সাধারন জনগন মোরা
তাদের চাইনা।
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৪
রাইসুল সাগর বলেছেন: ধইন্না এবং শুভকামনা ভাইডি। ভালা থাইক্কেন।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮
*কুনোব্যাঙ* বলেছেন: ওহ.। ২ নম্বর পিলাসটা আমি দিছি
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৫
রাইসুল সাগর বলেছেন: কন কি বাই, ২ নম্বর পিলাচ দেওয়ার অভিযোগে আমার লগে আপনেরও ধরবার পারে কলাম। বি বি কেয়ার-ফুল।
৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮
নিয়েল হিমু বলেছেন:
জাতীয় চাচা ? আমি তো কাকা ডাকি
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৬
রাইসুল সাগর বলেছেন: অসুবিধা নাই কাহা ডাকলে, বাপের আপন ভাই কাহা আর ঝাতীর কমন ভাই চাচা।
৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২
shfikul বলেছেন: +++++++++++
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৭
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ ভাই। শুভকামনা সব সময়।
৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা। ভালো বেশ ভালো।
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৩
রাইসুল সাগর বলেছেন: ধইন্ন্যা। এবং শুভকামনা সব সমায়।
৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬
রেজওয়ান তানিম বলেছেন: বেশ লেগেছে
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৮
রাইসুল সাগর বলেছেন: ধইন্ন্যা। এবং শুভকামনা সব সমায়।
৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭
দ্রুতগামী উল্কা বলেছেন: ভালো হইছে। ক্যারি অন।
লেফট রাইট
লেফট রাইট।
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।
১০| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭
ঘুড্ডির পাইলট বলেছেন: সইত্য ? বামেরা বাম দিয়া ভাত খায় ?
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭
রাইসুল সাগর বলেছেন: হা হা। ভাই আরো কত কিছু যে খায়।
১১| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২
সোহানী বলেছেন: বিঃ দ্রঃ ইহা একটি রম্য কাব্য। কারো জীবনের উপরে, নিচে, ডানে, বামে, চামে এবং চিকনে মিল খাইলে আমি উন্মাদ দায়ী নই। আর জানেনতো পাগলে কি না বলে। ................
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬
রাইসুল সাগর বলেছেন:
১২| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৮
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আহঃ সেইরাম হইছে। পুরাই ছক্কা। একটা গান বানায়া ফেলেন এইটা দিয়া।
১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২
রাইসুল সাগর বলেছেন: এইডা দিয়া গান হইবেক না, তয় গুলির গান হইতে পারে। ধন্যবাদ এবং শুভকামনা সব সময়।ভালো থেকো।
১৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা.. কেনু উল্টা বকা
যদি না থাকত বাম
কে করত পরিস্কার কাম?
সুস্থ বাঁচা দায় হত
বাম যদি না রইত!
ডানে শুধু খায় দায়
টিপা ডলা সবই পায়
বামে শুধু আগলায়
ঠেকা দিয়া টিকা রয়!
১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৪
রাইসুল সাগর বলেছেন: হাহা। আপনারটারে+। শুভকামনা সব সময়। ভাসলো থাকুন।
১৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৫
স্বপনবাজ বলেছেন: সেইরাম হইছে ++++
১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৬
রাইসুল সাগর বলেছেন: কি খবর তোমার?আছো কই। আর ধন্যবাদ নাও। ভালো থেকো।
১৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১২
সজিব তৌহিদ বলেছেন: বাংলাদেশে কাকের চেয়ে কবি বেশি তাই তো তাদের ভালোবাসি। কবিতা পড়ে হাসতে হাসতে গেলাম ফাঁসি। বাপপন্থীদের ভালোবাসি, রাজাকারের হলো ফাঁসি। ধর্মবাজদের হবেটা কি.কি..??
১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৮
রাইসুল সাগর বলেছেন: হা হা। আমি কবি না তাই বাঁচা গেলো। ধর্মবাজদের কিছু একটা হবে, অপেক্ষা করেন।
১৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩০
মাক্স বলেছেন: রম্যকাব্য ভালো লাগলো
১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ। মাক্স খবর কি তোমার? কেমন আছো? শুভকামনা জানিও সব সময়।
১৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০২
একজন আরমান বলেছেন:
কাউরেই বাদ দিলেন না দেখতেছি !
১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮
রাইসুল সাগর বলেছেন: কারে বাদ দিমু, সবাইতো এক।
১৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫
বোকা ডাকু বলেছেন: খালি তিরস্কারে কাম হইবে না। এই সমস্ত তস্কর গুলারে ধইরা রাস্তার মইদ্দে প্যাদানো দরকার। তবে যদি লজ্জা হয়
কোবতে সেইরাম হইছে। প্লাস লন।
১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা সব সময়।
১৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৫
মেহেরুন বলেছেন: হাহাহাহা!!! দারুন ++++++
১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪
রাইসুল সাগর বলেছেন: হা হা হা। ধন্যবাদ, আছো কেমন আপু?
২০| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৫
প্রত্যাবর্তন@ বলেছেন: আপনি তো ভারি দুস্টু । ++++++
১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪
রাইসুল সাগর বলেছেন: এইডা আইজকা জানলেন?
মজা করলাম। ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন সব সময়। ভালো থাকুন বেলা অবেলার রম্যে।
২১| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮
তারছেড়া লিমন বলেছেন: ভাই কবিতা খান কি ম্যাংগো পিপলদের জন্য.............????????????
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১
রাইসুল সাগর বলেছেন: মনে লয়। যাহার যাহার সমিপে।
২২| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৩
একজন আরমান বলেছেন:
হুম। সবাই এক !
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১
রাইসুল সাগর বলেছেন: চেতলি কে????
২৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৭
মেহেরুন বলেছেন: আমি আছি রে ভাই ভালোই। সংসার নিয়া ব্যস্ত দিন কাটাই
১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭
রাইসুল সাগর বলেছেন: হমম..। বুঝলাম। সু গৃহিনি হও দোয়া রইল।
২৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫
আবু সালেহ বলেছেন: জটিলস....+++++++++
১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা সব সময়। ভালো থাকুন বেলা অবেলার রম্যে।
২৫| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮
আমিভূত বলেছেন: হাহাহাহা খুব মজা পেলাম
২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১
রাইসুল সাগর বলেছেন: ভূত ব্লগে পাইয়া আমিও খুবই আনন্দিত।। ধণ্যবাদ এবং শুভকামনা জানিবেন সব সময়।
২৬| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২২
সায়েদা সোহেলী বলেছেন: জটিল সাগর
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৮
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা সব সময় আপু তোমার জন্য।
২৭| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:১৯
স্নিগ্ধ শোভন বলেছেন: +++
১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:০৪
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
চরম হয়েছে ভাই। দারুন দারুন ++++