নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারন একজন; ভালোবাসি নিদারুন অখণ্ডতা।

রাইসুল সাগর

বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।

রাইসুল সাগর › বিস্তারিত পোস্টঃ

সব কিছুতেই আছি রাজি, চাইযে একখান প্রেমিকা, হৃদ-নগরের লাগবে, একজন ডাক্তার নায়িকা :P।। (অঃটঃরাজনৈতিক ক্যাচালের ভীড়ে, নিছক বিনুদন।;))

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১





ইদানিংনের প্রেমিকাদের

কি যে হালচাল,;)

আজ প্রেম করলেই

গিফট চায় কাল।।:P



সকাল বিকেল চায় যে খেতে

টক মিষ্টি ঝাল,:)

প্রেমিকের মানিব্যাগের

যায় যে উঠে ছাল।।:((



থাকেনাতো জায়গা ফাঁকা

ফুডকোর্ট গুলোতে,:-/

দু'জনাই সুযোগ খোঁজে

হাতেতে হাত বুলোতে।।:P



আবদার আবার ঘুরতে যাবো

ফ্যান্টাসি বা আশুলিয়া,:D

পেটের ভীতর মোচড় মারে

মানিব্যাগের সাস্থ্য নিয়া।।/:)



সব কিছুতেই আছি রাজি

চাইযে একখান প্রেমিকা,:)

হৃদ-নগরের লাগবে আমার

একজন ডাক্তার নায়িকা।।:P এবং

(বেফুক অট্টহাসির ইমু হইবেক, নিজেই নিজের জীবন কে স্যাটায়ার করে।)



উৎসর্গঃ বোকা ডাকু (যিনি আমার জন্য ডাক্তার পাত্রী খোজার ব্যাপারে সুপারিশ কাব্য লিখেছিলেন), একজন আরমান, এস আর জনি, এবং সকল প্রেমিক বিহীন ব্লগারদের।



বিঃদ্রঃ ইহা একটি রম্য কাব্য। কারো জীবনের সাথে মিল খাইলে আমি উন্মাদ দায়ী নই, আর জানেনতো উন্মাদে মানে পাগলে কি না বলে।

মন্তব্য ৫৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫

মাহতাব সমুদ্র বলেছেন: valO lagolO...

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪২

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ মাহতাব ভাই। শুভকামনা সব সময় জানিবেন।

২| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:
উৎসর্গ দেখে বড়ই প্রীত হলুম

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৪

রাইসুল সাগর বলেছেন: ভাই আপনারে করিতাম কিন্তু ভাবিলাম ভাবি আমারে দৈড়ানি দিবার পারে, আপনাকে নতুন করে প্রেমে করার ব্যাপারে অনূপ্রানিত করার অপরাধে। :P :P ;) ;) ;) :P :P

৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬

s r jony বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

অসাধারন হইছে। পুরাই উন্মাদীয়।

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৯

রাইসুল সাগর বলেছেন: সবি আপনার জন্য। =p~ =p~ =p~ :P :P

৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮

মেহেরুন বলেছেন: বাহ! বাহ!!

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫০

রাইসুল সাগর বলেছেন: নাহ নাহ, মানি না নিজে বিয়া কইরা কর্ম শেষ আর ভাইগো দিকে দেখার সময় নাই, এইডা মানি না। :(( :(( :(( :((

৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৭

সিয়ন খান বলেছেন: ব্যাপক হইছে ++
মানিব্যাগের সাস্থের জন্য প্রেম করতে পারি না :( :(

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০

রাইসুল সাগর বলেছেন: দুঃখে কইলজা ফাইট্টা যাইতে আছে। :( :( :( :( :( :( |-) |-) |-) |-)

৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০২

রেজওয়ান তানিম বলেছেন: হা হা হা

নাইস

ফুড কোর্ট হবে

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৪

রাইসুল সাগর বলেছেন: ধইন্ন্যা, ঠিক করতাছি বানান। ধন্যবাদ এবং শুভকামনা রইল।

৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৫

শিশু বিড়াল বলেছেন: হিহিহি... :) ব্যাপক বিনোদন... আপনার কবিতা পড়ি আর ভাবি, ডাক্তার কোন মেয়ের সাথে বিয়ের পর আপনার যে সর্বনাশ হবে তখন কবিতা আদৌ লিখতে পারবেন কি না, বা লিখলেও তা কেমন হবে... :)

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২

রাইসুল সাগর বলেছেন: অবশ্যই আরো ভালো হবে।

এখন লিখিঃ

ও আমার হৃদ-মনি
ডাক্তার তুমি কই,

আর তখন লিখবোঃ
আমি আর আমার ডাক্তার
এক সাথেই রই। :P :P :P :P =p~ =p~

ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন সব সমু। ভালু থাইক্কেন বেলা অবেলার রম্য কাব্যে।

৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬

নাহিদ সৈকত বলেছেন: সিরাম হয়েসে +++++++

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা সব সময়। ভালো থাকুন বেলা অবেলার রম্যে।

৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮

ঘুড্ডির পাইলট বলেছেন: ছড়া ভলু হয়েচে ।


বিঃদ্রঃ ইহা একটি রম্য কাব্য। কারো জীবনের সাথে মিল খাইলে আমি উন্মাদ দায়ী নই, আর জানেনতো উন্মাদে মানে পাগলে কি না বলে।


এই লেখাটা কি সেভ করা আছে ? মানে কপি কইরা কইরা চালায়া দেন ?

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০

রাইসুল সাগর বলেছেন: এই ডিসক্লেইমার ব্যাবহার করি যখন আমি স্যাটায়ার পত্রিকায় লিখার সময় থেকে। এবং ব্লগিং এর শুরু থেকে। আর রম্য পাটে এইডা ভাই কপি করাই থাকে।

১০| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২১

সেলিম আনোয়ার বলেছেন: প্রেমিকারা একটু দয়াশীল হয় না কেন?পকেটটাই তো সব নয়।মনটারও মূল্য আছে।

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩

রাইসুল সাগর বলেছেন: ভাই এই বয়সে আপনে এইডা কি কন!!! আপনেরেও দাম দিলো না আমরা তো কোন ছার। :P :P


আপনার বেদানা জর্জরিত ইতিহাসের কিঞ্চিত আভাস পাইয়া আমরাও বিচলিত বোধ করিতেছি। :(( :( :(( :(

১১| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

সেলিম আনোয়ার বলেছেন: সকল প্রেমিক বিহীন ব্লগারদের।????

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪

রাইসুল সাগর বলেছেন: বুঝেন নাই, মানে যাদের প্রেমিক প্রেমিকা নাই।

১২| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৫

স্বাধীন জামিল বলেছেন: কান্তেই আছি খালি কান্তেই আছি।

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮

রাইসুল সাগর বলেছেন: কান্তেই থাকেন কান্তেই থাকেন, যদি কারো হৃদয় গলে।


শুভকামনা থাকলো।

১৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪

ফালতু বালক বলেছেন: chorom.... khub valo lagse..raisul vai....mono asha purno hokB-)

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০

রাইসুল সাগর বলেছেন: হা হা। মনের যে আশা, কিন্তু পাইনা কোন ভরসা।

কেমন আছো। শুভকামনা জানিবে নিরন্তর। ভালো থাকো সব সময়।

১৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩

একজন আরমান বলেছেন:
আমি যে আপনার জন্য এই অসুস্থতার মাঝেও কতো হেল্প করেই চলেছি সেই কথা বললেন না? /:) /:) ;) ;) :P :P

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০২

রাইসুল সাগর বলেছেন: কইছি তো। রুপক দিয়া। সব কথা কি খুলে বলা যায় রে ভাই। :P :P

১৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭

আবু সালেহ বলেছেন: মামা ...সময় উপযোগী পুস্টু....হইছে....................একেবারে সেইরকম...............আহেন ....পাশে আসেন..... :P :P :P :P :> :>

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১২

রাইসুল সাগর বলেছেন: কন কি মামা। আপনের জন্য সময় উপযোগি, ভাবি জানলে আমারে দৈড়ানি দিবোতো!!! :> :> :P :P ;) ;)

১৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৬

আবু সালেহ বলেছেন:
ভাবির দৌড়ানি খাবেন....এরকম সৌভাগ্য কয়জনের আছে.....:)

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩২

রাইসুল সাগর বলেছেন: আমিতো এই সৌভাগ্যে ভাগ্যবান হতে চাই, তয় আপনি পাশে থাকলেতো আমার এই ভাগ্য হবে না। :P :P :P ;) ;) =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০০

স্বপনবাজ বলেছেন: ডাক্তার নিয়া টানাটানি কেন ভাই ?
রম্য তো সিরাম হইছে !

১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

রাইসুল সাগর বলেছেন: কও কি? তোমার জন্য ডাক্তার ভাবি দেখ তাড়াতাড়ি।



শুভকামনা সব সময়।

১৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩

মামুন রশিদ বলেছেন: সকাল বিকেল চায় যে খেতে
টক মিষ্টি ঝাল,:)
প্রেমিকের মানিব্যাগের
যায় যে উঠে ছাল।।:((


রম্য কবিতা ব্যাফুক হইছে ;) :P

১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

রাইসুল সাগর বলেছেন: ;) ;) :P :P


ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন সব সময়। ভালো থাকুন বেলা অবেলার রম্যে।

১৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬

মনিরা সুলতানা বলেছেন: আমরাই বালা আছিলাম, খালি দিতাম :!> কিছু নিতাম না ;)

১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১২

রাইসুল সাগর বলেছেন: তাইলে এখন বড় বোনের দায়ীত্ব পালন করেন। আমার জন্য আপনার মতন একজন খুইজা দেন, তয় ডাক্তর লাগবো কিন্তুক। ;) ;) :P :P

অনেক অনেক শুভকামনা আপু আপনার জন্য। ভালো থাকুন সব সময়।

২০| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

শিপু ভাই বলেছেন:
রম্য ফাইনৈছে!!!

+++++++++++++++++++


আমারো কুনু প্রেমিকা নাই!!! :(

১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

রাইসুল সাগর বলেছেন: ভাই ভাবিতো এক সময় আপনার প্রেমিকাই আছিলো, এখনেনা ঘরনী হইয়া হইছে ভালোবাসার মানুষ। ;) ;) ;) হায় হায় গোপন কতা ফাঁস কইরা দিলাম। :P :P :P


ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর শিপু ভাই।

২১| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

তুষার মানব বলেছেন: =p~ =p~ =p~ =p~

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

রাইসুল সাগর বলেছেন: =p~ =p~ =p~ =p~

২২| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

নিয়েল হিমু বলেছেন: চরম বাস্তবতা নিয়ে হাসি তামসা ঠিক না (অত্যাধীক গাম্ভির্য পূর্ণ বদনের ইমু হৈবেক) :P

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

রাইসুল সাগর বলেছেন: তামাশা করমু না তো কি করমু বল? তোমারা তোমাগো জন্য ভাবি দেখবা না..। ইমু চিন্তা বাদ দিয়া তোমাদের জন্য ভাবি মানে আমার জন্য বউ দেখ। ;) ;) ;) ;)

২৩| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩

শোশমিতা বলেছেন:
হি হি হি অনেক সুন্দর হয়েছে ভাইয়া :)

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ বুবু । খবর কি তোমার। শুভকামনা জানিবে নিরন্তর। ভালো থেকো বেলা অবেলার রম্যে।

২৪| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: লেট আস ট্যাঙ্গু বেবি বল লে তারা দারুণ খুশি।আবার ভাব মারবে দেশ প্রেম ‍নিয়ে।

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

রাইসুল সাগর বলেছেন: ভাই সরি আপার কথা আমি বুঝি নাই। ধন্যবাদ আমার ব্লগে বেড়াতে আসার জণ্য।

২৫| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৭

শ্রাবণ জল বলেছেন: অনেকদিন পর আপনার ছন্দ পড়লাম।
মজা লাগল।

লিখুন আবার আগের মত, নিয়মিত।
শুভেচ্ছা।

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ শ্রাবন অনুপ্রেরনা দানের জন্য। শুভেচ্ছা এবং শুভকামনা জেনো সব সময়। ভালো থেকো। হাঁ আর একটু সুস্থ হলেই আবার লিখবো। নিয়মিত।

২৬| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১

লাবনী আক্তার বলেছেন:

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা সব সময় আপনার জন্য। ভালো থাকুন বেলা অবেলার রম্যে।

২৭| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০

বাংলাদেশী দালাল বলেছেন:

মানিব্যাগ ফুটা কইরা চাইনিজ এ নিয়া যাইতাম ভাব দেখাইয়া খাইত না(স্যাটায়ার)
এখন আফসোস করে।

মজা পাইলাম।

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০১

রাইসুল সাগর বলেছেন: হা হা। ধণ্যবাদ এবং শুভকামনা জানিবেন সব সময়।

২৮| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৬

মেহেরুন বলেছেন: Click This Link

কেমন আছেন সাগর ভাই??

৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

রাইসুল সাগর বলেছেন: ভালো না!!!!!!!!!! অসুস্থ। তয় ডাক্তার কইছে অল্প কয়দিনের মাঝে ভালো হইয়া যামু। আপনে ভালা থাইক্কেন। শুভকামনা।

২৯| ০২ রা মে, ২০১৩ বিকাল ৪:১৫

রহস্যময়ী কন্যা বলেছেন: চরম মজা পাইলাম ভাইয়া... =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০২ রা মে, ২০১৩ বিকাল ৫:৩৮

রাইসুল সাগর বলেছেন: হাইব্রিড ধইন্যা আপনারে..। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.