নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারন একজন; ভালোবাসি নিদারুন অখণ্ডতা।

রাইসুল সাগর

বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।

রাইসুল সাগর › বিস্তারিত পোস্টঃ

খাঁ খাঁ শুন্য ধুলোর ঝড়ে, পাইনা খোঁজে কোন অবয়ে ।। বিশ্বাস করেন এইডা রাইসুল সাগরের সিরিয়াস প্রেম কাব্য।।উৎসর্গঃ সামু ব্লগের সব ব্লগারদের যাদের অনূপ্রেরনায় এই আমি।;);):P

১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৫

হাজার ফুলের পাপড়ি মেলে

সকাল যখন হেসে উঠে

রাত্রি তুমি বিদায় নিলে

একলা পাখির কষ্ট ভুলে।।



বাঁধনহারা সময় শুরু

কষ্ট নীলে হৃদয় পুরু।।



কথাছিল বন্ধু তুমি

আসবে নাকি ঠিক দূপুরে

ভালোবাসার পসরা সাজাই

তাইতো আমি হৃদয়পুরে ।।



সপ্ন বেচার ফাঁক-ফোকরে

তাকাই যতই পথের পরে

খাঁ খাঁ শুন্য ধুলোর ঝড়ে

পাইনা খোঁজে কোন অবয়ে ।।



দূপুর গিয়ে বিকেল এলে

প্রহর শেষের আলোর খেলে

আঁধার নামে চুপটি করে

ক্লান্ত আমি ঘরে ফিরে

তোমার কাজল চোখটা ভেবে

সপ্ন সাজাই নতুন করে।।



আঃটঃ সিরিয়াস কবিরা মাফ কইরা দিয়েন। আর আমি খুবই অনিয়মিত ভাবে লগইন করি। যদিও অফলাইন এ ব্লগ পড়ি সব সময়। তাই হয়ত কোন মন্তব্য এলে উত্তর দিতে দেরি হলে কেউ আমার উপর রাগ করবেন না। আর জানেনতো উন্মাদ এর উপর রাগ করে লাভকি। আর যারা আমার রম্য পড়ে অভস্থ তারা টাসকি খাইয়েন না, আমিওতো মানুষ যতই উন্মাদ হই না কেন আমারোত সিরিয়াস ববিতা থুক্কু কবিতা লেখতে মন চায়।



শুভকামনা সবার জন্য।



উৎসর্গঃ সামু ব্লগের সব ব্লগারদের যাদের অনূপ্রেরনায় এই আমি।

মন্তব্য ৬৪ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৪

রুপম শাহরিয়ার বলেছেন: ভালো লাগল।

১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০১

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা সব সময়।

২| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৫

shfikul বলেছেন: সুন্দর।ভালো লেগেছে।

১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০২

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন সব সময়। ভালো থাকুন বেলা অবেলার কাব্যে।

৩| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যাক ভালো লাগলো, আপনি আবার ব্লগে পোষ্ট দিচ্ছেন। সেদিন বললেন, ব্লগ নাকি ভালো লাগে না। :)

যাই হোক, সুন্দর কবিতা। :)

১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

রাইসুল সাগর বলেছেন: ভাই ব্লগে লিখতে আর ভালোলাগে না বলছি। ব্লগ আমি পড়ি কিন্তু অফলাইনে। আর খালি রাজনৈতিক ক্যাচাল আর ভালোলাগে না। তাই বলছিলাম আপনাকে। ধন্যবাদ ভাই কবিতাটা পড়ার জন্য। শুভকামনা জানিবেন নিরন্তর। ভালো থাকুন বেলা অবেলার কাব্যে। :) :) :)

৪| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৯

স্বপনবাজ বলেছেন: সিরিয়াস কবিতা সিরিয়াসলি ভালো হইছে সাগর ভাই!

১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

রাইসুল সাগর বলেছেন: হা হা। ধন্যবাদ স্বপনবাজ। তুমি কই মিয়া। বাড়ি থেকে আসছো।

৫| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:
প্রথম লাইক দেয়ার সৌভাগ্য বান আমিই।

১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১০

রাইসুল সাগর বলেছেন: এইডাতো চরম পাওয়া। থাঙ্কু ভাই। শুভকামনা সব সময়।

৬| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১১

বাংলাদেশী দালাল বলেছেন:
ববিতা/কবিতা সুন্দর হইছে।
+ সহ অনুপ্রেরণা দিয়া গেলাম ;)

১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

রাইসুল সাগর বলেছেন: মিয়া খবর কিতা। দালালি কেমন চলতাছে। :P ;) ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর। ভালো থাকুন সব সময়।

৭| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

স্বপনবাজ বলেছেন: কাল ভোরে রওনা দিবো!

১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

রাইসুল সাগর বলেছেন: যাক আইসা ফুন দিও।

৮| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ২য় ভাললাগা ।

১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ ভাই। শুভকামনা জানিবেন সব সময়।

৯| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

অদ্বিতীয়া আমি বলেছেন: তোমার কাজল চোখটা ভেবে
সপ্ন সাজাই নতুন করে।।

বাহ সুন্দর তো । আমার ভাল লেগেছে ।প্লাস দিলাম । কিন্তু অবয়ে মানে কি ভাইয়া ?

১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

রাইসুল সাগর বলেছেন: অবয়ে মানে মুখ ছবি বা ছায়া।


পাইনা খোঁজে কোন অবয়ে মানে হল কারো মুখের ছবিতেই তোমাকে খুঁজে পাই না কারন তুমি আসনি।


ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন সব সময়। ভালো থাকুন বেলা অবেলার কাব্যে।

১০| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

আহ্‌মেদ সামাদ বলেছেন: খুব ভাল লেগেছে। আরও লিখবেন।

২০ শে মে, ২০১৩ দুপুর ১২:২০

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর। আর ভালোথাকুন সব সময়।

১১| ১৯ শে মে, ২০১৩ রাত ৮:১৩

ভিয়েনাস বলেছেন: সপ্ন বেচার ফাঁক-ফোকরে
তাকাই যতই পথের পরে
খাঁ খাঁ শুন্য ধুলোর ঝড়ে
পাইনা খোঁজে কোন অবয়ে ।।

কবিতা ভালো লাগলো
৩য় ভালো লাগা

২০ শে মে, ২০১৩ দুপুর ১২:২২

রাইসুল সাগর বলেছেন: কেমন আছেন? ধন্যবাদ এবং শুভকামনা রইলো সব সময়। ভালো থাকুন নিরন্তর।

১২| ১৯ শে মে, ২০১৩ রাত ৮:২৯

আমিভূত বলেছেন: সহজ সরল কবিতাই সবসময় আমার ভালো লাগে :)
সুন্দর কাব্য !

২০ শে মে, ২০১৩ দুপুর ১২:২৭

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ আমিভূত। শুভকামনা সব সময়। তয় এখন কি আপনি শেওড়া গাছে অবস্থান করিতেছেন নাকি। ভালো থাকুন বেলা অবেলার কাব্যে।

১৩| ১৯ শে মে, ২০১৩ রাত ৮:৩৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ভালো লাগল।আপনার জন্যও শুভকামনা :)

২০ শে মে, ২০১৩ দুপুর ১২:২৯

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন সব সময়। রুগির যত্ন নিন :P :P । সাথে সাথে নিজেরেও নিবেন। :)

১৪| ১৯ শে মে, ২০১৩ রাত ৮:৪০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ভালো লাগল।আপনার জন্যও শুভকামনা :)

২০ শে মে, ২০১৩ দুপুর ১২:৩২

রাইসুল সাগর বলেছেন:
ধন্যবাদ। ভালো থাকুন সব সময়। রুগির যত্ন নিন :P । সাথে সাথে নিজেরেও নিবেন। :)

দুবার কমেন্ট তাই দুবার উত্তর।

১৫| ১৯ শে মে, ২০১৩ রাত ৮:৫০

রহস্যময়ী কন্যা বলেছেন: কবিতা ভালো লেগেছে ভাইয়া :)

২০ শে মে, ২০১৩ দুপুর ১২:৩২

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ আপু। শুভকামনা জানিবে সব সময়।

১৬| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:৪৬

তারছেড়া লিমন বলেছেন: সিরিয়াসলিই নিলাম ..............সিরিয়াস রকম ভাল হয়েছে।

২০ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৩

রাইসুল সাগর বলেছেন: কি খবর ভাইডি। আছেন কেমুন।ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।

১৭| ২০ শে মে, ২০১৩ রাত ১২:১৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: উড়ি বাবা !!

পুরাই সিরিয়াস !!!! ;)

২০ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৪

রাইসুল সাগর বলেছেন: উড়ি বাবা উড়ি এযে মন্ত্রীসাব। খবর কিতা। হ পুরাই সিরিয়াস। ;) ;)

১৮| ২০ শে মে, ২০১৩ সকাল ৯:৪৪

শিশু বিড়াল বলেছেন: সকালে বাসায় এসে মাত্র দেখলাম ভাইয়া। ওখানে পিসি তে বাংলা লেখা যায়না।

খুবই সুন্দর হয়েছে :)

২০ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৫

রাইসুল সাগর বলেছেন: হুম বুঝলাম। শুভকামনা রইল সব সময়। ভালো থাকুন বেলা অবেলার কাব্যে।

১৯| ২০ শে মে, ২০১৩ সকাল ১০:৩৫

s r jony বলেছেন: ক্লান্ত আমি ঘরে ফিরে
তোমার কাজল চোখটা ভেবে
সপ্ন সাজাই নতুন করে।।

২০ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৭

রাইসুল সাগর বলেছেন: হ ভাই জানি আপনার অবস্থাও েকি রকম। আইয়েন দুই ভাই গলা জড়াজড়ি করে কান্দি। :(( :(( :(( :P :P ;) ;)

২০| ২০ শে মে, ২০১৩ সকাল ১১:৫৯

আমিনুর রহমান বলেছেন:

তোমার কাজল চোখটা ভেবে
সপ্ন সাজাই নতুন করে


চমৎকার +++

২০ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৪

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই। নামটা এইবার ঠিক কইরা কইছি কিন্তু আমিলুল ভাই কই নাই।

২১| ২০ শে মে, ২০১৩ সকাল ১১:৫৯

আমিনুর রহমান বলেছেন:

তোমার কাজল চোখটা ভেবে
সপ্ন সাজাই নতুন করে


চমৎকার +++

২২| ২০ শে মে, ২০১৩ দুপুর ১:৩১

হাসান মাহবুব বলেছেন: সুন্দর হৈসে।

২০ শে মে, ২০১৩ দুপুর ১:৫৪

রাইসুল সাগর বলেছেন: হামা ভাই খবর কি আপনার কেমন আছেন? আর ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন সব সময়।

২৩| ২০ শে মে, ২০১৩ বিকাল ৩:৫১

মেহেরুন বলেছেন: হুম!!! ভালো...

২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা।

২৪| ২০ শে মে, ২০১৩ বিকাল ৪:০৩

মেহেরুন বলেছেন: হুম!!! ভালো...

২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা।

২৫| ২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

মামুন রশিদ বলেছেন: চমৎকার । ভালো লাগলো :)

২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা মামুন ভাই

২৬| ২১ শে মে, ২০১৩ সকাল ৭:৩২

ঘুড্ডির পাইলট বলেছেন: বিঃ দ্রঃ ইহা একটি রম্য কাব্য। কারো জীবনের উপরে, নিচে, ডানে, বামে, চামে এবং চিকনে মিল খাইলে আমি উন্মাদ দায়ী নই। আর জানেনতো পাগলে কি না বলে।

২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

রাইসুল সাগর বলেছেন: ভাই এইটাতো রম্য না তাই এই ডিসক্লেইমার দিলাম না। খিক।

২৭| ২১ শে মে, ২০১৩ বিকাল ৪:১৫

নিয়েল হিমু বলেছেন: ভাল লেগেছে । টাটকা পড়ে যেই অনুভুতি হয়েছিল সেটা ভুলে গেছি :( । রাতে আবার কমেন্ট করব

২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

রাইসুল সাগর বলেছেন: ওখে। ভালো থাকিস। আর শুভকামনা জানিস সব সময়।

২৮| ২২ শে মে, ২০১৩ রাত ৩:২৯

একজন আরমান বলেছেন:
তোমার চোখে কাজল,
আমি তো পাগল। :!>:#>;)

২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

রাইসুল সাগর বলেছেন: হায় হায়। আর কত এইবার ক্ষেমতা দে ভাই আমার।

২৯| ২৩ শে মে, ২০১৩ রাত ১২:৩৭

ছোট্ট নিথী বলেছেন: খুব ভালো লিখেছেন ভাইয়া! মিষ্টি! +++
আমি ভালো আছি, আপনি??
ব্যস্ততার জন্য ব্লগে আসা হয় না ভাইয়া!

২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

রাইসুল সাগর বলেছেন: আমি ভালো আছি। তুই কি বৈদেশে গেছিসগা নাকি? আর শুভকামনা জানিবি সব সময়। ভালো থাকিস সব সময় যেখানেই থাকিস।

৩০| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:১২

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভাল লাগলো

২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা রইল।

৩১| ২৪ শে মে, ২০১৩ রাত ৩:৩৪

শোশমিতা বলেছেন: সুন্দর কবিতা!
ভালো লেগেছে +

২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:২১

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা সব সময়। বুবু তোমার খবর কি????

৩২| ২৭ শে মে, ২০১৩ রাত ১:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো

২৭ শে মে, ২০১৩ দুপুর ২:৩০

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা সব সময়। বুবু তোমার খবর কি????

৩৩| ২৭ শে মে, ২০১৩ রাত ২:০৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: খবর ভালা না । আপনাদের সময় এতো খারাপ যাচ্ছে,তো আমি ভালো থাকি কিভাবে? :D :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.