নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারন একজন; ভালোবাসি নিদারুন অখণ্ডতা।

রাইসুল সাগর

বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।

রাইসুল সাগর › বিস্তারিত পোস্টঃ

কাদের ভাই ভালো লোক দিলাম তারে লাইক, পাঙ্খা হয়ে ফ্লাইওভারে কবে চলবে বাইক। ;) :P

১২ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৮



শহর জুড়ে ফ্লাইওভার

উদ্যোগটা ভালো,

প্রশ্ন হল দেখবো কবে

বাস্তবায়নের আলো।



কাদের ভাই ভালো লোক

দিলাম তারে লাইক,

পাঙ্খা হয়ে ফ্লাইওভারে

কবে চলবে বাইক।



কয়দিন পরেই হয়ত হবে

সরকারটা চেঞ্জ,

তখন আবার সব প্রকল্পের

বেড়ে যাবে রেঞ্জ।



আর্জি করি কাদের ভাই

দ্রুত ইতি টানুন,

অতিতের খাম্বার মত তৈরি

হবে ফ্লাইওভার মামুন।



আমার এই সপ্ন শহর

জর্জরিত জেমে,

আম জনতা চলতি পথে

যায়যে ভিজে ঘামে।



ফ্লাইওভার হলে চালু

জেমটা যদি কমে,

প্রেয়সী ঢাকার ছবি

আঁকবো হৃদয় ফ্রেমে।

মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আপ্নে ও পোষ্ট দেননা , ব্লগে ছড়া ও আর পড়া হয় না ! ভালো হইছে !

১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৫

রাইসুল সাগর বলেছেন: :( :(

আমিতো লেখতে পারি না। তাই দেই না। তবে তোমাদের অনুপ্রেরনায় কিছু মিছু লিখলাম।


ধন্যবাদ এবং শুভকামনা।

২| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ছড়াকার এর ছড়া ভাল নালেগে উপায় আছে ?

১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৫

রাইসুল সাগর বলেছেন: গদ গদ হইয়া গেলাম গা। ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।

৩| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৭

মামুন রশিদ বলেছেন: সেইরাম ;)

১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৮

রাইসুল সাগর বলেছেন: ধইন্ন্যা। শুভকামনা জানিবেন নিরন্তর।

৪| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:২০

আশিক মাসুম বলেছেন: ফ্লাইওভার হলে চালু
জেমটা যদি কমে,
প্রেয়সী ঢাকার ছবি
আঁকবো হৃদয় ফ্রেমে।


+++++

১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৯

রাইসুল সাগর বলেছেন: ধইন্ন্যা এবং শুভকামনা নিরন্তর।

৫| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪২

রাফছানজানি বলেছেন: ভালো লেগেছে... +++

১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:১৩

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা।

৬| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৯

বনলতা মুনিয়া বলেছেন: আমার এই সপ্ন শহর
জর্জরিত জেমে,
আম জনতা চলতি পথে
যায়যে ভিজে ঘামে।


:( :( :( :(

১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:১৪

রাইসুল সাগর বলেছেন: :( :( :(( :(( :((

৭| ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

আমিভূত বলেছেন: ভালোই বলেছেন :)

কাব্যে ++

১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:১৫

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা অনেক অনেক। :)

৮| ১২ ই জুন, ২০১৩ রাত ৮:৪৩

শিপু ভাই বলেছেন:

ভালো লাগলো ভাই!!!
+++++++++++++++


জেম না জ্যাম!!!

১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:১৬

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ ভাই।

৯| ১২ ই জুন, ২০১৩ রাত ৯:৪০

তানিয়া হাসান খান বলেছেন: সুপার লাইক +++++++++++++++++

১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:১৭

রাইসুল সাগর বলেছেন: সুপার ধইন্যা। শুভকামনা জানিবে আপু নিরন্তর।

১০| ১২ ই জুন, ২০১৩ রাত ১১:৪৬

গৃহ বন্দিনী বলেছেন: ভাল্লাগচে ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

অতিসত্তর নানাজানের কানে পৌছানো ব্যবস্থা হইবে :P :P :P

১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:২০

রাইসুল সাগর বলেছেন: পৌছাইলে খুশি হব। ভাইজানের কানে।

আর আপনার জন্য শুভকামনা সব সময়।

১১| ১২ ই জুন, ২০১৩ রাত ১১:৫৯

তারছেড়া লিমন বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++

১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:২১

রাইসুল সাগর বলেছেন: ধইন্যবাদ ভাইডি।

১২| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:০৩

কালোপরী বলেছেন: ++++++++

১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:২২

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ আপু।

১৩| ১৪ ই জুন, ২০১৩ রাত ৩:১৫

ঘুড্ডির পাইলট বলেছেন: আর ছবি আকতে পারবেন !!! অখন থিকা যানযটের ছবি আকবেন ।

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

রাইসুল সাগর বলেছেন: ভাই আমি ছবি আঁকা ছাড়ি দিছি, শুধু যখন ঢাকায় যানযট থাকবোনা তখনি আবার আঁকমু।

১৪| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: দারুণ ছড়া লিখেছেন। পড়ে দারুণ মজা পেয়েছি।

ভাল লাগলো ছড়াকার।
পড়তে থাকব বারবার

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

রাইসুল সাগর বলেছেন: হা হা। :) =p~ =p~


ধন্যবাদ ভাই। শুভকামনা জানিবেন নিরন্তর।

১৫| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:২০

রুপম শাহরিয়ার বলেছেন: আপনার যদি প্রাইভেট কার থাকে তবে ফ্লাইওভার গুলা কাজে আসবে। আমাদের মত বাস যাতায়তকারী হলে যেই কপাল সেই মাথাই থাকবে।

এই প্রথম আপনার ব্লগ পড়লাম ভাই। ভালো লাগল।

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:০০

রাইসুল সাগর বলেছেন: তোমাকে আমার ব্লগ বাড়ীতে স্বাগতম ভাইয়া। শুভকামনা জানিবে নিরন্তর। ভালো থেকে সব সময়।

১৬| ২০ শে জুন, ২০১৩ রাত ৩:৫৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: প্রেয়সী ঢাকার ছবি................++ সাগর ভাই এলেম অবশেষে...... শুভকামনা..

২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৬

রাইসুল সাগর বলেছেন: পুরুন সবাইকে অনেক মিছ করি। অনেক খুশি হলাম ভাইডি। আপনাকে পেয়ে ভালও লাগলো। শুভকামনা সব সময়।

১৭| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:১৭

সপ্নাতুর আহসান বলেছেন: প্রেয়সী ঢাকার সাথে আপনার প্রেমটা যেন ভাল জমে।

২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৪৬

রাইসুল সাগর বলেছেন: হাহা। এই শহর শুধু আমার একার প্রেয়সী না। বাংলার প্রান কেন্দ্র প্রেয়সী ঢাকা যে আমার আপনার সবার। ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।

১৮| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৫৩

কারিমাট বলেছেন: কাদের ভাই কাজের লোক
এটা যেমন ঠিক
তাহার সাথে আছে যারা
তাদের নাই দিক

অনেক কাজ রইছে বাকী
তাহার সমাধান কই?
ডাহা শহরে,মেঘ হইলে
বাইতে লাগে মই

মই বানাইছে গেদু চাচা
সে যে গেছে মইরা
নতুন নতুন কাজের ফাইল
রইয়া গেছে পইরা

২৪ শে জুন, ২০১৩ রাত ৯:০০

রাইসুল সাগর বলেছেন: কতাখানা কইছেন ভাই
আপনি ভিষন খাসা,
নগর ভবন ঘিরে আছে
দূর্নীতি বাজ ঠাসা।।
সব কিছুই ঠিক করাটা
ভীষন রকম জরুরী,
বাজেট সবই খাইয়া ফালায়
যেন মিষ্টি মুরালি।।
কি আর করমু আমরা
েদশের আম-জনতা,
সব দলই উষ্টা মারে
যার যখন ক্ষমতা।। :p

ধন্যবাদ এবং শুভকামনা রইল নিরন্তর॥

১৯| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৫৬

তামিম ইবনে আমান বলেছেন: পোস্টে দিলাম লাইক।

২৪ শে জুন, ২০১৩ রাত ৯:০৩

রাইসুল সাগর বলেছেন: তোরে ধন্যবাদ দিলাম॥ আর শুভকামনা জানবি নিরন্তর॥

২০| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: ওবায়দুল কাদের ডিজিটাল নেতা নিয়ে দারুণ বক্তব্য দিয়েছেন।

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

রাইসুল সাগর বলেছেন: শুনলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.