নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারন একজন; ভালোবাসি নিদারুন অখণ্ডতা।

রাইসুল সাগর

বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।

রাইসুল সাগর › বিস্তারিত পোস্টঃ

তৈলাক্ত দরখাস্ত(যখন চারিদিকে তেল আর তেল)......:P:P:P:P (সাময়ীক পোষ্ট) ;)

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০১





:P:P:P:P:P:P:P:P:P আমি দায়ী না। এক উন্মাদ দায়ী।

















মাননীয় এবং মাননীয়া মডারেটর

সামু আমার মামু ব্লগ



বিনিত নিবেদন এই যে, আমি একজন নতুন ব্লগার। আমি আপনাদের অন্যান্য ছুপার ব্লগারদের মত লিখিতে না পারিলেও চেষ্টা করিতেছি ;)। এখন মাননীয়ার এবং মাননীয়র প্রতি আমার আর্জি এই যে আমি আপনার এই ব্লগে আমার একখান অখ্যাদ্য লিখা ছাপাইতে চাই। দয়া করিয়া লিখার উপর নিচে ডানে বাঁয়ে একটু নজর বুলাইয়া ছাপাইলে আপনার প্রতি বাধিত।



এইটাকে গল্প ভাবিবেন না, ইহা আপনার প্রতি আমার তেল সমৃদ্ধ একখানা দরখাস্ত। প্রচুর তেলতেলা দরখাস্তের কারন দেশের সবখানে এখন তেলতেলা পরিস্থিতি বিরাজ করিতেছে। এতো এতো তেল যে খানিক ডরাইতেছি কখন জানি আবার আমেরিকা তেলের সন্ধানে এই ভাগা অভাগা বঙ্গ জাতির উপর হামলা করিয়া বসে। কোথায় নেই এই তেল সংসদ(যেখানে এখন গালি ফ্রিতে পাওয়া যায়) থেকে রাজপথ, অফিস আদালত থেকে ব্লগ ফেইসবুক এমনকি জীবন বাঁচানু হাসপাতাল গুলোতেও বাকি ব্যাখ্যায় এখন আর গেলাম না। যাইহোক, অধমের এই তেলতেলা দরখাস্ত আর লম্বা না করি। তাতে আবার বেশি তেলের কারনে, এই গরমে আমাশয়, কলেরা এমনকি ডায়রিয়াও হতে পারে। গতকালের রিপোর্ট অনুযায়ী এই সব রোগের জন্য করা সংশ্লিষ্ট হাসপাতাল গুলোতে পর্যাপ্ত জায়গা নাই। তাই আজকে আর এর বেশি তৈলাক্ত না করে ছাপানুর বিনিত অনুরোধ জানিয়ে বিদায় নিলাম।



বিনিত তেলতেলা নিবেদক

সাগর উন্মাদ( কোন এককালে আছিলাম আর কি ;);) )



বিঃদ্রঃ ইহা একটি রম্য দরখাস্ত। কারো জীবনের সাথে ডাইনে বামে, চামে চিকনে, উপরে নিচে মিল খাইলে আমি উন্মাদ দায়ী নই। আর জানেনতো পাগলে কিনা বলে।



আঃটঃ অনেক পর আজ একটা রম্য রচনা লিখতে বসছিলাম, থিম রিভিও দিলাম এটা আসলটা আসিবে খুব শিগরী। শুভকামনা সবার জন্য।

মন্তব্য ৩৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

ইমরাজ কবির মুন বলেছেন:
আপনার আপকামিং রম্যরচনার জন্যও শুভকামনা ||

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর। চোখ রাখুন উন্মাদের পাতায়।

২| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

বাংলার হাসান বলেছেন: তেল দিয়া তেলের সাগর বানান, কোন অসুবিধা নাই। কিন্তু সাবধান কোন কিছূ ধরে নাড়াচাড়া দিবেন না।

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১০

রাইসুল সাগর বলেছেন: নড়াচড়া দেওয়ার দায়িত্ব তোমার কাছে। তয় সাধু সাবধান...। :P :P :P :P


ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।

৩| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

নোবিতা রিফু বলেছেন: আহেম আহেম... :-B

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১০

রাইসুল সাগর বলেছেন: আহেম আহেম ধইন্যা। ভালো আছো আশা করি। শুভকামনা নিরন্তর। :-B :-B

৪| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১০

সেলিম আনোয়ার বলেছেন: তার মানে নতুন রম্য আসিতেছে। ধুম-৩ ছবির আগে মুক্তি পাবে তো?

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১২

রাইসুল সাগর বলেছেন: পাইতেও পারে। তবে
সামনে আসছে রমজান, মজুরদার তেলদার সবার জন্য ঝটকা। ফাটবে হয়ত পটকা। ;) ;) ;)

৫| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

রোহান খান বলেছেন: আসেন ভাই আসেন - আমরা আপনেরি জন্যে বইসা আছি

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

রাইসুল সাগর বলেছেন: ভাই ডরাইছি!!!
আমি নতুন ভাই ডর দেখাইয়েন না, পিলিজ লাগে :p
ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর॥

৬| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২০

কান্ডারি অথর্ব বলেছেন:

আমিত উন্মাদ হইয়া গেলুম :P


আপনার আপকামিং রম্যের অপেক্ষায় রইলাম।

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

রাইসুল সাগর বলেছেন: দোয়া দিয়েন।। খোঁচা যাতে ভালা হয়॥ ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর

৭| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

সায়েদা সোহেলী বলেছেন: :-B

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৫

রাইসুল সাগর বলেছেন: :-B :-B :-B

৮| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

rakibmbstu বলেছেন: দ্যাশ তো দেহি তেলে সাগরে ভাসতাছে B:-) B:-) B:-) B:-) |-) |-) |-)

২৫ শে জুন, ২০১৩ রাত ৯:০০

রাইসুল সাগর বলেছেন: আর কইয়েননা, আম্রিকা চইল্লা আইবো, চুপেচাপে তেলবাজি চালান।। :p

২৫ শে জুন, ২০১৩ রাত ৯:০০

রাইসুল সাগর বলেছেন: আর কইয়েননা, আম্রিকা চইল্লা আইবো, চুপেচাপে তেলবাজি চালান।। :p

৯| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

আমিভূত বলেছেন: তেলের মজুদ নাই তো আপনার বেইল নাই ! এইটাই নিয়ম ।

২৫ শে জুন, ২০১৩ রাত ৯:০৬

রাইসুল সাগর বলেছেন: উপদেশের দেওয়ার জন্য আপনারে তেলতেলা ধইন্যবাদ।। (বতত্রিরিশ পাটি দাঁত বাইর করা ভেটকিওলা ইমু হপে॥

১০| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:০৮

মাক্স বলেছেন: আপকামিং রম্য পড়ার অপেক্ষায় রইলাম :)

২৫ শে জুন, ২০১৩ রাত ৯:১৭

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবে নিরন্তর॥ আশা করি ভাল আছো? চেষ্টা করবো তাড়াতাড়ি দিতে।

১১| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:১০

দুরন্ত-পথিক বলেছেন: সব জায়গায় এখন তেলের ই কারবারি।

২৫ শে জুন, ২০১৩ রাত ৯:২০

রাইসুল সাগর বলেছেন: কি আর করা? তেল ছাড়া হয়না কাম, হোকনা তা প্রাইভেট বা সরকারি।
ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর॥

১২| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:২৫

কালোপরী বলেছেন: :-B :-B :-B

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৫

রাইসুল সাগর বলেছেন: :-B :-B :-B :-B :-B

১৩| ২৫ শে জুন, ২০১৩ রাত ৯:৫৭

গৃহ বন্দিনী বলেছেন: ওহ চারিদিকে এত তেল তারপরও তেলের এত দাম কেনু ? :(( :(( :((

নতুন রম্যের অপেক্ষায় থাকলাম ।

২৫ শে জুন, ২০১৩ রাত ১১:৫৮

রাইসুল সাগর বলেছেন: আমি আর আপনে তো ধইঞ্চা পিপল মানে আমজনতা সব তেলতো রাজনিতিবীদ আর চাটুকাররা মজুদ কইরা রাখছে,তেলেরতো দাম হবেই!!
যউগ্গা বাকি ব্যাখা পরে দিমুনে। শুভকামনা থাকলো নিরন্তর॥

১৪| ২৫ শে জুন, ২০১৩ রাত ১০:৩২

খাটাস বলেছেন: এত তেল, এত তেল.।.।।। :|| :||
:-* B:-) B:-/ B-) B-)) B-))
এখানে খালি শিশি বিক্রি করা হয়। :#> :#>
সাগর ভায়া, হাদিয়া পৌঁছাইয়া দিব :#) :#) :#)

২৬ শে জুন, ২০১৩ রাত ১২:০৪

রাইসুল সাগর বলেছেন: হাদিয়া পাওয়ার পর কমেন্টের উত্তর দিব॥ পাঠাই দেন।।

১৫| ২৬ শে জুন, ২০১৩ রাত ১২:১৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++++++++++

২৬ শে জুন, ২০১৩ রাত ১:৪০

রাইসুল সাগর বলেছেন: তেলতেলা ধইন্যা আপনারে॥ শুভকামনা জানিবেন নিরন্তর॥

১৬| ২৬ শে জুন, ২০১৩ রাত ১:৪২

একজন আরমান বলেছেন:
সামু আমার মামু ব্লগ =p~ =p~ =p~

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬

রাইসুল সাগর বলেছেন: :-B :-B :-B =p~ =p~ =p~ =p~

১৭| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:০৪

মামুন রশিদ বলেছেন: তেলতেলে ভিত্তি তৈয়ার হইলো, সেই ভিত্তির উপর আপকামিং রম্যের সৌধ উঠিবে ।


অপেক্ষায় রইলাম ;)

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০১

রাইসুল সাগর বলেছেন: হা হা। ভাই কিতা করতাম চারিদিকে এতো এতো তৈলবাজি কই যাইতাম।

১৮| ২৭ শে জুন, ২০১৩ সকাল ৮:০৭

নোমান নমি বলেছেন: আয়হায় পোষ্টের থিম রিভিউ! তারপর পোষ্ট। তারপর আবার পোষ্টের রিভিউ। ও হ্যাঁ ভুল হইয়া গেছে। পোষ্ট দেবার আগে একটা প্রিভিউ দিয়েন :D
এ্ক থীমে তিন পোষ্ট! পুরা মাস শান্তিতে ব্লগিং :D

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০০

রাইসুল সাগর বলেছেন: ভাই রে আমি আপনাগো মত এতো হেভিওয়েট ব্লগার না। তাই মাসে তিনটা কেন ৩ মাসেও তিনটা দিতে পারিনা। আর রম্যের ধারা বুঝতে না পারলে কি আর করা শুভকামনা দেওয়া ছাড়া। ভালো থাকবেন ভাই। :) :)

আর আপনার অবগতির জন্য জানাচ্ছি লেজুড় বৃত্তি কিং গন পোষ্ট প্রসব কারিদের আমি খুবই অপছন্দ করি। :( :( :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.