নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।
ক্লান্ত আমার
হৃদয় পুরে,
তোমার দাওয়াত
আজ দূপুরে।।
গান শুনাবো
নরম সুরে,
নীল বেদনের
কষ্ট ভুলে।।
হাঁটবো দুজন
হাতটা ধরে,
শুদ্ধ হবো
রৌদ্রে পুড়ে।।
প্রহর শেষে
সন্ধা এলে,
নিয়ন আলো
ছায়ার খেলে!!
সুখ পোকারা
মুক্তি পেলে,
পাখির মত
ডানা মেলে!!
উড়বো দুজন
নিরেট নিলে।।
হঠাৎ মনে আসা কাব্য। সবার জন্য ঈদের অগ্রিম শুভকামনা। সময়ের বড্ড অভাব জীবনের চলার পথে, তাই আর খুব বেশি হাঁটা হয়না প্রিয় এই ব্লগ প্লাটফ্রমটিতে। আশা করি সবাই ভালো আছেন বেলা অবেলার গল্প, গানে এবং কাব্যে।
সবাই ভালো থাকুন, শুভকামনা সব সময়ের জন্য রেখে গেলাম।।
ইতি
রাইসুল সাগর।।
৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৮
রাইসুল সাগর বলেছেন:
ধন্যবাদ এবং শুভকামনা।
২| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৭
বোকামন বলেছেন:
আপনিও বেলা অবেলার গল্প, গানে, কাব্যে সবসময় ভালো থাকুন .....।
শুভকামনা :-)
৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৯
রাইসুল সাগর বলেছেন: অনেক ধন্যবাদ বোকামন। ভালোথাকবেন সব সময়।
৩| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ভাল লেগেছে।আপনাকেও ঈদের অগ্রিম শুভকামনা।++++
৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৯
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। আপনার লিংকগুলো আমি পাই, কিন্তু পড়ার মত বা আগের মত ব্লগে আসতে পারছিনা তাই পড়া হয় না। তবে পড়ব ভাই। শুভকামনা জানিবেন নিরন্তর।
৪| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৪
মেহেদী হাসান মানিক বলেছেন:
৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫১
রাইসুল সাগর বলেছেন: মন খারাপ কে ভাই???????????
৫| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৭
মেহেদী হাসান মানিক বলেছেন: ভাইজান কস্টে আছি
৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৭
রাইসুল সাগর বলেছেন: বুঝতে হারছি।
৬| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৭
বিবর্ণ ক্যানভাস বলেছেন: অবশেষে একটা কবিতা পাইলাম যার মধ্যে অন্তরমিল খুইজা পাওয়া গেছে!!!!
আরও বেশি বেশি লিখেন!!!
৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৯
রাইসুল সাগর বলেছেন: আমি ভাই ছোট মানুষ, নতুন মানুষ বেশি বেশি কেমনে লিখমু!!!
অনুপ্রেরনার জন্য ধন্যবাদ। ভালো থাকুন বেলা অবেলার অন্তনিহত হয়ে মিলে মিলে যাওয়া কাব্যে।
৭| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩২
আমিভূত বলেছেন: ঈদের অগ্রিম শুভেচ্ছা
০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।
৮| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৮
মাসুম আহমদ ১৪ বলেছেন:
০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
রাইসুল সাগর বলেছেন:
৯| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৯
মামুন রশিদ বলেছেন: দারুণ ছন্দময় নির্মল কাব্য ।
উপভোগ করেছি ।
+++
০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর মামুন ভাই। আশা করি অনেক অনেক ভালো আছেন??
শুভকামনা সব সময়।
১০| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫১
তারছেড়া লিমন বলেছেন: কবি কবিতা থেকে দূরে যেতে নেই
ক্ষতি নেই ভালবাসা দূরে গেলে
সময় মন্থন যতই থেমে যাক
কবিতা যেন না থামে।।
০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
রাইসুল সাগর বলেছেন: থেমে যায় মাঝে মাঝে ভাইডি। মোবাইলের মেসেজের ড্রাফট বক্সে সব সময় জায়গা থাকেনা। আর কম্পু্তে বসে ফাইল আর মেইল এর কাজ করতে করতে কবিতা লিখার সময় কই।
আশা করি ভালো আছো ভাইডি। শুভকামনা জানিবে নিরন্তর।
১১| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:০৮
বাংলার হাসান বলেছেন: বাহ বেশ বেশ।
০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
রাইসুল সাগর বলেছেন: এই শেষ শেষ।
১২| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:১৪
স্বপ্নবাজ অভি বলেছেন: হঠাৎ ছন্দময় কাব্য চমৎকার হয়েছে সাগর ভাই!
০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবে নিরন্তর অভি। তোমার খবর কি???
১৩| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:৪২
একজন আরমান বলেছেন:
কেমন আছেন ভাইয়া?
০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
রাইসুল সাগর বলেছেন: আমি ভালো আছি তোর খবর কি? ফোন দিস।
১৪| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৯:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
ঈদের অগ্রিম শুভকামনা
সময় করে সেমাই খেয়ে যাইয়েন কিন্তু
০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ ভাই। সেমাই না শুধু, ভাবির হাতের পোলাউ ও খামু।
১৫| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৬
সঞ্জয় নিপু বলেছেন: কবিতা লেখার সময় পান কখন বুঝিনা ঃ)
০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
রাইসুল সাগর বলেছেন: রাস্তায় আশার সময় মোবাইলের মেসেজ অপশনে দাদা। ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য।
১৬| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++
০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা ভাই।
১৭| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:০৪
গৃহ বন্দিনী বলেছেন: ক্লান্ত আমার
হৃদয় পুরে,
তোমার দাওয়াত
আজ দূপুরে।।
রোযা রমজানের সময় দিনে দুপুরে আবার কিসের দাওয়াত দেন , হুম ??
ব্লগে যে ক'জন ছড়াকার আছেন তার মধ্যে আপনি আমার সবচেয়ে প্রিয় । এর মূল কারণ আপানআর ছড়া গুলো অনেক ছোট ছোট আর অনেক সহজ বিষয়ে সহজ করে লেখা ।
ভাল থাকবেন ভাইয়া ।
বাই দ্যা ওয়ে , আপানারে না ঘটক পাখি ভাইর লিংক দিসিলাম অইটার কতদুর কি হল ??
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:০৭
রাইসুল সাগর বলেছেন: এখন আবার একটু ব্যাস্ত হয়ে গেলাম, পুরা উত্তর আবার পরে আইয়া দিমু।
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৭
রাইসুল সাগর বলেছেন: আমি গরিব মানুষ আমার এখানে কে এফসি বোমারস নাই রোজার দুপুর যা ইফতারের পরও তা। বাসা ছাড়া গতি নাই। আসল কথা হল রোজার দিন ডাকছি কারন দুপুরে আসলে ইফতার পর্যন্ত প্রিয়তমা কে পাওয়া যাবে তাই।
ধন্যবাদ অনুপ্রেরনা দেওয়ার জন্য।
আপনিও অনেক অনেক ভালো থাকবেন।
এতো গুলা বোন থাকতে ঘটক পাখি ভাইয়ের কাছে যাইতে হবে এই দুঃখ আর লজ্জা রাখি কই।
১৮| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:০৯
গৃহ বন্দিনী বলেছেন: টিক আচে
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৪
রাইসুল সাগর বলেছেন: থাঙ্কু।
১৯| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৫
নিয়েল হিমু বলেছেন:
গান শুনাবো
নরম সুরে,
নীল বেদনের
কষ্ট ভুলে।।
বেলা অবেলার গল্প, গানে এবং কাব্যে সবাই মনে হয় ভালই আছে
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৬
রাইসুল সাগর বলেছেন: খবর কি তোর। আছিস কেমন?? শুভকামনা নিরন্তর।
২০| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:২২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কাব্য ভাল লেগেছে । +++
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৭
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবে নিরন্তর।
২১| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৯
বটবৃক্ষ~ বলেছেন: খুব দারুউউউউন লাগলো !! +++++ ১০ নাম্বার টা আমার!
০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৬
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা একি সাথে এবেলায়। শুভহোক পথচলা।
২২| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৫
ইখতামিন বলেছেন: +++++++++
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৭
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।
২৩| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৪
লাবনী আক্তার বলেছেন: খুব ভালো লাগল হটাৎ কাব্য ।
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৮
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।
২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১১
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভালো লাগলো রে ভাইউ ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর আপু। ভালো থেকো বেলা অবেলার কাব্য গানে, জীবন নাচুক সুখের প্রানে।
২৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ওরে বাবা ,,,সুন্দর একটি কবিতা,,,,,
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর আপু। সুখ হোক চির সঙ্গী।
২৬| ১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
বাকপ্রবাস বলেছেন: কাব্যটা খুব পারেন আপনি
১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
রাইসুল সাগর বলেছেন: তাই নাকি। হা হা। ধন্যবাদ নিবেন আবারো। শুভ হোক পথচলা।
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৫
কালোপরী বলেছেন: