নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।
বাপরে, কি কোপটানা দিছে...... কবে থামবো কেডা জানে...
শূন্যতা নাকি অন্ধকারের গল্প কোনটা ঠিক, বুঝতে বেশ কষ্ট হচ্ছে। সম্ভাবনার আকাশে মেঘ জমা নিরালা দূপুর আল্পনায় রঙ মাখে। আমি কে প্রশ্নটা বহু দিনের পচা পুরনো একটা সরস কাঠির প্রশ্ন। কি লাভ পরিচয়ে? মৃত্যু যেখানে অনিবার্য। ফিরতে ফিরে ফিরে আসতে চাই বারং বার এই মিছিলে কিন্তু বিধিবাম। হারানা পাতারা আর ধরা দেয় না। একটা আকাশকুসুম সপ্ন সম্ভাবনা নিয়ে জন্ম নেওয়া শিশুটিও কৈশোর যৌবন পেরিয়ে সেই বস্তাপচা সস্তাদরের আবেগকে হাতিয়ার করে বেঁচে থাকে নির্বিস্যে আলস্যে। মাঝে মাঝে জাগ্রত হতে হতে আবার হারায়, সামাজিক যাতাকলের পিষণে পিষ্ঠ হতে হতে এক সময় হারায় মহাকালের গর্ভে।
কি লিখছি আবোল তাবোল, ছাইপাঁশ ........বাদ দাও গুরু.....হ্যালোওওওওও মাইক টেস্টিং।
.....................সীমান্ত যখন উন্মাদ।
২| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২২
সঞ্জয় নিপু বলেছেন: ভাই, আপনার পোস্টের সাথে ১ম কমেন্টস দাতার আইডির কি সুন্দর মিল। ভাল লাগলো।
কেমন আছেন ? অনেক দিন যোগাযোগ নাই।
ধন্যবাদ।
২২ শে জুন, ২০২০ রাত ২:৩০
রাইসুল সাগর বলেছেন: ইদানিং যোগাযোগহীন থাকতে বেশ ভালো লাগে ভাই। আশাকরি ভালো আছেন?
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৮
তারছেড়া লিমন বলেছেন: শুধু তাহার পথ চেয়ে
অরণ্যক কি এভাবেই ..................