নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাতিলের কাছে কবু নত নাহি হবে শির- ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর।।

কমরেড ফারুক ২

কমরেড ফারুক ২ › বিস্তারিত পোস্টঃ

আমাদের সকলকে দেশের সার্থেই অন্যায়ের প্রতিবাদ করা উচিত,,,,,,

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৫

আমি লেখক নই তার পরেও লেখি কারন লেখার মাধ্যমে নিজের আবেগ গুলো প্রকাশ করতে পারি। আমার আবেগ গুলো সঠিক বেঠিক তা পাঠক মতামত দিবে। তারপরেও প্রতিটি লিখা শেষ করে কয়েকবার রিবিইউ করি লেখাটায় কোন নেগেটিভ ওয়ার্ড ডুকে গেল কি না। যদিও সব সময় পজেটিভ লেখার চেষ্টা করি। আমার লেখা সবাইকে সন্তুষ্ট করবে না, একজন সন্তুষ্ট হলে আরেক জন অসন্তুষ্ট ও হতে পারেন। তবে আমি কোন ব্যক্তি সন্তুষ্টির জন্য লেখা লেখি করি না। বাধভাঙা কোন লেখাও লেখি না, সত্যের সিমানার মধ্যে থেকেই লেখার চেষ্টা করি, তাতে মিথ্যা অসন্তোষ প্রকাশ করলে কিছু করার নেই।

সত্য সমাগত মিথ্যা পরাজিত হয়েছে, হচ্ছে এবং ভবিষৎেও হবে। তাই জেনে শুনে মিথ্যার আশ্রয় নিয়ে, মিথ্যা কে প্রতিষ্ঠা করতে চেষ্টা সাধনা করে নিজের পায়ে নিজে কুড়াল মারতে পারি না। তাই সিদ্ধান্ত নিয়েছি সমস্ত বাধা উপেক্ষা করে সত্যের নিশান উড়াবো। তাতে মিথ্যা যতই শক্তি নিয়ে আমার বিরোধিতা করুক। কেউ যদি আমাকে সত্য বলতে উৎসাহ না দেয় তাতেও আমি চিন্তিত নই। কেউ ভয় দেখালেও আমি ভীত নই।

জন্ম সুত্রে আমি মুসলিম না বাংগালি তা নিয়ে কেউ বিতর্ক করতে চাইলে এটা তার ইচ্ছা কিন্তু এট পাস্ট আমি মুসলিম, দ্বিতীয়ত বাংগালি তৃতীয়ত বাপের ছেলে । এই দেশকে ভালবাসি, এই দেশের মাটি পানিতে বড় হয়েছি। সব সময় চাই দেশকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত সম্মানিত করতে। আমরা দেশের বাহিরে যারা থাকি তারাই বুঝি দেশের ভালবাসা কি জিনিস। দেশকে নিয়ে কোন ষড়যন্ত্র হতে দেখলে দুঃখিত হই, কষ্টে বুকটা চেপে দরি। মাঝে মাঝে দেশদ্রোহী কোন কাজ দেখলে প্রতিবাদ করি সে যেই হোক। প্রতিবাদেরর ভাষায় ভিন্নতা থাকতে পারে। সবারই দেশের সার্থে সকল অন্যায়ের প্রতিবাদ করা উচিত।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০১

ফুলচন্দন বলেছেন: সত্য সমাহিত মিথ্যা পরাজিত...

২| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৪

প্রামানিক বলেছেন: এই দেশকে ভালবাসি, এই দেশের মাটি পানিতে বড় হয়েছি। সব সময় চাই দেশকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত সম্মানিত করতে।

সুন্দর বক্তব্য। ধন্যবাদ

৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:১৯

কমরেড ফারুক ২ বলেছেন: প্রামাণিক দাদা.. আপনাকেও ধন্যবাদ লেখা পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.