![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দীর্ঘ দিন স্বামী সংসার করতে করতে, স্ত্রী মাঝে মাঝে স্বামীর উপর বিরক্ত হয়ে এমন কথা বলে, আমি বেটি তোমার সাথে ঘর করি, অন্য কেউ হলে তোমার মতো বেটার সাথে ঘর করতো না তালাক দিয়ে চলে যেতো।। আজ হঠ্যাৎ করে এক বন্ধুর সাথে কথা হচ্ছিল স্বামী স্ত্রীর বৈবাহিক জীবন নিয়ে। স্বামী স্ত্রী একসাথে যখন থাকে তখন স্বামীর অনেক অভ্যাস স্ত্রীর কাছে বিরক্তিকর। আবার স্বামীজিও অনেক সময় স্ত্রীর এমন এমন কাজে বিরক্তিবোধ করে। তার পরেও একসাথে জীবন কাটিয়ে যাচ্ছে যা বিধাতার অশেষ আশীর্বাদ ছাড়া কিছুনা। পারস্পরিক মায়া ভালবাসা তাদের দুটি মনকে এক করে দেয়। অথচ কেউ কাওকে পুর্ব থেকে ভাল করে চিন্তনাও না জানতোও না। দুঃসহ অভাব অনটনের মাঝেও সংসার সন্তান পালন সকল কাজই এক সাথে করে যাচ্ছে যা চাট্টিখানি কথা নয়। রাগ, অভিমান, দুঃখ যন্ত্রণার মাঝে কাটিয়ে দিচ্ছে মহাকাল। সত্যি অভাক হবার মতো বিষয়।
২| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৮
কমরেড ফারুক ২ বলেছেন: ধন্যবাদ
৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
ফারুকে আজম বলেছেন: Lol
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪
কালের সময় বলেছেন: হুম খারাপ বলেন নাই ।