নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাতিলের কাছে কবু নত নাহি হবে শির- ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর।।

কমরেড ফারুক ২

কমরেড ফারুক ২ › বিস্তারিত পোস্টঃ

আর কটা রাজাকার এখনো জীবিত,,,,,?????

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৭

পাঠ্যবইয়ে যুক্ত হোক নতুন রাজাকার নামা, লিখা হোক তাদের আসল রাজাকারীর সকল ঘটনা।

এখানে এই সৃজনশীল প্রশ্নটা রাখার দাবিঃ

১) রাজাকার কাকে বলে?

২) রাজাকার কত প্রকার ও কি কি ?

৩) প্রত্যেক প্রকারের উদাহরন সহ লিখ?

প্রশ্ন রেখে যাবো জানার জন্যঃ

আমিও জানি না এই প্রশ্ন গুলোর উত্তর।

স্কুল কলেজ সহ ভার্সিটিতে একটা ডিফার্টমেন্ট
খোলা হোক এদের উপর পিএসডি করার জন্য।

তখন প্রকৃত রাজাকারেরা আমার এই প্রস্তাবনার
বিরোধীতা করবে।

তখন এই বিরোধীদেরকেও ফাসিতে জুলাবো
দেখে নেভ আর কটা রাজাকার আছে এখনো জীবিত??

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

ফারুকে আজম বলেছেন: না জানার কারনে আপনার ফাসি চাইতে পারি তো?

২| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

আমিই মিসির আলী বলেছেন: কিছু যখন জানেন না! তখন জানতে চাওয়া বোকামি!
কারণ এখানে যদি কেউ ভুল ইনফরমেশন দেয় তাহলে আপনি তা যাচাই কর্তে পারবেন না!

সুতরাং নিজ চেষ্টায় আগে জানুন! তারপর এমন বিষয় নিয়া লিখতে আইসেন। X(

৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৯

অতঃপর হৃদয় বলেছেন: রাজাকার অনেক আছে তবে সঠিক বিচারের অভাবে ধরা পড়ছে না। আবার অনেকের গায়ে সিল মেরে ও রাজাকার বানানো যায়, হয়তো আমার এ মন্তব্য পড়ে আমাকেও রাজাকারের উপাধি দেওয়া হবে বা সিল মেরে দিবে.!!!!!!!!!!!!!

৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনিই রাজাকারের ডেফিনেশনটা দেন। জেনে রাখি, কাজে আসবে সামনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.