নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am nothing without Allah.

বিভাজন

কত স্বপ্নের জাল বুনে রেখেছি,কিন্তু যতই সময় অতিবাহিত হচ্ছে জালের বাঁধন ততই যাচ্ছে খুলে।একটা যদি অবশিষ্ট থাকত!ফুস-স-স!

বিভাজন › বিস্তারিত পোস্টঃ

পরিতাপ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮

আমার অজ্ঞতা যেন পরিহাস করে আমাকেই
আমার নির্বুদ্ধিতা যেন উপহাস করে আমাকে
একদম চরম মুহূর্তে;যখন আমি কিংকর্তব্যবিমূঢ়;
কিছুই করার নেই আমার
আমার একফোঁটা কালে আঙ্গুল উঁচিয়ে উপহাস করে ওরা।
আর ঝলসে ঝলসে ওঠে ঐ ক্ষনকালের অফুরান মূল্যহীন বিষাক্ত ক্রিয়া।
কি হেলায়;অবজ্ঞায়;ঘৃণা করে পাশ কাটিয়ে এসেছি এক পরম সত্যকে!
মধুময় নিষ্কলুষ পূর্ণাঙ্গ সে সত্য
যার শাখা-প্রশাখার সুক্ষ্ম ডালেও কি উজ্জ্বল অংশুমালা!
অন্তহীন এই কালে প্রবেশ করে বুঝেছি
কত নিবিড় হয়ে জড়িয়ে ছিলাম আমার চতুর্দিকস্থ কুহকের ধূম্রজালে
এক অন্ধ বিশ্বাস আর ভ্রান্তি চেতনা আচ্ছন্ন করে রেখেছিল আমার ঐহিক জীবনকে
বিচ্ছিন্ন করে রেখেছিল অকৃত্রিম আলোবহ থেকে
এখন আমি চিনেছি সেই সত্যকে সেই আলোবহকে
যখন আমি কিংকর্তব্যবিমূঢ়; কিছুই করার নেই আমার
কারন এখন আমি পার্থিব জগতের অন্তরালে এক অভ্রান্ত অপার্থিব জগতে
যেখানে আজ আমি ভয়ংকর অসহায়।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

রিপি বলেছেন: "এখন আমি চিনেছি সেই সত্যকে সেই আলোবহকে
যখন আমি কিংকর্তব্যবিমূঢ়; কিছুই করার নেই আমার
কারন এখন আমি পার্থিব জগতের অন্তরালে এক অভ্রান্ত অপার্থিব জগতে
যেখানে আজ আমি ভয়ংকর অসহায়।"

:(

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

বিভাজন বলেছেন: বোধ ভুল করে এরকম কয়েকটা লাইন লেখে ফেলি।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৪

বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম। সুন্দর নিক নিয়েছেন। তবে কোন বিভাজন চাই না।

কবিতায় দারুন আত্মপোলব্ধি ফুটে উঠেছে। +++++

শুভ ব্লগিং।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০১

বিভাজন বলেছেন: ধন্যবাদ,, নামের ব্যপারটা রেমডমলি নেওয়া হঠাৎ কোন একটা বইয়ের পাতায় নামটা দেখলাম আর পছন্দও হল।আমিও চাই না আমরা বিভাজিত হই

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০২

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং.... !:#P

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৩

বিভাজন বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০২

উদাসী স্বপ্ন বলেছেন: যেখানে আজ আমি ভয়ংকর অসহায়।



আমরা সবাই কম বেশী বড্ড অস হায়!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১২

বিভাজন বলেছেন: এটার প্রেক্ষাপট ভাইয়া সম্পূর্ণ ভিন্ন।ঐহিক আর পরলৌকিক অসহায়তা একি কথা না।আকাশকুসুম পার্থক্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.