নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am nothing without Allah.

বিভাজন

কত স্বপ্নের জাল বুনে রেখেছি,কিন্তু যতই সময় অতিবাহিত হচ্ছে জালের বাঁধন ততই যাচ্ছে খুলে।একটা যদি অবশিষ্ট থাকত!ফুস-স-স!

বিভাজন › বিস্তারিত পোস্টঃ

বিচ্যুতি

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭

"ও-ওটা কি?-ভগ্নপ্রায় দালানের গায়ে ঐ সেঁটে আছে?
ভুত নাকি?"

"ছ্বিহ!"বললি তোরা,"ওটা চিত্র পটে নির্ভুল আঁকা ছবি।"

"তাই বা যদি হয়,তবে কেন লাগছে নিছক ভয়?
ওটা ভুতই হবে।"

"হা হা হা হা"
এবার
বেদম হাসা হাসলি তোরা
ফেললি আমায় গোলক ধাঁধাঁয়

"আচ্ছা দখিন দিকের আঁধার কেটে
আসছে কোন এ মধুর ধ্বনি? "

"ইস!ঐ দিকে তুই দিচ্ছিস কেন কান?
ওটা শয়তানের আহবান।
বিচিত্র ভাষায় ছড়ায় নাশের বাণী।"

"হয়তো তা-ই হবে
তবে চোখ দুটো কেমন উঠল ভিজে
এত ললিত মধুর হতে পারে কোন সুর?
এত আবেগ দিয়ে গায় কীভাবে ঐ গান?"

করলি তোরা মুখ চা'য়া চা'য়ি
পরম প্রবোধ দিয়ে টেনে কাছে নিলি
না,হয়তো দূরেই ঠেলে দিলি
কান্তিময় এক জগৎ থেকে আঁধারসম খাদে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩২

রিপি বলেছেন: বেশ ভালোই লেগেছে তবে শেষের লাইন গুলি মাথার উপর দিয়ে গেলো । :|

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

বিভাজন বলেছেন: ধন্যবাদ আপু। তবে মাথার উপর দিয়ে গেল বিষয়টা বুঝলাম না।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০

প্রামানিক বলেছেন: সুন্দর হয়েছে। ধন্যবাদ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০

বিভাজন বলেছেন: গ্রহণ করলাম

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৫

রিপি বলেছেন: মনে হয় বুঝিনি ঠিকমত শেষের কথাগুলি..। তাই বলেছহি মাথার উপর দিয়ে গেছে। :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৪

বিভাজন বলেছেন: ও আচ্ছা,,এবার বুঝেছি।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বেশ ছন্দময় কবিতা।শুভেচ্ছা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪০

বিভাজন বলেছেন: ধন্যবাদ আপু

৬| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:০৯

আরজু পনি বলেছেন:
কথোপকথনের মতো করে
সমৃদ্ধ, সুন্দর কবিতা।

০১ লা মার্চ, ২০১৬ সকাল ৯:৫৪

বিভাজন বলেছেন: ধন্যবাদ আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.