![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
কানে কানে বলি শোন,
চাঁদ উঠেছে আজ দক্ষিণ পাড়ায়
নির্ঘুম এক রাত, তাতে কি বা আসে যায় !
চলো যাই চলো পালাই দুজনে
হই চুব চুব ভিজে জোছনায় !
অন্ধকারের বলয় ভেঙ্গে
জোছনায় ভেজা প্রেমের পথে
রাতের প্রহরীর, ফাঁকি দিয়ে চোখ
হই দুজনে ঘর ছাড়া এই রাতে !
২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৫
কথার ফুলঝুরি! বলেছেন: বলেছেন: আসলে তেমন কিছু লিখতে পারিনা , কিছু কথা মনে আসে সেগুলো কেই গুছিয়ে যা হয় আর কি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্য টির জন্য! লেখায় কোন ভুল পেলে অবশ্যই ধরিয়ে দিবেন, খুশী হব।
"চুব চুব" বলতে পানিতে ভিজে যেমন চুব চুব হয় সেটাকে বুঝিয়েছি
২| ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৮
কাওসার চৌধুরী বলেছেন: চৎকার রুমান্টিকতা দিয়ে ব্লগিং শুরু করলেন!! শুভ হোক ব্লগিং। এভাবে সুন্দর পোস্ট দিয়ে ব্লগকে সমৃদ্ধ করবেন। আর নিয়িমিত লেখেন। না হলে লেখা প্রথম পাতায় যাবে না। ভাল মানের লেখাগুলোতে যুক্তিপূর্ণ কমেন্ট করুন। এতে আপনার পরিচিতি বাড়বে। ভাল ব্লগাররা আপনার লেখা পড়বে, কমেন্ট করবে।
শুভেচ্ছা রইলো। নামটা কিন্তু দারুণ। পিকটাও!!
২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫০
কথার ফুলঝুরি! বলেছেন: কি করব, মনের জমিন যে রোমান্টিকতায় ভরপুর অনেক অনেক ধন্যবাদ আপনার মন্তব্য এবং দিক নির্দেশনার জন্য
চেষ্টা করব এমন কিছু লেখার যেন আপনাদের সবার ভাল লাগে। ব্লগের দুনিয়ায় আমি একেবারেই নতুন, তাই আপনাদের কাছে থেকে শিক্ষণীয় বিষয় এবং পরামর্শ আশা করছি
৩| ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বানান ঠিক করুন।
@উঠেছে
@ঘর
আর চুবচুব না হয়ে জুব জুব হতে পারে। লেখক কি বলে?
২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৮
কথার ফুলঝুরি! বলেছেন: জী ঠিক করেছি! ধন্যবাদ! আসলে, চুবচুব শব্দটি নিয়ে দ্বিধা ছিল মনে, কথোপকথনের সময় তো আমরা চুবচুব ই বলি, পরে গুগল করে দেখলাম কয়েক যায়গায় এই শব্দটি ব্যবহার করা হয়েছে।
৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ
৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৮
কথার ফুলঝুরি! বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্বাগতম। আরো সুন্দর হোক আগামীর লেখাগুলো।
৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৯
কথার ফুলঝুরি! বলেছেন: চেষ্টা করব! ধন্যবাদ আপনাকে
৬| ১৯ শে মে, ২০১৮ দুপুর ১:০৫
বিজন রয় বলেছেন: কথার ফুলঝুরি।
ভাল নিক!
স্বাগতম।
শুভব্লগিং।
১৯ শে মে, ২০১৮ দুপুর ১:২৩
কথার ফুলঝুরি! বলেছেন: "ভাল নিক" "স্বাগতম" অনেক ধন্যবাদ আপনাকে
৭| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৪১
রাজীব নুর বলেছেন: পাতা ঝরার শব্দের মতো আমার বন্ধুত্ব। শীতকালে শুরু হয়ে, গ্রীষ্মে মরে যায়।
২৭ শে মে, ২০১৮ সকাল ১০:১৩
কথার ফুলঝুরি! বলেছেন: "পাতা ঝরার শব্দের মতো আমার বন্ধুত্ব। শীতকালে শুরু হয়ে, গ্রীষ্মে মরে যায়" আপনার বন্ধুত্ব হোক চিরকালের।
৮| ০৫ ই জুন, ২০১৮ রাত ৯:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপুমণির লেখার হাত কিন্তু অসাধারণ। হতেই হবে।
০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৫
কথার ফুলঝুরি! বলেছেন: "আপুমণির লেখার হাত কিন্তু অসাধারণ" অনেক বেশী প্রশংসা সাজ্জাদ ভাইয়া।
তবে কেউ প্রশংসা করলে খুশী হওয়ার সাথে সাথে আরও ভয় লাগে যদি সামনের লেখা গুলো ভালো না হয়
৯| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:০২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: "পাতা ঝরার শব্দের মতো আমার বন্ধুত্ব। শীতকালে শুরু হয়ে, গ্রীষ্মে মরে যায়" আপনার বন্ধুত্ব হোক চিরকালের।
ধন্যবাদ ভালো থাকুন।
২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৫
কথার ফুলঝুরি! বলেছেন: অফুরান ভালোবাসা ভাইয়া !
১০| ২৩ শে জুন, ২০১৮ সকাল ১০:৫০
রাজীব নুর বলেছেন: নতুন লেখা পাই না কেন?
২৩ শে জুন, ২০১৮ সকাল ১১:১৮
কথার ফুলঝুরি! বলেছেন: খুব ই ভালো লাগল যে আমার প্রিয় ভাইয়া আমার লেখার জন্য অপেক্ষা করছে আজকে পাবেন ভাইয়া ইনশাআল্লাহ্
১১| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৩৯
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: কবিতায় ভালো লাগা। উনি কি ঘর ছাড়া হয়েছিলেন আপনার আহবানে? জানতে ইচ্ছে হলো।
২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৪
কথার ফুলঝুরি! বলেছেন: @উনি কি ঘর ছাড়া হয়েছিলেন আপনার আহবানে? জানতে ইচ্ছে হলো। -- হাহা ! তার উল্টো টাও তো হতে পারে
@কবিতায় ভালো লাগা- আপনার ভালোলাগা আমার জন্য অনুপ্রেরনা হয়ে রইলো ভাইয়া
দেরিতে প্রতিউত্তরের জন্য দুঃখিত ভাইয়া ।
১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০
নজসু বলেছেন:
ব্লগে স্বাগতম আপা।
১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৮
কথার ফুলঝুরি! বলেছেন: শুভ শীতকালীন সকাল ছোট্ট বাবু ভাইয়া
আপনাকেও জানাচ্ছি স্বাগতম ও এক ঝুড়ি ফুলের শুভেচ্ছা মানে ফুলঝুরি শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: স্বাগতম! স্বাগতম!!! কথার ফুলঝুরি! দিয়ে ভরিয়ে রাখুন ব্লগ। এই প্রত্যাশায়--(পাঠক)
@"চুব চুব" কী??