নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

জীবন সমুদ্রে ভেসে চলার একমাত্র অবলম্বন যখন “আশা’

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৭

হয়ত কোনদিন
আমার ঘরেও হবে নবান্ন উৎসব
নতুন ধানের আলোয় ভরবে আমার ভাঙ্গা ঘর
চারিদিকে হবে আনন্দ আর খুশীর কলরব !
হয়ত কোনদিন
আমার ঘরের বারান্দাতেও আসবে চাঁদের আলো
মেঝেতে বিছানো শীতল পাটি আর রাতের মৃদু হাওয়া
আমার মাটির বারান্দাকেও বাসবে অনেক ভালো !
হয়ত কোনদিন
আমার বাড়ির আঙ্গিনায় ও বসবে আনন্দের মেলা
ছেলে বুড়োদের ছুটোছুটি তে
কেটে যাবে সারাবেলা !
হয়ত কোনদিন
আমার বাগান রঙিন হবে প্রিয় গোলাপ আর বেলি তে
বাতাসে ছড়াবে মিষ্টি সুবাস
এ পাড়াতে আর ও পাড়াতে !
হয়ত কোনদিন
সূর্যোদয়ের প্রথম আলোয়
রাঙাবে আমার প্রভাত
আমিও হব খুশীর রানী
কেটে যাবে আমার দুঃখের কালো রাত !

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৯

মোস্তফা সোহেল বলেছেন: দিন শেষে সব আধার কেটে যাক।
কবিতা ভাল লেগেছে।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫২

কথার ফুলঝুরি! বলেছেন: ধন্যবাদ আপনাকে :#)

২| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০২

কাওসার চৌধুরী বলেছেন: "আমার বাগান রঙিন হবে প্রিয় গোলাপ আর বেলিতে"
আপনার লেখা কী প্রথম পাতায় যায় না?

৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৬

কথার ফুলঝুরি! বলেছেন: Ami akhane akdom e notun' tai thik bolte parbona a bapere ! Apnar montobber jonno dhonnobad !


৪| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৬

নয়ন বিন বাহার বলেছেন: আমি জীবন ছাড়তে রাজি কবু আশা ছাড়তে রাজি নই
আশার মাঝেই স্বার্থকতা জীবন তাহা পাবে কই?

০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! ছন্দে ছন্দে দারুন প্রতিউত্তর। অনেক ধন্যবাদ। শুভকামনা আপনার জন্য।

৫| ১০ ই মে, ২০১৮ রাত ১১:৩১

কাওসার চৌধুরী বলেছেন: নতুন কবিতা কই?...... fb........!!!

১২ ই মে, ২০১৮ সকাল ৯:৫৬

কথার ফুলঝুরি! বলেছেন: নতুন কবিতা On the Way :P

৬| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: জানতে চেয়ো না আমি কেমন আছি
বলবো শুধু--- জানি না, রাগ করিনি
ভালো-মন্দের সংজ্ঞা এখনো শিখিনি

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:১৪

কথার ফুলঝুরি! বলেছেন: "জানতে চেয়ো না আমি কেমন আছি
বলবো শুধু--- জানি না, রাগ করিনি
ভালো-মন্দের সংজ্ঞা এখনো শিখিনি" কি দারুন কথা বললেন ভাইয়া, পছন্দ হয়েছে লাইন গুলো খুব

৭| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৪৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: হুমম! এই কবিতায় বিরহের কিছু সুর শোনা যাচ্ছে! একদম প্রথম লেখাতে আনন্দ প্রকাশ পাচ্ছিলো। এটাতে নেই!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.