![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
হয়ত কোনদিন
আমার ঘরেও হবে নবান্ন উৎসব
নতুন ধানের আলোয় ভরবে আমার ভাঙ্গা ঘর
চারিদিকে হবে আনন্দ আর খুশীর কলরব !
হয়ত কোনদিন
আমার ঘরের বারান্দাতেও আসবে চাঁদের আলো
মেঝেতে বিছানো শীতল পাটি আর রাতের মৃদু হাওয়া
আমার মাটির বারান্দাকেও বাসবে অনেক ভালো !
হয়ত কোনদিন
আমার বাড়ির আঙ্গিনায় ও বসবে আনন্দের মেলা
ছেলে বুড়োদের ছুটোছুটি তে
কেটে যাবে সারাবেলা !
হয়ত কোনদিন
আমার বাগান রঙিন হবে প্রিয় গোলাপ আর বেলি তে
বাতাসে ছড়াবে মিষ্টি সুবাস
এ পাড়াতে আর ও পাড়াতে !
হয়ত কোনদিন
সূর্যোদয়ের প্রথম আলোয়
রাঙাবে আমার প্রভাত
আমিও হব খুশীর রানী
কেটে যাবে আমার দুঃখের কালো রাত !
৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫২
কথার ফুলঝুরি! বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০২
কাওসার চৌধুরী বলেছেন: "আমার বাগান রঙিন হবে প্রিয় গোলাপ আর বেলিতে"
আপনার লেখা কী প্রথম পাতায় যায় না?
৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৬
কথার ফুলঝুরি! বলেছেন: Ami akhane akdom e notun' tai thik bolte parbona a bapere ! Apnar montobber jonno dhonnobad !
৪| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৬
নয়ন বিন বাহার বলেছেন: আমি জীবন ছাড়তে রাজি কবু আশা ছাড়তে রাজি নই
আশার মাঝেই স্বার্থকতা জীবন তাহা পাবে কই?
০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! ছন্দে ছন্দে দারুন প্রতিউত্তর। অনেক ধন্যবাদ। শুভকামনা আপনার জন্য।
৫| ১০ ই মে, ২০১৮ রাত ১১:৩১
কাওসার চৌধুরী বলেছেন: নতুন কবিতা কই?...... fb........!!!
১২ ই মে, ২০১৮ সকাল ৯:৫৬
কথার ফুলঝুরি! বলেছেন: নতুন কবিতা On the Way
৬| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৪১
রাজীব নুর বলেছেন: জানতে চেয়ো না আমি কেমন আছি
বলবো শুধু--- জানি না, রাগ করিনি
ভালো-মন্দের সংজ্ঞা এখনো শিখিনি
২৭ শে মে, ২০১৮ সকাল ১০:১৪
কথার ফুলঝুরি! বলেছেন: "জানতে চেয়ো না আমি কেমন আছি
বলবো শুধু--- জানি না, রাগ করিনি
ভালো-মন্দের সংজ্ঞা এখনো শিখিনি" কি দারুন কথা বললেন ভাইয়া, পছন্দ হয়েছে লাইন গুলো খুব
৭| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৪৩
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: হুমম! এই কবিতায় বিরহের কিছু সুর শোনা যাচ্ছে! একদম প্রথম লেখাতে আনন্দ প্রকাশ পাচ্ছিলো। এটাতে নেই!!!
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৯
মোস্তফা সোহেল বলেছেন: দিন শেষে সব আধার কেটে যাক।
কবিতা ভাল লেগেছে।