| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথার ফুলঝুরি!
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
ভালোবাসি ভালোবাসি
শতবার কোটিবার
ঘুরে ফিরে বার বার
শুধু তোমাতেই ফিরে আসি !
ফেটে চৌচির মনের জমিনে
তুমি এক পশলা বৃষ্টি
তোমার জন্যই শুকনো হৃদয়ে
যত ভালোবাসার সৃষ্টি !
রাতের আকাশে কোটি তারার মাঝে
তুমি একটাই চাঁদ
এক ঝলক তোমাকে দেখার জন্য
সারা দুনিয়া কে দিব বাদ !
তোমাকে নিয়ে গড়েছি বুকে
এক ভালোবাসার দুর্গ
তুমি যেন এ পৃথিবীর বুকে
আমার এক টুকরো স্বর্গ !
০৬ ই মে, ২০১৮ সকাল ১০:৩৯
কথার ফুলঝুরি! বলেছেন: আপনি আমার লেখাগুলো পড়েন এবং মতামত জানান আমি এতে খুবই অনুপ্রানিত হই ! অবশ্যই চেষ্টা করব ভাল এবং মানসম্মত লেখা নিয়মিত লেখার !
২|
০৬ ই মে, ২০১৮ সকাল ১০:৪৭
কাওসার চৌধুরী বলেছেন: শুভ সকাল। প্রতিদিন নিয়মিত ব্লগে আসতে হবে। ভাল লেখকদের লেখায় পড়ে সুন্দর কমেন্ট করতে হবে। এতে লেখকরা অনুপ্রাণীত হবেন। আপনার খোঁজ নিতে ব্লগে আসবেন। সেইফ হওয়ার অন্যতম শর্ত হলো ব্লগে ভিজিটর বেশী হওয়া।
আরেকটি কথা ভাল লেখকদের অনুসরণ করুন। এতে উনারা খুশি হয়ে আপনার ব্লগ ভিজিট করবেন। আর ব্লগে ভাল মানের লেখা দেবেন। যাতে কোন বানান ভুল না থাকে। সেইফ করার আগে এগুলো চেক করা হয়।
অনেক শুভ কামনা আপনার জন্য।
৩|
০৬ ই মে, ২০১৮ দুপুর ১:২৭
কথার ফুলঝুরি! বলেছেন: লেখার সময় বানানের ব্যাপারটি আমি মাথায় রাখার চেষ্টা করি, কারন আমি নিজেও অন্য কারো লেখায় বানানের ভুল ধরি, যদি সেটা আমার জানা থাকে, তাই অবশ্যই আগে তো নিজেকে সঠিক করতে হবে। তবে আমি ইংরেজি বানানে কিছুটা ভাল হলেও বাংলা বানানে অতটা ভালনা, কিন্তু লেখালেখির ক্ষেত্রে বানান অবশ্যই জানতে হবে, কারন একটা ভাল লেখা বানান ভুলের কারনে দেখতেও দৃষ্টিকটু লাগে। চেষ্টা করছি নিজেকে এ ব্যাপারে উন্নত করার। তবে অভ্র ব্যবহার করায় অনেক সময় কিছু বানান জানা থাকলেও অনিচ্ছাকৃত ভুল করতে হয়, বিষয় টা খুবই দুঃখজনক আমার জন্য, কারন এমন কয়েকবার হয়েছে ![]()
৪|
০৬ ই মে, ২০১৮ দুপুর ২:৩০
আবু আফিয়া বলেছেন: ভালবাসা থাকুক সবার জন্য,
ধন্যবাদ, ভাল লাগল
০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:০০
কথার ফুলঝুরি! বলেছেন: আপনার জন্য ও রইল ভালবাসা এবং শুভকামনা !
৫|
০৬ ই মে, ২০১৮ দুপুর ২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: গভীর ভালোবাসা ।
০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:০০
কথার ফুলঝুরি! বলেছেন: ঠিক বলেছেন
ধন্যবাদ আপনাকে
৬|
২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: একজন আমাকে বলেছেন, একটা কবিতা লেখার আগে ১০০ টা কবিতা পড়ে নিতে।
২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৬
কথার ফুলঝুরি! বলেছেন: কবিতা ভালো লাগলে ও আগে তেমন পড়ার সুযোগ হতোনা। তবে ব্লগে যে কবিতা গুলো পোস্ট হয় টা পড়ি, আসলেই পড়ি। তবে আরও অনেক পড়তে হবে।
ধন্যবাদ ভাইয়া অনেক।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৮ রাত ১১:২৩
কাওসার চৌধুরী বলেছেন:
চমৎকার রুমান্টিক একটি কবিতা। এভাবে নিয়মিত লেখে যান। থামলে হবে না। লেখে লেখেই মানুষ লেখক হয়। হোপ, অল্প সময়ে সেইফ হবেন। কবিতার পাশাপাশি অন্য বিষয় নিয়েও লেখেন।
অনেক শুভ কামনা।