![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
বিছানার বাম পাশ টা আজ শুন্য
শুন্য ডান পাশে শুয়ে থাকা মানুষটার জীবন
বাম পাশেতে এখন আর কেউ
করেনা গীটার এর সাথে খেলা
যখন তখন বাম পাশেতে বসেনা, বাঁশীর সুরের মেলা !
এখন আর কেউ ভেজা তোয়ালে
রাখেনা যেখানে সেখানে
বাড়ি ফিরতে দেরি হলে
আর কেউ নেই খোঁজ নেবার, টেলিফোনে !
ঘুমন্ত আমাকে কেউতো আদরে
নেয়না বুকেতে টেনে
ডান পাশে ও কেউ চুপচাপ
শুয়ে থাকেনা অভিমানে !
হাতে হাত রেখে সিনেমা
রাতজাগা আর হয়না
ঘুম পাড়িয়ে দেবার ছুতোয়
কেউ ধরেনা আঙ্গুল ফুটিয়ে দেবার বায়না !
খাবারের খোঁজে কেউ আর
ঘুম ভাঙ্গায়না মাঝরাতে
আর থাকিনা উন্মুখ হয়ে
কারো ঘরে ফেরার অপেক্ষাতে !
সেই ঘর আর সেই বিছানা
নেই তো সেই সংসার
সবকিছুর ই আজ মিলেছে ছুটি
আলাদা যে পথ, তোমার-আমার !
একলা ঘরের একলা আমি
তুমিহীন যেন সবকিছু একলা মরুভূমি
বিছানায় গেলেই শুধু মনে হয়
বাম পাশেতে, থাকতে যদি তুমি !
১৬ ই মে, ২০১৮ সকাল ১০:২১
কথার ফুলঝুরি! বলেছেন: হাহা! কবি কে নিয়ে আপনার বিশ্লেষণ দেখে মজা পেলাম। ১৩ টা প্রেম
আবার বিয়ে
যদিও বিষয়গুলো এরকম মোটেই না তবুও কবি কে নিয়ে ভেবেছেন দেখে ভালো লাগল। কবির লেখায় বিরহ যেমন আছে প্রেম ও তো আছে
তবে আপনার সান্ত্বনা বাণীর জন্য ধন্যবাদ।
কিন্তু লেখা কেমন হয়েছে তা তো বললেন না ভালো হয়নি বুঝি ? ?
২| ১৬ ই মে, ২০১৮ সকাল ১০:৩০
কাওসার চৌধুরী বলেছেন: লেখা চমৎকার হয়েছে। কবিতায় বিরহ ও আবেগটা খুব সুন্দর ফুটে উঠেছে। আমার বেশ ভাল লেগেছে। আশা করি পাঠকরাও পড়ে খুশি হবেন।
১৬ ই মে, ২০১৮ সকাল ১০:৩৯
কথার ফুলঝুরি! বলেছেন: ধন্যবাদ অনেক আপনাকে।
৩| ১৬ ই মে, ২০১৮ সকাল ১১:০৫
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা।পড়ে অনেক ভাল লাগ।
১৬ ই মে, ২০১৮ সকাল ১১:১৯
কথার ফুলঝুরি! বলেছেন: ভালো লেগেছে জেনে খুশী হলাম।
অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১২:১৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পাইছি আজ লেখককে!!!
@"রোঁদ বৃষ্টির লুটোপুটি তে আজ শেয়ালের বিয়ে! উপহার দিতে হাজির হলাম তাই কথার ফুলঝুরি নিয়ে।"
--- আপনার ঝুড়িতে কত বুলি/কথা আছে, তা একদিন পরীক্ষা করে দেখতে হবে??
চিত্রে বামপাশের দোলনাটা ফাঁকা, ভাবছি একটু দোল খেয়ে যাই...
১৬ ই মে, ২০১৮ দুপুর ১২:৪০
কথার ফুলঝুরি! বলেছেন: হাহা! আমিও পেলাম আপনাকে আমার পোস্ট এর মন্তব্বে
"আপনার ঝুড়িতে কত বুলি/কথা আছে, তা একদিন পরীক্ষা করে দেখতে হবে।" অবশ্যই দেখবেন এবং জানাবেন কথা/বুলি কেমন, খুবই খুশী হব তাতে
"চিত্রে বামপাশের দোলনাটা ফাঁকা, ভাবছি একটু দোল খেয়ে যাই" খারাপ হয়না তাতে
৫| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"লেখকবলেছেন: হাহা! আমিও পেলাম আপনাকে আমার পোস্ট???"
ওমা সেকি!!
লেখক কি মুকে চিনে???
লেকিন! হামি তো আপনাকে নেহি চিনিতে পায়া??
আমি কমেন্ট শুরু করলে, লেখকের তেরোটা ছেড়ে চৌদ্দটা বাজবে!!
১৬ ই মে, ২০১৮ দুপুর ১:০৮
কথার ফুলঝুরি! বলেছেন: হা মে আপকো পেহচান তি হু, লেক ইন আপ মুঝে নেহি পেহচান তে ইয়ে সুনকার দুখ হুয়ি কয়ি বাত নেহি, মে নেয়ি হু ইসি লিয়ে নেহি পেহচান তে, আজ তো মুলাকাত হও গেয়ি না
"আমি কমেন্ট শুরু করলে, লেখকের তেরোটা ছেড়ে চৌদ্দটা বাজবে" এই সম্পর্কে কিছুটা ধারনা পেয়েছি এই কয়েকদিনে এখন দেখা যাক আমার কয়টা বাজে
৬| ১৬ ই মে, ২০১৮ দুপুর ২:২০
করুণাধারা বলেছেন: কবিতা ভালো লেগেছে, কথার ফুলঝুরি।
১৬ ই মে, ২০১৮ দুপুর ২:২৭
কথার ফুলঝুরি! বলেছেন: কবিতা পাঠ এবং আপনার মন্তব্য দুটোর জন্যই অনেক ধন্যবাদ।
আপনাদের ভালো লাগাই আমার অনুপ্রেরণা।
৭| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
আবু আফিয়া বলেছেন: অনেক ভাল লাগল, ধন্যবাদ
১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৫০
কথার ফুলঝুরি! বলেছেন: শুভ সকাল আপু। কবিতা ভালো লেগেছে জেনে খুব ই খুশী হলাম ।
এবং কবিতা পড়ে মন্তব্য করে আপনার ভালো লাগা জানানোর জন্য ধন্যবাদ অনেক।
৮| ১৬ ই মে, ২০১৮ রাত ৮:৪৪
ফারহানা সুন্দর মন বলেছেন: কবিতাটি বেশ সুন্দর হয়েছে
১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৫২
কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ ফারহানা সুন্দর মন আপু।
আপনার সুন্দর মনের মত সবার মন সুন্দর হোক।
ও হা, শুভ সকাল।
৯| ১৭ ই মে, ২০১৮ সকাল ৭:০০
কাওসার চৌধুরী বলেছেন: "হা মে আপকো পেহচান তি হু, লেক ইন আপ মুঝে নেহি পেহচান তে ইয়ে সুনকার দুখ হুয়ি কয়ি বাত নেহি, মে নেয়ি হু ইসি লিয়ে নেহি পেহচান তে, আজ তো মুলাকাত হও গেয়ি না
হিন্দি মুভি/সিরিয়াল একদম দেখি না বলে হিন্দি বলতে পারি না। তবে কবির হিন্দিতে চমৎকার দখল দেখে অনুপ্রাণিত হলাম।
১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৫৬
কথার ফুলঝুরি! বলেছেন: দিল খুশ হুয়ি আপকো দেখকার
১০| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১:০০
শাহরিয়ার কবীর বলেছেন: খুব চেনা চেনা মুখ খানি তোমার লাগছে আমাকে লাগছে
আমাকে কোথায় দেখেছি আমি কোথায় দেখিছি পড়ছে না...
আপনার কবিতা পড়ে গানটা মনে পড়ে গেল ... এবং এখন শুনছি ।।
কবিতা ভালো লিখেছেন +++
শুভ ব্লগিং
১৭ ই মে, ২০১৮ দুপুর ১:১৯
কথার ফুলঝুরি! বলেছেন: "খুব চেনা চেনা মুখ খানি তোমার লাগছে আমাকে লাগছে
আমাকে কোথায় দেখেছি আমি কোথায় দেখিছি পড়ছে না" আমার কবিতা পড়ে এই গান মনে পড়ে গেল ? কাহিনী কি ? আমার কবিতার মাঝে পাঠক কি এমন খুজে পেল যে এই গানটি মনে পড়ে গেল তা এই অধম মন জানতে চায়
"এবং এখন শুনছি" খুব সুন্দর একটি গান, এই মুহূর্তে আমিও শুনতে পারলে খুশী হতাম তবে আমার লেখায় আপনার মন্তব্য এবং +++ নিয়ে মহা খুশী এই মুহূর্তে গানটি শুনতে না পারার দুঃখ তাতেই ভুলে থাকলাম। পরের লেখা গুলোতে +++ না পেলে তখন না হয় গান টি শুনে মন ভালো করা যাবে
১১| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:০০
মিথী_মারজান বলেছেন: কিছু শূন্যতা, কিছু আব্দার, কিছু ভালোবাসা - সবার বুঝি একরকম হয়???
কেউ কেউ খুব বোকা হয় জানেন!
ওরা জানেনা অনেকে শূন্যতার মাঝেও পূর্ণতাকে জয় করতে পারে।
অভিভূত হলাম আপনার কবিতায়।
মনেহলো অনুভূতিগুলো যেন আমার।
১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:২২
কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! আপু, খুব সুন্দর কিছু কথা বলেছেন।
"অনেকে শূন্যতার মাঝেও পূর্ণতাকে জয় করতে পারে" যদিও এভাবে ভাবা হয়নি তবে সম্ভব জয় করা, যদিও কিছুটা কঠিন।
"অভিভূত হলাম আপনার কবিতায়" খুশী হলাম খুব
কিছু অনুভুতি আসলেই অসম্ভব সুন্দর।
ধন্যবাদ অনেক আপনাকে, কবিতা পাঠ এবং মন্তব্য এর জন্য।
১২| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৪২
জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রকাশ ভালো লেগেছে। শুভেচ্ছা ও শুভকামনা।
১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:০০
কথার ফুলঝুরি! বলেছেন: "প্রকাশ ভালো লেগেছে" খুশী হলাম প্রচেষ্টা সফল জেনে। সাথে অনুপ্রানিত।
অনেক ধন্যবাদ ভাইয়া এবং আপনার জন্য ও অনেক শুভকামনা।
১৩| ১৯ শে মে, ২০১৮ দুপুর ১:৫৯
ওবায়দুল হক বলেছেন: একমিনিটের জন্য আমারও মনে হয়েছিল লেখক মনে হয় সেপারেট জীবন যাপন কারছেন। পরোক্ষণে মনে হল, লেখক অন্য কারো জীবনে ঢুব দিয়ে এই লেখা উপহার দিতেও তো পারেন। যাই হোক, বিরহ ফুটে উঠেছে চমৎকারভাবে। ধন্যবাদ
১৯ শে মে, ২০১৮ দুপুর ২:০৫
কথার ফুলঝুরি! বলেছেন: হাহা লেখকের লেখার পুজি জীবন ও অভিজ্ঞতা, পূর্ণ-অপূর্ণ স্বপ্ন, বাস্তবতা।। সেটা লেখকের নিজের ও হতে পারে আবার আশে পাশের কারো ও
। তবে কথাগুলো যেখান থেকেই আসুক, লেখা ভালো হলে লেখক খুশী।
অনেক ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য।
১৪| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: দশে ছয় দিলাম।
২৭ শে মে, ২০১৮ সকাল ৯:৫৯
কথার ফুলঝুরি! বলেছেন: "দশে ছয় দিলাম" খারাপ না। পাশ নং তো উঠেছে
১৫| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:০১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: "দশে ছয় দিলাম" খারাপ না। পাশ নং তো উঠেছে
হা হা হা
২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৪
কথার ফুলঝুরি! বলেছেন: হি হি
ভূতের হাসি দিলাম
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৮ সকাল ৯:১৮
কাওসার চৌধুরী বলেছেন: আহ!! কবির এ বিরহ আমার সহ্য হচ্ছে না!! একটুখানি বয়স, এর মধ্যে গুণে গুণে ১৩ খানা প্রেম ভেঙেছে। শেষ মেষে প্রেমের পাট চুকিয়ে বিয়ে!! এখনানেও বিরহের সূর মাস না পেরুতেই!!!
কষ্ট পেলাম। এই অবলা প্রেমিকা মনটিকে কষ্ট দেওয়াটা পাষাণ পুরুষটির একদম ঠিক হয়নি। টেনশন নিয়েন না, পৃথিবীর সব প্রেমিকরা কিন্তু সমান না!! নিশ্চয় কেউ না কেউ বাম পাশটা ফিলাপ করে দেবে।
হে মাবুদ!! এ কষ্ট সহ্য করার তাক্কত দাও। (আমীন)