নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

কফি হাউজ এর সেই আড্ডা টা আজ আর নেই :( :|

৩১ শে মে, ২০১৮ সকাল ১১:৩২



কলেজে উঠার পর থেকেই কথার খুব শখ খুব ভালো কয়জন বন্ধু-বান্ধব নিয়ে অনেক আড্ডাবাজী, ঘোরাঘুরি আর দুষ্টুমি নিয়ে দারুন মজার একটা ছাত্র জীবন হবে। কিন্তু এইচ এস সি, অনার্স কিংবা মাস্টার্স কোন পর্যায়েই কথার মনের মত ছাত্র জীবন হয়ে উঠেনি। এ নিয়ে কথার মনে খুব আফসোস ও ছিল :|

মাস্টার্স শেষ হয়েছে প্রায় এক বছর। একটা ছেলের সাথে সম্পর্ক আছে। তাই এখন বিয়ে শাদী করে ঘর বাধার ইচ্ছে। কিন্তু কোন কারনে সেই সম্পর্ক টা টিকলো না। এদিকে বাসা থেকেও বিয়ের জন্য প্রেশার। কিন্তু কথা এই মুহূর্তে বিয়ের জন্য নিজেকে প্রস্তুত ভাবছেনা। তাই ভাবল এম বি এ তে ভর্তি হয়ে যাক। একদিকে এম বি এ করার শখ টা ও পূরণ হবে আর এই উসিলায় যদি বিয়ে টা কে ও আপাতত আটকানো যায়।

এম বি এ এর প্রথম ক্লাস আজ। অনেকটা এক্সাই্টমেন্ট কিছুটা নার্ভাস নেস নিয়ে কথা ক্লাস শুরু করে। ক্লাসের প্রথম যে মেয়েটি কথার সাথে কথা বলার জন্য এগিয়ে আসে তার নাম তুশিনা। কথা কে দেখে তুশিনার প্রথম মন্তব্য “তোমাকে দেখলেই মনে হয় তুমি এখনই বুঝি কাউকে ধমক দিবে” কথা মুচকি হাসে 8-|

*উল্লেখ্য তুশিনার কিছুটা মানসিক সমস্যা আছে। সে যা নয় এমন উদ্ভট যত সব কথা তার বন্ধু বান্ধবি দের কে নিয়ে বানায় এবং তা প্রচার করে নির্দ্বিধায়। প্রায় ই হসপিটালে থাকতে হয় দুই তিন দিন করে। তবে বন্ধু হিসেবে খুব ভালো এবং পড়াশোনায় মনোযোগী। ওর বন্ধুরা ও ওর অসুস্থতার জন্য ওর ছেলেমানুষি গুলোকে ভালোভাবে দুষ্টুমির ছলে মেনে নেয়।

এরপর একে একে আসে তন্ময়, তানজিমা, মিতু ও নাজনিন

*তন্ময় ভালো ছেলে। একটু মুরুব্বী ভাব তার মধ্যে বিদ্যমান। তবে বন্ধু হিসেবে খারাপ না
* মিতু সুন্দরী। ছাত্রী ভালো। ক্লাস মনিটর সে। একটু পড়লেই তার অনেক ভালো পড়া মুখস্ত হয়।
* তানজিমা অনেক প্রেক্টিকাল মেয়ে। জীবনের যে কোন সমস্যা সে খুব সহজে প্রেক্টিকাল ভাবে সমাধান করতে পারে। কখনো হাইপার হয়না সে।
* নাজনিন বিবাহিত। একটি মেয়ে আছে। সবসময় সুযোগ পেলেই শাশুড়ির বদনাম। তবে ছাত্রী ব্রিলিয়ান্ট।

এক সেমিস্টার আগে ভর্তি হওয়াতে ওরা সবাই ইতোমধ্যে বন্ধু। এদের মধ্যে মিতু আর তানজিমা এক অপরের সাথে বেশী ঘনিস্ট। আরও একজন আছে ওদের দলে, যার নাম রেজা। প্রথম কয়েকদিন সে ক্লাসে অনুপস্থিত।

* রেজা ছোট খাটো নাটক করে। ছাত্র তেমন ভালো না। তার আবার সরকারী চাকরীর খুব শখ।

ওদের গ্রুপ টা ক্লাসের শেষে চা এর দোকানে আড্ডা দেয়। কথার ও খুব মন চায় ওদের সাথে আড্ডা দিতে কিন্তু সে কিছুটা অস্বস্তি বোধ করে ওদের সাথে মিশতে পারেনা। এদিকে সম্প্রতি ব্রেক আপ হওয়াতে মন ও খারাপ থাকে তাই ক্লাস শেষে চুপচাপ বাসায় চলে যায়। এভাবেই চলে যায় ১০-১৫ দিন। এর মধ্যে সেই নাটক করা ছেলে রেজা আসে। একদিন ছুটির পড়ে ক্লাস থেকে বের হওয়ার সময় রেজা কথা কে বলে “চল চা খাই” কথা ও কি মনে করে রাজি হয় আজ। সেই প্রথম ওদের সাথে চা এর দোকানে আড্ডা এবং একে অপরকে জানাশোনা।

এদিকে মিতুর নতুন নতুন প্রেম হয়েছে। হায়রে পাগল সে তার প্রেমিকের জন্য। সারাক্ষণ পাখি পাখি করতে করতে অস্থির। অনেক বেশী কেয়ারিং এবং আবেগি ভালোবাসা। মিতুর মাঝে কথা তার নিজেকে দেখতে পায়। মাঝে মাঝে শুধু দীর্ঘশ্বাস ফেলে ওদের দুইজন কে দেখে। কথা ঠিক এমন করেই পাগলের মত ভালোবাসে তার প্রেমিক কে :(

মিতু এখন ক্লাসে অনিয়মিত। এই ফাকে তানজিমার সাথে বন্ধুত্ব গাড় হয় কথার। একদিন তানজিমা অনুপস্থিত থাকায় তন্ময়, তুশিনা আর নাজনিন এর সাথে বসে কথা। ওইদিন ওদের সাথেও অনেক কথা হয় ও আড্ডা। কথায় কথায় তন্ময় কথা কে বোন বানায় কারন তন্ময় এর কোন বোন নেই আর কথার ও কোন ভাই নেই। কথা তন্ময় কে দাদা ডাকতে শুরু করে। ধীরে ধীরে গ্রুপ এর সবার সাথে কথার বন্ধুত্ব গাড় হয়। আর কথা সবার সাথেই খুব ভালো সম্পর্ক রাখে সবসময় তাই কথা কেও সবাই অনেক পছন্দ করে। ক্লাসে নিয়মিত ও পড়াশোনায় মনোযোগী হওয়াতে কথা হয়ে উঠে অঘোষিত ক্লাস মনিটর ও সবার মধ্য মনি। যে কোন সমস্যা, ক্লাসে পড়া নেওয়া, সবকিছুতে কথা কে ফোন। কোন গেট টুগেদার হলে কথাকেই সবাইকে একত্রিত করতে হয়। কথা ছাড়া এখন আর চলেনা !:#P

কথার ও এখন এর ক্লাস ও বন্ধুরাই সব। বাসায় থাকলে একাকী প্রেমিকের জন্য মন খারাপ লাগে কথার। তাই কথা ও অস্থির থাকে কখন ক্লাসে যাবে। একদিন ক্লাস না হলে মন খারাপ হয় ভালো লাগেনা একদম বাসায়।

এভাবেই চলে দিনগুলো। ক্লাস শেষে চা এর দোকানে আড্ডা আর মাঝে মাঝে তানজিমার সাথে কলেজের পাশে শপিং মল এর সিঁড়িতে বসে সুখ দুঃখের আলাপ তারপর বাস স্ট্যান্ড পর্যন্ত হেটে হেটে তানজিমা কে এগিয়ে দিয়ে বাসায় ফেরা।

একদিন কথা সবাইকে ওর বাসায় নিয়ে যায়। কথার মা অনেক সুন্দর করে সবাইকে আদর আপ্যায়ন করে। বন্ধুরা এবং কথার মা সবাই খুশী। মিতু ও তার প্রেমিক ও যায় ওদের বাসায়। কথার মা বাবা দেখতে খুব ইয়াং বলে মিতু আর তার প্রেমিক দুষ্টুমি করে কথার বাবা মা কে ভাই ভাবী বলে :P

এর মধ্যে গ্রুপ এ আরও যোগ হয় মিতন, শাহজালাল নামের আরও দুটি ছেলে। সবার মধ্যে তানজিমা, তন্ময়, মিতু আর রেজার সাথে কথার ঘনিস্টতা বেশী হয়। ওরা মাঝে মাঝেই কথার বাসায় আসে, কখনো গ্রুপ স্টাডি কখনো আড্ডা =p~

দেখতে দেখতে কেটে যায় দুটি বছর। এই দুই বছরে একসাথে সিনেমা দেখতে যাওয়া হয়েছে, টি এস সি তে আড্ডা, তানজিমা ও তুশিনার জন্মদিন পালন, ধানমন্ডি আট নং এর কাবাব আর লুচি খাওয়া, ইফতার পার্টি, সব মিলিয়ে একদম কথার মনের মত বন্ধু মহল ও ছাত্র জীবন !:#P =p~

এম বি এ যখন শেষ হয় তখন দুইটা পার্টি হয়। একটা ওই সেমিস্টারের সবাইকে নিয়ে কলেজে আয়োজন, খাওয়া দাওয়া ও নাচা নাচি আরেকটা শুধু কথার বন্ধুদের ওই গ্রুপ কে নিয়ে বাইরে ডিনার। আর কনভোকেশন সেটা ও অনেক স্মরণীয়।

এখন আর সেই ক্লাস নেই। বন্ধুমহলের আড্ডা নেই :(

*তানজিমার বিয়ে হয়েছে। সে শ্বশুরবাড়ি। সংসার নিয়ে স্বামী নিয়ে ব্যস্ত।
* তন্ময় একটা সফটওয়্যার কোম্পানি তে চাকরী করে। সে ও বিয়ে করেছে। তার বাবা হওয়ার খবর টা ফেসবুক পোস্ট এর মাধ্যমে জানতে পারে কথা।
* রেজা ও একটা প্রাইভেট কোম্পানি তে চাকরী করে। তার বিয়ে ও বাবা হওয়ার খবর সব জানা যায় ফেসবুক পোস্ট এর মাধ্যমে।
* মিতুর বিয়ে হয়েছে তার প্রেমিকের সাথে। সে স্বামী সংসার নিয়ে মহা খুশী।
* মিতন গাজীপুর একটা ব্যাংক এ চাকরী করে।
* শাহজালাল ও ঢাকার বাইরে চাকরী করে।
* নাজনিন ও স্কুল এ চাকরী, সংসার ও মেয়ে নিয়ে ব্যস্ত।
* তুশিনার বিয়ে হয়নি চাকরী ও করেনা। বড়োলোক বাবার মেয়ে একটার পর একটা কোর্স করে যাচ্ছে সে।

কারও সাথেই তেমন কথা হয়না। না ফোন না ফেসবুক চ্যাট। দেখা ও না । শুধু তানজিমার সাথে কথা হয় আর বাকি সবার খবর শুধু ফেসবুক পোস্ট এর মাধ্যমে জানা যায়। ভাগ্যিস ফেসবুক ছিল তা না হলে সেই রঙিন দিনগুলোর মত বন্ধু গুলো ও হারিয়ে যেত সময় ও ব্যস্ততার স্রোতে । সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত।
সবাই আছে, আছে বন্ধুত্ব ও, শুধু নেই সেই চা এর দোকানে আড্ডা :(

আর কথা? কথার কি হল? ?
তার কি বিয়ে হয়েছে? কিংবা নতুন কোন সম্পর্ক ? কিংবা সেই পুরনো সম্পর্কের নতুন শুরু? আচ্ছা, কথা কি চাকরী করে? কথার বর্তমান অবস্থা কি?

থাক, কথার কথা না হয় অজানাই রইল |-)

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কথা ফাঁইসা গেছে মাইনকা চিপায়!!:P

বি. দ্রঃ লেখকের সব গোমর ফাঁস হয়ে গিয়েছে। আগ্রহীরা আমার গোয়েন্দাদের সাথে যোগাযোগ করেন!:D

৩১ শে মে, ২০১৮ দুপুর ১:১২

কথার ফুলঝুরি! বলেছেন: "কথা ফাঁইসা গেছে মাইনকা চিপায়" হাহা। কথা কোথায় গিয়েছে কেউ জানেনা :P

"লেখকের সব গোমর ফাঁস হয়ে গিয়েছে" জী না হয় নাই ভাইয়া , কিছুই ফাঁস হয় নাই :P এটা তো লেখকের নিজের কাহিনী না ও হতে পারে ;)

২| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: ;)

৩১ শে মে, ২০১৮ দুপুর ১:২০

কথার ফুলঝুরি! বলেছেন: নাতী :P নানী কে শুধু চোখ মারলে তো চলবে না :P নানী নতুন কিছু লেখার চেষ্টা করেছে কেমন লাগল তা বলতে হবে তো :P

৩| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
সামুর কোন ব্লগার কি লেখেন তার শিরোনাম পড়লে বুঝে ফেলি !! :-B :P


আমার টেরা চোখ দিয়ে আর কী চোখ মারা যায়। :P

৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৫১

কথার ফুলঝুরি! বলেছেন: "সামুর কোন ব্লগার কি লেখেন তার শিরোনাম পড়লে বুঝে ফেলি" হুম সময় বাঁচানোর ভালো কৌশল শিখে গিয়েছেন :P হাহা! =p~

৪| ৩১ শে মে, ২০১৮ দুপুর ২:২২

ব্লগার_প্রান্ত বলেছেন: কাউসার ভাইয়ের ব্লগ থেকে এলাম।
সুন্দর লিখেছেন কথা আপু। কিন্তু বন্ধুমহলের দু-চার মারা গেলে ঘটনাটি অনেকখানি "কফি হাউজ এর সেই আড্ডা" গানটির মতো হতো। যতদূর জানি গায়কও নিজের কথা বলেননি :)

৩১ শে মে, ২০১৮ দুপুর ২:৩১

কথার ফুলঝুরি! বলেছেন: হাহা! ভাইয়া, আমার বন্ধু বান্ধবী দের প্রতি একটু বেশীই মায়া, তাই গল্পে ও কাউকে মেরে ফেলতে পারিনি :P :((

ভালো লেগেছে জেনে ভালো লাগল :P

৫| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৭

কাওসার চৌধুরী বলেছেন: আর কথা? কথার কি হলো? :( :(
তার কি বিয়ে হয়েছে? কিংবা নতুন সম্পর্ক? :(

এমবিএ পাশ করে কথা ম্যাডাম অনেক জায়গায় সিভি ড্রপ করলেন, কিন্তু ব্যাটে বলে হচ্ছিল না। এখন ক্লাসও নেই, পুরান প্রেমিককে ভুলারও সুযোগ নেই!! অনেক কষ্ট মেয়েটার। :(( পরিবার থেকে বিরামহীনভাবে ছেলে দেখা হচ্ছে কিন্তু কথার পছন্দ হচ্ছে না। X( সব ছেলে যে দেখতে খারাপ তা কিন্তু নয়। সমস্যা হলো, কথা প্রতিটি ছেলের মাঝে প্রাক্তন প্রেমিকের ছাড়া খোঁজে। B:-)

কম তো নয়, পাক্কা তের বছরের প্রেম। চাইলেই ভুলা সম্ভব নয়। :((

নতুন একটা চাকরি হয়েছে। এখন সারাদিন অফিস করে বাসায় ফিরে টিভি দেখা আর ফেইসবুকে বন্ধুদের সাথে চ্যাটিং করা। ইতিমধ্য ম্যাসেঞ্জারে/হোয়াটসআপে বেশ কয়েকটি ছেলের সাথে চ্যাটিং করছে। এর মধ্য তিনটা ছেলের সাথে একটু গভীরতা হয়েছে। সারা রাত সময় ভাগ করে এদের সাথে কথা বলে। কিন্তু কাকে রেখে কাকে নেবে বুঝতে পারছে না।

এদিকে বয়সটা ৩৩ পার হলো গত মাসে। চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। বিশ বছর বয়সে বিয়ে হলে ১২ বছরের পোলা/মাইয়া থাকতো।

ওহ, আরেকটি কথা। কথা ইদানিং ব্লগিং করছে। তবে ব্লগের কেউ তাকে পছন্দ করে কি না জানে না, কিন্তু সে একজনকে ভীষণভাবে ভালবেসে ফেলেছে। :P কেমনে মনের ভাব প্রকাশ করবে বুঝতেছে না।

মানুষটার মোবাইল/ফেইসবুক/হোয়াটসআপ/ইমো নম্বর কিছুই জানে না। :( :(( :(

০১ লা জুন, ২০১৮ সকাল ১০:১৯

কথার ফুলঝুরি! বলেছেন: "এখন সারাদিন অফিস করে বাসায় ফিরে টিভি দেখা আর ফেইসবুকে বন্ধুদের সাথে চ্যাটিং করা। ইতিমধ্য ম্যাসেঞ্জারে/হোয়াটসআপে বেশ কয়েকটি ছেলের সাথে চ্যাটিং করছে। এর মধ্য তিনটা ছেলের সাথে একটু গভীরতা হয়েছে। সারা রাত সময় ভাগ করে এদের সাথে কথা বলে। কিন্তু কাকে রেখে কাকে নেবে বুঝতে পারছে না" অবজেকশন অবজেকশন অবজেকশন ভাইয়া :( আমার গল্পের নায়িকার একসাথে ৩ টা ছেলের সাথে গভীরতা :|| সারারাত সময় ভাগ করে কথা বলা :|| আমি আমার গল্পের নায়িকা কে এভাবে কল্পনা করিনি :( :(( এইসব কি বললেন ভাইয়া, আমি দুঃখে গলায় দড়ি দিব :(( :((

"এদিকে বয়সটা ৩৩ পার হলো গত মাসে। চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। বিশ বছর বয়সে বিয়ে হলে ১২ বছরের পোলা/মাইয়া থাকতো" হাহাহা! মজা পেলাম খুব =p~

'ওহ, আরেকটি কথা। কথা ইদানিং ব্লগিং করছে। তবে ব্লগের কেউ তাকে পছন্দ করে কি না জানে না, কিন্তু সে একজনকে ভীষণভাবে ভালবেসে ফেলেছে। :P কেমনে মনের ভাব প্রকাশ করবে বুঝতেছে না" পাঠকের এই অমর বানী টা বেশী মজার। হাহা! =p~

যাই হোক, কথা কে নিয়ে আপনি যে বিশ্লেষণ করেছেন তার জন্য ধন্যবাদ :P তবে কথার অন্যান্য বন্ধু বান্ধবী দের মত কথার জন্য ও ভালো কিছু না বলে তার জন্য এসব কি বললেন :(( আপনি খুব ই নিষ্ঠুর মানুষ ভাইয়া :P অবশ্য গল্পের নায়ক ও নায়িকা দের জীবন একটু উলট পালট ই হয়, সেই হিসেবে আপনার অপরাধ মার্জনীয় :P

৬| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১২:৫৪

রোকনুজ্জামান খান বলেছেন: আমার নতুন গল্প...।
সময়ের প্রয়োজন পর্ব ১
দয়া করে একবার ঘুরে আসবেন ।
লিংক...
http://www.somewhereinblog.net/blog/rkrokon143/30242516

০১ লা জুন, ২০১৮ দুপুর ১:০৪

কথার ফুলঝুরি! বলেছেন: ধন্যবাদ ভাইয়া। হা আপনার গল্প পড়ব অবশ্যই ।

তবে আপনি চাইলে প্রান্তর পাতা ভাইয়ার নিচের লেখা এবং তার মন্তব্য গুলো পড়তে পারেন, উপকার হবে, কিভাবে লিংক দিতে হয় ও আরও অনেক কিছু জানতে পারবেন

আপনারা যারা সেফ হওয়ার অপেক্ষায়

৭| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:০১

প্রামানিক বলেছেন: এরকমই হয়, ছাত্র জীবন বড়ই সুখের জীবন, ছাত্র জীবনের আড্ডা একসময় শুধু স্মৃতি হয়ে যায়, আর কখনও আড্ডা দেয়ার মত কাউকে খুঁজে পাওয়া যায় না। চমৎকার লেখাটি উপহার দেয়ার জন্য ধন্যবাদ।

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:১৯

কথার ফুলঝুরি! বলেছেন: "এরকমই হয়, ছাত্র জীবন বড়ই সুখের জীবন, ছাত্র জীবনের আড্ডা একসময় শুধু স্মৃতি হয়ে যায়, আর কখনও আড্ডা দেয়ার মত কাউকে খুঁজে পাওয়া যায় না" কথা সত্যি।

আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

৮| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"প্রামানিকবলেছেন: এরকমই হয়, ছাত্র জীবন বড়ই সুখের জীবন, ছাত্র জীবনের আড্ডা একসময় শুধু স্মৃতি হয়ে যায়, আর কখনও আড্ডা দেয়ার মত কাউকে খুঁজে পাওয়া যায় না।"

ওহে পরমানিক ভাই?
যারা আড্ডাবাজ তারা স্বপ্নেও আড্ডা দিতে পারে!!
আমাকে জঙ্গলে রেখে আসলেও দু-চারা বন্ধু জুটিয়ে ফেলবো! তা হোক সে বাঘ, ভাল্লুক, বানর..:P

০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:১৮

কথার ফুলঝুরি! বলেছেন: "যারা আড্ডাবাজ তারা স্বপ্নেও আড্ডা দিতে পারে!!
আমাকে জঙ্গলে রেখে আসলেও দু-চারা বন্ধু জুটিয়ে ফেলবো! তা হোক সে বাঘ, ভাল্লুক, বানর" হাহা! নিজাম ভাই, স্যালুট আপনাকে :P
তবে ভাই, জঙ্গলে হোক আর যেখানে হোক, আড্ডা দেওয়ার মানুষ পাবেন হয়তো কিন্তু ছাত্র জীবনের বন্ধুদের মত আর কাউকে পাবেন না এবং সেই আনন্দ ও পাবেন না।

৯| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:৫৯

জোকস বলেছেন: ইফতারের পর আমাদের টি হাউজে টি আড্ডা দিমু।

০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:২৫

কথার ফুলঝুরি! বলেছেন: ইফতারির পর কোন আড্ডা নাই। শুধু ঘুম :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.