![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
অন্ধকার রাত, একফালি চাঁদ আকাশে
তুমি আমি পাশাপাশি, নিস্তব্ধ চারপাশ
শুধু কথা বলে আমাদের প্রেম !
আকাশের চাঁদ, সে মৃদু হাসে
নাকি হিংসায় হয় জ্বলে পুড়ে ছাই !
বাতাস বাজায় শিষ কানে কানে
নাকি তোমাকে ছোবার চেষ্টা গানে গানে !
জোনাকিরা ফিরে ফিরে চায়
নাকি আমাদের প্রেম সেই মনে
বিরহের ব্যথা জাগায় !
যার যা হয় হোক, তবু সব ভুলে
কাছে এসো প্রিয়, হাতে হাত রাখো
চল প্রেমের সমুদ্রে দেই ডুব।
০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:১০
কথার ফুলঝুরি! বলেছেন: হাহাহা! এইবার বুঝলাম নিজাম ভাই যে কবিতা বুঝেন না
"কাছে এসো প্রিয়, হাতে হাত রাখো
চল প্রেমের সমুদ্রে দেই ডুব" এখানে প্রেম
"চন্দ্র কেন হিংসে করবে??" ভাইয়া যখন একা থাকেন তখন বুঝি কোন কাপল কে প্রেম করতে দেখলে হিংসা হয়না ?
২| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:১২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখক?
আপনি কি আগের পোস্টে, আমার কোন মন্তব্য/মন্দব্য মুছে ফেলেছেন? (সম্ভবত)
ছবি দেখে গানাঃ
নীল চাঁদোয়া,
আকাশটাকে আজ লাগছে যেন
মাঝে মাঝে কিছু কিছু তাঁরা বোনা
বৃষ্টি ধোয়া...
বি. দ্রঃ যে কোন ধরনের মন্তব্য মুছে ফেলার অধিকার লেখকদের আছে! তবে কি কারণে মন্তব্য মুছে ফেলা হয়েছে প্রতিউত্তরে তা জানাতে হবে! এতে খাটাশ পাঠকরা সচেতন হবে!!
০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:১৬
কথার ফুলঝুরি! বলেছেন: "আপনি কি আগের পোস্টে, আমার কোন মন্তব্য/মন্দব্য মুছে ফেলেছেন?" কই না তো ভাইয়া :-& আপনার মূল্যবান মন্তব্য মুছব কেন
তবে কোন মন্তব্য যদি ডাবল হয়ে যায় কখনো তখন মুছে ফেলি, কিন্তু আপনার না কার টা মুছেছি তা তো মনেই নেই আমার
(
৩| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:২৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ডাবল মন্তব্য হলে অবস্যই মুছে ফেলবেন!
ট্যাবে ব্লগিং করার সময় মাঝেমধ্যে লগআউট হয়ে যায়,! সমস্যাটা এই কারণে...
গত পোস্টে একটা ছড়া লিখেছিলাম,
ওরে কথা ফুলঝুড়ি(নট ঝুরি, পিঁয়াজি)
হবে নাকি আড্ডা?
চাও যদি ঘুরতে
চলো যাই বাড্ডা!!
বি. দ্রঃ
কাওসার ভাই অসুস্থ হে! প্রেমের কবিতা বাদ দিয়ে বেচারার একটু খোঁজখবর নিন!
০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:৩১
কথার ফুলঝুরি! বলেছেন: "ট্যাবে ব্লগিং করার সময় মাঝেমধ্যে লগআউট হয়ে যায়,! সমস্যাটা এই কারণে" তাহলে আপনি নিশ্চিত থাকেন ভাইয়া নিশ্চয় পোস্ট হয়নি মন্তব্য, তার আগেই হয়তো লগ আউট হয়ে গিয়েছে
"ওরে কথা ফুলঝুড়ি(নট ঝুরি, পিঁয়াজি)
হবে নাকি আড্ডা?
চাও যদি ঘুরতে
চলো যাই বাড্ডা"
কথার ফুলঝুরি তাঁকে নিয়ে লেখা এমন চমৎকার ছড়া মুছতেই পারেনা , আপনি মিথ্যা অপবাদ দিয়েছিলেন আমাকে
"কাওসার ভাই অসুস্থ হে" তা কিছুটা অনুমান করতে পেরেছিলাম, তাইতো ব্লগে কেমন গুমোট গুমোট ঝিমানো ভাব উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ব্লগের চঞ্চলতা ফিরিয়ে আনুক ।
৪| ০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
কাওসার চৌধুরী বলেছেন:
ওরে কথা ফুলঝুড়ি(নট ঝুরি, পিঁয়াজি)
হবে নাকি আড্ডা?
চাও যদি ঘুরতে
চলো যাই বাড্ডা!!
প্রিয় মন্ডল ভাইকে ধন্যবাদ, আমার কথাটি লেখার জন্য। শরীরটা একটু খারাপ ছিল। এখন ঠিক আছে।
আপনার চমৎকার কবিতাটি পড়লাম। খুব ভাল লেগেছে। বিরহের চমৎকার অভিব্যক্তি কবিতায় ফুটে উঠেছে। পাশাপাশি, মৃদু অভিমান আর অপেক্ষা। বেশ ভাল।
০৩ রা জুন, ২০১৮ সকাল ৯:৪৮
কথার ফুলঝুরি! বলেছেন: "আপনার চমৎকার কবিতাটি পড়লাম। খুব ভাল লেগেছে" অনেক ধন্যবাদ ভাইয়া।
"বিরহের চমৎকার অভিব্যক্তি কবিতায় ফুটে উঠেছে" ভাইয়া ভাবলাম এবার একটু বিরহ বাদ দিয়ে প্রেম করি
তাও আপনি কবিতায় বিরহ দেখতে পেলেন
৫| ০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
ব্লগার_প্রান্ত বলেছেন: একি কবিতা না গানের লিরিক? খুব সুন্দর হয়েছে....
০৩ রা জুন, ২০১৮ সকাল ৯:৫০
কথার ফুলঝুরি! বলেছেন: "একি কবিতা না গানের লিরিক" হাহা! একটা হলেই হল আর কি
ধন্যবাদ প্রান্তর ভাইয়া কবিতা পাঠ ও আপনার...... থুক্কু তোমার মন্তব্য এর জন্য
৬| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১১:২৯
তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর লিখেছেন, শুভ ব্লগিং।
০৩ রা জুন, ২০১৮ সকাল ১১:৪৮
কথার ফুলঝুরি! বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, কবিতা পাঠ ও মন্তব্য করে আমাকে অনুপ্রানিত করার জন্য।
ভালো লেগেছে জেনে খুশী হলাম।
৭| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ১২:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতা ও ছবি দারুণ ।
++++
০৩ রা জুন, ২০১৮ দুপুর ১২:২৫
কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া, আমার ব্লগ বাড়ি ঘুরে যাওয়া ও মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
"++++ " অনেক বেশী খুশী হলাম সাথে অনুপ্রানিত
৮| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৫:৫৪
কাওসার চৌধুরী বলেছেন: "বিরহের চমৎকার অভিব্যক্তি কবিতায় ফুটে উঠেছে" ভাইয়া ( ভাবলাম এবার একটু বিরহ বাদ দিয়ে প্রেম করি
তাও আপনি কবিতায় বিরহ দেখতে পেলেন
কবির বিরহ আসলেই কাটছে কী না তা চেক করতেই "বিরহ বচন" করেছি।:#P
০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৫০
কথার ফুলঝুরি! বলেছেন: শুভ সকাল ভাইয়া।
"কবির বিরহ আসলেই কাটছে কী না তা চেক করতেই "বিরহ বচন" করেছি" হাহা! বুদ্ধি ভালো বিরহ কাটছে কিনা তা দেখার জন্য কাটুক ধীরে সুস্থে
বেশী তাড়াতাড়ি বিরহ কেটে গেলে ফিরে পাওয়ার আনন্দ টা অত গভীর হবেনা
৯| ০৩ রা জুন, ২০১৮ রাত ৯:৩৭
পবন সরকার বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল।
০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৫১
কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আমার ব্লগ বাড়ী ঘুরে যাওয়া ও মন্তব্য করে উৎসাহিত করার জন্য। কবিতা ভালো লেগেছে জেনে খুশী হলাম ।
১০| ০৩ রা জুন, ২০১৮ রাত ১০:২৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
লগইন দেখে এলুম
যেহেতু নতুন পোস্ট নাই
গেলুম আমি
গুড বাই!!
০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৫২
কথার ফুলঝুরি! বলেছেন: একটু বিজি ছিলাম নিজাম ভাই
তবে নিয়েন না বেশী দিনের জন্য গুড বাই
খুব জলদি নতুন পোস্ট দিতে চাই
১১| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৭
নাজিম সৌরভ বলেছেন: জোনাকিরা ফিরে ফিরে চায়,
নাকি আমাদের প্রেম সেই মনে...
লাইন দুটি ভালো লেগেছে !
০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৬
কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আমার ব্লগ বাড়ী ঘুরে যাওয়া ও মন্তব্য করে আপনার ভালো লাগা জানানোর জন্য।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:০৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি কি প্রথম??


@"আমাদের প্রেম"
কই?
কে প্রেম করছে?
কার সাথে??
চন্দ্র কেন হিংসে করবে??