নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

“Facebook এর বাহিরে যে জীবন, তোমার আর আমার” !:#P

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৮



Facebook এর বাহিরেও একটা জীবন আছে, যেখানে
শরতের স্নিগ্ধ বিকেল তৈরি করবে
হাতে হাত রেখে হেটে যাওয়ার পথ
পথিক হব দুজনে মোরা
নিব এভাবেই জীবনের পথে পাশাপাশি হেটে যাওয়ার শপথ !

Facebook এর বাহিরেও একটা জীবন আছে, যেখানে
অঝর ধারার বৃষ্টিতে ভিজে দুজনে হয়ে যাব একাকার
বৃষ্টির জল প্রকৃতির ক্যানভাসে আঁকবে
তোমার আর আমার ছবি, আহ! কি চমৎকার !

Facebook এর বাহিরেও একটা জীবন আছে, যেখানে
কোন এক পড়ন্ত বিকেলে
তোমায় সঙ্গী করে নৌকায় চরে যাত্রা হবে সূর্যাস্তের পানে
শান্ত নদীর শান্ত ঢেউ দোলা দিয়ে যাবে দুজনের মনে !

Facebook এর বাহিরেও একটা জীবন আছে, যেখানে
সারাদিনের জন্য হারিয়ে যাব অজানার উদ্দেশ্যে
যেখানে প্রকৃতি তার প্রেমের আলিঙ্গনে তোমায় আর আমায় জড়িয়ে নিবে নিবিরভাবে ভালবেসে !

Facebook এর বাহিরেও একটা জীবন আছে, যেখানে
দেখা হবে সূর্যোদয়ের সাথে
সূর্যের প্রথম আলো এসে ছুঁয়ে যাবে তোমার কপাল
ভোরের পাখি হব তুমি আর আমি
নিয়ে আসব দুজনে উজ্জ্বল সকাল !

Facebook এর বাহিরেও একটা জীবন আছে, যেখানে
সন্ধ্যা রাতে হবে ছাঁদে হাটাহাটি
চাঁদ তার জোৎস্নার চাঁদরে ঢেকে দিবে তোমার আমার দুজনার দুটি মন
আকাশের তারাগুলো ও হবে শামিল
তোমার আর আমার মত তারা ও করবে ভালবাসায় মাতামাতি !

Facebook এর বাহিরেও একটা জীবন আছে, যেখানে
সমুদ্রের কোল ঘেঁসে হেটে বেড়ানো তোমার আর আমার সাথী হবে নীল আকাশের গাংচিল
সমুদ্রের প্রতিটি গর্জন হবে প্রার্থনারত, যেন
তোমার আর আমার এ বন্ধন থাকে চির অমলিন !

Facebook এর বাহিরেও একটা জীবন আছে, যেখানে
গল্প হবে তোমার সাথে
কথা আমি বলেই যাব, বলেই যাব
যতক্ষণ না হই ক্লান্ত
হঠাৎ তুমি উঠবে বলে
একটু আস্তে কথা বল
আশে পাশে মানুষ আছে তো !

Facebook এর বাহিরেও একটা জীবন আছে, যেখানে
ঘণ্টা হিসেবে রিকশায় করে ঘুরে বেড়ানো হবে
যাওয়া হবে, টি এস সি কিংবা ধানমণ্ডি বত্রিশ
সময়ের সাথে নিব আড়ি, আনন্দ হবে সীমাহীন
প্রেম কানে কানে বাজাবে শিষ !

Facebook এর বাহিরেও একটা জীবন আছে, যেখানে
তোমার বাঁশির সুর ছুয়ে যাবে আমার হৃদয়ের আনাচে কানাচে
সুরের মূর্ছনায় ভালবাসা হবে দ্বিগুণ
জীবনের কিছু অপ্রাপ্তি, কিছু দুঃখ না হয় দিব সুরের দামে বেচে !

Facebook এর বাহিরেও একটা জীবন আছে, যেখানে
বেডরুম এর বারান্দার গ্রিল বেয়ে চুইয়ে চুইয়ে পরবে অন্ধকার
তোমার আর আমার খুনসুটি তে কেটে যাবে রাত্রির সমস্ত আঁধার !

Facebook এর বাহিরেও একটা জীবন আছে, যেখানে
তোমার মমতার স্পর্শে জীবন ফিরে পাবে আমার মৃত মন
নিস্তব্ধ এ দেহ নীরবতা ভেঙ্গে হয়ে যাবে চঞ্চল !

বিঃ দ্রঃ কবিতা টি লেখকের আজ পর্যন্ত লেখা সবচেয়ে প্রিয় কবিতা। লেখকের অনেক ভাললাগার কিছু স্মৃতি ও স্বপ্নের বহিঃপ্রকাশ হচ্ছে কবিতা টি। :P

কবিতার শিরোনাম “Facebook এর বাহিরে যে জীবন, তোমার আর আমার” হওয়ার কারন, আমরা সবাই ফেসবুক নিয়ে এত বেশী মেতে থাকি আর এত সময় ফেসবুক এ বসে থেকে নষ্ট করি যে এই ফেসবুক এর বাহিরে ও যে একে অপরকে ভালোবাসার, একে অপরকে কাছে পাওয়ার অনেক সুন্দর, মোহনীয় ও স্বর্গীয় রূপ আছে তা ভুলে যাই। আমরা ফেসবুক এ কম আর আমাদের ভালোবাসার মানুষগুলোর সাথে সময় কাটাই বেশী। উপভোগ করি জীবন আর ভালোবাসা।

উৎসর্গ ঃ আমার প্রিয় ভালোবাসার মানুষটিকে !:#P


মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৪

তারেক_মাহমুদ বলেছেন: আসলেই ঠিক বলেছেন, ফেসবুকের বাইরেও জীবন আছে।

০৯ ই জুন, ২০১৮ সকাল ৯:৩২

কথার ফুলঝুরি! বলেছেন: জি ভাইয়া! তবে আমরা সবাই যেন সেই জীবনের স্বাদ নিতে না ভুলে যাই ।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্য এর জন্য।

২| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৫

লাবণ্য ২ বলেছেন: চমৎকার লিখেছেন আপু।

০৯ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৩

কথার ফুলঝুরি! বলেছেন: "চমৎকার লিখেছেন আপু" ভালো লেগেছে জেনে খুশী হলাম আপু।
ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য।

৩| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৬

মিথী_মারজান বলেছেন: বাহ্!
সুন্দর উপলবদ্ধি।
ভালোবাসার মানুষকে নিয়ে সুন্দর হোক আপনার আগামী।

০৯ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৫

কথার ফুলঝুরি! বলেছেন: "ভালোবাসার মানুষকে নিয়ে সুন্দর হোক আপনার আগামী" অনেক ধন্যবাদ মিথী_মারজান আপু আপনার শুভকামনার জন্য। !:#P
কবিতা পাঠ এবং আপনার মূল্যবান মন্তব্য এর জন্য অনেক ধন্যবাদ আপু।

৪| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৭

বিজন রয় বলেছেন: একটু ধীরে চলুন।

০৯ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৬

কথার ফুলঝুরি! বলেছেন: হাহাহা! :P জী ঠিক বলেছেন বিজন রয় ভাই, বেশী দ্রুত চললে হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে । :P ধন্যবাদ আপুর পাশে থাকার জন্য।

৫| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৮

মিথী_মারজান বলেছেন: উপলব্ধি*

০৯ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৭

কথার ফুলঝুরি! বলেছেন: "উপলব্ধি* " হাহা! কোন সমস্যা নেই আপু, মাঝে মাঝে হয়ে যায়, টাইপিং মিস্টেক ।

৬| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ফেসবুক আমাদের মূল্যবান সময়ে ভাগ বসিয়েছে।

০৯ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৯

কথার ফুলঝুরি! বলেছেন: "ফেসবুক আমাদের মূল্যবান সময়ে ভাগ বসিয়েছে" জী ভাইয়া, ঠিক বলেছেন। তবে আমরা ই আমাদের মূল্যবান সময় দিয়ে দিচ্ছি ফেসবুক কে, যে সময় গুলো চলে গেলে আর পাওয়া যাবেনা।
অনেক ধন্যবাদ শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) ভাইয়া। আশা করি পাশে পাবো সবসময়।

৭| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কিন্তু এখন পথে ঘাটে যেখানেই যাই সবার হাতে মোবাইল ফোন। সবাই ভীষণ ব্যস্ত। তাদের আঙ্গুলকাজ করছে ফোনের বাটনে। তাদের অন্য কোন জীবন যেন থাকতে নেই।

০৯ ই জুন, ২০১৮ সকাল ৯:৪১

কথার ফুলঝুরি! বলেছেন: "কিন্তু এখন পথে ঘাটে যেখানেই যাই সবার হাতে মোবাইল ফোন। সবাই ভীষণ ব্যস্ত। তাদের আঙ্গুলকাজ করছে ফোনের বাটনে। তাদের অন্য কোন জীবন যেন থাকতে নেই" ভাইয়া, কথা সত্যি বলেছেন। এখন মানুষের মন পড়ে থাকে সারাক্ষণ সেই মোবাইল আর ফেসবুক এ ।
এমন ও হয়েছে যে কাজিন বা বন্ধুরা মিলে প্লান করে দেখা করলাম একসাথে সবাই, কিন্তু একসাথে হওয়ার পর যে যার যার মত মোবাইল নিয়ে বিজি, তাহলে সেই একত্রিত হওয়ার মানে টা কি রইল।

৮| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:২২

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার একটি উপলব্ধি!! আসলেই ফেইসবুক পারিবারিক জীবনকে, দাম্পত্য জীবনকে, ভালবাসার বন্ধনকে অনেকটা আলগা করে দিয়েছে। অবসরের সময়টায় পরিবার-পরিজন নয়, আমরা ফেইসবুকে নিয়ে বেশি ব্যস্ত থাকি। এটি মোটেও ভাল লক্ষণ নয়। :( :( :(

আমার আজকের গল্পটিতে আপুর জন্য একটি সারপ্রাইজ আছে।

০৯ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৪

কথার ফুলঝুরি! বলেছেন: "আসলেই ফেইসবুক পারিবারিক জীবনকে, দাম্পত্য জীবনকে, ভালবাসার বন্ধনকে অনেকটা আলগা করে দিয়েছে। অবসরের সময়টায় পরিবার-পরিজন নয়, আমরা ফেইসবুকে নিয়ে বেশি ব্যস্ত থাকি" সময় থাকতে এবং আপন মানুষগুলো কাছে থাকতে সময় চলে যাওয়ার আগেই বিষয় টা উপলব্ধি করা উচিত সবার। তা না হলে একসময় শুধু আফসোস ছাড়া আর কিছু থাকবেনা।


"আমার আজকের গল্পটিতে আপুর জন্য একটি সারপ্রাইজ আছে" ভাইয়া, লাস্ট গল্পে আপু কে যে সারপ্রাইজ দিয়েছেন :#) আবার ও সারপ্রাইজ :-B ওয়াও, আসছি আপনার গল্প পড়তে।

৯| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি হে লেখক?
পোস্ট দিয়ে প্রতিউত্তর না করে ডুব মারলে হবে??X(
তাও আবার যার তার নামে পোস্ট জবাই দেয়া!!X(



কবুতর(কবিতা) নাকি শান্তির প্রতীক??
পুনশ্চঃ আমি ফেসবুক যাই না!

০৯ ই জুন, ২০১৮ সকাল ৯:৫০

কথার ফুলঝুরি! বলেছেন: "পোস্ট দিয়ে প্রতিউত্তর না করে ডুব মারলে হবে??X(" হাহা! মাঝে মাঝে ডুব দিতে হয় নিজাম ভাই, তা না হলে বুঝব কি করে কে আমাকে মিস করে আর কে করেনা :P আমিতো ভাবছি একদিন ব্লগ থেকে হারিয়ে যাব আর দূর থেকে দেখব নিজাম ভাই আমাকে নিয়ে হারানো বিজ্ঞপ্তি দেয় কিনা। ;)
বাস্তবে ও ইচ্ছে করে মরে যাওয়ার অভিনয় করে দেখি কে আমার জন্য কাঁদে আরে কে কাঁদে না :P

"তাও আবার যার তার নামে পোস্ট জবাই দেয়া!!" এভাবে বইলেন না নিজাম ভাই :(( তিনি আপনার আপুর ----------------------- ;) !:#P

"কবুতর(কবিতা) নাকি শান্তির প্রতীক" জী কবিতা ভালোবাসার প্রতীক, কবিতা বিরহের প্রতীক :P
"পুনশ্চঃ আমি ফেসবুক যাই না! " ফেসবুক এ যান না বলেই তো আপনাকে আমরা ব্লগ এ পাই :#)

১০| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

জাহিদ অনিক বলেছেন:

ঠিকই বলেছেন। ফেসবুকে কিছুই নেই। হুদাই হুদাই ঘন্টার পর ঘন্টা স্ক্রলিং করতে থাকি।

০৯ ই জুন, ২০১৮ সকাল ৯:৫২

কথার ফুলঝুরি! বলেছেন: "হুদাই হুদাই ঘন্টার পর ঘন্টা স্ক্রলিং করতে থাকি" দুঃখজনক হলেও কথা তো সত্যি ভাইয়া। তারপরেও এই কাজ টা করি এবং জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করি :((
অনেক ধন্যবাদ জাহিদ অনিক ভাই, আপনার মন্তব্য এর জন্য। পাশে থাকবেন সবসময় আশা করি।

১১| ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:১২

আহমেদ জী এস বলেছেন: কথার ফুলঝুরি!



হায় ! ফেসবুকের বাইরে যদি জীবনটা এমন হতো !
সিংহভাগ ফেসবুকাররা জানেই না , আসলে জীবন কি ! তাদের চিন্তা চেতনা ৬ইঞ্চি বাই ৪ইঞ্চি জানালায় আবদ্ধ । বিশাল আকাশটা দেখার মতো মানসিকতা তারা খুঁইয়ে বসেছে অনেক আগেই । তাদের ইহকাল আর পরকাল মনে হয় ওখানেই বাঁধা পড়ে আছে । তারা আপনার এই জীবনটাকে দেখা তো দূর , চিন্তাই করতে পারেনা যে এমন একটা জীবনও কারো হতে পারে । যারা সমুদ্র দেখেনি তারা এঁদো ডোবাকেই বিশাল কিছু বলে ধরে নেয় । ব্যতিক্রম বাদে আমাদের ফেসবুকাররাও তাই ।

জীবনটাকে নিয়ে আপনার এই সুন্দর কথামালা হয়তো এখানেই সীমাব্দ্ধ থেকে যাবে ।

একটি অনিন্দ্য অনুভূতির প্রকাশ ।



০৯ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৭

কথার ফুলঝুরি! বলেছেন: "সিংহভাগ ফেসবুকাররা জানেই না , আসলে জীবন কি ! তাদের চিন্তা চেতনা ৬ইঞ্চি বাই ৪ইঞ্চি জানালায় আবদ্ধ । বিশাল আকাশটা দেখার মতো মানসিকতা তারা খুঁইয়ে বসেছে অনেক আগেই । তাদের ইহকাল আর পরকাল মনে হয় ওখানেই বাঁধা পড়ে আছে । তারা আপনার এই জীবনটাকে দেখা তো দূর , চিন্তাই করতে পারেনা যে এমন একটা জীবনও কারো হতে পারে । যারা সমুদ্র দেখেনি তারা এঁদো ডোবাকেই বিশাল কিছু বলে ধরে নেয়" কি চমৎকার কথা বলেছেন আহমেদ জী এস ভাইয়া। আসলেই জীবন টা অনেক সুন্দর এবং আমরা চাইলেই এই জীবন টাকে আরও অনেক বেশী সুন্দর করতে পারি। জীবন কে উপভোগ করতে হবে প্রিয় মানুষগুলোকে পাশে নিয়ে ফেসবুকে সময় নষ্ট করে নয়। সবার ই উপলব্ধি টা হোক।

"জীবনটাকে নিয়ে আপনার এই সুন্দর কথামালা হয়তো এখানেই সীমাব্দ্ধ থেকে যাবে" না ভাইয়া, কবিতা টি আমার অনেক ভালোলাগার স্মৃতি আর স্বপ্নের বহিঃপ্রকাশ। কবিতার লাইনগুলো সব আমার জীবন থেকে নেওয়া :P আমি আমার জীবনকে উপভোগ করতে চাই আমার প্রিয় আর আপন মানুষগুলো কে পাশে নিয়ে।

১২| ০৯ ই জুন, ২০১৮ রাত ১২:৫৭

ওমেরা বলেছেন: আমার জীবন পুরোটাই ফেসবুকের বাহিরে কখনো ফেসবুক ইউজার ছিলাম না এখনো নেই , অবশ্য অনেকের কাছ থেকে খ্যাত
, অনস্মার্ট উপাধি পেয়েছি একারনে।

০৯ ই জুন, ২০১৮ সকাল ১০:০৩

কথার ফুলঝুরি! বলেছেন: "আমার জীবন পুরোটাই ফেসবুকের বাহিরে কখনো ফেসবুক ইউজার ছিলাম না এখনো নেই" শুনে ভালো লাগল খুব। তাহলে আপনি ই পারবেন আপনার জীবনের মূল্যবান সময় গুলোকে উপভোগ করতে। শুভকামনা আপনার জন্য অনেক।


"অবশ্য অনেকের কাছ থেকে খ্যাত
, অনস্মার্ট উপাধি পেয়েছি একারনে" জাস্ট ইগনোর, আপনার জীবনের চাইতে নিশ্চয় মানুষ কি বলে না বলে সেটা মূল্যবান নয়। স্মার্ট নেস যদি ফেসবুক এর উপর নির্ভর করতো তাহলে আজ যে গ্রাম গঞ্জের অশিক্ষিত আর মূর্খ মানুষগুলো ও ফেসবুক চালায় তারা ও সব স্মার্ট হয়ে যেত, এক কথায় আন স্মার্ট বলে তো কেউ থাকতোই না।

১৩| ০৯ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৩

রাজীব নুর বলেছেন: বাসায় ডিম শেষ .. পাশের বাসা থেকে কড়া ডিম ভাজার গন্ধ অাসছে .. কিমনডা লাগে..

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:০৫

কথার ফুলঝুরি! বলেছেন: এই সকাল সকাল কি মনে করিয়ে দিলেন ভাইয়া :(( ডিম ভাজা আর গরম ভাত সাথে পাতলা ডাল আমার প্রিয় খাবার :P

"পাশের বাসা থেকে কড়া ডিম ভাজার গন্ধ অাসছে .. কিমনডা লাগে.." হাহা! খুব ই করুন অবস্থা :P

১৪| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: ফেসবুক আমি ততটা পছন্দ করি না ।। :P


তা নানী তোমার ফেসবুক আইডির নাম কী ?

১০ ই জুন, ২০১৮ দুপুর ১:২২

কথার ফুলঝুরি! বলেছেন: "ফেসবুক আমি ততটা পছন্দ করি না" জেনে ভালো লাগল, আর বেশী ফেসবুক পছন্দ করলে আপনার ব্লগের বন্ধুরা আপনাকে কম পাবে তাই ফেসবুক পছন্দ না করাই ভালো।

"তা নানী তোমার ফেসবুক আইডির নাম কী" নানী তো বুড়ী মানুষ, ফেসবুক আইডি তো দুরের কথা সেটা কি তা ই তো জানেনা নাতী :P ;)

১৫| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: রোজার দিন মিথ্যা কথা বললে আমলনাম ভারী হয় !! =p~

১০ ই জুন, ২০১৮ দুপুর ১:৫০

কথার ফুলঝুরি! বলেছেন: "রোজার দিন মিথ্যা কথা বললে আমলনাম ভারী হয়" এটা ও একটা মিথ্যা কথা। মিথ্যায় মিথ্যায় কাটাকাটি :P

১৬| ১৩ ই জুন, ২০১৮ ভোর ৬:৫৫

সামু পাগলা০০৭ বলেছেন: আমি ফেসবুক ব্যবহার করিনা। আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়। লোক দেখানোই যেন নীল দুনিয়ার কালচার। দুটো মানুষ বিশেষ দিনে ডিনার করতে গেলে একে অপরের চোখে না হারিয়ে, ফেসবুকে ছবি আপলোড করে এবং কমেন্ট দেখে টাইম পার করে দেয়! সবাই দামী রেস্টুরেন্টে বসে থাকা হাসিখুশি সেই দম্পতিকে দেখে হয়ত সুখি ভাবেন। কিন্তু তারা তো সুখটাকে উপভোগ না করে সুখের অসুখ বাঁধিয়ে বসে থাকেন!

অসাধারণ কবিতায় লাইক।
আপনার এবং দুলাভাইয়ের জন্যে ;) শুভেচ্ছা।

১৩ ই জুন, ২০১৮ সকাল ১০:২৫

কথার ফুলঝুরি! বলেছেন: 'দুটো মানুষ বিশেষ দিনে ডিনার করতে গেলে একে অপরের চোখে না হারিয়ে, ফেসবুকে ছবি আপলোড করে এবং কমেন্ট দেখে টাইম পার করে দেয়! সবাই দামী রেস্টুরেন্টে বসে থাকা হাসিখুশি সেই দম্পতিকে দেখে হয়ত সুখি ভাবেন। কিন্তু তারা তো সুখটাকে উপভোগ না করে সুখের অসুখ বাঁধিয়ে বসে থাকেন" জী আপু, ফেসবুক নিয়ে বিজি থাকতে থাকতে বাস্তব জীবনের আনন্দ উপভোগ করতে ভুলেই যাই। কোথাও ঘুরতে গেলাম, সেখানে ও সেই জায়গায় সৌন্দর্য দেখা বাদ দিয়ে বিজি থাকি ফেসবুক এ আপলোড করার জন্য নিজের ছবি তোলা নিয়ে।

"আপনার এবং দুলাভাইয়ের জন্যে ;) শুভেচ্ছা" হাহাহা! ধন্যবাদ আপু !:#P

১৭| ২৪ শে জুন, ২০১৮ সকাল ৯:১২

মোঃ খুরশীদ আলম বলেছেন: প্রিয় জনদের কাছ থেকে ফেজবুক আমাদের অনেক দূরে সরিয়ে দিয়েছে।

২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:২১

কথার ফুলঝুরি! বলেছেন: "প্রিয় জনদের কাছ থেকে ফেজবুক আমাদের অনেক দূরে সরিয়ে দিয়েছে" কথা সত্যি ভাইয়া। যখন ফেসবুক ছিলনা তখন সবাই একে অপরের আরও বেশী কাছাকাছি ছিলাম মনের দিক দিয়ে। সম্পর্ক গুলো আরও অনেক বেশী গাড় ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.