![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
আমি মহাকাল কাকে বলে জানিনা
জানিনা, নীল আকাশ আজ মেঘের রঙ এ সেজেছে কিনা !
আমি জানিনা
পথ হারা হরিণী আজ কোথায় কতদূর
বাঁশুরিয়ার বাঁশীর সুর কেন যে লাগে বেসুর !
আমি এটা ও জানিনা
শতাব্দীর শত বর্ষ আজ কত বছরে
পদ্মার ভাঙনের সুর, এপারে না ওপারে !
আমি শুধু জানি
তুমি নেই তাই আমার বাগানে ফুল ফোটেনা
হিসেবেও আজ হয় গড়মিল
কতদিন তোমায় দেখিনা !
২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪৮
কথার ফুলঝুরি! বলেছেন: "কবিতা ভাল লেগেছে" কবিতা ভালো লেগেছে জেনে খুশী হলাম ভাইয়া, সাথে অনুপ্রানিত !
ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য মোস্তফা সোহেল ভাইয়া।
২| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪২
মোঃ খুরশীদ আলম বলেছেন: কত দিন তোমায় দেখিনা। আহা! কি দুঃখ।
২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৬
কথার ফুলঝুরি! বলেছেন: "কত দিন তোমায় দেখিনা। আহা! কি দুঃখ" হাহা
মন্তব্য এর জন্য ধন্যবাদ মোঃ খুরশীদ আলম ভাইয়া ।
৩| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪৫
খায়রুল আহসান বলেছেন: কবিতায় প্রচ্ছন্ন বেদনার সুর আর হাহাকার পাঠকের মনে আবেদন রেখে যায়।
কবিতার শিরোনামটা দৃষ্টি আকর্ষক।
২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৯
কথার ফুলঝুরি! বলেছেন: "কবিতায় প্রচ্ছন্ন বেদনার সুর আর হাহাকার পাঠকের মনে আবেদন রেখে যায়" জী ভাইয়া সত্যি বলেছেন !
"কবিতার শিরোনামটা দৃষ্টি আকর্ষক" ধন্যবাদ ভাইয়া। তবে কবিতা কেমন হয়েছে তা তো জানতে পারলাম না
৪| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫০
রাজীব নুর বলেছেন: দেখার দরকার নাই। নিজেকে যোগ্য করে তোলেন তখন আপনাকে দেখার জন্য লোকে লাইন দিবে।
২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৩
কথার ফুলঝুরি! বলেছেন: "দেখার দরকার নাই। নিজেকে যোগ্য করে তোলেন তখন আপনাকে দেখার জন্য লোকে লাইন দিবে" হাহা আমার ভাইয়া বরাবর ই একটু অন্যরকম মন্তব্য করে। বিষয়টা ভালো লাগে আমার।
কথা তো সত্যি ভাইয়া কিন্তু হাজার মানুষে দেখা আর সেই বিশেষ একজনে দেখার মধ্যে তো পার্থক্য আছে ভাইয়া, আর সেই বিশেষ মানুষটি কে ও যে আমার দেখতে মন চাইবে আর সব মানুষকে যত ই দেখি না কেন
৫| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫২
কাওসার চৌধুরী বলেছেন: হারিয়ে যাওয়া মানুষটার জন্য আকুতি দেখে মনটা খারাপ হয়ে গেল। এটাই জীবন, আর এভাবেই পথ চলতে হয়। ভালবাসা কখনো হারিয়ে যায়, স্মৃতিময় হয়; কিন্তু জীবন থেমে থাকে না। চলতে থাকে রেলগাড়ির গতিতে।
মান্না দের বিখ্যাত "কতদিন দেখিনি তোমায়" গানটি শুনুন মন ভাল হবে।
২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৭
কথার ফুলঝুরি! বলেছেন: "হারিয়ে যাওয়া মানুষটার জন্য আকুতি দেখে মনটা খারাপ হয়ে গেল" হাহাহা ! ভাইয়া আমার সব লেখা বা কবিতা ই কিন্তু আমার নিজের সাথে সম্পর্কিত না
তবে এটা সম্পর্কিত
হিহি
কথার ফুলঝুরি সামু তে থেকে থেকে লেখা শিখছে তাই নিজস্ব অভিজ্ঞতার বাইরে ও লেখার চেষ্টা করছে ইদানিং
গান টি খুব পছন্দের। ধন্যবাদ সেটি দেওয়ার জন্য।
৬| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:২২
সিগন্যাস বলেছেন: ১২ লাইনের কবিতা।কিন্তু কত যত্ন নিয়ে লেখা।খুবই ভাললাগলো পড়ে।আর বেশি বেশি দেখা নাহওয়ায় উত্তম।
২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৮
কথার ফুলঝুরি! বলেছেন: "১২ লাইনের কবিতা।কিন্তু কত যত্ন নিয়ে লেখা।খুবই ভাললাগলো পড়ে" সিগন্যাস ভাইয়া, খুব ভালো এবং খুশী লাগল আপনার মতামত জেনে
"বেশি দেখা নাহওয়ায় উত্তম" জী ভাইয়া তাঁহা সত্য তবে একবারে অনেকদিন বেশী না দেখা হওয়া তো ভালো না হাহা
৭| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৬
কথার ফুলঝুরি! বলেছেন: আপনার দেওয়া + পেয়ে অনুপ্রানিত হলাম সেলিম আনোয়ার ভাইয়া
অনেক ধন্যবাদ কবিতা পাঠ ও মন্তব্য করার জন্য।
৮| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৬
লাবণ্য ২ বলেছেন: চমৎকার কাব্য!
২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:২২
কথার ফুলঝুরি! বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে খুশী হলাম লাবণ্য আপু।
অনেক ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য।
৯| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৭
ফেনা বলেছেন: সুন্দর কবিতা।
মুগ্ধতা রেখে গেলাম।
২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৪
কথার ফুলঝুরি! বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্য এর জন্য ধন্যবাদ ফেনা ভাইয়া । কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগল
১০| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৭
ফেনা বলেছেন: সুন্দর কবিতা।
মুগ্ধতা রেখে গেলাম।
২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৫
কথার ফুলঝুরি! বলেছেন: আবারও ধন্যবাদ আপনাকে ভাইয়া ।
১১| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৯
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় ভাল লাগা রইল ।
২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৬
কথার ফুলঝুরি! বলেছেন: ধন্যবাদ ও ভালোবাসা রইল আপনার প্রতি ও ।
কবিতা ভালো লেগেছে জেনে উৎসাহিত হলাম ।
১২| ২৬ শে জুন, ২০১৮ রাত ১:৪১
ওমেরা বলেছেন: সুন্দর !!
২৬ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৩
কথার ফুলঝুরি! বলেছেন: ধন্যবাদ ও ভালোবাসা রইল ওমেরা আপু ।
১৩| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৭
সিগন্যাস বলেছেন: আপনার গল্প পড়তে এসেছি।
২৬ শে জুন, ২০১৮ দুপুর ১:৫৩
কথার ফুলঝুরি! বলেছেন: হাহা ! আপনি কিভাবে বুঝলেন ভাইয়া যে আমার পরবর্তী পোস্ট টা একটা গল্প হবে
গল্প লিখিনি কখনো, তবে সামু তে থেকে থেকে শিখছি গল্প লেখা
তার ফলাফল স্বরূপ একটা গল্প লিখছি, লেখা শেষ হলে পোস্ট দিলে সবার আগে দাওয়াত টা আপনাকেই দিব ইনশাআল্লাহ্
১৪| ২৬ শে জুন, ২০১৮ রাত ১০:৫৫
পবন সরকার বলেছেন: ভালো লাগল।
২৭ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৪
কথার ফুলঝুরি! বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে খুশী হলাম পবন সরকার ভাইয়া
কবিতা পাঠ ও মন্তব্য এর জন্য অনেক ধন্যবাদ।
১৫| ২৭ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৬
মনিরা সুলতানা বলেছেন: লেখার হাহাকার মন ছুঁয়ে গেলো!
শুভ কামনা
২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:০৫
কথার ফুলঝুরি! বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্য এর জন্য অনেক ধন্যবাদ মনিরা আপু। ভালোবাসা রইল
১৬| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:১৮
শাহরিয়ার কবীর বলেছেন:
আমি আইসা গেছি কবিতায় লাইক দিতে।
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩০
কথার ফুলঝুরি! বলেছেন: কতদিন নানা কে দেখিনা অনেকদিন নাতি কে ও দেখিনি
১৭| ২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২২
সিগন্যাস বলেছেন: আপনার গল্প কোথায়?
২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
কথার ফুলঝুরি! বলেছেন: সিগন্যাস ভাইয়া অনেক বিজি, সময় ই পাচ্ছিনা টাইপ করার আর পোস্ট করার
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: প্রিয়জন দূরে থাকলে সব কিছুই এলোমেলো মনে হয়।
কবিতা ভাল লেগেছে।