![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
দরজায় এসে নাড়ছে কড়া
পরীক্ষা তো নয় যেন যমের হাতে পড়লাম ধরা
বইটা খুলে বসে পরলাম ওই
কি পড়ি আর কি না পড়ি
তা এখন আমি খুজে পাই কই ?
সিলেবাস তো দেখছি পুরোটাই বাকি
হেলা ফেলা আর ঘোরা ঘুরি করে
সারামাস যে দিয়েছি ফাঁকি
পরীক্ষায় যদি কোন কারনে
ফেল করলাম ভাই
মায়ের হাতের পিটুনি থেকে
রক্ষা তো আর নাই
কোন রকম পড়া নাকে মুখে গুজে
শেষ করলাম সিলেবাস
কানে ধরলাম, না বাবা না আর
গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবো না সারামাস
এবারের মত, পাশ নম্বর
মিলে যায় যদি ভাগ্যগুণে
ফাঁকিবাজি আর করবো না কভু
প্রতিদিনের পড়া শেষ করবো প্রতিদিনে
৩০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
কথার ফুলঝুরি! বলেছেন: হাহা! হুম সময় মত পড়া শেষ না করে ফাঁকিবাজি করলে তো পরীক্ষার সময় হতাশায় পরতেই হবে । তবে এখনকার দিনে আর সেই ভয় নেই , কারন চাইলেই বেশীরভাগ সময় পরীক্ষার প্রশ্ন পাওয়া যায়।
২| ৩০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
সিগন্যাস বলেছেন: এবারের মত, পাশ নম্বর
মিলে যায় যদি ভাগ্যগুণে
ফাঁকিবাজি আর করবো না কভু
প্রতিদিনের পড়া শেষ করবো প্রতিদিনে
আহা পুরানো কথা মনে পড়ে গেল।আমিও নিজেকে এটাই বলতাম পরীক্ষার হলে
৩০ শে জুন, ২০১৮ রাত ৮:৩৩
কথার ফুলঝুরি! বলেছেন: "আমিও নিজেকে এটাই বলতাম পরীক্ষার হলে" হাহা! সিগন্যাস ভাইয়া, শুধু কি পরীক্ষার হলে? জীবনের সব ক্ষেত্রেই আমরা বলি, এবারের মত যদি পার পেয়ে যাই তাহলে জীবনে ও আর ওমন করবো না
আপনার মত আমিও পরীক্ষার হলে ওমন বলতাম আর প্রতিদিন ই বলতাম আজ থাক কাল থেকে পড়তে বসবো এভাবেই চলে যেত দিন
৩| ৩০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
কাওসার চৌধুরী বলেছেন: বই পড়া নিয়ে রবার্ট লুই স্টিভেনসনের একটি কবিতা-
সন্ধ্যায় যখন আলো জ্বালানো হয়
আমার অভিভাবক আলোর পাশে বসে রয়
তারা ঘরে বসে থাকে আর কথা বলে গান গায়
আর তারা সময় কাটায় না খেলাধুলায়।
এখন আমি আমার ছোট্ট বন্দুক নিয়ে, হামাগুড়ি দিয়ে
গভীর অন্ধকারে দেয়ালের ধার ছুঁয়ে
এবং বনের গহীন পথ পেয়ে যাই এগিয়ে
সোফার পেছন দিক দিয়ে।
এখানে, রাত্রিরে, কেউ পারবে না গুপ্তচরগিরি করতে
আমি একা রয়েছি আমার শিকারীর তাবুতে
আর খেলছি সেই সব বই নিয়ে যাদের পড়েছি একসময়
যদিও এখন হয়ে গেছে বিছানায় যাওয়ার সময়।
এরা হলো পাহাড়, এরা হলো শব্দরাশি
এরা হলো আমার তারা ভরা একাকী হাসি
আর এরাই হলো নদী যার কিনারে
গর্জনরত সিংহরা জল পান করে।
আমি অন্যদের দেখি দূরে অনেক দূরে
যেন এই আগুন জ্বালানো ক্যাম্পের ধারে
আর আমি ঠিক এক ইণ্ডিয়ান বালকের মতো
দেখি ওদের শিকার খোঁজার উল্লাস যতো।
তাই, ধাত্রী যখন আমার খোঁজ করে
সমুদ্র পার হয়ে তখন ফিরি আমি ঘরে
এবং বিছানায় যাই পেছনের চোখ রেখে
আমার প্রিয় গল্পের-দেশের দিকে।।
আপু মণির ফাঁকিবাজির কবিতা তো সেই রকম হইছে। লাইক
দিলাম।
৩০ শে জুন, ২০১৮ রাত ৮:৩৮
কথার ফুলঝুরি! বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া রবার্ট লুই স্টিভেনসনের কবিতা টি শেয়ার করার জন্য । আসলেই কবিতা টি খুব ভালো লাগলো।
"আপু মণির ফাঁকিবাজির কবিতা তো সেই রকম হইছে" হাহাহা! জি ভাইয়া, ফাঁকিবাজ আপু মনির ফাঁকিবাজির কবিতা
লাইক এর জন্য ও মন্তব্য এর জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
৪| ৩০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
তারেক_মাহমুদ বলেছেন: বেশিরভাগ ছাত্র/ছাত্রী পরিক্ষার সময় এমনটি ভাবে। পরিক্ষা শেষ হলে আবার ভুলে যায় ।
৩০ শে জুন, ২০১৮ রাত ৮:৪০
কথার ফুলঝুরি! বলেছেন: "বেশিরভাগ ছাত্র/ছাত্রী পরিক্ষার সময় এমনটি ভাবে। পরিক্ষা শেষ হলে আবার ভুলে যায়" হাহা! জি ভাইয়া, তবে শুধু মাত্র পরীক্ষা না, জীবনের অন্যান্য ক্ষেত্রে ও আমরা এমন টি করি বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কতকিছু বলি আবার বিপদ শেষে সব ভুলে যাই ।
৫| ৩০ শে জুন, ২০১৮ রাত ৮:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা। সারা বছর একটুআধটু ফাঁকি দিতাম ঠিকই কিন্তু পরীক্ষার সময় মাথায় বালিশ না নিয়ে ইট দিয়ে ঘুমাতাম। সেসব দিনকে কী কখনও ভোলা যায়।
শুভ কামনা রইল।
৩০ শে জুন, ২০১৮ রাত ৮:৪২
কথার ফুলঝুরি! বলেছেন: "সারা বছর একটুআধটু ফাঁকি দিতাম ঠিকই কিন্তু পরীক্ষার সময় মাথায় বালিশ না নিয়ে ইট দিয়ে ঘুমাতাম" হাহা! ভাইয়া, ছাত্র জীবনে যদি একটু আধটু ফাঁকিবাজি ই না করা হল তাহলে আর ছাত্রজীবনের মজা কই
৬| ৩০ শে জুন, ২০১৮ রাত ১১:০৫
অচেনা হৃদি বলেছেন: মাঝে মাঝে আমরা এটাও বলি, 'আহারে পড়ালেখা কে যে আবিষ্কার করছে !!!!'
৩০ শে জুন, ২০১৮ রাত ১১:২৭
কথার ফুলঝুরি! বলেছেন: "মাঝে মাঝে আমরা এটাও বলি, 'আহারে পড়ালেখা কে যে আবিষ্কার করছে" হাহাহা! আমরা ও ঠিক এমন টি বলতাম স্কুল জীবনে। কিন্তু পড়ালেখা আবিষ্কার না হলে তো ছাত্র জীবনের মজা ই পাওয়া যেত না।
৭| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১২:১৯
ভ্রমরের ডানা বলেছেন:
আপিনার উচিত পড়ায় মনোযোগ দেওয়া! ওটা আগে! বাকি সব পড়ে!
০১ লা জুলাই, ২০১৮ সকাল ৯:৫৮
কথার ফুলঝুরি! বলেছেন: "আপিনার উচিত পড়ায় মনোযোগ দেওয়া! ওটা আগে! বাকি সব পড়ে" হা ভাইয়া, প্রতি টি ছাত্র ছাত্রীর ই আগে পড়াশোনায় মন দেওয়া উচিত।
কিন্তু আমিতো সেই পর্ব অনেক আগেই শেষ করে ফেলেছি
ধন্যবাদ কবিতা পাঠ ও মন্তব্য এর জন্য ।
৮| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১২:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
নানী গো,
লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে।
তোমার কপাল কোনটাই নাই
০১ লা জুলাই, ২০১৮ সকাল ১০:০০
কথার ফুলঝুরি! বলেছেন: "লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে।
তোমার কপাল কোনটাই নাই" হাহা ! আমিতো লেখাপড়া করি নাই, পড়ালেখা করেছি তাই খুব সম্ভবত আমার কপালে সব ই আছে । হিহি
৯| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ৯:৫৪
রাজীব নুর বলেছেন: আপনিও তো আমার মতোন কবিতা লিখতে পারেন না।
০১ লা জুলাই, ২০১৮ সকাল ১০:০২
কথার ফুলঝুরি! বলেছেন: "আপনিও তো আমার মতোন কবিতা লিখতে পারেন না" হাহাহা! জি ভাইয়া কথা সত্য মাঝে মাঝে দু এক লাইন লিখি সেটা কে আমার পাঠক রা কবিতা ভেবে ভুল করে তাতে আমার কি দোষ
১০| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:০৩
শাহরিয়ার কবীর বলেছেন: নানী গো
তোমার লগে দুডা সুখ-দুঃখের গল্প করতে আসলাম ।
আগে চা/কফি খেতে দাও ।
০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:২০
কথার ফুলঝুরি! বলেছেন:
এখন তো দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে তাই বিরিয়ানি খান আগে তারপর চা কফি খাওয়া যাবে
১১| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:১৪
সুমন কর বলেছেন: হাহাহা..........ভালো লিখেছেন। +।
ছাত্র জীবনে শতবার শপথ করা, "আগামী মাস থেকে খুব পড়ব" !!
০১ লা জুলাই, ২০১৮ দুপুর ২:৩২
কথার ফুলঝুরি! বলেছেন: লেখা ভালো লেগেছে জেনে ভালো লাগল সুমন কর ভাইয়া।
"ছাত্র জীবনে শতবার শপথ করা, "আগামী মাস থেকে খুব পড়ব" -------- হাহাহা! এটা তো ভাইয়া প্রতিদিনের শপথ ছিল যে আজ থাক কাল থেকে ভালো মত পড়বো
১২| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:২২
শাহরিয়ার কবীর বলেছেন: নানী গো,
একি করালা তুমি !
আমি দেহ খানা হাতির মত
বিরিয়ানি খেলে তো আমি শেষ ।
০১ লা জুলাই, ২০১৮ দুপুর ২:৩৪
কথার ফুলঝুরি! বলেছেন: "আমি দেহ খানা হাতির মত
বিরিয়ানি খেলে তো আমি শেষ" তাতে কি ? দুই দিনের দুনিয়া , যা খেতে মন চায় খাবো এত বাছ বিচার করার দরকার টা কি
১৩| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: ই দিনের দুনিয়া , যা খেতে মন চায় খাবো এত বাছ বিচার করার দরকার টা কি
মরিতে চাহিনা আমি এতো অল্প বয়সে ।
০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৩
কথার ফুলঝুরি! বলেছেন: "মরিতে চাহিনা আমি এতো অল্প বয়সে" আল্লাহ্ তা আলা যতদিন হায়াত রেখেছে ততদিন এমনিই বাঁচবো তাই যা মন চায় তাই খাবো নো হাংকি পাংকি
১৪| ০১ লা জুলাই, ২০১৮ রাত ৮:০৫
নাজিম সৌরভ বলেছেন: আপু কি এখনো মালয়েশিয়া থাকেন ?
০২ রা জুলাই, ২০১৮ সকাল ৯:৫৪
কথার ফুলঝুরি! বলেছেন: না, ভাইয়া। এখন বাংলাদেশেই আছি।
১৫| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১০:১২
শামচুল হক বলেছেন: সুন্দর লিখেছেন। ধন্যবাদ
০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১০:৩৪
কথার ফুলঝুরি! বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগল ভাইয়া।
অনেক ধন্যবাদ কবিতা পাঠ ও আপনার মন্তব্য এর জন্য শামচুল হক ভাইয়া।
১৬| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৮
আখেনাটেন বলেছেন: এটি মনে হচ্ছে আপনি যখন শিক্ষার্থী ছিলেন তখনকার পরীক্ষাভীতি থেকে লেখা।
০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ২:১২
কথার ফুলঝুরি! বলেছেন: হাহা! হুম শুধু স্কুল না, কলেজ, ভার্সিটি সব জায়গায় ই এমন করেছি। আজ না কাল এমন করতে করতে দেখি পরীক্ষাই কাল আর কিছুই পড়া হয়নি
আর এম বি এ তো এমন ও হয়েছে যে পরীক্ষা সন্ধ্যায় আর পড়া শুরু ই করেছি সকালে
১৭| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৫
কাওসার চৌধুরী বলেছেন: শুভেচ্ছা আপুমনি,
আশা করি ছুটির দিনে নতুন লেখা পাব। শুভ কামনা রইলো।
০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫১
কথার ফুলঝুরি! বলেছেন: আপুর খোঁজ খবর নেওয়ার জন্য অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া।
আশা করি আজকেই পাবেন নতুন লেখা
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
চাঁদগাজী বলেছেন:
ছাত্র মনের হতাশার কবিতা; প্রশ্নফাঁস হয়েছে কিনা খবর নেন!