নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছেদের বিদ্রোহ !

১০ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৭



হৃদয়ের রাজপথে চলছে মিছিল
ইচ্ছেগুলো করছে বিদ্রোহ, প্রতিনিয়ত !

ওদের দমিয়ে রাখা যায়না, বেধে রাখা যায়না
বোঝানোও যায়না !

মনিব যে অসহায়
তোদেরকে স্বাধীনতা দেওয়ার ক্ষমতা মনিবের নেই !

তবুও, ওরা চলবেই ওদের ইচ্ছেমত !
ওরা স্বাধীনতা চায়
মুক্ত পাখির মত উড়ে বেড়ানোর স্বাধীনতা !

বুলডোজার চালিয়ে ওদেরকে পিষে মেরে ফেলতে পারলে ভালো হত !
হৃদয়ের রাজপথ তবু হতো তো রঙ্গিন
রক্তে রঞ্জিত !

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২০

ঠাকুরমাহমুদ বলেছেন: হৃদয়ের রাজপথ রঙ্গিন হোক - পরাধীনতার গ্লানি দুর হোক

১০ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৭

কথার ফুলঝুরি! বলেছেন: 'হৃদয়ের রাজপথ রঙ্গিন হোক - পরাধীনতার গ্লানি দুর হোক" আর ইচ্ছেগুলো পাক স্বাধীনতা !:#P

কবিতা পাঠ ও মন্তব্য এর জন্য ধন্যবাদ ঠাকুরমাহমুদ ভাইয়া।

২| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৯

সিগন্যাস বলেছেন: যে ইচ্ছেকে বশ করতে পারে সে মহামানব

হে হে একটু দার্শনিকগিরি করছিলাম । কবিতা ভাল হয়েছে

১০ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪১

কথার ফুলঝুরি! বলেছেন: "যে ইচ্ছেকে বশ করতে পারে সে মহামানব" হাহা! :P কিন্তু আমি মহামানব কিংবা মহামানবী হয়ে আমার ইচ্ছেগুলোকে বশে আনতে চাইনা :P আমি চাই আমার ইচ্ছেগুলো স্বাধীনতা পাক ।

সিগন্যাস ভাইয়া, আমার ইচ্ছেগুলোর মধ্যে তেনাদের সাথে দেখা করার ইচ্ছেটাও কিন্তু আছে :D তবে দেখা হওয়ার পর বেঁচে থাকবো না মরে যাব এই বিষয়ে আমি সন্দিহান :((

৩| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: করুণা কিংবা দয়া বা সহানুভূতি সৃষ্টি কবিতার লক্ষ্য হতে পারে না।

১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫১

কথার ফুলঝুরি! বলেছেন: "করুণা কিংবা দয়া বা সহানুভূতি সৃষ্টি কবিতার লক্ষ্য হতে পারে না" জি ভাইয়া, ঠিক বলেছেন। যার মনে দয়া বা সহানুভূতি হওয়ার এমনি হবে, শুধু কবিতা দিয়ে কারও মনে এসব অনুভূতি সৃষ্টি করা যায়না ।

তবে ভাইয়া কবিতার কথা না বলে কবিতার উদ্দেশ্য এর কথা যেহেতু বললেন, তাহলে আমি বলবো, যদি আমার কবিতা দেখে ভাইয়া এটা মনে করে থাকেন যে, আমি কারও মনে এই ধরনের অনুভূতি সৃষ্টি করার উদ্দেশে কবিতা লিখি তাহলে বলব ভাইয়া, আমি সেইসব মানুষদের দলে নই যারা তাদের রাগ, দুঃখ, কষ্ট, হতাশা,দুর্বলতা, ব্যর্থতা এই ধরনের বিষয়গুলো প্রকাশ করার একমাত্র মাধ্যম হিসেব ফেসবুক কিংবা ব্লগ কে বেছে নেয়। আমার যা বলার তা আমি সরাসরি যাকে বলার তাকেই বলি এবং বেশীরভাগ সময়ে আমার সৃষ্টিকর্তার কাছে বলি। আর আমি কিন্তু শুধুমাত্র বিরহের কবিতাই লিখিনা, আমার কবিতায় কিন্তু প্রেম আর রোমান্সও থাকে আর আমার লেখা ছড়াও আছে, সাথে অন্য লেখাও । সে ক্ষেত্রে অনেক লেখারই কিন্তু কোন উদ্দেশ্য থাকেনা শুধুমাত্র ভালো লাগে বলে লিখি। আগের দিনের কবিরাও কিন্তু বিরহের কবিতা লিখত কিন্তু পাঠক তাদের কবিতার উদ্দেশ্য কে এভাবে নিতো বলে আমার মনে হয়না।

৪| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: কোন কিছুতে কী বিরক্ত হয়ে আছেন?


কবিতা ভালো লিখেছেন।

১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৮

কথার ফুলঝুরি! বলেছেন: 'কোন কিছুতে কী বিরক্ত হয়ে আছেন?" হাহাহা! না ভাইয়া, ওরফে আমার নাতী :P তবে কেউ কবিতা বা লেখা কেমন হল সে সম্পর্কে না বলে সেগুলো কে পারসোনালি নিলে তখন একটু বিরক্ত লাগে B:-) লেখকরা তাদের লেখা সম্পর্কে জানতে চায় আর কিছুনা !

"কবিতা ভালো লিখেছেন" জেনে ভালো লাগলো। খুশী হলাম :D

৫| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আজ এই বৃষ্টির কান্না দেখে, মনে পড়লো তোমায়। অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়ে ছিলে ঐ মুখ...
লাভ ইউ, কথা আপু!
তোমাদের হিরো এখন হাজির
বলো তো, কি দোষ এই পাজির? ;)


@"..... আমার একটা ড্রিম। আমার একজন বিশেষ মানুষ আছে। ছেলেরা যেমন হাঁটু গেরে বসে ফুল নিয়ে মেয়েদের প্রপোজ করে। আমি ঠিক ঐ স্টাইল এ তাকে প্রপোজ করবো।"...:P....
--- টক(কথা) আপু, আমার মাথায় দারুন একটা আইডিয়া এসেছে। ম্যাচ শুরু আগে তো প্র্যাকটিস করতে হয়! চলো আমরা দুই খাটাশ মিলে রিহ্যারসেল শুরু করি। তাতে ঐ ছেলের সাথে তোমার পারফর্মেন্সটা সুন্দর হবে।।:P

ও হ্যাঁ, তোমাদের লাভ স্টোরিটা অবস্যই ব্লগে লিখবে, ছ্যাঁকা খেলেও জানাবে। আমার আপুকে রিজেক্ট করার জন্য ওই ব্যাটার হাত পা ভেঙে লুলা করে দেব না?!X(:P


কথা নিয়ে গানাঃ
১. সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়....
২. কথা বলো না বলো ওগো বন্ধু, ছাঁয়া হয়ে তবু পাশে রইবো.....
৩. একটাই কথা আছে এই বাংলায়, মন আর বুক ভরে এক সাথে, সে হলো বন্ধু.....
৪. এখন তুমি দুটো গাও দেখি??
(আমি এত লুল হলাম কেন? এখন আমি কোথায় মুখ লুকাই?):(

ইয়া আল্লা!
কথা আপু যেন একদিনের জন্য হলেও আমার চেয়ে বড় হয়! তা না হলে তো, মান সন্মান সব শ্যাষ!!:(



ম্যাজিকঃ
(ব্লগ লিখেছি:৪ মাস ২ সপ্তাহ, পাঠকের প্রতিক্রিয়া !)
(ব্লগ লিখেছি:২ মাস ২ সপ্তাহ, কথার ফুলঝুরি!)
কী বুঝলে হে?
দুজনেরই নামের শেষে(!) চিহ্ন দেখে আশ্চর্য হলাম। তবে আমার আইডিটা কিন্তু সিনিয়র!:P দুজনের মধ্যে মিল দেখে ভাবছি, তোমাকে আমার কাজিন বানাবো। আর সেফ হলে জ্বালাবো....


আসল কথাঃ
আমার কিছু কাজ আছে। ব্লগে নিয়মিত থাকতে পারবো না। কিছুদিন কাউকে মন্তব্য/প্রতিউত্তরও করবো না। কেউ আমার খোঁজ করতে পারে, তাই জানিয়ে রাখলুম।

"কাওসার ভাইয়ের একটু খোঁজ নিবেন।" এই বাক্যটা অবস্যই মাথায় রাখবেন।
(আমি কিন্তু আর মন্তব্য করতে পারবো না।)X(


ভালো থেকো মেরে ভাই,
দেখা হবে, গুড বাই।
লগআউট করলুম....

১৩ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৭

কথার ফুলঝুরি! বলেছেন: কোন কারনে মনটা খারাপ ছিল :( সবকিছুর উপর এবং সবার উপর বিরক্ত লাগছিল :( কিন্তু ব্লগে লগ ইন করেই আমার প্রিয় ভাই কে আমার ব্লগে দেখে এবং তার করা দারুন চমৎকার এক মন্তব্য দেখে মনটা ভালো হয়ে গেল :D

আমি কিন্তু জেনে গিয়েছি আপনি আমার প্রিয় ভাই মণ্ডল
আপনাকে চিনতে কথার ফুলঝুরির হয়নি কোন গণ্ডগোল :D ;)

এবার কিন্তু পণ ভাঙতে হবে ভাই
আমার সব পোস্ট এ আপনার মন্তব্য চাই ই চাই !:#P

এখন থেকে যদি আমার কোন পোস্ট এ আপনাকে না পাই তাহলে কিন্তু খবর আছে বললাম X(( কবিতা হলেও পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে X((

@"..... আমার একটা ড্রিম। আমার একজন বিশেষ মানুষ আছে। ছেলেরা যেমন হাঁটু গেরে বসে ফুল নিয়ে মেয়েদের প্রপোজ করে। আমি ঠিক ঐ স্টাইল এ তাকে প্রপোজ করবো।"...:P....
--- টক(কথা) আপু, আমার মাথায় দারুন একটা আইডিয়া এসেছে। ম্যাচ শুরু আগে তো প্র্যাকটিস করতে হয়! চলো আমরা দুই খাটাশ মিলে রিহ্যারসেল শুরু করি। তাতে ঐ ছেলের সাথে তোমার পারফর্মেন্সটা সুন্দর হবে----------- আমি একবারে ফাইনাল ম্যাচ খেলবো :P যা থাকে কপালে :P তবে হয়তো সেটি এই জনমে আর হবেনা :(


@ও হ্যাঁ, তোমাদের লাভ স্টোরিটা অবস্যই ব্লগে লিখবে, ছ্যাঁকা খেলেও জানাবে----- হাহা! তা একটু একটু লেখা আছে অলরেডি ;) তবে অল্প কিছু জানা ভালো তা না হলে আকর্ষণ কমে যাবে জানার :P

@ আমার আপুকে রিজেক্ট করার জন্য ওই ব্যাটার হাত পা ভেঙে লুলা করে দেব না?------ ওমা বলে কি B:-) রিজেক্ট করলেও তিনি আপনার আপুর বিশেষ মানুষ !:#P আর আপু কিন্তু তার বিষয়ে খুবই সেনসিটিভ :P দেখা গেল আপুই না উলটা সবার হাত পা ভেঙ্গে দেয় (বিশেষ মানুষটির বিষয়ে আপুর মাথায় একটু সমস্যা আছে :( )

@৪. এখন তুমি দুটো গাও দেখি??
১। কথা যদি শুরু করি শেষতো হবেনা, আগুন যদি জ্বলে নেভানো যাবেনা
২। কথা ছিল দেখা হবে, দেখা হলনা

ভাইয়ার মন্তব্বের ২ নং গানটা বেশী প্রিয় :D

"দুজনেরই নামের শেষে(!) চিহ্ন দেখে আশ্চর্য হলাম" ম্যাজিক টা আমিও খেয়াল করেছি । চিমটি :P । তবে আপনার আইডি সিনিয়র হলেও আমি কিন্তু এই আইডি আজই প্রথম দেখলাম :D দারুন ম্যাজিক

@আসল কথাঃ
আমার কিছু কাজ আছে। ব্লগে নিয়মিত থাকতে পারবো না। কিছুদিন কাউকে মন্তব্য/প্রতিউত্তরও করবো না। কেউ আমার খোঁজ করতে পারে, তাই জানিয়ে রাখলুম--------- সব কাজকর্মের গুষ্টি কিলাই X(( ব্লগে ভাইয়াকে নিয়মিত চাই X((

@"কাওসার ভাইয়ের একটু খোঁজ নিবেন।" এই বাক্যটা অবস্যই মাথায় রাখবেন----- জি হা, কাওসার ভাই কয়দিন ব্লগে ছিলনা :( কিন্তু আজ লগ ইন করেই উনাকে দেখতে পেলাম অনলাইন এ আর সাথে সাথে প্রিয় মণ্ডল ভাই এর মন্তব্য আমার পোস্ট এ বহুদিন পর :D আজ যে ঘুম ভেঙ্গে কার মুখটা দেখেছিলাম :#)

@ভালো থেকো মেরে ভাই,
দেখা হবে, গুড বাই----

তাড়াতাড়ি ফিরে আসুন প্রিয় ভাই
আপনাদের ছাড়া ব্লগে আনন্দ না পাই :(



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.