![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
আজ আমার কালো আকাশ
মিলল কোটি তারার মিলে !
তোমায় দিলাম ভালবাসা
মাধবীলতা ফুলে,
কেয়া ফুলের হাতে যে তুমি, আকাশ দিয়েছো তুলে !
ভালবাসি ভালবাসি
লগ্ন যদিও যায় গো চলে
বাজবে মনে প্রানের বাঁশি
সিন্ধু পাড়ে মিলব দুজনে !
বিঃ দ্রঃ ছোট্ট এই কবিতাটির প্রতিটি চরণের প্রথম অক্ষর মেলালে একটি বিশেষ বার্তা কিংবা অনুভূতি কবিতাটি কোন এক বিশেষ কবির কবিতার ঢং দেখে অনুপ্রানিত হয়ে লেখা। বিশেষ বার্তা এবং কবিতা দুটোই সেই কবিকে দিলাম
১৩ ই জুলাই, ২০১৮ রাত ১:৩৬
কথার ফুলঝুরি! বলেছেন: " আক্ষরিক সংকেতে একদা আমিও লিখেছি" তাই বুঝি ! সেই কবিতাটি পড়তে পারলে ভালো লাগতো খুব।
"এভাবে লেখার মজা সাধারণ কবিতা লেখার দ্বিগুন" হা, এটা ঠিক। নিজের সাথে অনেক বেশী চ্যালেঞ্জ কাজ করে তখন মনে এবং শেষ পর্যন্ত মনের মত কিছু লেখা হলে সফল হওয়ার আনন্দ টা দিগুন হয়।
২| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১:১৬
রাকু হাসান বলেছেন: চমৎকার ..++.কবিতায় গোপন সংকেতের মাধ্যমে প্রেম নিবেদন করা যাবে
১৩ ই জুলাই, ২০১৮ রাত ১:৩৮
কথার ফুলঝুরি! বলেছেন: "চমৎকার ..++" ওয়াও ! রাকু হাসান ভাইয়া ধন্যবাদ অনেক।
"কবিতায় গোপন সংকেতের মাধ্যমে প্রেম নিবেদন করা যাবে" হা, ভাইয়া। তাহলে আপনিও আর দেরী না করে করে ফেলুন প্রেম নিবেদন যদি এমন কেউ থাকে ।
৩| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১:৪৩
রাকু হাসান বলেছেন: হাহা তওবা
তবে কবিতাটি কুইজ হিসাবেও ব্যবহার করা যায় ।
১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৯
কথার ফুলঝুরি! বলেছেন: হাহাহা! তওবা ? ? রাকু হাসান ভাইয়া, থাক ভাইয়া আপনি কুইজ হিসেবেই ব্যাবহার করেন
আমি কিন্তু প্রেম নিবেদন হিসেবেই ব্যাবহার করবো
তবে কুইজ এর আইডিয়া টা আমারও পছন্দ হয়েছে , বিষয়টা মাথায় থাকলে তাহলে কবিতায় যে একটি বার্তা আছে সেটা আগেই বলে দিতাম না
৪| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৩:০৪
জাহিদ অনিক বলেছেন:
বাহ !! সাংকেতিক বার্তা পড়তে পেরেছি।
আমি তোমাকে ভালোবাসি- পৃথীবির সবচেয়ে সুন্দরতম লাইন।
কবিতা চমৎকার হয়েছে ফুলঝুড়ি
১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৫
কথার ফুলঝুরি! বলেছেন: "তোমাকে ভালোবাসি- পৃথীবির সবচেয়ে সুন্দরতম লাইন" হা জাহিদ অনিক ভাইয়া, এই কথাটি অনেক সুন্দর কিন্তু যদি তার কাছে থেকে শোনা হয় যাকে আমিও ভালোবাসি আর তা না হলে তো বিপদ
তবে বেশী সুন্দরতম লাইন "আমিও তোমাকে ভালোবাসি" বেস্ট ইন ডা হোল ওয়ার্ল্ড
কবিতা ভালো লেগেছে জেনে খুশী হলাম ভাইয়া, কবিতা পাঠ ও মন্তব্য এর জন্য অনেক ধন্যবাদ।
৫| ১৩ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৩১
সিগন্যাস বলেছেন: প্রিয় ফুলঝুরি,
কবিতা দারুণ হয়েছে । সাংকেতিক বার্তার জন্য কবিতা আরো ভালো হয়েছে । প্লাস দিলাম
১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৬
কথার ফুলঝুরি! বলেছেন: ওরে আমার প্রিয় সিগন্যাস ভাইয়া, কবিতা দারুন লেগেছে জেনে অনেক খুশী সাথে আবার প্লাস ও । ওয়াও এতো মেঘের সাথে বৃষ্টি, সাথে শিলা বৃষ্টি । হাহা
ভাইয়া, আমি ভাবছি তেনাদের নিয়ে একটা ছড়া লিখবো
৬| ১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৪
শামচুল হক বলেছেন: ভালো লাগল।
১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৯
কথার ফুলঝুরি! বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্য এর জন্য অনেক ধন্যবাদ শামচুল হক ভাইয়া।
কবিতা ভালো লেগেছে জেনে খুশী হলাম ।
৭| ১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কবি নজরুলের কোন একটি কবিতায় এমন উপমা দেখেছিলাম। আপনারটিও দেখলাম। সুন্দর।
১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৩
কথার ফুলঝুরি! বলেছেন: "কবি নজরুলের কোন একটি কবিতায় এমন উপমা দেখেছিলাম" ওয়াও! তাই নাকি ভাইয়া !
আমার সেই বিশেষ কবিরটা ছাড়া কবি নজরুল এর টা বা অন্য কারও টা আমি আজ পর্যন্ত দেখিনি ভাইয়া, তবে এখনতো আমারও দেখতে ইচ্ছে করছে কবি নজরুল এর সেই কবিতা।
৮| ১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! বেশ ভালো লাগলো। তবে আপনারা যারা কবিমানুষ যা ইচ্চা করে যান, আমরা কিচ্ছু দেখতে পাচ্ছিনা বা শুনতেও পাচ্ছিনা। হা হা হা, মন নিয়ে এমন লুকোচুরি চলতে থাকুক। ++
অনেক শুভকামনা আপুকে।
১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫১
কথার ফুলঝুরি! বলেছেন: "বাহা!! বেশ ভালো লাগলো" আমার প্রিয় পদাতিক চৌধুরি ভাইয়ার আমার কবিতা ভালো লেগেছে জেনে খুশী হলাম। ভাইয়া, আপনি কি জানেন যে আপনার বোনের আসল নাম কিন্তু চৌধুরী টাইটেল এর ব্লগে আমার দুই চৌধুরী ভাই ই আমার খুব প্রিয়, এক কাওসার চৌধুরী ভাই আরেকজন আপনি পদাতিক চৌধুরি ভাই
"তবে আপনারা যারা কবিমানুষ যা ইচ্চা করে যান, আমরা কিচ্ছু দেখতে পাচ্ছিনা বা শুনতেও পাচ্ছিনা। হা হা হা, মন নিয়ে এমন লুকোচুরি চলতে থাকুক" ----- হাহাহা! হা ভাইয়া, আমিতো আনাড়ি ছোটখাটো কবি, আমি অতকিছু পারিনা । তবে আসল কবিরা কিন্তু আসলেই যা ইচ্ছে তাই করে শব্দের সাথে, লুকোচুরি খেলে সেইরকম গুন তাদের ।
৯| ১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৭
রাজীব নুর বলেছেন: জাহিদ অনিক বলেছেন:
বাহ !! সাংকেতিক বার্তা পড়তে পেরেছি।
আমি তোমাকে ভালোবাসি- পৃথীবির সবচেয়ে সুন্দরতম লাইন।
কবিতা চমৎকার হয়েছে ফুলঝুড়ি
একজন ব্লগার হিসেবে আসবো দেখব এবং পড়বো।
অনেক শুভ কামনা।
১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৭
কথার ফুলঝুরি! বলেছেন: @রাজীব নুর বলেছেন: জাহিদ অনিক বলেছেন:
বাহ !! সাংকেতিক বার্তা পড়তে পেরেছি।
আমি তোমাকে ভালোবাসি- পৃথীবির সবচেয়ে সুন্দরতম লাইন।
কবিতা চমৎকার হয়েছে ফুলঝুড়ি " --------- হাহা! আমার প্রিয় রাজীব নুর ভাইয়া বরাবরই আমাকে চিন্তায় ফেলে দেয় কি যে বুঝব তাও বুঝিনা
"একজন ব্লগার হিসেবে আসবো দেখব এবং পড়বো" শুধু আসলে আর দেখলেইতো হবেনা ভাইয়া, অন্তত আমার ক্ষেত্রে। আমি চাই আমার লেখার সমালোচনা হোক যেন শুধরাতে পারি নিজেকে। ডে বাই ডে যেন আরও ভালো হয় লেখা। আমার লেখায় আপনার সুচিন্তিত মতামত চাই ভাইয়া।
বিঃ দ্রঃ ভাইয়ার আজকের মন্তব্য টা একটু কেমন কেমন লাগলো ভাইয়া যদি কোন কারনে কথার ফুলঝুরির উপর রাগ করে থাকেন দুঃখিত
১০| ১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওরে,
"আমি তোমাকে ভালোবাসি" তো না
হবে, আমি তোমাকে ভালবাসি।
কবিতায় আছে ল, লো না
@জাহিদ অনিক,
কবি কবিতা ছাড়া কিছু চোখে পড়ে না?
ফুলঝুড়ি কি? ওটা ঝুরি। মানে ঝুরি ঝুরি
@কথার ফুলঝুরি!
আমার সাথে গাদ্দরীটা করলো কে?
মিতন না শাহজালাল? নাকি অন্য কোন অর্বাচীন??
১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৪
কথার ফুলঝুরি! বলেছেন: @ওরে,
"আমি তোমাকে ভালোবাসি" তো না
হবে, আমি তোমাকে ভালবাসি।
কবিতায় আছে ল, লো না -------- হাহা! আপনি সেইজন যিনি আমার প্রথম পোস্ট এই ভুল ধরিয়ে দিয়েছিলেন এবং পরে আমি সেটা ঠিক করতে পেরেছিলাম
আশা করি সামনেও এমন কিছু দেখলে অবশই বলবেন প্রিয় মণ্ডল ভাই।
তবে ভাইয়া, আমিতো ভালবাসি লেখেছি যদিও সঠিক বানানটা হবে ভালোবাসি তবে ভালবাসি ও লেখা যায়
এই লেখায় ল এর জায়গায় লো দিলে মেলাতে কষ্ট হচ্ছিলো
হিহি।
@ফুলঝুড়ি কি? ওটা ঝুরি। মানে ঝুরি ঝুরি
------- হাহা! ধন্যবাদ ভাইয়া, আমার নামের বানান টা ঠিক করে দেওয়ার জন্য। আমি প্রথমে ভাবতাম ঝুড়ি হবে, তখন নিজের নামের বানান টা ভুল হয়েছে ভেবে অনেক খারাপ লাগতো
কিন্তু পরে আমি দেখেছি এটা আসলে ফুলঝুরিই হবে কিন্তু সেটি কিন্তু ফুলের ঝুড়ি না। আগরবাতির মত দেখতে একধরনের আতশবাজি কে ফুলঝুরি বলে, যেটি আমরা সবাই ই চিনি কিন্তু নাম জানিনা। আর কথার ফুলঝুরি মানে সেই আতশবাজির ফুলকির মত কথাগুলো ঝরজরে ছড়িয়ে যাবে
ইহা সেই ফুলঝুরি আতশবাজি
@আমার সাথে গাদ্দরীটা করলো কে?
মিতন না শাহজালাল? নাকি অন্য কোন অর্বাচীন?? ----- হাহাহা! ভাইয়া এই দুইজন তো আমার বন্ধু
পিওর বন্ধু । তবে গাদ্দারি টা যে করেছে তিনিও কিন্তু একজন কবি
সেই দিক দিয়ে কিন্তু তার সাথে আপনার শত্রুতা দিগুন হবে কারন আপনার তো এমনিতেই কবিদের সাথে বিদ্রোহ
১১| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: স্নেহের ছোটো বোন,
সম্ভবত প্রিয় ঠাকুর মাহমুদ ভায়ের ' চৌধুরী বাড়ির' উপর লেখা পোষ্ট থেকে জেনেছিলাম দাদাদের দেখাদেখি ছোটোবোনও লুকিয়ে ( নিক নিয়ে ) ব্লগে হাজির। তবে আমাদের পরিবারের একটা ঐতিহ্য আছে। আমরা প্রাচীন ভারতের গার্গী , মৈত্রীদের মত মেয়েদের তর্কযুদ্ধে অংশ নিতে দেখতে ও দেখাতে বিশ্বাসী। কাজেই আমাদের ছোটোবোনে আগামীদিনে যে কোনও তর্কযুদ্ধে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হবে আশাকরি।
তবে আমাদের মিঞা ভাইও ( শ্রদ্ধেয় সনেট কবি ভাই) আমাদের সঙ্গে আছেন। এদিকে আবার মন্ডল বাড়ির ছোটো পোলা নুতন নিকে ' পাঠকের প্রতিক্রিয়া ' নামে চলে এসেছেন। আমরা আনন্দিত । সবমিলিয়ে ব্লগ আবার সরগরম হবে আশাকরি ।
সকল কমেন্টদাতাকে চৌধুরী বাড়ির পোলার পক্ষ্য থেকে অন্তরের শুভেচ্ছা। আমার বোনকে অনেক অনেক ভালোলাগা ও শুভকামনা।
১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৩
কথার ফুলঝুরি! বলেছেন: @ প্রিয় ঠাকুর মাহমুদ ভায়ের ' চৌধুরী বাড়ির' উপর লেখা পোষ্ট থেকে জেনেছিলাম দাদাদের দেখাদেখি ছোটোবোনও লুকিয়ে ( নিক নিয়ে ) ব্লগে হাজির----------- হা, সেই পোস্ট এই তো হাঁটে হাড়ি টা ভেঙেছিলাম
@তবে আমাদের পরিবারের একটা ঐতিহ্য আছে। আমরা প্রাচীন ভারতের গার্গী , মৈত্রীদের মত মেয়েদের তর্কযুদ্ধে অংশ নিতে দেখতে ও দেখাতে বিশ্বাসী। কাজেই আমাদের ছোটোবোনে আগামীদিনে যে কোনও তর্কযুদ্ধে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হবে আশাকরি------হাহা! হুম চৌধুরী বাড়ীর ছেলেদের মত মেয়েরাও কম যায়না যদিও তর্কাতর্কি আমার ভালো লাগেনা কিন্তু যেটা উচিত কথা সেটা বলতে আমি দ্বিধা বোধ করিনা
আর আমার ভাইয়েরা তো আছেই আমার সাথে , সো নো টেনশন
@তবে আমাদের মিঞা ভাইও ( শ্রদ্ধেয় সনেট কবি ভাই) আমাদের সঙ্গে আছেন। এদিকে আবার মন্ডল বাড়ির ছোটো পোলা নুতন নিকে ' পাঠকের প্রতিক্রিয়া ' নামে চলে এসেছেন। আমরা আনন্দিত । সবমিলিয়ে ব্লগ আবার সরগরম হবে আশাকরি ------ হা ব্লগ টা কিছুদিন থেকে কেমন হয়ে গিয়েছে, কেমন গুমোট বাধা ভাব আর শুধু লাগালাগি আশা করি সব আবার আগের মত হয়ে যাবে
সনেট কবি, মণ্ডল ভাই দুইজনেই আমার প্রিয় ।
আমার প্রিয় ভাইয়ার জন্য ও নিরন্তর ভালোবাসা ।
১২| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওরে কাজিন?
আমার নাম মণ্ডল না, মন্ডল(ন+ড=ন্ড)
ঐ ব্যাটা কবি?
তাহলে তো সুবিধা! তাকে ব্লগে আসতে বলো! একটু বাজিয়ে দেখি
পুনশ্চঃ
আমার অনেক দিনের শখ চৌধুরি বাড়ীর মেয়ের সাথে প্রেম করবো?
আইডিয়া! কবিকে তুমি ছ্যাঁক দাও, তাহলে সে আরো বড় কবি হবে। দেশের শেষ্ঠ কবি মি...... X
১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৯
কথার ফুলঝুরি! বলেছেন: @ আমার নাম মণ্ডল না, মন্ডল(ন+ড=ন্ড)------ মন্ডল ভাই এর নামে কিভাবে হল গল্ডগোল
@ঐ ব্যাটা কবি?
তাহলে তো সুবিধা! তাকে ব্লগে আসতে বলো! একটু বাজিয়ে দেখি-------- সে অলরেডি ব্লগে আছে
তবে আমাকে চিনেনা, চিনলে আমার খবর আছে
আমি ভাগবো তখন
@আমার অনেক দিনের শখ চৌধুরি বাড়ীর মেয়ের সাথে প্রেম করবো? ------- মল্ডল বাড়ীর পাজী ছেলে, সাবধান
ব্লগে কিন্তু আমার দুইজন চৌধুরী ভাই আছে
@কবিকে তুমি ছ্যাঁক দাও, তাহলে সে আরো বড় কবি হবে। দেশের শেষ্ঠ কবি মি...... X------ কবি ছ্যাঁক খায়না মাঝে মাঝে ছ্যাঁক দেয়
১৩| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ঝুরি /বিশেষ্য পদ/ গাছের ঝুরি, বটের ঝুরি, (ঝুরি, পিঁয়াজি)
ঝুড়ি /বিশেষ্য পদ/ বাঁশ দিয়ে নির্মিত বড় চুপড়ি বা চেঙারি।
বেশী মন্তব্য করলে, সবাই আমাকে ধরে ঠ্যাঙাবে....
১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৪
কথার ফুলঝুরি! বলেছেন: @ঝুরি /বিশেষ্য পদ/ গাছের ঝুরি, বটের ঝুরি, (ঝুরি, পিঁয়াজি)
ঝুড়ি /বিশেষ্য পদ/ বাঁশ দিয়ে নির্মিত বড় চুপড়ি বা চেঙারি------ ও মোর খোদা ব্যাকরণ কে আমি ভয় পাই
মন্ডল ভাই এত ব্যাকরণ কিভাবে জানে ! মাথা ঘুরায় ব্যাকরণ দেখলে
@বেশী মন্তব্য করলে, সবাই আমাকে ধরে ঠ্যাঙাবে....----- কথার ফুলঝুরির পোস্ট আপনি দিল দরিয়া ভাবে মন্তব্য করতে পারেন
মন্ডল ভাইকে ঠ্যাঙায় কার এত বড় সাহস
তবে কাওসার ভাই গেল কই
১৪| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৫
কুঁড়ের_বাদশা বলেছেন:
সামুর সকলের বিনোদন বন্ধু দার্শনিক কুঁড়ের বাদশার জীবনে কোন ভালুবাসা নাই!!!!!!!!!!!!!!!!
ছোট কবিতায় একখানা বড় লাইক প্রদান করা হইল!!!!!!!!!!!!!!!
১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪০
কথার ফুলঝুরি! বলেছেন: @ সকলের বিনোদন বন্ধু দার্শনিক কুঁড়ের বাদশার জীবনে কোন ভালুবাসা নাই!!!!!!!!!!!!!!!!------ কুঁড়ের বাদশার জীবনে ভালোবাসা না থাকাই ভালো
তা না হলে তিনিও কবি হয়ে যাবেন , তখন আমাদের বিনোদন দিবে কে ?
আর ভালোবাসা বা প্রেম করতে অনেক কষ্ট করা লাগে
কুঁড়ের বাদশার কুঁড়েমি শেষ হলে না প্রেমের কষ্ট করবে
@ছোট কবিতায় একখানা বড় লাইক প্রদান করা হইল!!!!!!!!!!!!!!!
---- তাইতো বলি, আরেকটা লাইক কেমনে হইল
১৫| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: যা ভাবতেছিলুম তাই দেখছি। বোনডারে এক্কা ফেলাইয়া মনডা কু ডাক ডাকতাছিল, ফিরে আইসা তো চক্ষু চরকগাছ। আমাগো বোন একাই একশো। এখন ফাইট লাগতাছে মন্ডল বাড়ির পোলার সঙ্গে মান্যবরেষু কুঁড়ের বাদশার। আমি বরং বোনডারে নিরাপদে নিয়েআসি।
১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৭
কথার ফুলঝুরি! বলেছেন: হাহাহা জি হা, পদাতিক ভাই, মন্ডল ভাই হোক আর যে হোক আমার ভাইয়েরা পাশে থাকলে নো টেনশন
"আমাগো বোন একাই একশো" দেখতে হবেনা , বোনটি কার ! চৌধুরী বাড়ীর মেয়ে বলে কথা
১৬| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩০
বৃষ্টি বিন্দু বলেছেন: কথার ফুলঝুরি ঠিক ঝরে ঝরে পড়ে কবিতার ঢং এ, মজার কৌশলে...
সত্যি আমি অভিভূত!!!
১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৭
কথার ফুলঝুরি! বলেছেন: @কথার ফুলঝুরি ঠিক ঝরে ঝরে পড়ে কবিতার ঢং এ, মজার কৌশলে...------- বাহ! কি দারুন কথা । দেখতে হবে তো কথাটি বলেছে কে
প্রিয় বৃষ্টি বিন্দু আপুর জন্য একটা বৃষ্টির কবিতা অর্ধেক লিখে রেখেছি কিন্তু শেষ করতে পারছিনা সময় এর অভাবে (
কবিতা ভালো লেগেছে জেনে খুশী হলাম আপু, সাথে অনুপ্রানিত কিন্তু আমার আপু কবিতায় বেস্ট
১৭| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:
"অমন করে বলোনাগো তুমি
বুকে আগুন জ্বালিয়োনা তুমি
রেখে আড়াল করে থোক আড়াল হয়ে
নজর না লাগে কারো চাঁদ বদনী "
কবি নিশ্চয়ই বাংলা সিনেমার এই গানই গাইবে মেসেজ অনুভব করে
১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
কথার ফুলঝুরি! বলেছেন: @"অমন করে বলোনাগো তুমি
বুকে আগুন জ্বালিয়োনা তুমি
রেখে আড়াল করে থোক আড়াল হয়ে
নজর না লাগে কারো চাঁদ বদনী "
কবি নিশ্চয়ই বাংলা সিনেমার এই গানই গাইবে মেসেজ অনুভব করে ------ হাহা ! এই কবি বার্তা পেয়ে গান গাইবে না বরং উল্টো টিচার এর মত আমার কবিতা পর্যবেক্ষণ করে বলবে এটা এভাবে হলে ভালো হত, ওটা ওইভাবে লিখতে হয়, এভাবে না
হাহা !
তবে আমার এই মুহূর্তে এই গানটি মনে পরল
" একটা চিঠি (কবিতা) দিলাম লিখে
মনের কথা আজ তোমাকে
দেখো যেনো কেউ দেখেনা (যদিও তিনি ছাড়া সবাই দেখেছে )
মন মানে না, আমার মন মানে না
মন মানে না, আমার মন মানে না"
১৮| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @সাবধান ব্লগে কিন্তু আমার দুইজন চৌধুরী ভাই আছে ।
... আমি কি ডরাই সখি চৌধুরি পুলাদের..
@সে অলরেডি ব্লগে আছে! তবে আমাকে চিনেনা, চিনলে আমার খবর আছে! আমি ভাগবো তখন...
.. তুমি কিন্তু ভাইগোনা সখি! দরকার হয় তোমারে তার হাতে তুইলা দিমু।
আমার মাথায় দারুন আইডিয়া এসেছে,
তোমার সাথে প্রেমের অভিনয় করবো। এসব দেখে তো ঐ কবির রাইতের ঘুম হারাম। থাকতে না পেরে সে তোমার পেজে কমেন্ট করবে। তুমিও তাকে পাম দিবে। দরকার হয় আমাদের কমেন্ট করবা না কিন্তু তাকে দু-একটা কমেন্ট করবা। প্রতিউত্তর দেখে বোঝা যাবে ঐ কবি তোমার প্রতি দুর্বল কি না।
ব্লগে কতদিন কারো বিয়া হয় না? তোমাদের দিয়েই আবার শুরু হোক।
পুনশ্চঃ
আমাকে ঐ কবি সম্পর্কে কোন ইঙ্গিত না দিলে কিন্তু সমস্যা! কোনদিন যদি রাগ করে কোন কবিকে কচুকাটা করি, আর তোমার জান্টুসের উপরেই যদি কোপটা পড়ে? সে যদি ব্লগ ছাইড়া চইলা যায়? তাহলে তো আমাদের মাথায় বাড়ি...
কাওসার ভাইয়ের খোঁজ নিচ্ছি....
১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৭
কথার ফুলঝুরি! বলেছেন: @সাবধান ব্লগে কিন্তু আমার দুইজন চৌধুরী ভাই আছে ।
... আমি কি ডরাই সখি চৌধুরি পুলাদের..:---- তাতো বুঝিতে পারিয়াছি সেইদিন ই আপনার স্কুল জীবনের প্রেম ভালোবাসার কাহিনী পড়ে
@আমার মাথায় দারুন আইডিয়া এসেছে,
তোমার সাথে প্রেমের অভিনয় করবো। এসব দেখে তো ঐ কবির রাইতের ঘুম হারাম। থাকতে না পেরে সে তোমার পেজে কমেন্ট করবে। তুমিও তাকে পাম দিবে। দরকার হয় আমাদের কমেন্ট করবা না কিন্তু তাকে দু-একটা কমেন্ট করবা। প্রতিউত্তর দেখে বোঝা যাবে ঐ কবি তোমার প্রতি দুর্বল কি না----- হাহাহা! কি দারুন আইডিয়া
কিন্তু এই কবিকে জেলাস ফিল করানো কঠিন
@আমাকে ঐ কবি সম্পর্কে কোন ইঙ্গিত না দিলে কিন্তু সমস্যা! কোনদিন যদি রাগ করে কোন কবিকে কচুকাটা করি, আর তোমার জান্টুসের উপরেই যদি কোপটা পড়ে? সে যদি ব্লগ ছাইড়া চইলা যায়? তাহলে তো আমাদের মাথায় বাড়ি...---- হাহা ! এইটা একটা চিন্তার বিষয়
তবে এই ভয় নাই কারন তিনি বিশাল বিজি মানুষ, রেগুলার না ব্লগে, ৬ মাসে একবার এসে একটা কবিতা পোস্ট করেই দৌড়
৬ বছর ১১ মাসে তার পোস্ট মাত্র ২০ টি
@ব্লগে কতদিন কারো বিয়া হয় না? তোমাদের দিয়েই আবার শুরু হোক----- হাহা! তার সাথে বিয়ে হলে ব্লগের সবাইকে খাওয়াবো । প্রমিস
@কাওসার ভাইয়ের খোঁজ নিচ্ছি....--- প্লীজ! তাড়াতাড়ি নেন ভাইয়া কার উপর অভিমান করলো
১৯| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।
১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৯
কথার ফুলঝুরি! বলেছেন: নীলপরি আপু, আমার পোস্ট এ আপনাকে স্বাগতম । কবিতা ভালো লেগেছে জেনে খুশী হলাম, সাথে অনুপ্রানিত।
ভালোবাসা রইল আপু।
২০| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৪
সনেট কবি বলেছেন: ভালো লাগল।
১৩ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৩
কথার ফুলঝুরি! বলেছেন: প্রিয় সনেট কবির আমার লেখা কবিতা ভালো লেগেছে জেনে খুশী হলাম খুব সাথে অনুপ্রানিত ।
কবিতা পাঠ ও মন্তব্য এর জন্য অনেক ধন্যবাদ কবি ।
২১| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কথার ফুলঝুরির কবিতায় কথা এত কম কেন? আরেকটু বড় করলে মন্দ হত না। তারপরও কবিতা দারুণ হয়েছে এ কথা নির্দ্বিধায় বলা যায়! বিশেষ কারো জন্য লিখে থাকলে কবিতার আকার কোন ম্যাটার না। সুন্দর কবিতায় লাইক!
১৪ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৬
কথার ফুলঝুরি! বলেছেন: @কথার ফুলঝুরির কবিতায় কথা এত কম কেন? ------- সম্রাট ভাইয়া, কবিতার মধ্যে যে বার্তা সেই কথাটিকে তো চাইলেও আর বড় করা যাবেনা
@তারপরও কবিতা দারুণ হয়েছে এ কথা নির্দ্বিধায় বলা যায়!------ অনেক বেশী খুশী হলাম ভাইয়া।
@বিশেষ কারো জন্য লিখে থাকলে কবিতার আকার কোন ম্যাটার না--- হা ঠিক বলেছেন। আকার ম্যাটার না, উদ্দেশ্য ম্যাটার। বিশেষ কারও জন্য যদি মাত্র দুই লাইন এ ও কিছু লেখা হয় সেটি ও অনেক বড় কিছু। ভালোবাসার প্রকাশটাই তো আসল।
আমার কবিতা পাঠ, চমৎকার অনুপ্রেরণামূলক মন্তব্য ও লাইক, সবকিছুর জন্য এত্ত বড় একটা ধন্যবাদ ভাইয়া ।
২২| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ১২:১০
সনেট কবি বলেছেন: আমিও এমন একটা সনেট লিখে ফেলেছি। দেখি কাল পোষ্ট দিতে পারি কি না।
১৪ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৪
কথার ফুলঝুরি! বলেছেন: @আমিও এমন একটা সনেট লিখে ফেলেছি----- বাহ! তাই বুঝি অপেক্ষায় রইলাম তবে। আশা করি কাল পাবো সেই সনেট কবিতা ।
২৩| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। সেই ভাগ্যবান কে?
১৪ ই জুলাই, ২০১৮ রাত ১:১১
কথার ফুলঝুরি! বলেছেন: @সেই ভাগ্যবান কে? ------ আছে একজন বিশেষ কবি যিনি ঠিক এমনই একটি কবিতা লিখেছিলেন যার প্রতিটি লাইন এর প্রথম অক্ষরগুলো মেলালে একটি বার্তা ছিল । আমি তার সেই কবিতা দেখেই এটা লিখলাম এবং তার উদ্দেশ্শেই
২৪| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ১:০৪
কাওসার চৌধুরী বলেছেন: কবিতায় অনেক ভাল লাগা | আগামী কাল থেকে নিয়মিতভাবে ব্লগে থাকবো বলে আশা করছি | শুভ কামনা আপনার জন্য |
১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৬
কথার ফুলঝুরি! বলেছেন: অবশেষে প্রিয় ভাইয়াকে পেয়ে অনেক ভালো লাগলো।
@আগামী কাল থেকে নিয়মিতভাবে ব্লগে থাকবো বলে আশা করছি------- হা প্লিজ ভাইয়া, সব কাজ খতম করে নিয়মিত থাকবেন । প্রিয় ভাইয়া ব্লগে না থাকলে কেমন ঝিমিয়ে ঝিমিয়ে থাকে সব
কবিতা ভালো লেগেছে জেনে খুশী হলাম ভাইয়া। অনেক ভালোবাসা রইল আপনার জন্য।
২৫| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৫
এ.এস বাশার বলেছেন: বেশ অনুপ্রাণিত হচ্ছি। ভাইয়া ও আপুদের মন্তব্য পড়ে ভাল লেগেছে।
১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১০
কথার ফুলঝুরি! বলেছেন: "বেশ অনুপ্রাণিত হচ্ছি। ভাইয়া ও আপুদের মন্তব্য পড়ে ভাল লেগেছে" হা ভাইয়া, নতুন লেখার অপেক্ষায় রইলাম। দাওয়াত দিয়েন কিন্তু আপুকে নতুন লেখা লিখলে
শুভকামনা রইল আপনার জন্য বাশার ভাইয়া।
২৬| ১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
সামু পাগলা০০৭ বলেছেন: কথা আপু! হাহাহা সোওও রোমান্টিক! বেশ মজার! যার জন্যে লিখেছেন তাকে কি নীল খামে, গোলাপি কাগজে করে পাঠিয়েছেন?
আপনার পোস্টের মন্তব্য প্রতিমন্তব্যগুলোও সুন্দর।
শুভেচ্ছা।
১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৪
কথার ফুলঝুরি! বলেছেন: @যার জন্যে লিখেছেন তাকে কি নীল খামে, গোলাপি কাগজে করে পাঠিয়েছেন? ---- হাহা ! না আপু সে তো দেখেই নাই এসব
তবে আপনার মন্তব্য পড়ে আমার তো এখন কবিতার সাথে সাথে একটা চিঠি ও লিখতে ইচ্ছে করছে খুব
চিঠি লিখতে আমার অসম্ভব ভালো লাগে
আমি আমার মনের কথাগুলো সামনে বলতে পারিনা, মানে ঠিক যেরকম অনুভূতি তা বলে প্রকাশ করতে পারিনা
চিঠি লিখলে একদম মন খুলে সব লেখা যায় কিন্তু যার জন্য লিখব তার যদি ধৈর্যে কুলায় সেই বিশাল চিঠি পড়ার
রঙিন খামে, রঙিন কাগজে আর রঙিন কলমের কালিতে লেখা প্রেমের চিঠি আহ কি রোমান্টিক
২৭| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩০
শাহরিয়ার কবীর বলেছেন:
নানী এটা কী লিখছো ???
তোমাকে নিয়ে একটা কবিতা লেখা যাবে ???
১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৫
কথার ফুলঝুরি! বলেছেন: @নানী এটা কী লিখছো ???--- হাহা! এটা আপনার নানার জন্য লেখা একটি বিশেষ কবিতা যার মধ্যে তাঁর জন্য একটি বিশেষ বার্তা লুকোনো আছে
@তোমাকে নিয়ে একটা কবিতা লেখা যাবে ??? ---- ওরে কি সৌভাগ্য আমার
অবশ্যই অবশ্যই । আমি অপেক্ষায় রইলাম কবিতার
একটা কবিতা পাওয়ার খুব ইচ্ছে হয় এক বিশেষ কবির কাছে থেকে কিন্তু পাইনি সামু তে এসে সনেট কবির থেকে সনেট পেয়েছি আমার নামে
এখন আমার নাতি ও লিখতে চায়
কিন্তু ইহা কি সত্যি ? নাকি নাতির তাঁর নানির সাথে দুষ্টুমি
যদি দুষ্টুমি হয় তাহলে কিন্তু
২৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫
আর্কিওপটেরিক্স বলেছেন:
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৬
কথার ফুলঝুরি! বলেছেন: হা হা হা ! প্রোগ্রামার ভাইয়া তাহলে আমার কবিতার ভাষা বুঝতে পেরেছে
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৮ রাত ১:১৪
ভ্রমরের ডানা বলেছেন:
এমন আক্ষরিক সংকেতে একদা আমিও লিখেছি! এভাবে লেখার মজা সাধারণ কবিতা লেখার দ্বিগুন!